Grameen Eye Care Center-Sonatola

Grameen Eye Care Center-Sonatola The Eye Care Center is being Operated by Grameen GC Eye Hospital,Bogura.

✅ আমাদের চোখের মধ্যে একটি লেন্স থাকে, যা আলোকরশ্মিকে রেটিনার ওপর ফোকাস করে । এই লেন্সটি যখন ঘোলাটে হয়ে যায় তখন তাকে ছানি...
19/01/2025

✅ আমাদের চোখের মধ্যে একটি লেন্স থাকে, যা আলোকরশ্মিকে রেটিনার ওপর ফোকাস করে । এই লেন্সটি যখন ঘোলাটে হয়ে যায় তখন তাকে ছানি (Cataract) বলে।

বয়সজনিত কারণ ছাড়াও আরও নানা কারণে ছানি পড়তে পারে । অনেক ক্ষেত্রে এমনকি মাতৃগর্ভস্থ বা সদ্যোজাত শিশুর চোখেও ছানি দেখা যায় ।
চোখে আঘাত লাগলে ছানি পড়তে পারে।
যাঁরা দীর্ঘদিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করছেন, তাঁদের চোখে ছানি পড়তে পারে।
যাঁদের পারিবারিক ছানি পড়ার প্রবণতা আছে, তাঁদের অল্পবয়সে ছানি পড়তে পারে ।
যাঁদের ডায়াবেটিস বা অন্য কোনো মেটাবলিক অসুখ আছে, তাঁদেরও তাড়াতাড়ি ছানি পড়তে পারে ।

♦ছানি পড়লে নিম্নলিখিত উপসর্গগুলি দেখা যায় :-

(1) দৃষ্টিশক্তি আবছা বা ঝাপসা হয়ে যায় ।

(2) ঘন ঘন চশমার পাওয়ার পাল্টাতে হয়, নতুন চশমাতেও সন্তোষজনক ফল পাওয়া যায় না ।

(3) কম আলোতে চলাফেরা করতে সমস্যা হয়।

(4) রাতে গাড়ির হেডলাইটের আলোয় চোখ ধাঁধিয়ে যায় ।

(5)আলোর চারপাশে রংধনুর রঙের ছটা দেখা যায় ।

(6) রঙের ঔজ্জ্বল্য ম্লান হয়ে যায়, দৃষ্টি হলদেটে হয়ে আসে।

(7)চল্লিশ বছর বয়সের পর কাছের ছোট লেখা পড়তে চশমা লাগে । কিন্তু ছানি পড়লে অনেক ক্ষেত্রে চশমা ছাড়াই আবার কাছের লেখা পড়া যায় । এতে আনন্দিত হওয়ার কিছু নেই, এটি ছানি পড়ার প্রথম লক্ষণ। ✅✅✅

এই উপসর্গগুলি দেখা দিলে চোখের ডাক্তারের পরামর্শ নিতে হবে ।

♦প্রাথমিক অবস্থায় খুব অল্প ছানি হলে চশমার পাওয়ার পরিবর্তন করে কিছু দিন কাজ চালানো যায় ।তবে অপারেশন ই একমাত্র চিকিৎসা। ✅✅

কিন্তু যদি ঘন ঘন চশমার পাওয়ার পাল্টাতে হয় বা রোগীর চলাফেরা করতে অত্যধিক সমস্যা হয়, সেক্ষেত্রে দেরি না করে অপারেশন করাই শ্রেয়। ✅✅✅

✅ ছানি অত্যধিক পরিপক্ক হয়ে গেলে অপারেশনের সময় নানা প্রকার জটিলতা হতে পারে ।

✅ তাছাড়া ছানি অত্যধিক পরিপক্ক হয়ে গেলে চোখের মধ্যে ফেটে যায় এবং যন্ত্রণা দায়ক পরিস্থিতি সৃষ্টি হয়, রোগী চিরকালের মতো অন্ধ হয়ে যান।

✅ ছানি অপারেশনের আগে রোগীর সুগার, প্রেশার, ই সি জি পরীক্ষা করে নেওয়া হয়।

✅ রোগীর চোখের পর্দা বা রেটিনা এবং অপটিক নার্ভও পরীক্ষা করে নেওয়া অত্যন্ত জরুরী । রেটিনা বা অপটিক নার্ভের সমস্যা থাকলে অপারেশনের পর রোগীর দৃষ্টিশক্তি আশানুরূপ হবে না।

✅✅ একদম বিনামূল্যে বেতগাড়ী,বগুড়ায় অবস্থিত গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালে ছানি অপারেশন করতে আজই যোগাযোগ করুন গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্র, সোনাতলা(উপজেলা রোড সংলগ্ন আজাদ কমপ্লেক্স এর নিচতলায়) অথবা কল করুন ০১৭০৭-৯৩০১৬৬।
উক্ত সুযোগ টি জানুয়ারি ৩১ তারিখ পর্যন্ত বহাল থাকবে।

বি.দ্র: আগামী ২২ তারিখ রোজ বুধবার গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্র, সোনাতলায় সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত চোখ দেখানো ও চোখের যাবতীয় পরিক্ষা নিরিক্ষা এবং প্রেসক্রিপশন একদম ফ্রী করে দেওয়া হয়েছে।

বগুড়া তথা সমগ্র উত্তরবঙ্গের সনামধন্য চক্ষু হাসপাতাল "গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল" এর আয়োজনে এবং "গ্রামীণ চক্ষু চিকিৎসা ক...
13/09/2023

বগুড়া তথা সমগ্র উত্তরবঙ্গের সনামধন্য চক্ষু হাসপাতাল "গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল" এর আয়োজনে এবং "গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্র,উপজেলা রোড,সোনাতলা,বগুড়া" এর সার্বিক সহযোগিতায় আগামী ১৮ই সেপ্টেম্বর ২০২৩ ইং রোজ সোমবার সোনাতলা ইউনিয়ন পরিষদে সারাদিন ব্যাপি এক বিশাল চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে।উক্ত চক্ষু শিবির টি উদ্বোধন করবেন সোনাতলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃজাকির হোসেন বেলাল।উক্ত চক্ষু শিবিরে সোনাতলা'র সর্বস্তরের আগমন একান্ত কাম্য।

চক্ষু সেবায় এক বিশ্বস্ত নাম,গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্র, সোনাতলা। চোখের যেকোনো সমস্যার সহজেই পাওয়া যায় সমাধান।সেবাসমূহ...
11/09/2023

চক্ষু সেবায় এক বিশ্বস্ত নাম,গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্র, সোনাতলা। চোখের যেকোনো সমস্যার সহজেই পাওয়া যায় সমাধান।
সেবাসমূহঃ
📷প্রাথমিক চক্ষু চিকিৎসা
📷রিফ্র্যাকশন
📷চোখের ঔষধ
📷চশমা
📷 অত্যাধুনিক মেশিনের মাধ্যমে বিভিন্ন পরীক্ষা -নিরীক্ষা সরকারি ছুটি ব্যতীত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সেবা প্রদান করা হয়। স্হানঃউপজেলা রোড,সোনাতলা,বগুড়া।
মোবাইলঃ০১৭০৭-৯৩০১৬৬

Address

Upazila Road, Sonatala New Port Sonatala
Bogura
5826

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Grameen Eye Care Center-Sonatola posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram