Rainbow Homes

Rainbow Homes শীতল শান্তির ঠিকানা

19/08/2024
12/06/2022
28/04/2022
18/04/2022

পিরব অফিসে উন্নয়ন সভায় আলোচনা করছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ হামিদুল হক তোতা ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

04/04/2022

৥৥৥৥জায়গা বিক্রয়৥৥৥৥ জায়গা বিক্রয় ৥৥৥৥জায়গা বিক্রয়৥৥৥৥
লোকেশন মাটিডালী বাইপাস সংলগ্ন জনসেবা ক্লিনিক এর পূর্ব পাশে ২৭ শতাংশ জায়গা বিক্রয় করা হইবে।

20/02/2022

রেইনবো কৃষি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে 21শে ভাষা আন্দোলনকে বিনম্র শ্রদ্ধা জানাই।
১। বিশ্বে খুব কম দেশ আছে যে নিজেদের ভাষার জন্য আন্দোলন করেছে।
২। নাম না জানা অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকে কথা বলতে পারছি নিজের মায়ের ভাষায় এর থেকে গর্বের আর কোন কিছু থাকে না।
৩। এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করায় আমরা গর্বিত।
৪। প্রতি বছর একুশে ফেব্রুয়ারি পালন করা হয় বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
৫। যে ভাষার ভালোবাসায় বুকের তাজা রক্তের দাগ লেগে আছে। সেই ভাষাকে সম্মান করি।
৬। আজ ২১শে ফেব্রুয়ারী প্রথম প্রহরে তাই শ্রদ্ধা জানাই সকল শহীদের প্রতি । বাঙ্গালী জাতি তোমাদের কোনদিন ভুলবনা।
৭। ভালোবাসার মাঝে কষ্ট আছে, ভালো থাকার মাঝে শান্তি আছে, দূরে থাকার মাঝে টান আছে, মনে রাখার মাঝে সান্ত্বনা আছে, তাই মনে রেখো…… ২১…… ফেব্রুয়ারী ।

৮। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।

20/02/2022

ভাষা আন্দোলনের শহীদদের প্রতি রেইনবো্ কৃষি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে অগনিত ভালবাসা ও হাজারো সালাম।
***********************************************************************
২১ ফেব্রুয়ারি গুলিতে ঠিক কতজন মারা গিয়েছে তা নিয়ে পরবর্তীকালে নানা কারণে মতভেদ দেখা
দিয়েছে। ২১ ফেব্রুয়ারি গুলি লেগে কেউ আবার পরে মৃত্যৃবরণ করেছেন। শেষপর্যন্ত নিশ্চিত হওয়া গেছে
ভাষার কারণে ৬ জন শহীদ হয়েছিলেন। শহীদ রফিকউদ্দীন আই.কম. পড়তেন। তাঁর বয়স উনিশ/বিশ
ছিল। তাঁর বাড়ি মানিকগঞ্জ। আবুল বরকত ১৯২৭ সালের ১৬ জুন জন্মগ্রহণ এবং ১৯৪৫ সালৈ ম্যাট্রিক
পাশ করেছিলেন। ১৯৪৮ সালে তিনি পাকিস্তানে আসেন। তাঁর পিতার নাম শামসুজ্জোহা। শহীদ শফিউর
রহমান ছিলেন হাইকোর্টের কর্মচারী। ১৯১৮ সালের ২৪ জানুয়ারি তার জন্ম। এঁদের তিনজনকেই
আজিমপুর দাফন করা হয়। শহীদ আব্দুল জব্বার ছিলেন পেশায় দর্জি। গফরগাঁওয়ের পাচাইয়া গ্রামে তাঁর
বাড়ি। শহীদ অলিউল্লাহর বয়স ৮/৯ বছর। তিনি রাজমিস্ত্রি হাবিবুর রহমানের ছেলে। আবদুস সালাম ২১
ফেব্রুয়ারি গুলিবিদ্ধ হয়ে ৭ এপ্রিল মারা যান। তিনি পেশায় পিয়ন ছিলেন।

10/02/2022

দেশের বেকার জনগোষ্ঠীর উন্নয়নে রেইনবো কৃষি উন্নয়ন সংস্থা কম্পিউটার ট্রেনিং সেন্টার চালু করবেন এবং অসহায় নারীদের সাবলম্বী করে গড়ে তুলতে ফ্রী প্রশিক্ষণ প্রদান করবেন বলে প্রস্তাবনা করেন।

05/02/2022

Dr. MD. Nazrul Islam
From ( Rainbow Community Hospital & Diagnostic Center)

05/02/2022

রেইনবো কৃষি উন্নয়ন সংস্থা আত্ম-মানবতার সেবাই নিয়োজিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের লক্ষ্যে অসহায় নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান, পথচারী
শিশুদের শিক্ষা ব্যবস্থা ও শিশুর পুষ্টি জনতি সমস্যা সমাধানই মূল লক্ষ্য।

Address

আভা প্লাজা (৩য় তলা), গালাপট্টি
Bogura
5800

Telephone

051-67555

Alerts

Be the first to know and let us send you an email when Rainbow Homes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rainbow Homes:

Share