Safety Pad

Safety Pad woman safety pad

আলহামদুলিল্লাহ,,
05/04/2025

আলহামদুলিল্লাহ,,

🌿আলহামদুলিল্লাহ,, সকাল, সকাল কাষ্টমার রিভিউ পেয়ে ভালো লাগতিছে🥰 আনেকেই রিভিউ দিতে চায় না, আপনারা জাস্ট সঠিক ইনফোরমেশন গুল...
21/10/2024

🌿আলহামদুলিল্লাহ,, সকাল, সকাল কাষ্টমার রিভিউ পেয়ে ভালো লাগতিছে🥰 আনেকেই রিভিউ দিতে চায় না, আপনারা জাস্ট সঠিক ইনফোরমেশন গুলো দিবেন।
এই আপুকে বলছিলাম ১ মাস পর জানাবেন ১ বছর পর জানাবেন। আজ ফোন হাতে নিয়েই দেখি আপু মেসেজ দিছে ধন্যবাদ আপু🥰❤️

10/10/2024
👉আপনি যদি প্রতি মাসে ২০০ টাকার প্যাড কিনেন তাহলে বছরে কত টাকা খরচ হয় ? 👈সেখানে আমাদের প্যাড ৪-৫ বছর ব্যবহার করতে পারবেন।...
21/09/2024

👉আপনি যদি প্রতি মাসে ২০০ টাকার প্যাড কিনেন তাহলে বছরে কত টাকা খরচ হয় ? 👈
সেখানে আমাদের প্যাড ৪-৫ বছর ব্যবহার করতে পারবেন।💝।

21/09/2024

👉মাত্র ১০০ টাকা বাচাইতে গিয়ে ধোকা খাচ্ছেন না তো??

👉সকাল সকাল কাষ্টমার এর ভালো রিভিউ পেয়ে মনটা ভালো হয়ে গেলো🥰🥰
20/09/2024

👉সকাল সকাল কাষ্টমার এর ভালো রিভিউ পেয়ে মনটা ভালো হয়ে গেলো🥰🥰

👉টাকা কোনো ফ্যাক্ট না কুয়ালিটি ভালো হতে হবে।এরকম মন মানসিকতা যাদের আমার প্রডাক্ট মুলতো তাদের জন্য।ভাল জিনিসের প্রাইজ একট...
18/09/2024

👉টাকা কোনো ফ্যাক্ট না কুয়ালিটি ভালো হতে হবে।
এরকম মন মানসিকতা যাদের আমার প্রডাক্ট মুলতো তাদের জন্য।
ভাল জিনিসের প্রাইজ একটু বেশিই হয়।
আমাদের খরচাই বেশী আপনাদের কমদামে দিব কিভাবে। ❤️

👉সংস্কার নিজের থেকে শুরুকরা উচিত।নিজের ফ্যামিলি থেকে শুরুকরা উচিততাহলেই দেশ সংস্কার করা সম্ভব, যেখানে ছাত্ররা দেশকে পরিষ...
10/09/2024

👉সংস্কার নিজের থেকে শুরুকরা উচিত।
নিজের ফ্যামিলি থেকে শুরুকরা উচিত
তাহলেই দেশ সংস্কার করা সম্ভব, যেখানে ছাত্ররা দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন নিয়ে ব্যস্ত, সেখানে আমরা মেয়েরা কি করছি??
👉একজন ঋতুবতি নারী যদি প্রতিমাসে ৫ থেকে ৭ দিন ১০ টি ওয়ান টাইম প্যাড ফেলে তাহলে একজন নারী মাসে ৩৮.৭৪৮ গ্রাম বর্জ্য তৈরি করে। এবং Voc নামে কেমিক্যাল থাকায় বাতাসের দুর্গন্ধ ছড়ায়। এই সমস্ত কর্মশিয়াল স্যানেটারী ডিসপোজেবল প্যাড গুলো পানিতে দ্রবীভূত হয় না,একইসঙ্গে প্লাস্টিকের স্তর থাকায় মাটিতেও পচন যোগ্য নয়।
👉প্রথমত কেমিক্যাল দিয়ে আমাকে আপনাকে দুর্বল করে দিচ্ছে শারীরিক অসুস্থ তৈরি করছে।
👉দ্বিতীয়ত আবর্জনা দিয়ে দেশটাকে দূষিত করে ফেলছে।
তাই আসুন সংস্কার আমরা নিজের থেকে শুরু করি। নিজের দেশের ভালো জিনিসের মূল্য দিতে শিখি 🌿

19/08/2024

🌹এটা রিউজেবল ক্লথ প্যাড।পরিষ্কার পরিচ্ছন্ন ও সময় বাঁচাতে প্যাড ব্যবহারের কোন বিকল্প নেই। এটাতে কোন প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয়নি, সুতরা কোন প্রকার ইনফেকশন, মাথা ঘোরা, শরীরে ক্লান্তি বোধ তৈরি করা, চুলকানি, রেস হওয়ার কোন সম্ভাবনা নেই।
এক প্যাকেটের ৪ পিস আছে , ৩ টা ডে প্যাড একটা নাইট প্যাড। ডে প্যাড ১৩ ইঞ্চি লম্বা, নাইট প্যাড ১৬ ইঞ্চি লম্বা। এটা বড়দের মাপের তৈরি করা হয়েছে। ১৮থেকে ৪৫ বছর মেয়েদের জন্য ।
⭕ প্যাড নিয়ে আপনাদের যা যা ভয় তার কোনটাই এটাতে নেই। শোষণ ক্ষমতা অনেক। লিকেজ হওয়া, দাগ লেগে থাকা, ভেজা ভাব ,শুকানো ইত্যাদি কোন সমস্যা হবে না ইনশাল্লাহ।
৭ থেকে ৮ ঘন্টা ইজিলি ব্যবহার করা যায়। টাকা সাশ্রয়, সময় সাশ্রয়, টেনশন মুক্ত। আর পরিবেশ ও দূষিত হলো না।
🔴 আবর্জনা মুক্ত দেশ গরতে ছাত্রদের সাথে আমাদেরও উচিত দেশটাকে সুস্থ, ও সুন্দর রাখা।একজন মেয়ে প্রতি মাসে ৫ থেকে ৭ দিনে ১০ টি ওয়ানটাইম প্যাড ও প্যাডের প্যাকেট ফেলছে, ফলে একজন নারী মোট ৩৮.৭৪৮ গ্রাম বর্জ্য তৈরি করছে।
সেনেটারী ন্যাপকিন ব্যবহারকারী ঋতুবর্তী নারীদের ব্যবহৃত প্যাডের প্লাস্টিক এবং প্যাকেটের কারণে প্রতিবছর কম করে হলেও ৯০৩৯ মেট্রিক টন বজ্র উৎপন্ন হয় যা ২ লাখ ৪৩ হাজার ৬২৩ মনের সমান। এ সমস্ত কর্মশীয়াল সেনেটারী ডিসপোজেবল প্যাডগুলো পানিতে দ্রবীভূত হয় না, একই সঙ্গে প্লাস্টিকের স্তর থাকে বলে তা মাটিতেও পচনযোগ্য নয়।
এটা মাটিতে মিশতে ৪০০ থেকে ৫০০ বছরের বেশি সময় লেগে যায়।
✅তাই ছাত্র, ছাত্রীদের সাথে আমাদেরও এগিয়ে আসা উচিত।
রিউজেবল সেফ্টি প্যাড ব্যবহার করি বর্জ্র মুক্ত সুস্থ সুন্দর জীবন গড়ি।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয়, দুই প্যাকেট নিলে ডেলিভারি চার্জ ফ্রি। এক টাকাও অগ্রিম দিতে হবে না। জিনিশ হাতে পাওয়ার পর দেখে তারপর পেমেন্ট করতে পারবেন।
অডার্র করতে ইনবক্স করুন অথবা ফোন করুন স্কিনে দেওয়া নাম্বারে।

15/08/2024

👉সাবধান,
আপুদের কে বলছি আপনি কি জানেন? বাজারে বিক্রিত বহুল ভাবে ব্যবহৃত স্যানেটারি প্যাড ব্যবহারের ফলে আপনি, আমি, আমরা কি কি বিপদের সম্মুখীন হচ্ছি? ইতিমধ্যে অনেক আপুরাই জানে, যারা জানেন না তাদেরকে বলছি বহুল ভাবে বিক্রিত সেনেটারি ন্যাপকিনে নানা ধরনের কেমিক্যাল ও ক্লিনার ব্যবহার করা হয়, যা পরিশোধনের পরও প্যাডে থেকে যায়। এ সকল কেমিক্যাল স্কিনের প্রচুর ক্ষতি করে থাকে। ঋতুস্রাবের সময় ব্যবহার করা প্যাড গুলোতে ব্লাড ধরে রাখার জন্য DIOXIN নামে এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়, এটি ক্যান্সার উৎপাদক পদার্থ Vaginal mucous membrane যেকোনো পদার্থ বা ওষুধ মুখে খাবার থেকে দশ গুণ বেশি শোষিত হয়,অতএব দীর্ঘদিন এটি ব্যবহারের ফলে ভয়াবহ পরিস্থিতি হতে বাধ্য,যেমন স্কিন ইনফেকশন, টিউমার,জরায়ু ক্যান্সার এমনকি সন্তান ধারণ নষ্টের জন্য দায়ী, এগুলো আগের থেকে বেড়ে গেছে, Dioxins নামে কেমিক্যাল প্রাণীর শরীরে দ্রুত ক্যান্সার তৈরি করে।একটি গবেষণায় দেখা যায় এই Dioxins নামে কেমিক্যাল ছোট কোনোপ্রাণির দেহে মাত্র ৩৮ পিকিউরিটি পোস্ট করা হয় তাহলে প্রাণীটি সাথে সাথে মারা যাবে।
অথচ সেই ভয়ংকর কেমিক্যাল সেনেটারী প্যাডে রয়েছে ৪০০ পি বি টি তাহলে ভাবুন কি ভয়ানক অবস্থা
এ সব কিছুর সমাধান হিসেবে আমরা নিয়ে এসেছি রিউজেবল ক্লথ প্যাড যা আপনাকে অসুস্থ হতে দেবে না এর উপকারিতা জানতে অবশ্যই পরের ভিডিও দেখতে হবে।
আমাদের প্যাড অর্ডার করতে ইনবক্স করুন অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।

13/08/2024

🌸আপনি যদি প্রতি মাসে একটি প্যাডের প্যাকেট কিনেন তাহলে 12 মাসে 12 টা কিনতে হবে, আবার ধরেন এমন সময় পিরিয়ড হলো হাতে টাকা নেই ঘরে প্যাড নেই, বাহিরে যাওয়ার সময় নেই তাহলে পরিস্থিতিটা কেমন হবে আপনারাই ভাবুন। তাই প্রতি মাসে প্যাড কেনার ঝামেলা থেকে বাঁচাতে আমরা নিয়ে এসেছি রিউজেবল সেফটিপ্যাড।
এই প্যাড ৩ থেকে ৪ বছর পর্যন্ত ব্যবহার করা যায় ।
যেসব আপুরা জব করে, উদ্যোক্তা বা কাজের তাগিতে লং টাইম বাইরে থাকতে হয় তারা ইজিলি ৭ থেকে ৮ ঘণ্টা ব্যবহার করতে পারবেন।
তাছাড়া এটা ব্যবহারে কোন প্রকার রেশ, চুলকানি, স্কিন ইনফেকশন,বা ক্যান্সার হওয়ার কোন সম্ভাবনা নেই।
কনফিডেন্স এর সাথে এগিয়ে যাওয়া যায়।
টাকা সাশ্রয়ের সময় সাশ্রয়।
পরিবেশ সুস্থ ও সুন্দর রাখতে রিউজেবল প্যাডের কোন বিকল্প নেই।
কেমিক্যাল মুক্ত প্যাড ব্যবহার করুন সুস্থ সুন্দর জীবন গড়ুন।
আমাদের প্যাড অর্ডার করতে ইনবক্স করুন অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।

11/08/2024

🌹🌹আপুদের জন্য অত্যন্ত চমৎকার ও প্রয়োজনীয় একটি জিনিস রিউজেবল প্যাড নিয়ে এসেছি। এটি দেখতে যেমন সুন্দর ব্যবহারও অনেক আরামদায়ক। লাল ও কালো কালারের এই প্যাড গুলো বড়দের মাপের তৈরি করা হয়েছে। অর্থাৎ ১৮ থেকে শুরু করে ৪৫ বছর মেয়েদের জন্য।
এক প্যাকেটে চার পিস প্যাড থাকবে ৩ টা ডে প্যাড ১ টা নাইট প্যাড।
ডে প্যাড ১৩ ইঞ্চি লম্বা, নাইট প্যাড ১৬ ইঞ্চি লম্বা।
দুইপাশে দুটি স্ট্রং বোতাম দেওয়া আছে, এটা যেকোন প্যান্টের সাথে সহজেই সেট করা যায়।
লিকেজ হওয়ার কোন সম্ভাবনা নেই।
শোষণ ক্ষমতা অনেক।
ভিজে ভাব লাগবে না।
দাগ লাগবেনা।
গন্ধ হবে না।
এটা ৬ থেকে ৮ ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যায়।
পানি ও ডিটারজেন্ট দিয়ে খুব সহজে এটা পরিষ্কার হয়ে যায়।
এটা ধুয়ে রোদে শুকিয়ে বারবার ব্যবহার করা যায়।
নিশ্চিন্তে ৩ থেকে ৪ বছর এটি ব্যবহার করতে পারবেন।
কোন প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয়নি।
এটি রোদে ৩০ মিনিটেই শুকিয়ে যায়।
সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয়। ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্যাকেট খুলে দেখে নিতে পারেন ভিডিওতে যেমন দেখেছেন তেমন না হলে রিটার্ন দেওয়ার অপশন আছে।
অর্ডার করতে ইনবক্স করুন অথবা ফোন করুন স্কিনে দেওয়া নাম্বারে। 🌿

Address

Bogura
5800

Telephone

+8801736550182

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safety Pad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Safety Pad:

Share