
14/03/2023
এন্টিবায়োটিক যখন অকার্যকর
এন্টিবায়োটিক
ব্যাকটেরিয়া বা নির্দিষ্ট কোন রোগের জীবাণু তার ধরন পরিবর্তন করার ফলে এন্টিবায়োটিক তাকে নির্মূল করার ক্ষমতা হারিয়ে ফেলে। তখন এন্টিবায়োটিক সেই রোগ ভালো করতে পারেনা। এ ধরনের অকার্যকারিতা সংক্রামক ব্যাধির চিকিৎসা প্রদানের ক্ষেত্রে অন্তরায় হিসাবে দেখা দেয় এবং চিকিৎসা পদ্ধতিতে অনেক সাফল্যকে ম্লান করে দেয়। এন্টিবায়োটিকের কার্যকর ব্যবহার নিশ্চিত করার জন্য আমাদের অবশ্যই সাবধানতার সঙ্গে এন্টিবায়োটিক ব্যবহার করতে হবে।
আপনি যা করতে পারেন।
১-শুধু ডাক্তার বা সরকার অনুমোদিত স্বাস্থ্যসেবা প্রদানকারী পেশাজীবীদের পরামর্শ অনুসারে এন্টিবায়োটিক গ্রহণ করুন।
২-চিকিৎসকের ব্যবস্থাপত্রে উল্লেখিত এন্টিবায়োটিকের ডোজ পুরোটাই নির্ধারিত সময়ে শেষ করুন। রোগ থেকে ভালো অনুভব করলেও একটিও ডোজ বাদ দেওয়া যাবে না।
৩-কখনোই চিকিৎসা সম্পূর্ণ হওয়ার পর অতিরিক্ত থাকা এন্টিবায়োটিক পরবর্তীকালে ব্যবহার করবেন না।
৪-আপনার ব্যবহার করা এন্টিবায়োটিক কখনোই পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব বা অন্যকে গ্রহণ করার পরামর্শ দিবেন না ।
৫-রোগজীবাণু প্রতিরোধ করার জন্য নিয়মিত হাত ধোয়ার স্বাস্থ্যবিধি মেনে চলন, রোগজীবাণুতে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ পরিহার করুন এবং সময়মত নির্ধারিত সকল টিকা গ্রহণ করুন।