CMC Medical Tourism

CMC Medical Tourism Medical, Tours, & Travels

সতর্কীকরণ পোষ্ট
03/03/2024

সতর্কীকরণ পোষ্ট

Happy New Year 2024
01/01/2024

Happy New Year 2024

19/06/2023

আপনি কি জানেন - মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ওষুধগুলো কোন মেডিক্যাল ড্রাগ স্টোরে পাওয়া যায় না?

• ব্যায়াম হলো ওষুধ।
• সকাল/সন্ধ্যা হাঁটা ওষুধ।
• Fasting হলো ওষুধ।
• পরিবারের সঙ্গে একত্রে খাওয়া ওষুধ।
• হাসি ও কৌতুকও ওষুধ।
• গভীর ঘুম সবচেয়ে ভালো ওষুধ।
• সবার সঙ্গে মেলামেশাই ওষুধ।
• সুখী হওয়ার সিদ্ধান্ত নেওয়া ও ক্রমাগত চেষ্টা করা ওষুধ।
• সবার মঙ্গল কামনা করা ওষুধ।
• অন্যের জন্য প্রার্থনা করা ওষুধ।
• কখনো কখনো নীরবতাই ওষুধ।
• ভালোবাসা হলো মহৌষধ।
• মনের প্রশান্তি হলো ওষুধ।

আশ্চর্যজনকভাবে এ সকল ওষুধগুলো কোন মেডিক্যাল ড্রাগ স্টোরে পাওয়া যায় না! এক জায়গাতেই পাওয়া যায় এবং সেটা হলো একজন ভালো বন্ধু। প্রত্যেকটি ভালো বন্ধু এক-একটি মেডিকেল স্টোর!

(সংগৃহীত)

 #ভারতে যাওয়ার পরে পাসপোর্ট হারিয়ে গেলে আপনার করণীয়। আমি নিজে এই সমস্যার শিকার হয়েছি। সমাধান খুব সহজ একটু পরিশ্রম কর...
17/06/2023

#ভারতে যাওয়ার পরে পাসপোর্ট হারিয়ে গেলে আপনার করণীয়।
আমি নিজে এই সমস্যার শিকার হয়েছি।
সমাধান খুব সহজ একটু পরিশ্রম করা লাগে।

প্রথম ধাপ: প্রথমেই আপনি ভারতের যেই হোটেলে অবস্থান করছেন আপনার পুরো বিষয়টি খুলে বলবেন তারা একটি লেটার দিবে যেখানে আপনার পাসপোর্ট এর নাম্বার আপনি যে এই হোটেলে আছেন তার প্রমাণ পত্র সহ আপনাকে একটি লেটার হাতে দিবে।
দ্বিতীয় ধাপ : আপনি ভারতের আছেন সেই এরিয়ার সংশ্লিষ্ট থানায় গিয়ে একটি সাধারণ জিডি করতে হবে। অবশ্যই আপনার পাসপোর্টের এবং আপনার ভিসার একটি করে কপি সেখানে লাগবে।

তৃতীয় ধাপ : জিডি করার পরে সেখানকার পুলিশ কর্মকর্তারা আপনাকে জানিয়ে দিবে পরবর্তীতে আপনার লোকেশন হচ্ছে বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশ দূতাবাসে যাওয়ার সময় আপনার একটি পাসপোর্ট কপি একটি ভিসার কপি এবং আপনার দুই কপি ছবি এবং সাথে ইন্ডিয়ান রুপিতে দুই হাজার রুপি বা এর কিছু বেশি রুপি আপনার লাগবে। সেখানে তারা আপনার আবেদনটি গ্রহণ করবে এবং আপনাকে কয়েক ঘণ্টা অপেক্ষা করার জন্য বলবে। এ সময়কালে আপনার পাসপোর্ট যে হারিয়েছে এই বিষয়টি তারা বাংলাদেশ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অফিসে কন্টাক করে জানিয়ে দিবে। অতঃপর আপনার হাতে একটি লেটার ধরিয়ে দিবে। লেটারটিতে আপনার যাবতীয় পরিচয় পত্র কলকাতার এবং ইন্ডিয়ার সমস্ত কিছু উল্লেখ থাকবে এবং এই লেটারটি নিয়ে আপনার একটি কম্পিউটারের দোকানে যেতে হবে।

তৃতীয় ধাপ : লেটারটি নিয়ে কম্পিউটারের দোকানে গিয়ে আপনাকে এফ আর ও অফিসের উদ্দেশ্যে একটি অনলাইন আবেদন করতে হবে।
এ আবেদনে আপনাকে উল্লেখ করতে হবে আপনি কেন পাসপোর্ট রিনিউ না করে আপনি ইমারজেন্সি বাংলাদেশে যেতে যাচ্ছেন এবং কতদিনের ভিতরে যেতে যাচ্ছেন।

চতুর্থ ধাপ : অনলাইন আবেদন পেপারটি সংগ্রহ করে আপনাকে এফ আর ও অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হবে এবং সেই অফিসে আপনার একটি সাধারণ জিজ্ঞাসাবাদ হবে।কিভাবে পাসপোর্ট হারালো আপনি কেন ইন্ডিয়া এসেছিলেন।
(ভুল করেও বলবেন না আমি কোন দালালের চক্রান্তে পড়েছি বা আমি বিদেশে যাওয়ার জন্য এদেশে আসছিলাম এখন দালাল আমার সাথে দুই নাম্বারি করতেছে। সে ক্ষেত্রে তারা তাদের দেশের মানুষকে বেশি প্রাধান্য দিবে)

পঞ্চম ধাপ : এপার অফিস থেকে আপনার জিজ্ঞাসাবাদ এবং আপনার অনলাইন আবেদনটি সংগ্রহ করে তারা একটি সময় নির্ধারণ করে দিবে সেই সময় আপনি আপনার জিমেইলে এক্সিট পারমিট পেয়ে যাবেন। এবং সেখানে উল্লেখ থাকবে যে এই কয়েক দিনের ভেতরে তোমার ইন্ডিয়া ছেড়ে বাংলাদেশে চলে যেতে হবে। আপনি জিমেইলে মেসেজ পাওয়ার পরে দেখবেন সেখানে একটি ছবি আসছে সেটি হচ্ছে আপনার এক্সিট পারমিট।

ষষ্ঠ ধাপ : এক্সিট পারমিট পাওয়ার পরেও শান্তি নেই আপনি যেভাবেই যান বাসে করে অথবা বিমানে করে। প্রত্যেকটা ধাপে ধাপে আপনাকে প্রশ্ন করা হবে। কেন পাসপোর্ট হারালেন কেন এসেছিলেন ইন্ডিয়া।

( তবে এফ আরো অফিসের এক্সিট পারমিট পেয়ে গেলে আর পরবর্তীতে কোন সমস্যা হবে না -( শুধু বুদ্ধিমত্তার সাথে তাদের প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারলেই হবে)

সপ্তম ধাপ : ইন্ডিয়া থেকে আপনার জিডি করার কাগজটা সাথে নিয়ে আসবেন অবশ্যই। সেই জিডির কাগজটি নিয়ে আপনার এলাকার সংশ্লিষ্ট থানায় গিয়ে আরো একটি জিডি করবেন সেই জিডির কাগজটি নিয়ে পরবর্তীতে আপনার নতুন করে পাসপোর্ট রিইস্যু করে নেবেন।

সংগৃহীত

সুখবর                                সুখবরআগামী ১৪/০৭/২০২৩ ভেলোর সিএমসিএকটি মেডিকেল টুর হবে। যদি কাহারও মেডিকেল গাইডের প...
07/06/2023

সুখবর সুখবর
আগামী ১৪/০৭/২০২৩ ভেলোর সিএমসি
একটি মেডিকেল টুর হবে। যদি কাহারও মেডিকেল গাইডের প্রয়োজন হয় যোগাযোগ করুন শুধুমাত্র what's app 01736-685010 (9am-9pm)

সংগৃহীত
05/06/2023

সংগৃহীত

03/06/2023

আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আমাদের কেউ ভালবাসেনা। এটা যত দিন যাবে উপলব্ধি করবেন।

CMC এর রেজিষ্ট্রেশন বিল্ডিং। এখানে প্রথমে বাংলাদেশি দের প্রাথমিক কাজ করতে হয়। প্রথমে 900A তারপর 900Bতে কাজ সম্পূর্ণ করে ...
28/05/2023

CMC এর রেজিষ্ট্রেশন বিল্ডিং। এখানে প্রথমে বাংলাদেশি দের প্রাথমিক কাজ করতে হয়। প্রথমে 900A তারপর 900Bতে কাজ সম্পূর্ণ করে তারপর অ্যাপোয়েন্টমেন অনুযায়ী ডাক্তারকে রোগী দেখানোর কার্যক্রম শুরু হয়।

আগামী ১৪/৭/২০২৩ রোজ শুক্রবার ভেলোরের CMC এবং NARUVI HOSPITAL এর উদ্দেশ্যে একটি মেডিকেল টুরের ব্যবস্হা করা হয়েছে। যদি কাহ...
27/05/2023

আগামী ১৪/৭/২০২৩ রোজ শুক্রবার ভেলোরের CMC এবং NARUVI HOSPITAL এর উদ্দেশ্যে একটি মেডিকেল টুরের ব্যবস্হা করা হয়েছে। যদি কাহারও মেডিকেল গাইডের প্রয়োজন হয় তাহলে What's app 01736-685010 ( 9am-9pm) যোগাযোগ করুণ।

CMC Ranipet campus.
26/05/2023

CMC Ranipet campus.

Address

Dattabari
Bogura
5800

Opening Hours

Monday 07:00 - 19:00
Tuesday 07:00 - 19:00
Wednesday 07:00 - 19:00
Thursday 09:00 - 17:00
Saturday 07:00 - 19:00
Sunday 07:00 - 19:00

Telephone

+8801736685010

Website

Alerts

Be the first to know and let us send you an email when CMC Medical Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to CMC Medical Tourism:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram