Mahbubur Rahman Memorial Hospital & Nursing Institute

  • Home
  • Mahbubur Rahman Memorial Hospital & Nursing Institute

Mahbubur Rahman Memorial Hospital & Nursing Institute Mahbubur Rahman Memorial Hospital is the non-profitable organization, it have established at 2006, t

৬৮ হাজার কিংবা তার কিছু কম বেশী গ্রাম নিয়ে বাংলাদেশ গঠিত, আর তার মধ্যে বেশীর ভাগ গ্রামের মানুষ ৫টি মৌলিক চাহিদার (খাদ্য / বস্থ / বাসস্থান / চিকিৎসা / শিক্ষা) মধ্যে চিকিৎসা সেবা পূরণ করতে বৃথ্য হয় । রুপসদী তেমনই একটা অজপাড়া গ্রাম ।যেখানের মানুষগুলোকে কিছুদিন আগেও নূনতম চিকিৎসা সেবা পাওয়ার জন্য উপজেলা বাঞ্ছারামপুর নয়তো ঢাকায় যেতে হতো ।ওভাবে গরিব মানুষগুলোর চিকিৎসা সেবা পাওয়া ছিল স্বপ্নের মত । আর সেই চিন্তা থেকেই উপজেলা বাঞ্ছারামপুর থেকে ৮/১০ কিঃমিঃ র্পূবদিকে এই রুপসদী গ্রামেই ২০০৬ সালে এই গ্রামেরই সন্তান মি. মাহবুবুর রহমানের পাঁচ সন্তান (মি.মজিবুর রহমান/মি.সফিকুর রহমান/মি.মিজানুর রহমান/মি.আতিকুর রহমান/মি.মোস্তাফিজুর রহমান)প্রতিষ্ঠিত করেন "মাহবুবুর রহমান মেমোরিয়ার হাসপাতাল "।
কোটি কোটি টাকা খরচ করে তাঁরা এই হাসপাতাল কোন লাভের আশায় গড়েন নি ।আর লাভের আশায় করে থাকলে উপজেলায় নয়তো জেলা শহর অথবা ঢাকায় গড়তেন । গ্রামের সন্তান তাঁরা । গ্রামের মানুষগুলোর দুঃখ কষ্ট তাঁরা বোঝেন ।যেখানের মানুষগুলোর নূন আনতে পানতা ফুরায় সেখানের মানুষরা ঢাকায় গিয়ে চিকিৎসা করবে ? না । গ্রামের মানুষ গ্রামেই চিকিৎসা সেবা পাবে, আর তার জন্য প্রস্তুত "মাহবুবুর রহমান মেমোরিয়ার হাসপাতাল" ।
এই হাসপাতাল এখন আর রহমান পরিবারের একার নয়, হয়ে গেছে রুপসদী গ্রামের সবার, হয়ে গেছে রুপসদী পেরিয়ে অন্যান্য গ্রাম, গঞ্জ ও শহরের মানুষের ।আপনারা আসুন, দেখুন হাসপাতালের ভিতর ও বাহির । দেখুন চিকিৎসা সেবার মান ।আপনারা কেন এই হাসপাতাল ফেলে অন্য কোথাও যাবেন? এখানে কি নেই? যা যা নেই, তা পূরণ করা হচ্ছে প্রতিনিয়ত ।
আছে আধুনিক যন্ত্রপাতিসহ প্যাথলজী ল্যাব, ডিজিটাল X-ray মেশিন, ইকোকার্ডিওগ্রাম , আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, ডেন্টাল ডিপাটমেন্ট, ফিজিওথেরাপি ডিপাটমেন্ট এবং ফার্মেসী ।আছে আবাসিক চিকিৎসকদল, আছে অন্যান্য দক্ষবল ।তাছাড়া প্রতি শুক্রবার ও সোমবার ঢাকা থেকে বিশেষজ্ঞ ডাক্তাররা আসেন চিকিৎসা সেবা দিতে ।
রহমান পরিবার সব সময়ই এই গ্রামের মানুষের জন্য কিছু না কিছু করতে চান । তার প্রতি ফলেই আবার ২০১৪ সালে প্রতিষ্ঠিত করেন অত্র হাসপাতাল সংলগ্ন নার্সিং প্রতিষ্ঠান । যা ২০১৫ সেশন থেকে ১ম ব্যাচে ভর্তি শুরু হয় ।এখন ২য় ব্যাচে ভর্তি চলছে । আপনারা যারা ছেলে মেয়েদেরকে নার্সিং এ পড়াতে চান তাঁরা অতি শিঘ্রই অত্র "মাহবুবুর রহমান মেমোরিয়ার হাসপাতাল এন্ড নার্সিং ইন্সিটিটিউট" এ যোগাযোগ করেন ।
হাসপাতাল ডেস্ক্র – ০১৭১৪-২১০৫৭১
হাসপাতাল এডমিন – ০১৭১৪-২১০৬৭২
নার্সিং প্রিন্সিপাল – ০১৭৪৯-৫১৪২৪১
---

Address

South Ruposhdi, Banchhrampur

Telephone

01714210672

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahbubur Rahman Memorial Hospital & Nursing Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mahbubur Rahman Memorial Hospital & Nursing Institute:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram