Natural World Bangladesh

Natural World Bangladesh Turn to nature;avoid synthetic drugs! Founder: Unani Doctor Khairul Alam

"ন্যাচারাল ওয়ার্ল্ড বাংলাদেশ"-একটি জটিল পুরাতন রোগ নিরাময় এবং ন্যাচারাল পাওয়ার থেরাপি ইনস্টিটিউট। আপনাদের সুবিধার্থে ...
22/04/2024

"ন্যাচারাল ওয়ার্ল্ড বাংলাদেশ"
-একটি জটিল পুরাতন রোগ নিরাময় এবং ন্যাচারাল পাওয়ার থেরাপি ইনস্টিটিউট।

আপনাদের সুবিধার্থে ন্যাচারাল বাংলাদেশের ঔষধি ফুড এবং চিকিৎসা সংক্রান্ত তালিকা দেওয়া হলো।

লাইফ স্টাইল ভিডিও পেতে ভিজিট করুন-
ফেসবুক পেজ Unani Doctor Khairul Alam
ইউটিউব চ্যানেল: https://youtube.com/?feature=shared

"ন্যাচারাল কিটো আটা"বোঝার এবং জানার জন্য লিখছি, কার্বোহাইডের দুই ধরনের নিম্নমানের এবং উঁচু মানের। সাদা ভাত,সাদা আটা নিম্...
21/04/2024

"ন্যাচারাল কিটো আটা"

বোঝার এবং জানার জন্য লিখছি, কার্বোহাইডের দুই ধরনের নিম্নমানের এবং উঁচু মানের। সাদা ভাত,সাদা আটা নিম্নমানের কার্বোহাইড্রেট। লাল আটা,লালচাল সাধারণত একটু উঁচু মানের। পক্ষান্তরে কিটো আটা সর্বোচ্চ মানের। কারণ, সাদা আটা দ্রুত ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়। লালা আটা ইনসুলিন রেজিস্ট্যান্স স্থিতিশীল রাখতে সহায়তা করে এবং কিটো আটা ইনসুলিন রেজিস্ট্যান্স প্রতিরোধ করে সেলের ভিতর কার্বোহাইড্রেট কে সহজে হজমে সহায়তা করে যা অন্য কোন আটা বা খাবারে করেনা। এজন্যই আমাদেরকে তো আটা অবশ্য খাওয়া উচিত।

ন্যাচারাল কিটো আটার কার্যকারিতা:
ডায়াবেটিস প্রতিরোধ করেওজন কমায় ও অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করেরোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়প্রচুর ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করেত্বক সুস্থ করে ও লাবণ্যতা ফিরিয়ে আনেশরীরকে কর্মচঞ্চল্য রাখেরক্তচাপ নিয়ন্ত্রণ করেমাংসপেশী সমৃদ্ধ করে ও ব্যথা বেদনা দূর করে কোলনে গুড ব্যাকটেরিয়া তৈরি করে

উপাদান: লাল গম সহ বিভিন্ন বীজ থেকে তৈরি
পরিমাণ: ১ কেজি/ ২ কেজি /৫ কেজি
অর্ডার করতে ইনবক্স করুন ।

"ন্যাচারাল সরিষার তেল"আমরা সকলেই জানি সয়াবিন তেল ব্যবহারের অপকারিতা সম্পর্কে।কারণ আমরা সাধারণত যে সয়াবিন তেল ব্যবহার ক...
21/04/2024

"ন্যাচারাল সরিষার তেল"

আমরা সকলেই জানি সয়াবিন তেল ব্যবহারের অপকারিতা সম্পর্কে।কারণ আমরা সাধারণত যে সয়াবিন তেল ব্যবহার করি এর সয়াবিনের বীজগুলি জেনেটিক্যালি মডিফাই করে বানানো হয় যা স্বাস্থ্যঝুঁকির মূল কারণ। তবে আমাদের নির্দিষ্ট সরিষার তেল ব্যবহারে এই ঝুঁকি থাকে না। আপনাদের সুবিধার্থে ন্যাচারাল ওয়ার্ল্ড বাংলাদেশ নিয়ে এলো ন্যাচারাল সরিষা তেল। যা বাজারের যেকোনো তেলের চাইতে ঘন।

ন্যাচারাল সরিষার তেলের কার্যকারিতা:
•শরীরের ব্যথা-বেদনা কমায়।
•কোলনে গুড ব্যাকটেরিয়া তৈরি করে ও কোলন ক্যান্সার রোধ করে।
•হৃদপিন্ডের সুস্থ রাখে রাতে ঘুমাতে সহায়তা করে।
•ফুসফুস শক্তিশালী করে ফলে শ্বাসনালী রোগ নিয়ন্ত্রণে থাকে।
•ত্বক,চুল,দাঁতের যত্নে কার্যকরী।
•স্মরণশক্তি বৃদ্ধি করে শরীরকে কর্মচাঞ্চল্য রাখে।
•ওজন কমাতে সাহায্য করে।
•মাসিকের ব্যথা দূর করে ।
•শরীরে মাখালে মশা ও পোকার কামড় থেকে রক্ষা পাওয়া যায়।

উপাদান: প্রাকৃতিক উপায় আহরিত সরিষা
পরিমাণ: ২০০ মিলি/৫০০ মিলি/১ লিটার

সালামুন আলাইকুম।আমি ইউনানী ডক্টর খায়রুল আলম জটিল ও পুরাতন রোগের চিকিৎসা দিয়ে আসছি প্রায় তিন যুগ ধরে।বগুড়াতে প্রায় ২...
01/04/2024

সালামুন আলাইকুম।আমি ইউনানী ডক্টর খায়রুল আলম জটিল ও পুরাতন রোগের চিকিৎসা দিয়ে আসছি প্রায় তিন যুগ ধরে।বগুড়াতে প্রায় ২ যুগ আমার নিজস্ব কোনো প্রচারণা না থাকায় অনেকেরই চেম্বার চিনতে কষ্ট হয় তাই আপনাদের সুবিধার্থে চেম্বারের ঠিকানা দিয়ে দেওয়া হলো।

দেশের যে কোন এলাকা থেকে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এসে বিআরটিসি বাস ডিপোর পাশে ছয় তলা বিল্ডিং এর তৃতীয় তলা। বিস্তারিত দেখতে প্রতিটি ছবিতে ক্লিক করে ক্যাপশন লক্ষ্য করুন।
ধন্যবাদ।

পেজ : Unani Doctor Khairul Alam

ইউনানী ডক্টর খায়রুল আলম
-অল্টারনেটিভ মেডিসিন কনসালটেন্ট

ন্যাচারাল ঔষধি মসলান্যাচারাল ঔষধি মসলা শরীরের টক্সিন ও প্রদাহ নাশক ঔষধি মসলা সমূহের সংমিশ্রণে তৈরি যা আমাদের শরীরের সকল ...
30/03/2024

ন্যাচারাল ঔষধি মসলা

ন্যাচারাল ঔষধি মসলা শরীরের টক্সিন ও প্রদাহ নাশক ঔষধি মসলা সমূহের সংমিশ্রণে তৈরি যা আমাদের শরীরের সকল টক্সিন দূর করে শতভাগ। বর্তমানে আমরা সকলেই বাজারের খাবার দাবারে ভেজাল সম্পর্কে অবগত। কাজেই আমাদের স্বাস্থ্য কতটা ঝুঁকিপূর্ণ তা একটু অনুভব করলেই আন্দাজ করা সম্ভব। এই আধুনিক সমাজের সুখী জীবনের অন্যতম শর্ত সুস্থ শরীর এবং প্রশান্ত মন। তাই আমাদের সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক লাইফ স্টাইলের মাধ্যমে শরীরকে সুস্থ রাখা আবশ্যক এবং এটি সম্ভব। এই ন্যাচারাল ঔষধি মসলা প্রতিটি খাবারে ব্যবহারের মাধ্যমে আপনি হতে পারেন সুস্থ শরীর এবং প্রশান্ত মনের নাগরিক।

📍যেহেতু দেশী বিদেশী ওষধি মসলা তাই এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

কার্যকারিতা:
➡️মাছ গোস্ত সহ সবজির টক্সিন দূর করে।
➡️ খাবারের যে কোন শরীরে শতভাগ শোষণযোগ্য করে।
➡️ হজমে সহায়তা করে।
➡️ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
➡️ বার্ধক্য রোধ করে ও তারুণ্য ধরে রাখে ।
➡️কোষ্ঠকাঠিন্য দূর করে।
➡️ প্রদাহনাশক ।
➡️ক্যান্সার প্রতিরোধক।
➡️ নিয়মিত সেবনে ওজন নিয়ন্ত্রণ করে।

পরিমাণ: ৫০ গ্রাম।
এ সম্পর্কিত ভিডিও লিংক: https://youtu.be/bq8w0z8f694?si=hFzIAwOX8qAvk2Kr

https://youtu.be/_jnOrgRS7jU?si=urQ8RiybvUYcB0Xl

https://youtu.be/eVEvT_ki25k?si=MzJteJvQPshvyK1z

সারা দেশে ক্যাশ অন ডেলিভারি করা হয়। অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন 01323032527 ।

"রোগ চিকিৎসার শুরুতেই ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করার অঙ্গীকার।"সালামুনআলাইকুম।আশা করি আল্লাহর মেহেরবানীত...
10/01/2024

"রোগ চিকিৎসার শুরুতেই ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করার অঙ্গীকার।"
সালামুনআলাইকুম।আশা করি আল্লাহর মেহেরবানীতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমাকেও আল্লাহ ভালো রেখেছেন।আমি ইউনানী ডক্টর খায়রুল আলম বলছি। রোগ চিকিৎসার ক্ষেত্রে এলোপ্যাথি মেডিসিন নাকি ন্যাচারাল মেডিসিন কোনটি গ্রহণ করব?

উত্তর একটাই ন্যাচারাল মেডিসিনই গ্রহণ করা উচিত। এলোপ্যাথি মেডিসিনের কথা ইতিমধ্যেই সারা পৃথিবী জেনে গেছে। সারা পৃথিবী বুঝে ফেলেছে এলোপ্যাথির কুপ্রভাবে, অপপ্রয়োগে, মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। রেনিটিডিনের কথাই ধরা যাক, এখন আর রেনিটিডিন নামে কোন ঔষধ‌ই মার্কেটে পাওয়া যাচ্ছে না ।তাহলে সারা পৃথিবীর বিবেকবান মানুষ প্রশ্ন করতেই পারে গ্যাসের অন্যান্য ওষুধ যেগুলো মার্কেট রয়েছে যেমন ওমিপ্রাজোল , ইস ওমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল , প্যানটোপ্রাজল এগুলোও কি ক্যান্সার সৃষ্টি করতে যাচ্ছে? উত্তর একটাই অবশ্যই ক্যান্সার সৃষ্টি করছে। আসলে অঘটন ঘটে যাওয়ার পরই পৃথিবীর প্রশাসন গুলো নড়েচড়ে বসে। বড়ই দুঃখের বিষয়,পরিতাপের বিষয় ! একইভাবে এন্টিবায়োটিক, এন্টিহিস্টামিন, ব্যথা নাষক ওষুধ, স্টেরয়েড জাতীয় ঔষধ গুলোও সারা পৃথিবীর মানুষগুলোর ইমিউনিটি তথা রোগ প্রতিরোধ ক্ষমতা দিনে দিনে শূন্যের কোঠায় নিয়ে যাচ্ছে। এতে করে মানুষ রোগাক্রান্ত হয়ে পড়ছে। জাতির কাম সারা হয়ে এক অস্থির জাতিতে পরিণত হওয়ার পর দেশের সকল ফার্মেসিতে সতর্কবার্তা টানিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয় হাটে হাড়ি ভেঙে ইতিমধ্যেই বলা হয়েছে অ্যালোপ্যাথি চিকিৎসার অবস্থা এভাবে চলতে থাকলে ২০৫০ সালের ভিতরে কোন এক সময় বৃহত্তর জনগোষ্ঠী মৃত্যুর কোলে ঝুঁকে পড়বে। এমন অবস্থায় কিছু চিন্তাশীল মানুষ ফরেস্ট "ল" তথা জঙ্গলের নীতি অনুসরণ করে তারা প্রকৃতির গার্ডেনের দিকে ঝুঁকে পড়ছে ,আবার কেহ শুধুই প্রকৃতির ডক্টর খুঁজে বের করার চেষ্টা করছে। দুঃখের বিষয় ন্যাচারাল মেডিসিন মার্কেটে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর অবস্থাও এলোপ্যাথির মতোই। ন্যাচারাল মেডিসিনের ধারক ও বাহক যারা রয়েছেন তারা তাদের ভিতরের খবর অবশ্যই জানেন ।প্রকৃতির দাবি অনুযায়ী এখনই তাদের সিদ্ধান্ত নিতে হবে ,না হয় বৃহত্তর ন্যাচারাল মেডিসিনের মার্কেট থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়ে ওই ফরেস্ট "ল" অনুযায়ী প্রকৃতির গার্ডেনের দিকেই ঝুঁকে পড়বে। তাই আসুন রোগ চিকিৎসায় আমরা শুধুই ন্যাচারাল মেডিসিন গ্রহণ করার চেষ্টা করি। চিকিৎসা ক্ষেত্রে প্রথমেই যেন ন্যাচারাল মেডিসিন দিয়ে চিকিৎসা গ্রহণ করতে পারি এমন সিদ্ধান্ত সবাই গ্রহণ করি ।
বছরের শুরুতে পৃথিবীর প্রতিটি মানুষের এটাই হোক অঙ্গীকার। আলহামদুলিল্লাহ।

Address

Bogura
Bogura

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801712906084

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natural World Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Natural World Bangladesh:

Share