27/01/2024                                                                            
                                    
                                                                            
                                            ""আমাশয়/DYSENTERY""
আমাশয় মূলত অন্ত্রের প্রদাহ দ্বারা চিহ্নিত, (GIT) gastrointestinal tract এর ব্যাধিকে বুঝায়। 
অর্থাৎ Entamoeba histolytica / Shigella ব্যাক্টেরিয়া অন্ত্রনালিতে আক্রমণ করলে আমাশয় হয়ে থাকে।
”কারণ সমূহ"
ভাইরাাল, ব্যাক্টেরিয়া, প্রটোজোয়ার সংক্রমণে হয়ে থাকে।
"লক্ষণ সমূহ "
আমাশয়ের লক্ষ্মণ কে দুইভাগে ভাগ করা যায়
১★ পেট ব্যাথা, পেঠ ফাপা, বমির ভাব।
২★অবস্হা গুরুতর হলে এসব লক্ষ্মণ দেখা যায়। যেমন
আমাশয় পায়খানার সাথে জ্বর সর্দি, বমি, রক্ত বমি, রক্ত আমাশা, পানি শুন্যতা, পেশি ব্যাথা, কমর ব্যাথা, প্রস্রাব কমে যাওয়া, শক্তি কমে যাওয়া, শ্লেষ্মার ঝিল্লি। 
""প্রতিরোধ ""
দূষিত খাবার পানি এরিয়ে চলুন। 
অসাস্হকর খাবার হোটেলে খাবেননা।
খাবার আগে হাথ ধুয়ে নিন।
রান্না ঘর পরিস্কার রাখুন।
বাশি খাবার এরিয়ে চলুন।
""চিকিৎসা ""
চিকিৎসক রোগী দেখে বা পরিক্ষা করে যদি বুঝতে পারেন,     রুগী ব্যাসিলারি ডিসেন্টারিতে আক্রান্ত  তহলে হালকা চিকিৎসা দেন বা এমনিতেই ৬/৭ দিনের মধ্যেই ভালো হয়ে যায়।
আর আ্যমিবা দ্বারা আক্রান্ত হলে, এন্টিমাইক্রোবিয়াল জাতীয় এন্টিবায়োটিক  ১০ দিনের ফুল ডোজ ব্যবহার করে থাকেন, যাতে করে পুনরায় এ রোগে আক্রান্ত হওয়ার চান্স কম থাকে।
ডাঃ নাহিদুল ইসলাম 
ডি এম এফ ঢাকা
বি এম এন্ড ডি সি রেজি: ১৭৩১৩