
03/05/2025
দোয়া কবুলের গল্প 🤲
িলক্বদ_হিজরী_১৪৪৬_চার_হাজার_এতিম_ও_কুরআনের_হাফেজ_আল্লাহর_মেহমানদের_জন্য_একবেলা_আহারের_আপডেট !!
আস-সালা-মু ‘আলাইকুম ওয়া র‘হমাতুল্লা-হি ওয়া বারকা-তুহ। দুঃখিত আপডেট দিতে একটু দেরি হয়ে গেল।
আলহামদুলিল্লাহ্ ❤️❤️ শোকর আলহামদুলিল্লাহ্। কুরআনের প্রতি আপনাদের ভালোবাসা দেখে আমরা বরাবরের মতো মুগ্ধ। নিয়ত করেছিলাম ৪০০০ জনকে আলহামদুলিল্লাহ্ প্রতিমাসের মতো এই মাসেও আপনাদের সবার ভালোবাসায় বাংলাদেশের ১৮ টি জেলায় নিম্মোক্ত মোট ৫৬টি মাদ্রাসা-এতিমখানা বৃদ্ধাশ্রম, এবং মানসিক ভারসাম্যহীন মানুষসহ সব মিলিয়ে ৪১৮৪এর অধিক এতিম ও কুরআনের হাফেজ বাচ্চাদের জন্য এক বেলা ভালো খাবারের আয়োজন করতে পেরেছি।
✅ দিঘীনালা_খাগড়াছড়িঃ
১। রশিকনগর হেফজখানা ও এতিমখানা, দীঘিনালা ,খাগড়াছড়ি, ১০৫ জন।
২। দারুল কুরআন হালিমিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা দীঘিনালা, খাগড়াছড়ি, ১৩৫ জন।
৩। ছোট মেরুং বাজার হেফজখানা ও এতিমখানা, দীঘিনালা, খাগড়াছড়ি,
৮০ জন।
৪ ৷ হযরত ফাতিমা (রা:) বালক বালিকা হেফজখানা ও এতিমখানা, লংগদু, ৭০ জন।
৫। মদিনাতুল উলুম মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা, খাগড়াছড়ি সদর, ১০০ জন।
✅ বৃদ্ধাশ্রমঃ
৬। বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রম, শীতল ঝর্না আবাসিক, অক্সিজেন, চট্টগ্রাম - ৫২ জন।
✅ গাজীপুরঃ-
০৭।আল হারামাইন মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা, কাসিমপুর, গাজীপুর। ৫১ জন
✅ কুতুবদিয়া, কক্সবাজারঃ-
৮। আজিজিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা , কৈয়ারবিল কুতুবদিয়া , ৮৪ জন।
৯। ধুরুং বাজার ফয়জুল উলুম মাদ্রাসা দক্ষিণ ধূরুং কুতুবদিয়া ৬০ জন
১০। দারুল ইকরা মহিলা মাদ্রাসা দ:ধূরুং,কুতুবদিয়া ৫৭ জন।
১১। আশরাফুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসা উত্তর ধূরুং কুতুবদিয়া ৪৫জন।
১২। উত্তর বড়ঘোপ আছিয়া হক হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা ৪০জন।
১৩। আল কুরআনুল কারিম দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানাস ও এতিমখানা উত্তর ধূরুং কুতুবদিয়া ৭০জন
১৪।ওমর বিন খাত্তাব রা মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা উত্তর ধূরুং কুতুবদিয়া ৭০ জন
✅ বাঁশখালী_চট্টগ্রামঃ
১৫। মোহাম্মদিয়া দারুল কুরআন মাদ্রাসা, এতিম খানা, জঙ্গল শিলকূপ, বাঁশখালী - ১৩০ জন।
✅ শেরপুর, ময়মনসিংহঃ
১৬। বেতমারী নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, শেরপুর, ময়মনসিংহ - ৪৭ জন।
✅ গাইবান্ধা:-
১৭। বাজিতনগর দারুসসালাম হাফেজিয়া মাদ্রাসা, সাঘাটা,গাইবান্ধা ৩৫ জন।
১৮। মেছট হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতীম খানা , সাঘাটা, গাইবান্ধা ৪৮ জন।
✅ সাতক্ষীরা
১৯। মাগুরা ডাঙ্গা ইলমি ওহী নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, তালা , সাতক্ষীরা, ছাত্র সংখ্যা ৩৮ জন।
✅ বগুড়াঃ
২০। বেলতলা জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা বেলতলা, কাগইল, গাবতলী, বগুড়া - ৮০ জন।
২১। রহবল নুরুল আলা নুর হেফজখানা ও এতিমখানা, দেউলি,শিবগঞ্জ, বগুড়া। ৪০ জন।
✅ রাজশাহী :-
২২। তালবাড়িয়া হাফেজিয়া মাদ্রাসা, তানবাড়িয়া , পরানপুর , চরঘাট, রাজশাহী - ৩৪ জন।
✅ জয়পুরহাট :-
২৩। সোনামুখী লাঙ্গোরপীর আব্দুল্লাহ মক্কী (রহঃ) ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, জয়পুরহাট -৬৫ জন।
✅ নওগাঁ
২৪। বুজরুক মাহমুদপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ধড়নাই, পত্নীতলা, নওগাঁ-৮৬ জন।
✅ দিনাজপুরঃ
২৫। আল মাদরাসুতুল হোসনিয়া এতিমখানা লিল্লাহ বোডিং, বীরগঞ্জ, দিনাজপুর। ৮০
২৬। রওজাতুল উলুম হাফিজিয়া ইয়াতিম খানা মাদ্রাসা, কাহারোল,দিনাজপুর। ১১৫ জন।
২৭। ঢিপিকুড়া হাফিজিয়া ইয়াতিম খানা মাদ্রাসা কাহারোল, দিনাজপুর- ৭৫ জন।
২৮। রওজাতুল উলুম হাফিজিয়া ইয়াতিম খানা মাদ্রাসা, কাজিকাটনা,কাহারোল, দিনাজপুর-১১৫ জন।
২৯। দ্বীপনগর শাহেদ নুরি হাফিজিয়া ইয়াতিমখানা মাদ্রাসা, কাহারোল, দিনাজপুর-৯৫ জন।
৩০। সরন্জা দারুল উলুম হাফিজিয়া ইয়াতিম খানা মাদ্রাসা, কাহারোল, দিনাজপুর-১১৫ জন।
৩১। জয়ন্তিয়াঘাট দারুস সুন্নাহ ফজলুল উলুম ক্বওমিয়া হাফেজিয়া মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং, সনকা, পাল্টাপুর, বীরগঞ্জ, দিনাজপুর। ১১০ জন।
✅ ভোলাঃ
৩২। সুজায়েতিয়া মাদ্রাসা হাফেজখানা ও এতিমখানা, শশীভুষণ, চরফ্যাশন, ভোলা।-৭০ জন।
৩৩। মধ্য ভাসানচর মদিনাতুল উলুম মাদ্রাসা হাফেজখানা ও এতিমখানা, শশীভূষণ, চরফ্যাশন, ভোলা। ৩০৭ জন।
৩৪। হযরত আলী ( রা:) মাদ্রাসা ও এতিমখানা, মনপুরা ভোলা - ৫০ জন।
৩৫। দারুন নাজাত মাদ্রাসা ও এতিমখানা, চর নিজাম, মনপুরা, ভোলা - ১৫০ জন।
✅ সাতকানিয়া_লোহাগাড়া_চট্টগ্রামঃ
৩৬। মহিউল ইসলাম মাদ্রাসা হাফেজখানা ও এতিমখানা, মাহালিয়া, সাতকানিয়া -১৩০ জন।
৩৭। রহমানিয়া এতিমখানা ও হেফজখানা, লোহাগড়া - ৭৫ জন।
✅ চট্টগ্রামঃ
৩৮। আল-হেরা হেফজখানা ও এতিমখানা, আরেফিন নগর, বায়েজিদ লিঙ্ক রোড, চট্টগ্রাম -৭৫ জন।
৩৯। দারুস সালাম মাদরাসা হেফজখানা ও এতিমখানা, অক্সিজেন, চট্টগ্রাম - ৬৫ জন।
৪০। বাবে রহমত বালিকা এতিমখানা, তুলাতলী, নাসিরাবাদ , চট্টগ্রাম - ৪০ জন।
৪১। মহিউস সুন্নাহ হেফজখানা ও এতিমখানা, পাঠানপাড়া- ৮০ জন।
৪২।রিয়াজুল জান্নাত হাফেজখানা ও এতিমখানা নয়ারহাট, অক্সিজেন, চট্টগ্রাম। ২৫জন
✅ রাঙ্গামাটিঃ
৪৩। আল হেরা মহিলা মাদ্রাসা হিফয ও এতিমখানা, কাউখালী সদর, রাংগামাটি।
৬০ জন।
৪৪। সিদ্দিক-ই আকবর হিফজ ও এতিমখানা, বেতছড়ি, কাউখালী, রাংগামাটি।
১১০ জন।
৪৫। মহিউসুন্না মাদ্রাসা ও এতিমখানা, রাঙ্গিপাড়া, কাউখালী, রাঙ্গামাটি।
৪৫ জন।
৪৬৷ ফারুকে আজম আদর্শ ইসলামী একাডেমী, পোয়াপাড়া, কাউখালী, রাংগামাটি।
৩৫ জন।
৪৭। মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, উপজেলা সদর, কাউখালী, রাংগামাটি, ৭০ জন।
৪৮। কাশখালী রশিদিয়া তালিমুল কোরআন একাডেমি (হিফজ ও এতিমখানা) কাউখালী, রাঙ্গামাটি ৫৫ জন।
৪৯। হযরত যায়েদ বিন সাবিত (রাঃ) মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা, লংগদু, রাঙ্গামাটি, ৩০ জন।
৫০।দারুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা, পাইন বাগান, কাউখালী, রাংগামাটি।
৩৫ জন।
✅ চকরিয়া_কক্সবাজার_চট্টগ্রামঃ
৫১। মাদ্রাসাতুল উলুমে দ্বীনিয়া এতিমখানা ও হেফজখানা , উত্তর হারবাং, চকরিয়া, কক্সবাজার, ৫০ জন।
✅ বান্দরবান, লামা
৫২। শাইখ মুহাম্মদ শরীফ র ইসলামি সেন্টার এতিমখানা ও হেফজখানা, আজিজনগর, লামা। ছাত্র সংখ্যা ৪০ জন।
✅কুড়িগ্রামঃ
৫৩। মিফতাহুল জান্নাত মিনার মহিলা মাদরাসা, সাতদরগাহ, উলিপুর, কুড়িগ্রাম-৩৫ জন।
৫৪ । কাশিয়াবাড়ী নূরানী হাফেজি মাদ্রাসা ও এতিমখানা , কাশিবাড়ী, কুড়িগ্রাম ৭৫ জন।
✅নীলফামারী
৫৫। মাদ্রসার নাম: হযরত ওমর ফারুক হাফিজিয়া মাদরাসা এবং এতিম খানা, ডিমলা,নীলফামারী ৪০ জন।
✅ বগুড়াঃশেরপুর
৫৬। আওলাকান্দি দারুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, শেরপুর, বগুড়া - ১১০ জন।
মোট: ৪১৮৪ জন।
সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ্, আল্লাহু আকবার!!!
আমাদের নিয়ত ছিলো ৪০০০ জনের কিন্তু আল্লাহ্র রহমত ও বরকতে ৪১৮৪জন আল্লাহর মেহমান তৃপ্তি সহকারে খেয়েছে।
❤️
শোকর আলহামদুলিল্লাহ। আল্লাহ্ রাব্বুল আলামীন আপনাদের সহযোগিতা আর আমাদের প্রচেষ্টা কবুল করেছেন।
আল্লাহ রাব্বুল আলামীন কবুল করুক।
আমিন ইয়া রব।
#মূল_পোস্ট
#হিজরী_১৪৪৬_জিলক্বদ_মাসের_১_তারিখে_চার_হাজার_জন_প্রিয়_এতিম_ও_কুরআনের_হাফেজ_আল্লাহর_মেহমানদের_জন্য_একবেলা_আহারের_আয়োজন
প্রজেক্ট_৭৩৮:- (1st_Zilqad_orphans_food)
আলহামদুলিল্লাহ্, আল্লাহর মেহমান এতিম ও কুরআনের হাফেজদের একবেলা মেহমানদারী করতে পারলেই শান্তি লাগে। তাও যদি হয় পবিত্র হজের মাস জিলক্বদ মাসে তাহলে তো আরো অনেক বেশি বরকতময়। আগামি ৩০ এপ্রিল জ্বিলকদ মাসের ১ তারিখে ৪০০০ জন এতিম ও কুরআনের হাফেজ আল্লাহর মেহমানদের জন্য একবেলা আহারের আয়োজন করার নিয়ত। প্রতি হিজরী মাসের ১ তারিখে আমরা সারা দেশে এতিম ও কুরআনের হাফেজ আল্লাহর মেহমানদের জন্য একবেলা ভালো খাবারের আয়োজন করে থাকি। তাই আগামী ১ জ্বিলকদ , ১৪৪৬ হিজরি, ৩০ এপ্রিল'২৫ বুধবার দেশের বিভিন্ন জেলার হেফজখানা ও এতিমখানা মিলিয়ে মোট ৪০০০জন আল্লাহর মেহমানদের জন্য একবেলা ভালো খাবারের আয়োজন করা হবে। ইনশাআল্লাহ।
আইটেমঃ পোলাও, চিকেন কারি/রোস্ট, মুগ ডাল, ডিম, সালাদ।
বাজেটঃ জনপ্রতি মাত্র ১১০ টাকা। (বিঃ দ্রঃ এই খাতে যাকাত দিতে পারবেন, তবে তা অবশ্যই উল্লেখ করে দিতে হবে।)
নোটঃ আলহামদুলিল্লাহ্, শাবান মাসের শুরুতে ৪০০৮ জনকে খাবার খাওয়ানো হয়েছিল।
(বিঃদ্রঃ এই খাতে যাকাতের টাকাও দিতে পারবেন, তবে দেওয়ার সময় উল্লেখ করে দিতে হবে।)
এতিম/অসহায়দের জন্য সাদাকাহ, যাকাত, সাদকায়ে জারিয়া পাঠানোর উপায়ঃ
১। Bank details -
*Account Name:*
ABAM FOUNDATION BANGLADESH
Account No:-0401901027244
Account type: Current
Pubali Bank PLC
Routing No: 175152267
Swift code: PUBABDDH207
Branch: 0401-College Road Branch,
Chattogram
২। বিকাশ ও নগদ মার্চেন্ট: 01841155343 (Make Payment & Merchant pay)
৩। 01674078146 -personal
( *bKash/Rocket/Nagad/upay/Cellfin*)
রেফারেন্সে "1 Zilqad orphans food" লিখে দিবেন,
পোস্ট একদম এড়িয়ে না গিয়ে অন্তত একজনের দায়িত্ব নিতে পারেন।
ইয়া রাব্বুল আলামীন, তুমি সবার দান কবুল করে নাও। আমিন ইয়া রব।
নিবেদক-
শামসুল আলম খান মুরাদ
সভাপতি
আবাম ফাউন্ডেশন বাংলাদেশ।