
04/06/2025
সিজারের সময় জরায়ু বা তার আশেপাশে থাকা কিছু টিউমার আকস্মিকভাবে চোখে পড়ে, যা ওই সময় সরিয়ে ফেলাটা বেশ চ্যালেঞ্জের। অনেকেই এই ঝুঁকি নিতে চান না। আমার কেন যেন খুব খারাপ লাগে ওদের ছেড়ে আসতে। তাই কষ্টকর হলেও, সময়সাপেক্ষ হলেও চেষ্টা করি সব জঞ্জাল সরিয়ে বের অপারেশন ফিল্ড থেকে বের হতে।