20/06/2025
দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে চোখের রেটিনাতে রক্তনালীর সমস্যা হয়। যাকে আমরা ডাক্তারি ভাষায় " ডায়াবেটিক রেটিনোপ্যাথি" বলি। পৃথিবী জুড়ে অন্ধত্বের কারণগুলোর মধ্যে ৪র্থ বৃহত্তম কারণ এই " ডায়াবেটিক রেটিনোপ্যাথি"। সময়মতো চিকিৎসা না শুরু করলে অন্ধত্ব অনিবার্য।
করনীয়ঃ
* ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা
* নিয়মিত রেটিনা পরীক্ষা করা
* শুরুতেই শনাক্ত করা
চিকিৎসাঃ
* চোখে Anti - VEGF ইন্জেকশন নেয়া। যেমন, Avastin, Lucentis, Eylea,Vabysmo.
* চোখে লেজার চিকিৎসা করা।
* সব শেষে রেটিনার সার্জারী করা।
তবে চোখে "ইনজেকশন" আর "লেজার" দিয়েই ৮০% রুগী ভালো থাকে। খুব কম রুগীকেই সার্জারী করাতে হয়।
শাহিন আই কেয়ারে রেটিনোপ্যাথি রুগীদের সেবা সমূহঃ
* রেটিনোপ্যাথি শনাক্ত করার পরীক্ষা
(CFP)
* প্রয়োজনে চোখের এনজিওগ্রাম করা
(FFA)
* চোখে ইনজেকশন যেমন, Avastin
দেয়ার ব্যবস্থা।
* প্রয়োজনে চোখে লেজার দেয়া।
সীমাবদ্ধতাঃ
* এখানে রেটিনার সার্জারী করা হয় না। তবে ভবিষ্যতে এটা করার পরিকল্পনা রয়েছে।
ধন্যবাদ
ডাঃ মোঃ শাহিন
রেটিনা ও ফ্যাকো সার্জন।