10/01/2024
"রোগ চিকিৎসার শুরুতেই ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করার অঙ্গীকার।"
সালামুনআলাইকুম।আশা করি আল্লাহর মেহেরবানীতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমাকেও আল্লাহ ভালো রেখেছেন।আমি ইউনানী ডক্টর খায়রুল আলম বলছি। রোগ চিকিৎসার ক্ষেত্রে এলোপ্যাথি মেডিসিন নাকি ন্যাচারাল মেডিসিন কোনটি গ্রহণ করব?
উত্তর একটাই ন্যাচারাল মেডিসিনই গ্রহণ করা উচিত। এলোপ্যাথি মেডিসিনের কথা ইতিমধ্যেই সারা পৃথিবী জেনে গেছে। সারা পৃথিবী বুঝে ফেলেছে এলোপ্যাথির কুপ্রভাবে, অপপ্রয়োগে, মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। রেনিটিডিনের কথাই ধরা যাক, এখন আর রেনিটিডিন নামে কোন ঔষধই মার্কেটে পাওয়া যাচ্ছে না ।তাহলে সারা পৃথিবীর বিবেকবান মানুষ প্রশ্ন করতেই পারে গ্যাসের অন্যান্য ওষুধ যেগুলো মার্কেট রয়েছে যেমন ওমিপ্রাজোল , ইস ওমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল , প্যানটোপ্রাজল এগুলোও কি ক্যান্সার সৃষ্টি করতে যাচ্ছে? উত্তর একটাই অবশ্যই ক্যান্সার সৃষ্টি করছে। আসলে অঘটন ঘটে যাওয়ার পরই পৃথিবীর প্রশাসন গুলো নড়েচড়ে বসে। বড়ই দুঃখের বিষয়,পরিতাপের বিষয় ! একইভাবে এন্টিবায়োটিক, এন্টিহিস্টামিন, ব্যথা নাষক ওষুধ, স্টেরয়েড জাতীয় ঔষধ গুলোও সারা পৃথিবীর মানুষগুলোর ইমিউনিটি তথা রোগ প্রতিরোধ ক্ষমতা দিনে দিনে শূন্যের কোঠায় নিয়ে যাচ্ছে। এতে করে মানুষ রোগাক্রান্ত হয়ে পড়ছে। জাতির কাম সারা হয়ে এক অস্থির জাতিতে পরিণত হওয়ার পর দেশের সকল ফার্মেসিতে সতর্কবার্তা টানিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয় হাটে হাড়ি ভেঙে ইতিমধ্যেই বলা হয়েছে অ্যালোপ্যাথি চিকিৎসার অবস্থা এভাবে চলতে থাকলে ২০৫০ সালের ভিতরে কোন এক সময় বৃহত্তর জনগোষ্ঠী মৃত্যুর কোলে ঝুঁকে পড়বে। এমন অবস্থায় কিছু চিন্তাশীল মানুষ ফরেস্ট "ল" তথা জঙ্গলের নীতি অনুসরণ করে তারা প্রকৃতির গার্ডেনের দিকে ঝুঁকে পড়ছে ,আবার কেহ শুধুই প্রকৃতির ডক্টর খুঁজে বের করার চেষ্টা করছে। দুঃখের বিষয় ন্যাচারাল মেডিসিন মার্কেটে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর অবস্থাও এলোপ্যাথির মতোই। ন্যাচারাল মেডিসিনের ধারক ও বাহক যারা রয়েছেন তারা তাদের ভিতরের খবর অবশ্যই জানেন ।প্রকৃতির দাবি অনুযায়ী এখনই তাদের সিদ্ধান্ত নিতে হবে ,না হয় বৃহত্তর ন্যাচারাল মেডিসিনের মার্কেট থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়ে ওই ফরেস্ট "ল" অনুযায়ী প্রকৃতির গার্ডেনের দিকেই ঝুঁকে পড়বে। তাই আসুন রোগ চিকিৎসায় আমরা শুধুই ন্যাচারাল মেডিসিন গ্রহণ করার চেষ্টা করি। চিকিৎসা ক্ষেত্রে প্রথমেই যেন ন্যাচারাল মেডিসিন দিয়ে চিকিৎসা গ্রহণ করতে পারি এমন সিদ্ধান্ত সবাই গ্রহণ করি ।
বছরের শুরুতে পৃথিবীর প্রতিটি মানুষের এটাই হোক অঙ্গীকার। আলহামদুলিল্লাহ।