19/01/2025
✅ আমাদের চোখের মধ্যে একটি লেন্স থাকে, যা আলোকরশ্মিকে রেটিনার ওপর ফোকাস করে । এই লেন্সটি যখন ঘোলাটে হয়ে যায় তখন তাকে ছানি (Cataract) বলে।
বয়সজনিত কারণ ছাড়াও আরও নানা কারণে ছানি পড়তে পারে । অনেক ক্ষেত্রে এমনকি মাতৃগর্ভস্থ বা সদ্যোজাত শিশুর চোখেও ছানি দেখা যায় ।
চোখে আঘাত লাগলে ছানি পড়তে পারে।
যাঁরা দীর্ঘদিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করছেন, তাঁদের চোখে ছানি পড়তে পারে।
যাঁদের পারিবারিক ছানি পড়ার প্রবণতা আছে, তাঁদের অল্পবয়সে ছানি পড়তে পারে ।
যাঁদের ডায়াবেটিস বা অন্য কোনো মেটাবলিক অসুখ আছে, তাঁদেরও তাড়াতাড়ি ছানি পড়তে পারে ।
♦ছানি পড়লে নিম্নলিখিত উপসর্গগুলি দেখা যায় :-
(1) দৃষ্টিশক্তি আবছা বা ঝাপসা হয়ে যায় ।
(2) ঘন ঘন চশমার পাওয়ার পাল্টাতে হয়, নতুন চশমাতেও সন্তোষজনক ফল পাওয়া যায় না ।
(3) কম আলোতে চলাফেরা করতে সমস্যা হয়।
(4) রাতে গাড়ির হেডলাইটের আলোয় চোখ ধাঁধিয়ে যায় ।
(5)আলোর চারপাশে রংধনুর রঙের ছটা দেখা যায় ।
(6) রঙের ঔজ্জ্বল্য ম্লান হয়ে যায়, দৃষ্টি হলদেটে হয়ে আসে।
(7)চল্লিশ বছর বয়সের পর কাছের ছোট লেখা পড়তে চশমা লাগে । কিন্তু ছানি পড়লে অনেক ক্ষেত্রে চশমা ছাড়াই আবার কাছের লেখা পড়া যায় । এতে আনন্দিত হওয়ার কিছু নেই, এটি ছানি পড়ার প্রথম লক্ষণ। ✅✅✅
এই উপসর্গগুলি দেখা দিলে চোখের ডাক্তারের পরামর্শ নিতে হবে ।
♦প্রাথমিক অবস্থায় খুব অল্প ছানি হলে চশমার পাওয়ার পরিবর্তন করে কিছু দিন কাজ চালানো যায় ।তবে অপারেশন ই একমাত্র চিকিৎসা। ✅✅
কিন্তু যদি ঘন ঘন চশমার পাওয়ার পাল্টাতে হয় বা রোগীর চলাফেরা করতে অত্যধিক সমস্যা হয়, সেক্ষেত্রে দেরি না করে অপারেশন করাই শ্রেয়। ✅✅✅
✅ ছানি অত্যধিক পরিপক্ক হয়ে গেলে অপারেশনের সময় নানা প্রকার জটিলতা হতে পারে ।
✅ তাছাড়া ছানি অত্যধিক পরিপক্ক হয়ে গেলে চোখের মধ্যে ফেটে যায় এবং যন্ত্রণা দায়ক পরিস্থিতি সৃষ্টি হয়, রোগী চিরকালের মতো অন্ধ হয়ে যান।
✅ ছানি অপারেশনের আগে রোগীর সুগার, প্রেশার, ই সি জি পরীক্ষা করে নেওয়া হয়।
✅ রোগীর চোখের পর্দা বা রেটিনা এবং অপটিক নার্ভও পরীক্ষা করে নেওয়া অত্যন্ত জরুরী । রেটিনা বা অপটিক নার্ভের সমস্যা থাকলে অপারেশনের পর রোগীর দৃষ্টিশক্তি আশানুরূপ হবে না।
✅✅ একদম বিনামূল্যে বেতগাড়ী,বগুড়ায় অবস্থিত গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালে ছানি অপারেশন করতে আজই যোগাযোগ করুন গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্র, সোনাতলা(উপজেলা রোড সংলগ্ন আজাদ কমপ্লেক্স এর নিচতলায়) অথবা কল করুন ০১৭০৭-৯৩০১৬৬।
উক্ত সুযোগ টি জানুয়ারি ৩১ তারিখ পর্যন্ত বহাল থাকবে।
বি.দ্র: আগামী ২২ তারিখ রোজ বুধবার গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্র, সোনাতলায় সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত চোখ দেখানো ও চোখের যাবতীয় পরিক্ষা নিরিক্ষা এবং প্রেসক্রিপশন একদম ফ্রী করে দেওয়া হয়েছে।