12/05/2023
সবাই ডাক্তার!!!
বাংলাদেশে #ডাক্তার কারা-.....
১/ আমি ডাক্তার, ৩ বছর ডিপ্লোমা পড়েছি ম্যাটস এ, ১ বছর সদর হাসপাতালে ইন্টার্নশিপ করেছি, (আমি lungs এর crepitation কে বলি constipation. কারণ, আমাকে তিন বছর সমাপনান্তে একটি কাগজ ধরিয়ে দেয়া হয়েছে শুধু, কিছু পড়ানো বা শেখানো হয়নি, তবু আমি ডাক্তার!!! রেজিস্ট্রেশন দিয়েছে BMDC ( তাই মেডিকেল এসিসট্যান্ট থেকে চিকিৎসক হয়ে গেছি )
কোনো এক অদ্ভুত এবং অজ্ঞাত কারণে আমাদের ক্রমাগত উৎপাদন করে যাচ্ছে রাষ্ট্রযন্ত্র!
যেখানে এমবিবিএস পাস করেই চাকুরী জোটেনা, সেখানে আমরা উপজেলা, থানা বা গ্রামের কোনো ক্লিনিকের প্রধান চিকিৎসক। এজন্যই হয়তো আমার উৎপাদন বেড়েই চলছে। সরকারী সেক্টর বাদ দিয়ে প্রাইভেট সেক্টরেও মহাসমারোহে চলছে আমার উৎপাদন।
২/ আমি ডাক্তার, ALTERNATIVE MEDICINE পড়েছি ৫ বছর, ইন্টার্নশিপ করেছি, রেজিস্ট্রেশন নিয়েছি BCMDC থেকে। কিন্তু আমি রোগীদের বেশির ভাগ ক্ষেত্রে এলোপ্যাথিই লিখি। কিংবা চাকুরির ফাকে অথবা অবসরে দুইটা হোমিওপ্যাথি বই পড়ে আমি বনে গেলাম হোমিওপ্যাথি চিকিৎসক, আর সেখান থেকে জটিল এবং দুরারোগ্য ব্যাধি বিশেষজ্ঞ।
৩/ আমি ডাক্তার, ফিজিওথেরাপি পড়েছি, হাইকোর্টে রিট করে ফিজিওথেরাপিস্ট থেকে ডাক্তার বনে গিয়েছি!! আমি টিভি চ্যানেলে ডোনেশন দিয়ে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের অতিথি হই, আবার বিভিন্ন সামাজিক অনু্ষ্ঠানে চাদা দিয়ে হই প্রধান অতিথি। তলে তলে চলে আমার ভাওতাবাজি আর ব্যবসা।
৪/ আমিও ডাক্তার, ক্লিনিকে অনেক বছর নার্স হিসাবে আছি।
৫/ আমি ডাক্তার, কারণ আমি মেডিকেল টেকনিশিয়ান।
৬/ আমি ডাক্তার, আমি ওটি/ওয়ার্ড বয়।
৭/ আমি ডাক্তার, আমি হসপিটালের আয়া।
৮/আমি ডাক্তার, কারণ আমি স্বাস্থ্য কর্মী।
৯/আমি ডাক্তার, ৩ মাস কোর্স করে সিএইচসিপি হয়েছি।
১০/ আমি ডাক্তার, আমি চেম্বারের কম্পাউন্টার।
১১/ আমিও ডাক্তার, গলির মোড়ে একখান ঔষধের দোকান আছে।
১২/ আমি ডাক্তার, আমি ক্লিনিকের ম্যনেজার।
১৩/আমি ডাক্তার, আমি ঔষুধ কোম্পানিতে চাকুরী করি।
১৪/ আমি ডাক্তার, আমি ১৫ বছর বাচ্চা ডেলিভারি করাই।
১৫/ আমি ডাক্তার, আমি পাড়ায় পাড়ায় খৎনা করাই।
১৬/ আমি ডাক্তার, আমি গাছ-গাছড়া দিয়ে চিকিৎসা করি।
১৭/ আমি সাংবাদিক ডাক্তার, চিকিৎসা ভুল কিনা আমিই বলতে পারি।
১৮/ আমি ডাক্তার, আমি নেটে সার্চ দিয়ে ডাক্তারী শিখেছি।
১৯/ আমি ডাক্তার যেহেতু আমি বাংলাদেশী।
বাংলাদেশে #অডাক্তার....
আমি ডাক্তার না। ৫ বছর মেডিকেল কলেজে পড়েছি। ১ বছর ইন্টার্ণশিপ করেছি মেডিকেল কলেজে। BMDC থেকে রেজিস্ট্রেশন নিয়েছি। এরপর এফসিপিএস, এমডি/এমএস/ডিপ্লোমা বা ট্রেইনিং করেও আমি তেমন কিছু পারিনা। মেডিকেল জ্ঞান উপরের সবার থেকে আমার কম। মাঝে মাঝে মানুষ মারতে ইচ্ছা করে তাই ভুল ট্রিটমেন্ট করে পেশেন্ট মারি....
হীরক রাজার দেশে,
মানুষের স্বাস্হ্য নিয়ে যার যা খুশি তাই করতেছে.....
আর আমরা অডাক্তাররা দেখতেছি....
#সংগৃহীত_এবং_পরিমার্জিত