09/03/2024
চেম্বার কথন এবং ধর্মীয় মুল্যবোধ অবক্ষয়ের গল্প....
আজকে চেম্বারে একজন হাজবান্ড ওয়াইফ এসেছিলেন।
মহিলার বয়স ২২ বছর এবং এক ছেলে সন্তানের মা।বাচ্চাটার বয়স ২ বছর।
রুগির অভিযোগ -
অনাকাঙ্ক্ষিত ভাবে উনার পেটে আরেকটা বাচ্চা চলে এসেছে।পেটের বাবুটার বয়স ২ মাস।উনি পেটের বাচ্চাটি রাখতে চান না (Abortion করাবেন)।তাই কি ঔষধ খেয়ে বাচ্চা নষ্ট করে ফেলবেন।সেই পরামর্শ নেবার জন্য এসেছেন।
জিজ্ঞেস করলাম কেন বাবুটাকে নষ্ট করে ফেলতে চাইছেন?
রুগি উত্তরে বললেন - আর্থিক ভাবে অভাব অনটনে আছি এবং শরীর অনেক দুর্বল লাগে।
বললাম - আমি আমার ৬ বছরের চিকিৎসা পেশায় একটা বাচ্চাও নষ্ট করার পরামর্শ কাউকে দেই নাই।তাই আপনাদের কেও দিতে পারলাম না।
রুগি জিজ্ঞেস করলেন - কেন পারবেন না?আমরা ত ভিজিট দিয়েই পরামর্শ নিচ্ছি।
অতপর- রুগিকে কাউন্সেলিং আরম্ভ করলাম।
বললাম- দেখুন,হক দুই ধরনের।
১।হাক্কুল্লাহ- আল্লাহর হক (নামাজ,রোজা,হজ,যাকাত ইত্যাদি)
২। হাক্কুল ইবাদ -বান্দার হক তথা মানুষের হক।
ধরুন,আপনি নামাজ,রোজা কিছুই করলেন না।আল্লাহ চাইলে দয়াপরবশ হয়ে কিয়ামতের দিন আপনাকে কোন ভালো কাজের উছিলায় ক্ষমা করে দিতে পারেন।এটা হাক্কুল্লাহ বা আল্লাহর হক।
কিন্তু আপনার পেটে যে বাচ্চাটা বড় হচ্ছে,সে কিন্তু আপনার শরীর থেকে খাবার গ্রহণ করছে।
ওর রিজিক অলরেডি শুরু হয়ে গেছে এবং এই রিজিক টা হচ্ছে হাক্কুল ইবাদ (মানুষের হক)।
এখন আমি ডাক্তার হয়ে যদি এই বাচ্চাটা নষ্ট করার পরামর্শ দেই।
কিয়ামতের দিন এই বাচ্চাটা আমার এবং আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে এবং আল্লাহর কাছে বিচার চাইবে কেন আমি,আপনি এই বাচ্চার রিজিক নস্ট করলাম।
সেদিন আমি,আপনি কি উত্তর দিব?
আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন কিন্তু বান্দার হক বান্দা না মাফ করলে স্বয়ং আল্লাহ তায়ালা মাফ করতে পারবে না।
সেদিন আমার নামাজ,রোজা,হজ ও যাকাত কোনো কিছুই কাজেই আসবেনা।
আমি ত প্রান দিতে পারবো না।তাহলে নিব কেন?
আর অভাব অনটনের কথা বলছেন?
ও যেদিন দুনিয়ায় আসবে।সেদিন দুনিয়াতে টিকে থাকার সব ব্যবস্থা আল্লাহ করে দিবেন।
মুখ যিনি দেন,আহার তিনিই দেন।আমি বা আপনি জাস্ট উছিলা মাত্র।
মহিলার হাজবান্ড নির্বিকার।
কিন্তু মহিলা নাছোড়বান্দা।একটাই কথা উনি বাচ্চা রাখবেন না।
এও বল্লাম- আপনার বাচ্চা যত দিন দুনিয়ার আলো না দেখবে ততদিন আপনার চিকিৎসার সব দায়িত্ব আমি নিলাম।
এবার মহিলা চুপ করে রইলেন।
আমি প্রেস্ক্রিপশন এর পাতায় ভিটামিন ,গ্যাসের ঔষধ লিখে দিয়ে বিদায় জানালাম।
জানিনা বাচ্চাটি আদৌ দুনিয়ার আলো দেখতে পারবে কিনা?
সকল ধর্মেই উল্লেখ আছে যে- "জীব হত্যা মহাপাপ"।
হাদীসে আছে-" যে একজন মানুষ কে হত্যা করলো সে যেন গোটা মানব জাতি কেই হত্যা করলো "
আল্লাহ তায়ালা আমাদের সকল কে সহীহ বুঝ দান করুন। সকল পাপাচার কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন।
আমিন❤️
সচেতনতায়-
Akm Zahidul Islam
Diploma in medical faculty (Dhaka)
General medical practitioner (GP)
Mothurapur