Akm Zahidul Islam

Akm Zahidul Islam প্রাথমিক চিকিৎসা সেবা এবং পরামর্শ কেন্দ্র।
মথুরাপুর বাজার,মথুরাপুর,ধুনট, বগুড়া

26/04/2025
খেজুরের রস খাবার সময় সতর্কতা অবলম্বন করুন❤️
22/12/2024

খেজুরের রস খাবার সময় সতর্কতা অবলম্বন করুন❤️

17/12/2024

শীতের মৌসুম চলছে -
এই সময়ে শিশুদের ঘন ঘন সর্দি,কাশি,জ্বর হচ্ছে।
অনেক ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পেয়ে শিশুরা নিউমোনিয়া তে আক্রান্ত হচ্ছে।

#নিউমোনিয়ার #লক্ষ্মণ #সমুহঃ-

*শ্বাস গ্রহণের সময় বুকের পাজর ভিতরের দিকে ঢুকে যাওয়া।
*বুকের দুধ টেনে খেতে কস্ট হওয়া অথবা টেনে খেতে না পারা।
*তীব্র জ্বর ।
*প্রচন্ড কাশি।
*অতিরিক্ত কান্নাকাটি করা।

চিকিৎসা ঃ-
No pneumonia, only cough and cold (সাধারণ সর্দি কাশির বাচ্চাকে হোম ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করা সম্ভব তবে Severe pneumonia বা মারাত্মক শ্বাসকষ্ট হলে বাচ্চাকে অবশ্যই হাস্পাতালে ভর্তি রেখে চিকিৎসা করতে হবে।শীতের সময়ে শিশুর বাড়তি যত্ন নিন।

আপনার শিশুটি সুস্থ থাকুক, ভালো থাকুক।
এই প্রত্যাশায়......
❤️❤️❤️

07/10/2024

রুগির বয়স ৬০ বছর।
গত মাসে আমার চেম্বারে এসেছিলেন।
উনার অভিযোগ ছিলো- পিঠের দিকে দানাদার Rash উঠেছে।হালকা চুলকায়।কিন্তু জালাপোড়া এবং মৃদু ব্যথা হচ্ছে।
দেখলাম -
Rash গুলি Unilateral Grapes like
vesicle, some are ruptured due to scratch.

Diagnosis - Herpes Zoster
(Varicella zoster নামক ভাইরাস দিয়ে সংগঠিত একটি অসুখ)।

রুগিকে ঔষধ লিখে বিদায় জানালাম।
১৪ দিন পর রুগি ফলোআপে আসলেন।
Rash গুলি ভালো হয়ে গেছে।
কিন্তু যে জায়গাতে Rash উঠেছিলো, সেই জায়গাতে প্রচন্ড রকমের ব্যাথা হচ্ছে এবং ব্যথায় উনি ঘুমাতে পারছেন না।

বগুড়ায় -মোহাম্মাদ আলী হাসপাতালে ইন্টার্ন থাকা অবস্থায় অধ্যাপক ডাঃ জাকিরুল ইসলাম জুয়েল স্যারের মেডিসিন ওয়ার্ডে শেখানো কথা গুলি মনে পড়ে গেলো।
Herpes Zoster এ আক্রান্ত রুগি ভালো হয়ে যাবার পরেও যদি আক্রান্ত স্থানে ব্যাথা হয়।সেটাকে মেডিকেলের ভাষায়
Post Herpetic Neuralgia pain বলা হয়।

Postherpetic neuralgia is neuropathic pain that occurs due to damage to a peripheral nerve caused by the reactivation of the varicella zoster virus.

এই ব্যথা ৩ মাস,৩ বছর এবং অনেক সময় ৩০ বছর পর্যন্ত থেকে যেতে পারে।
রুগিকে বিষয় টি বুঝিয়ে বলার পরে রুগি মানষিক ভাবে ভেংগে পড়লেন😭
১ মাসের ঔষধ লিখে দিলাম।
স্ট্রং কাউন্সেলিং করলাম।বললাম- আল্লাহর উপর ভরসা রাখুন।ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন।
১ মাস পরে দেখা করতে অনুরোধ জানালাম।
আজ রুগি দেখা করতে এসেছিলেন।
রুগির ব্যথা পুরোপুরি চলে গেছে।।তিনি এখন সুস্থ।
আলহামদুলিল্লাহ ❤️

Akm Zahidul Islam
Diploma in Medical Faculty (Dhaka)
Bangladesh Medical and Dental Council registered practitioner.
Mothurapur.

22/03/2024

আপনার বাচ্চাকে ডিম পোচ করে খাওয়াবেন নাকি ডিম সিদ্ধ করে খাওয়াবেন?

উত্তর : ডিম পোচ করে দেন অথবা সিদ্ধ করে দেন, আপনার বাচ্চার জন্য দুটোই ভালো ।
তবে পোচ করলে একটা এক্সট্রা বেনিফিট আছে।
বাচ্চাদের জন্য পোচটা এই কারনেই ভালো যে ডিমের কুসুমের মধ্যে যে চারটি ভিটামিন আছে তা হলো ফ্যাট লেভেল ভিটামিন। এই ভিটামিনগুলোকে অ্যাবসর্ব করতে ফ্যাট এর প্রয়োজন হয়।তাই পোচ করে খাওয়ালে ভিটামিন সহজে এবজর্ব হয়।
তবে ডিম সিদ্ধ এর সাথে যদি একটু বাটার দিয়ে দেন তবে এই একি বেনিফিট পেয়ে যাবেন।
আর একটি বিষয় দেখা যায় যে যদি একটা দুই বছরের বাচ্চা যদি শুধু একটা ডিম খায় তখন সে আর অন্য খাবার খেতে চাই না।তাই ডিমটা পোচ করে দেওয়াই ভালো ।এক থেকে দেড় চা-চামচ তেল দিয়ে ফ্রাইপেনে পোচ করে দিতে হবে। তাহলে একসাথে দুটো কাজ হয়ে গেল । ওই ভিটামিনগুলোও অ্যাবজর্ব হয়ে গেল আবার ফ্যাটের চাহিদাও পুরণ হয়ে গেল ।

তবে আপনার বাচ্চা যেভাবে পছন্দ করে সেভাবে দিবেন। প্রয়োজনে অন্য কোন খাবারের সাথে ফ্যাট ব্যবহার করবেন। এতেও ভিটামিন এবজর্ব হবে ইনশাল্লাহ।
বাচ্চাদের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ পেতে পেজটি ফলো করুন।

সচেতনতায়-
জাহিদুল ইসলাম
Diploma in medical faculty
মথুরাপুর বাজার।ধুনট।বগুড়া

চেম্বার কথন এবং শরীর দুর্বলতায় স্যালাইন পুশ করার গল্প-রুগির বয়স ৪৮ বছর।কাল্পনিক নাম- আছিয়া বেগম। মহিলা রুগি।গত সপ্তাহে স...
19/03/2024

চেম্বার কথন এবং শরীর দুর্বলতায় স্যালাইন পুশ করার গল্প-

রুগির বয়স ৪৮ বছর।কাল্পনিক নাম- আছিয়া বেগম।
মহিলা রুগি।গত সপ্তাহে সকাল ১০ টার দিকে উনার ছেলে মেয়েরা ভ্যান গাড়ীতে করে একরকম ধরাধরি করে উনাকে আমার চেম্বারে নিয়ে আসলেন।

🤔জিজ্ঞেস করলাম-চাচি কি সমস্যা হয় আপনার?
উত্তরে চাচি বললেন-
মাথা ঘুরায় বাবা,শাসকস্ট হয়, শরীর দুর্বল, হাটতে গেলে হাত-পা কাঁপে।কিছু খাইতে পারি না,খাবার রুচি একদম নাই।
দীর্ঘ ৬ বছর ধরে ডায়াবেটিস এ ভুগছি এবং ইন্সুলিন নেই।

🩺রুগিকে বিছানায় শুয়ে দিয়ে রুটিন এক্সামিনেশন শুরু করলাম।
প্রথমে ব্লাড প্রেসার দেখলাম।
বিপি ১০০/৬০ মিমি।
Anemia - চেক করতে গিয়ে দেখি রুগি ক্লিনিকালি Anemic অর্থাত উনি রক্ত শুন্যতায় ভুগতেছেন।
Jaundice - নেই।
Tongue- জিভ একদম শুকনো ( Dry coated tongue)
জিজ্ঞেস করলাম -চাচি পায়খানার সাথে রক্ত যায় কিনা?
উত্তর দিলো না।
জিজ্ঞেস করলাম মাসিক চলে কিনা?
উত্তরে বললেন প্রায় ৩ বছর আগে সেটা বন্ধ হয়ে গেছে।
ধরে নিলাম সেটা Iron deficiency anemia.

জিজ্ঞেস করলাম এর আগে কি কি চিকিৎসা নিয়েছেন?
চাচি বললেন-
" একজন ঔষধ এর দোকান দারের পরামর্শ নিয়ে গত মাসে ৩ ব্যাগ #হাজার #পাওয়ারের Saline দিলাম।
ক্যালসিয়াম এর কৌটা,ভিটামিন ফাইল খাইলাম।কিন্তু কাজের কাজ কিছুই হইলো না।

🎗️বললাম চাচি আপনার কয়েকটি পরীক্ষা করা লাগবে।
রুগির ছেলে মেয়েরা পরীক্ষা করাতে রাজি হলেন।
বিকেল বেলা উনার ছেলে পরীক্ষার রিপোর্ট নিয়ে আসলেন।
CBC- রক্তে হিমোগ্লোবিন ৬.৭%
RBS- ৩.৪ ( হাইপোগ্লাইসেমিয়া এর কাছাকাছি)
Chest X ray - Obliteration of cardiophrenic and costrophrenic angle of Rt lung ( ডান ফুসফুসের কিছুটা পানি জমেছে)
ECG- Cardiomegaly (হার্ট তার সাভাবিক সাইজের তুলনায় বড় হয়ে গেছে)

Diagnosis - Severe anemia with cardiomegaly with pleural effusion)

রুগির ছেলে মেয়েদের বুঝিয়ে বললাম- আপনার মায়ের মারাত্মক রকমের রক্ত শুন্যতা সাথে হার্টে এবং ফুসফুসের সমস্যাও রয়েছে।
দ্রুত জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে কয়েক ব্যাগ রক্ত দিতে হবে।সাথে রক্তশুন্যতার প্রকৃত কারন খুজে বের করতে হবে।

কিছু ঔষধ লিখে হাস্পাতালে ভর্তির পরামর্শ দিয়ে রুগিকে বিদায় জানালাম।

মোরাল অফ দি স্টোরি-
সব সময় শরীর দুর্বলতায় স্যালাইন নয়।মাঝে মাঝে শরীরে রক্ত ও দিতে হয়।❤️

সচেতনতায়-
Akm Zahidul Islam
Diploma in medical faculty (Dhaka)
General medical practitioner,Mothurapur.

চেম্বার কথন এবং ধর্মীয় মুল্যবোধ অবক্ষয়ের গল্প....আজকে চেম্বারে একজন হাজবান্ড ওয়াইফ এসেছিলেন। মহিলার বয়স ২২ বছর এবং এক ছে...
09/03/2024

চেম্বার কথন এবং ধর্মীয় মুল্যবোধ অবক্ষয়ের গল্প....

আজকে চেম্বারে একজন হাজবান্ড ওয়াইফ এসেছিলেন।
মহিলার বয়স ২২ বছর এবং এক ছেলে সন্তানের মা।বাচ্চাটার বয়স ২ বছর।

রুগির অভিযোগ -

অনাকাঙ্ক্ষিত ভাবে উনার পেটে আরেকটা বাচ্চা চলে এসেছে।পেটের বাবুটার বয়স ২ মাস।উনি পেটের বাচ্চাটি রাখতে চান না (Abortion করাবেন)।তাই কি ঔষধ খেয়ে বাচ্চা নষ্ট করে ফেলবেন।সেই পরামর্শ নেবার জন্য এসেছেন।

জিজ্ঞেস করলাম কেন বাবুটাকে নষ্ট করে ফেলতে চাইছেন?
রুগি উত্তরে বললেন - আর্থিক ভাবে অভাব অনটনে আছি এবং শরীর অনেক দুর্বল লাগে।

বললাম - আমি আমার ৬ বছরের চিকিৎসা পেশায় একটা বাচ্চাও নষ্ট করার পরামর্শ কাউকে দেই নাই।তাই আপনাদের কেও দিতে পারলাম না।
রুগি জিজ্ঞেস করলেন - কেন পারবেন না?আমরা ত ভিজিট দিয়েই পরামর্শ নিচ্ছি।

অতপর- রুগিকে কাউন্সেলিং আরম্ভ করলাম।
বললাম- দেখুন,হক দুই ধরনের।
১।হাক্কুল্লাহ- আল্লাহর হক (নামাজ,রোজা,হজ,যাকাত ইত্যাদি)
২। হাক্কুল ইবাদ -বান্দার হক তথা মানুষের হক।
ধরুন,আপনি নামাজ,রোজা কিছুই করলেন না।আল্লাহ চাইলে দয়াপরবশ হয়ে কিয়ামতের দিন আপনাকে কোন ভালো কাজের উছিলায় ক্ষমা করে দিতে পারেন।এটা হাক্কুল্লাহ বা আল্লাহর হক।
কিন্তু আপনার পেটে যে বাচ্চাটা বড় হচ্ছে,সে কিন্তু আপনার শরীর থেকে খাবার গ্রহণ করছে।
ওর রিজিক অলরেডি শুরু হয়ে গেছে এবং এই রিজিক টা হচ্ছে হাক্কুল ইবাদ (মানুষের হক)।
এখন আমি ডাক্তার হয়ে যদি এই বাচ্চাটা নষ্ট করার পরামর্শ দেই।
কিয়ামতের দিন এই বাচ্চাটা আমার এবং আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে এবং আল্লাহর কাছে বিচার চাইবে কেন আমি,আপনি এই বাচ্চার রিজিক নস্ট করলাম।
সেদিন আমি,আপনি কি উত্তর দিব?
আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন কিন্তু বান্দার হক বান্দা না মাফ করলে স্বয়ং আল্লাহ তায়ালা মাফ করতে পারবে না।
সেদিন আমার নামাজ,রোজা,হজ ও যাকাত কোনো কিছুই কাজেই আসবেনা।

আমি ত প্রান দিতে পারবো না।তাহলে নিব কেন?
আর অভাব অনটনের কথা বলছেন?
ও যেদিন দুনিয়ায় আসবে।সেদিন দুনিয়াতে টিকে থাকার সব ব্যবস্থা আল্লাহ করে দিবেন।
মুখ যিনি দেন,আহার তিনিই দেন।আমি বা আপনি জাস্ট উছিলা মাত্র।

মহিলার হাজবান্ড নির্বিকার।

কিন্তু মহিলা নাছোড়বান্দা।একটাই কথা উনি বাচ্চা রাখবেন না।
এও বল্লাম- আপনার বাচ্চা যত দিন দুনিয়ার আলো না দেখবে ততদিন আপনার চিকিৎসার সব দায়িত্ব আমি নিলাম।
এবার মহিলা চুপ করে রইলেন।
আমি প্রেস্ক্রিপশন এর পাতায় ভিটামিন ,গ্যাসের ঔষধ লিখে দিয়ে বিদায় জানালাম।
জানিনা বাচ্চাটি আদৌ দুনিয়ার আলো দেখতে পারবে কিনা?

সকল ধর্মেই উল্লেখ আছে যে- "জীব হত্যা মহাপাপ"।
হাদীসে আছে-" যে একজন মানুষ কে হত্যা করলো সে যেন গোটা মানব জাতি কেই হত্যা করলো "

আল্লাহ তায়ালা আমাদের সকল কে সহীহ বুঝ দান করুন। সকল পাপাচার কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন।
আমিন❤️

সচেতনতায়-
Akm Zahidul Islam
Diploma in medical faculty (Dhaka)
General medical practitioner (GP)
Mothurapur

Address

Mothurapur Bazar
Bogura
5841

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akm Zahidul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share