26/09/2025
✨ বই উদ্বোধনের আনন্দ ✨ আলহামদুলিল্লাহ
আজকের দিনটি আমার জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত। অনলাইন ও অফলাইন—দুই প্রজন্মের শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানটিকে করেছে অনন্য এক স্মরণীয় আসর।
আমার জীবনের সবচেয়ে বড় গর্বের জায়গাটি—
আমার বাবা নিজ হাতে আমার শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেন।
এ অনুভূতির চেয়ে মূল্যবান অর্জন আমার কাছে আর কিছু নেই। 💖
📖 সুন্দর ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়েছে আমাদের বই উদ্বোধনী অনুষ্ঠান,
যেখানে জ্ঞানের অভিযাত্রায় আমরা সবাই একসাথে
নতুন এক অধ্যায়ে পদার্পণ করেছি।
এই বইটির প্রতিটি অক্ষরের পেছনে রয়েছে
অসংখ্য মানুষের অক্লান্ত শ্রম, অগণিত রাতের নিদ্রাহীনতা ও অটুট সহযোগিতা।
তাদের প্রত্যেককে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।
Md Abul Kalam Azad
Sk Saiful Islam
MD Rakibul Hasan Rakib
Shohag Mia
Jannat Vlogs
M R Ronju