ডিপ্লোমা ডেন্টাল ছাত্র সংগ্রাম পরিষদ - বগুড়া আই,এইচ,টিddsp

  • Home
  • Bangladesh
  • Bogura
  • ডিপ্লোমা ডেন্টাল ছাত্র সংগ্রাম পরিষদ - বগুড়া আই,এইচ,টিddsp

ডিপ্লোমা ডেন্টাল ছাত্র সংগ্রাম পরিষদ - বগুড়া আই,এইচ,টিddsp Time is money

শিশুদের দুধদাঁতের যত্নগর্ভধারণের ছয় সপ্তাহ থেকে গর্ভস্থ শিশুর দাঁতের গঠনপ্রক্রিয়া শুরু হয়। তাই গর্ভাবস্থায় খাবারে পর্যাপ...
05/11/2024

শিশুদের দুধদাঁতের যত্ন
গর্ভধারণের ছয় সপ্তাহ থেকে গর্ভস্থ শিশুর দাঁতের গঠনপ্রক্রিয়া শুরু হয়। তাই গর্ভাবস্থায় খাবারে পর্যাপ্ত পুষ্টি ও ক্যালসিয়াম নিশ্চিত করতে হবে। শিশুর দাঁত ওঠার আগে পরিষ্কার সুতি কাপড় উষ্ণ পানিতে ভিজিয়ে পরিষ্কার করে দিতে হবে। দাঁত ওঠার পর নরম বেবি টুথ ব্রাশ দিয়ে সতর্কতার সঙ্গে দাঁত ও জিহ্বা পরিষ্কার করতে হবে। বেবি টুথ পেস্ট না পেলে বা খেয়ে ফেলার আশঙ্কা থাকলে পেস্ট না দিলেও চলবে। দাঁতের স্বাস্থ্য সুরক্ষায় বুকের দুধের বিকল্প নেই। ঘুমের মধ্যে ফিডারের ব্যবহার দাঁতের ক্ষতি করে। শিশুর সামনে বড়রা দাঁত ব্রাশ করলে তারাও উৎসাহিত হয়।

দাঁত ব্রাশ করুন সঠিক নিয়মেপ্রতিদিন সকালে নাশতা করার পর এবং রাতে খাওয়ার পর দুইবার দাঁত ব্রাশ করতে হবে। ঘুম থেকে উঠেই দাঁত...
04/11/2024

দাঁত ব্রাশ করুন সঠিক নিয়মে

প্রতিদিন সকালে নাশতা করার পর এবং রাতে খাওয়ার পর দুইবার দাঁত ব্রাশ করতে হবে। ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করার দরকার নেই। শুধু পানি দিয়ে মুখ ধুয়ে ফেলা যেতে পারে।

দাঁত ব্রাশের সঠিক নিয়ম হলো—নরম ব্রিসলযুক্ত (শলাকা) ব্রাশ দিয়ে ২ মিনিট ধরে দাঁত ব্রাশ করা।
সঠিক পদ্ধতি

♦ প্রথমে দাঁত ও মাড়ির সংযোগস্থলে বারবার ৪৫ ডিগ্রি জোনে টুথব্রাশটি ঘোরাতে হবে। তারপর অল্প ঘুরিয়ে প্রতিটি দাঁত হালকাভাবে ব্রাশ করুন।

♦ দাঁতের বাইরের অংশ ও মাড়ি ঠিকমতো পরিষ্কার হচ্ছে কি না নিশ্চিত হওয়ার জন্য প্রতিটি দাঁত একইভাবে বারবার ব্রাশ করুন।

♦ ব্রাশের ব্রিসল দিয়ে পেছনের দাঁতের পেছনের অংশ থেকে সামনে ক্রস করতে হবে। এভাবে তিনটি দাঁত ব্রাশের সঙ্গে সংযুক্ত থাকবে।

♦ ব্রাশের ব্রিসল কম্পনের মাধ্যমে পেছন থেকে সামনে আনতে হবে।

♦ একসঙ্গে ১০ বার আলতোভাবে ঘর্ষণ দিতে হবে। তবে মাড়ির যাতে ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

♦ সামনের দাঁতের ক্ষেত্রে প্রতিটি দাঁতের ভেতরের অংশ থেকে কিনারা পর্যন্ত হালকাভাবে ক্রস করুন।

♦ ব্যাকটেরিয়া বা জীবাণু দূর করার জন্য দাঁত ব্রাশের পাশাপাশি জিহ্বাকেও আলতোভাবে ক্রস করুন। তারপর ভালোভাবে কুলি করে ফেলুন।

♦ প্রতিবেলা খাবার পর দাঁত ব্রাশ করার প্রয়োজন নেই। তবে ভালোভাবে কুলি করে নিতে পারেন। তার ফলে আটকে থাকা খাবারের কণাগুলো বের হয়ে যাবে।

কিভাবে ব্রাশ বাছাই করবেন

♦ ভালোমানের টুথব্রাশ ব্যবহার করতে হবে। যার শলাকাগুলো যেন খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়। মিডিয়াম নরম ব্রাশ ব্যবহার করতে হবে।

♦ প্রতি তিন মাস অন্তর টুথব্রাশ পরিবর্তন করতে হবে।

♦ ব্রাশের শলাকাগুলো বেঁকে গেলেই ব্রাশ পরিবর্তন করুন।

♦ মুখে ঘা থাকলে ঘা সেরে যাওয়ার পর নতুন ব্রাশ ব্যবহার করতে হবে।

♦ শিশুদের এবং অসুস্থ রোগীদের ইলেকট্রিক্যাল টুথব্রাশ ব্যবহার করা ভালো।



পরামর্শ দিয়েছেন

ডা. অনুপম পোদ্দার

অধ্যক্ষ, খুলনা ডেন্টাল কলেজ

আজীবন দাঁত-মাড়ি সুস্থ রাখতে কী করবেন ? অনেক মানুষ দাঁত নষ্ট হওয়ার আগে তার গুরুত্ব বুঝতে পারেন না। তবে বিশেষজ্ঞরা বলেন, ...
03/11/2024

আজীবন দাঁত-মাড়ি সুস্থ রাখতে কী করবেন ?

অনেক মানুষ দাঁত নষ্ট হওয়ার আগে তার গুরুত্ব বুঝতে পারেন না। তবে বিশেষজ্ঞরা বলেন, প্রথম থেকেই দাঁতের যত্ন নেওয়া উচিত। তবেই সেই সংক্রান্ত সমস্যাগুলি এড়ানো যাবে। আর সবচেয়ে বড় কথা, এই প্রতিকারগুলিও খুব সহজ। এগুলি অবলম্বন করলে খুব সহজেই দাঁত ও মাড়ির সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। চলুন সেইগুলিই জেনে নেওয়া যাক।

সুন্দর হাসির জন্য ভাল দাঁত প্রয়োজনসুস্থ রাখতে হবে মাড়িকেওজেনে নিন ১০ টিপস
অনেক মানুষ দাঁত নষ্ট হওয়ার আগে তার গুরুত্ব বুঝতে পারেন না। তবে বিশেষজ্ঞরা বলেন, প্রথম থেকেই দাঁতের যত্ন নেওয়া উচিত। তবেই সেই সংক্রান্ত সমস্যাগুলি এড়ান যাবে। আর সবচেয়ে বড় কথা, এই প্রতিকারগুলিও খুব সহজ। এগুলি অবলম্বন করলে খুব সহজেই দাঁত ও মাড়ির সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় |

১. প্রচুর পরিমাণে পানি পান করুন : এটি একটি প্রাকৃতিক মাউথওয়াশ যা সময়ে সময়ে মুখ পরিষ্কার রাখে। এটি দাঁতে চা-কফি বা অন্যান্য খাবার এবং পানীয়ের দাগ তৈরি হতে দেয় না।

২. পর্যাপ্ত পরিমাণে ফল খান : ফলের মধ্যে বিভিন্ন ধরণের এনজাইম এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান রয়েছে যা দাঁতকে স্বাভাবিকভাবে পরিষ্কার রাখে। বিশেষত ডায়েটে সেই ফলগুলি রাখুন যেগুলিতে ভিটামিন সি-এর পরিমাণ বেশি থাকে।

৩. সুগার ফ্রি চুইংগাম ব্যবহার : আপনি চাইলে সুগার ফ্রি চুইংগাম ও ব্যবহার করতে পারেন। এটি প্রচুর পরিমাণে স্যালাইভা(মুখের লালা) তৈরি করে যা অ্যাসিড পরিষ্কার করতে সাহায্য করে।

৪. হাইড্রোজেন প্যারাক্সাইডের ব্যবহার : হাইড্রোজেন প্যারাক্সাইড পানির সঙ্গে ব্যবহার করলে দাঁত ও মাড়ি-সহ মুখের মধ্যে উপস্থিত সমস্ত ব্যাকটিরিয়া ধ্বংস হয়ে যায়।

৫. স্ট্রয়ের ব্যবহার : যদি সম্ভব হয় তবে স্ট্রয়ের সাহায্যে পানীয় খান। এর ফলে দাঁতে ওই তরলটির প্রভাব কম পড়বে।

৬. ব্রাশের ব্যবহার : ব্রাশ প্রত্যেকেই করেন। সেক্ষেত্রে নরম ব্রাশ ব্যবহার করুন। আর ব্রাশ করার সময় দাঁতে চাপ দিয়ে ঘষবেন না। বরং হালকা করে আঙুল দিয়ে পরিষ্কার করে নিতে পারেন।

৭. জিহ্বা পরিষ্কার করা : জিহ্বা পরিষ্কার করাও খুব গুরুত্বপূর্ণ। যদি জিহ্বা নোংরা থেকে যায়, তাহলে মুখের মধ্যে ব্যাকটিরিয়া জন্মায়। ফলে মুখের মধ্যে বিশ্রী গন্ধ হতে পারে। তাই ব্রাশ করার পাশাপাশি, ভাল জিহ্বা-ক্লিনার দিয়ে সেটিও পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ।

৮. চিনির ব্যবহার কমানো : যতটা সম্ভব কম চিনি খাওয়ার চেষ্টা করুন। এছাড়াও স্টিকি খাবার এড়িয়ে চলাই ভাল। আর যদি আপনি এই জাতীয় কোনও খাবার খান তাহলে অবিলম্বে মুখ ধুয়ে ফেলুন।

৯. ব্রাশ করার সঠিক উপায় : ব্রাশ করার সঠিক উপায়টি জানাও খুব গুরুত্বপূর্ণ। আপনি এই জন্য বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শও করতে পারেন।

১০. ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন : যদি দাঁতে কখনও কোনও ব্যথা অনুভব করেন, তবে প্রয়োজন বুঝে অবিলম্বে ডেন্টিস্টের সঙ্গে যোগাযোগ করুন।

কথায় আছে “দাঁত থাকতে দাঁতের মর্ম” বুঝতে হয়, নইলেই বিপদ। তবে অধিকাংশ মানুষই সময় থাকতে দাঁতের (Teeth)  যত্ন নেন না। শরীরের...
02/11/2024

কথায় আছে “দাঁত থাকতে দাঁতের মর্ম” বুঝতে হয়, নইলেই বিপদ। তবে অধিকাংশ মানুষই সময় থাকতে দাঁতের (Teeth) যত্ন নেন না। শরীরের অন্যান্য অংশের মতো সমানভাবে দাঁতেরও যত্ন নেওয়া উচিত। কারণ দাঁতে ব্যাকটেরিয়া (Bacteria) ও জীবাণু বাসা বাঁধে যার ফলে দাঁতের ক্ষতি হয়। বয়সের সঙ্গে সঙ্গে এমনিতেই দাঁতের অনেক সমস্যা দেখা দেয় তাই সঠিক সময়ে ‘ওরাল কেয়ার’-এ গুরুত্ব না দিলে নিজেই নিজের বিপদ ডেকে আনবেন। কয়েকটি সহজ নিয়ম নিয়মিত মেনে চললেই ঝকঝকে তকতকে সুন্দর দাঁত পেতে পারেন আপনিও। তার জন্য কী করতে হবে আসুন দেখেনেই…

দিনে দু’বার দাঁত মাজুন:
বিশেষজ্ঞদের মতে প্রত্যেক মানুষের দিনে অন্তত দু’বার দাঁত মাজা উচিত। এবং দাঁত মাজার সময় খেয়াল রাখতে হবে ব্রাশ যেন ৪৫ ডিগ্রী আঙ্গেলে থাকে। এমনভাবে ব্রাশ করুন যাতে মাড়ির সব অংশে ব্রাশ পৌঁছয়। ব্রাশকে উপর নীচ করে ভাল করে ব্রাশ করুন। রাতে খাওয়ার পর অনেকেই ব্রাশ করে ঘুমোতে যান। এটি ভীষণ ভাল অভ্যাস কারণ সারা রাতে মুখের ভিতর ব্যাকটেরিয়া বাসা বাঁধে। খাওয়ার পর ব্রাশ করলে ব্যাকটেরিয়ার ঝুঁকি কমে।

সঠিক টুথব্রাশ ব্যবহার করুন:
দাঁতের যত্ন নিতে সবার আগে সঠিক টুথ ব্রাশ বেঁছে নেওয়া কিন্তু খুব জরুরি। সঠিক টুথ ব্রাশ ব্যবহার না করলে অনেকসময়ই দাঁতের এনামেল ক্ষয় হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আজকাল বাজারে এসে গিয়েছে ইলেক্ট্রিক টুথ ব্রাশ। এগুলি দাঁত মাজার জন্য ভীষণ ভাল। এ ছাড়াও আপনি যে কোনও নরম টুথ ব্রাশ ব্যবহার করতে পারেন।

দাঁতের ফাঁক পরিস্কার করুন:
দাঁতের ফাঁকে অনেক সময় খাবার আটকে যায়। এবং ব্রাশ সেই সব স্থানে পৌঁছতে পারে না। খাবার জমে সেখানে ব্যাকটেরিয়া জন্ম নেয়। যা থেকে রোগ ছড়ায়। রোগের হাত থেকে বাঁচতে ও দাঁতের যত্ন নিতে দাঁতের ফাঁকের ময়লা পরিস্কার করুন। ‘ফ্লস’ স্টিক দিয়ে নিয়মিত দাঁত পরিস্কার করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠেও দাঁতের ফাঁকে জমে থাকা ময়লা পরিস্কার করার চেষ্টা করুন।

মাউথ ওয়াশ ব্যবহার করুন:
আপনার ‘ওরাল কেয়ারে’ যোগ করুন মাউথ ওয়াশ। অ্যান্টি ব্যাকটেরিয়াল মাউথ ওয়াশ মুখের ভিতরের জীবাণুকে ধব্বংস করে এবং মুখের দুর্গন্ধ দূর করে।

জিভের যত্ন নিন:
দাঁত ও মাড়ির মতো জিভের যত্ন নেওয়াও সমান ভাবে জরুরি নইলে হতে পারে ভোগান্তি। কারণ জিভের মধ্যে ব্যাকটেরিয়া জন্মায়। টুথ ব্রাশ অনেকসময়ই জিভ পর্যন্ত পৌঁছয় না ফলে জিভ অপরিস্কার থেকে যায়। খেয়াল রাখুন, নিয়মিত ভাল করে জিভ পরিস্কার করার।

এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

21/04/2019

Name : Training Video on CPR Client : WHO Bangladesh Production House : Bangla Tele Film Agency : Bangla Communications Director : Adib Rashid Mamun

একটি শোক সংবাদ! একটিশোক সংবাদ!! আমরা খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ৯ ম ব্যাচের Radiology  & imagine...
13/09/2017

একটি শোক সংবাদ! একটিশোক সংবাদ!!
আমরা খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ৯ ম ব্যাচের Radiology & imagine বিভাগের মেধাবি ছাত্রী #উর্মীলা_আফরোজ গত রাত ১:৩০ মিনিট ইহকালের মা বাবা বন্ধু বান্ধবীর সকলের মায়া ভালবাসার বন্ধন ছেড়ে চলে গেলো না ফিরার দেশে! তার এই অকাল মৃত্যুতে আমরা খুবই মর্মহাত।তাই আমরা সকলই তার জন্য দোয়া করবো যাতে সে জান্নাতবাসি হতে পারে এবং তার শোকহাত পরিবারকে ধর্য্যদান করার তৌফিক দান করুন
আমরা বগুড়া আইএইচ টি পরিবার গভীরভাবে শোকহাত!!

Tumpa Pramanik

Address

Bogura

Telephone

+8801791399177

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডিপ্লোমা ডেন্টাল ছাত্র সংগ্রাম পরিষদ - বগুড়া আই,এইচ,টিddsp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share