Dr. Fahmida Shireen Neela

Dr. Fahmida Shireen Neela A simple gynaecologist for simpler people

18/08/2025

এই যে আপনারা একজন ডাক্তারকে দেখিয়ে ভিজিট দেন, এটা আসলে কেন দেন? প্রেসক্রিপশনের মূল‍্যমান হিসেবে দেন? ডাক্তার প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেয় বলে আপনি বিনিময়ে ভিজিট দেন?

এমনটা ভেবে থাকলে আপনি ভুল। ভিজিট হিসেবে ডাক্তারকে আপনি যে সম্মানীটা দেন, সেটা মূলতঃ কনসালটেশান ফি। আপনি ডাক্তারের সাথে কনসাল্ট করার পর আপনার ডাক্তার যদি মনে করেন ওষুধ লিখে দিবেন, প্রয়োজনে কেবল উপদেশ দিয়ে ছেড়ে দেবেন, দরকারে অন‍্য ডাক্তারের কাছে রেফার করবেন। যাই করুন না কেন, আপনি ওনার সময়, ওনার জ্ঞানের বিনিময়ে যে পরামর্শ পেলেন, তার সম্মানীটা দেন ভিজিট হিসেবে।

আপনারা রিপোর্ট দেখার ভিজিট দেবেন না বলে স্বাস্থ‍্য অধিদপ্তর বরাবর এপ্লিকেশন করেন, অথচ এই আপনারাই ওষুধ না লিখে কেবল পরামর্শ দিয়ে ছেড়ে দিলে প্রাইমারি ভিজিটটাও দেন না। আপনারা এসিস্ট‍্যান্টকে মিথ‍্যা বলে চেম্বারে ঢোকেন পুরনো রোগী হিসেবে কুশলাদি বিনিময়ের নামে। তারপর আপনি টিকেট ছাড়া চেম্বারে ঢুকে সেইফ পিরিয়ডের হিসাব বুঝিয়ে নিতে চাইবেন, কন্ট্রাসেপটিভের পরামর্শ নিবেন, কন্ট্রাসেপটিভ ফেইলিওর হলে কি করণীয় সে পরামর্শ নিবেন, মিসড পিরিয়ড হলে কি করবেন সেটাও জেনে নিবেন,পিল দেখাবেন, পিল খাওয়ার নিয়ম বুঝে নিবেন,আনপ্রোটেক্টেড থাকার পর প্রেগন‍্যান্সির প্রিভেনশন থেকে শুরু করে কিওর অবধি জেনে নিবেন। এভাবে প্রশ্নের পর প্রশ্ন করে মোটামুটিভাবে ডাক্তারের ২০/৩০ মিনিট সময় খাওয়ার পর যখন ডাক্তার বিরক্ত হয়ে পড়বেন, আপনি আস্তে উঠে বলবেন, ‘ভিজিট কি বাইরে দিব?’ অতঃপর ব‍্যাগ খোলার অভিনয় করতে করতে বাইরে গিয়ে দ্রুত স্থান ত‍্যাগ করবেন ভিজিট না দিয়েই।

আপনারা তো আমাদের বিচার দিলেন স্বাস্থ্য অধিদপ্তর বরাবর, আপনাদের বিচার আমরা কার কাছে দিব বলুন তো?

ভাই, আমার সময়ের তো দাম আছে। আপনি খেয়াল করে সুযোগমতো ডাক্তারের চেম্বার ফ্রি পেয়ে ঢুকে যাবেন, তা তো হয় না। রোগী না থাকলেও আমাদের অনেক কাজ থাকে। আচ্ছা কাজ বাদই দিলাম। আমি যদি চেম্বারে বিশ্রামেও থাকি,সেটাও তো আমার প্রয়োজন। আপনি সেই সময়টার সুযোগ নেয়ার চেষ্টা করেন কেন?

আপনারা সুযোগ পেলেই বলেন, টাকা ছাড়া আমরা কিছু বুঝি না! আপনি বুঝেন? আপনারা বুঝেন? ধরেন, আপনি উকিল। বিনা পয়সায় পরিচিত সবার কাজ করে দেন? ধরেন, আপনার কাপড়ের দোকান। আপনি বিনা পয়সায় পরিচিত মুখের কাছে কাপড় বিলি করেন?

কেবল ডাক্তারদের বেলায় আপনাদের নীতিবাচ‍্য বের হয়? দুনিয়ার সকল মানবতা আপনারা ডাক্তারের কাছে আশা করেন আর নিজেরা ডাক্তারের সাথেই করেন অমানবিক আচরণ। এটা হয়!

কার যেন স্ট্যাটাস পড়লাম, একজন ডাক্তার সারাজীবনে যত সংখ‍্যক রোগীকে বিনা পয়সায় চিকিৎসা দেন, একজন ননডাক্তার সারাজীবনে তত সংখ্যক ফকিরকেও ভিক্ষা দেন না। শুনতে খারাপ লাগলেও এর চেয়ে তিক্ত সত‍্য আর নেই। কিন্তু এ নিয়ে আমাদের আক্ষেপ থাকতো না, যদি না ঐ বিনামূল্যে চিকিৎসা পাওয়া রোগী প্রেসক্রিপশন ফলো না করে উল্টা চিকিৎসায় কাজ হয়নি বলে দুর্নাম করে না বেড়াতো। ঐ রোগীই প্রেসক্রিপশন ছিঁড়ে আহ্লাদে গদগদ হয়ে না বলতো, ছোল খেলব‍্যার নিয়া ছিঁড়‍্যা ফেলিছে। যদি না ওরাই ফেসবুকে বিভিন্ন গ্রুপে গিয়ে মিথ‍্যা এলিগেশান দিয়ে ডাক্তারকে ডিফেইম করার চেষ্টা না করতো!

শিক্ষিত জনগোষ্ঠীর একাংশ , এমনকি দেশের শ্রেষ্ঠ বিদ‍্যাপিঠ থেকে ডিগ্রী নেয়া কিছু মানুষও যে কতোটা চামার হতে পারে, এ ডাক্তার ছাড়া খুব কম মানুষই জানে। অকৃতজ্ঞ তো বটেই, ইনোসেন্ট ফেসের একটা মানুষ কতোটা কৃতঘ্ন হতে পারে, এও ডাক্তার ছাড়া খুব কম মানুষই দেখেছেন।

আমাদের বিরক্তি, আমাদের অসহিষ্ণুতা আপনাদের চোখ এড়ায় না। আপনারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। এসবের পেছনের কারণ আপনারা কখনো অনুভব করেন না। অনুসন্ধান করেন না। ডাক্তার নিয়ে দুটো নেগেটিভ কথা বললে মানুষ খুব খায়, আর আপনারা আপনাদের নেগেটিভিটির কারণে যে প্রতিনিয়ত ডাক্তারদের কত সম্মান খাচ্ছেন, এনার্জি খাচ্ছেন, উৎসাহ খাচ্ছেন,কর্মপ্রেরণা খাচ্ছেন, সে হিসাব কি রাখেন?

কার কাছে চাইবো এসবের হিসাব?

কার কাছে দেবো আপনাদের বিবেকহীনতার বিচার?

দিনের পর দিন ডাক্তারদের প্রতি অবিবেচকের মতো আচরণ করে, আপনারাই উল্টো ডাক্তারদের বিবেকের জ্ঞান দিতে আসেন! ভিজিটের ক‍্যালকুলেশান করেন। সম্পদের হিসাব চান।

আপনাদের অবিবেচনাপ্রসূত আচরণে আমরাও তো ভীষণ রকম ক্লান্ত। কার কাছে চাইবো জবাবদিহিতা? কে করবে রোগীদের সকল অসৌজন্যতার, অশোভনতার, অসভ্যতার বিচার?

ডা. ফাহমিদা নীলা
১৯ অগাস্ট,২০২৫ ইং

18/08/2025

বাচ্চা হওয়ার এক্সপেকটেড ডেট বের করার জন‍্য কি প্রয়োজন?

সিজারের সময় জরায়ু বা তার আশেপাশে থাকা কিছু টিউমার আকস্মিকভাবে চোখে পড়ে, যা ওই সময় সরিয়ে ফেলাটা বেশ চ্যালেঞ্জের।  অনেকেই ...
04/06/2025

সিজারের সময় জরায়ু বা তার আশেপাশে থাকা কিছু টিউমার আকস্মিকভাবে চোখে পড়ে, যা ওই সময় সরিয়ে ফেলাটা বেশ চ্যালেঞ্জের। অনেকেই এই ঝুঁকি নিতে চান না। আমার কেন যেন খুব খারাপ লাগে ওদের ছেড়ে আসতে। তাই কষ্টকর হলেও, সময়সাপেক্ষ হলেও চেষ্টা করি সব জঞ্জাল সরিয়ে বের অপারেশন ফিল্ড থেকে বের হতে।

13/05/2025

বিয়ে হয়েছে দেড় মাস, ভ্রূণের বয়স দুই মাস। কেমনে কি?

11/04/2025

প্রেসার কিংবা ডায়াবেটিসের ঔষধ শুরু করবেন কেন?

08/04/2025

সিজারের পর এক্সারসাইজ কেন করবেন? কখন করবেন?

রোগীর বয়স ২৮। অবিবাহিত। সুতরাং পাক্কা দুই ঘন্টার প্রচেষ্টায়  বড়, মেজো, সেজো সহ আরো একাধিক টিউমার(ফাইব্রয়েড) অপসারন করে ...
28/12/2024

রোগীর বয়স ২৮। অবিবাহিত। সুতরাং পাক্কা দুই ঘন্টার প্রচেষ্টায় বড়, মেজো, সেজো সহ আরো একাধিক টিউমার(ফাইব্রয়েড) অপসারন করে তার জরায়ু সংরক্ষণ করলাম। আলহামদুলিল্লাহ্।
রোগী ছুটি নিয়ে বাড়ী চলে গেছে।

বিঃদ্রঃ রোগীর অপারেশানের ব্যাথা তো কমে গেছে, কিন্তু সার্জনের(আমার) গায়ের ব্যাথা এখনো কমে নাই।

23/11/2024

বাচ্চা চাই না আবার জন্মনিরোধ ব্যবস্থাও নিই না, কতটুকু যৌক্তিক?

22/11/2024

গর্ভাবস্থায় আলট্রাসনো করলে কি ক্ষতি হয়?

09/11/2024

পিরিয়ডে পেইন হলে কি করবেন?

04/11/2024

গর্ভাবস্থায় নিয়মিত চেকআপ কি জরুরী?

Address

Shepur Road, Thanthonia
Bogura

Telephone

+8801794898490

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Fahmida Shireen Neela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Fahmida Shireen Neela:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category