Haji Mohammad Abdullah vlog.

Haji Mohammad Abdullah vlog. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Haji Mohammad Abdullah vlog., Nabinagar, Brahmanbaria.

১.আলহামদুলিল্লাহ,সব কিছু আল্লাহর জন্য।
২.লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
৩.আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু"।

21/09/2025

হায়রে জিলাপি আর মিষ্টি।

19/09/2025

আমরা সবাই বাইক নিয়ে চলে গেলাম দড়িগাও মেঘনা নদীতে গোসল করতে।

18/09/2025

🥰🥰

17/09/2025

🤣🤣🤣

16/09/2025

আমরা গেসিলামগা জুলাইপারা।

13/09/2025

আমি যাইতাসিগা জুম্মার নামাজ।

12/09/2025

🤣

22/08/2024

- দূর্যোগকালীন যোগাযোগ নিরবিচ্ছিন্ন রাখতে, সিম কোম্পানিগুলো ফ্রিতে মেগাবাইট ও মিনিট দিচ্ছে, দুর্যোগকবলিত এলাকায়💚

(১) গ্রামীণফোনে ডায়াল করুন *121*5050 #
১০ মিনিট ও ৫০০ এমবি ফ্রী দিচ্ছে তারা [শুধুমাত্র ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জের জন্য]

(২) রবি এবং এয়ারটেলে *২১২*১ # ডায়াল করুন ২৫০ এমবি ও ২০ মিনিট ফ্রী দিচ্ছে তারা,

(৩) বাংলালিংকে *১২১*৯০০*৩ # ডায়াল করুন ১০ মিনিট এবং ৫০০ এমবি ফ্রী দিচ্ছে তারা [শুধুমাত্র ফেনী,নোয়াখালী ও কুমিল্লার জন্য]

11/07/2024

#দিনে ৩০ থেকে ৪০ মিনিট কেন হাঁটবেন???
---------------------------------------------------------------
১/ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে রক্তের গ্লুকোজ কমে
২/হৃদরোগ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে
৩/হাড়ের ক্ষয়জনিত রোগ কম হয় হাড়ের জোড়া সুস্থ থাকে
৪/রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
৫/শরীরের অতিরিক্ত চর্বি কমে
৬/বার্ধক্যের অক্ষমতা প্রতিরোধ করে
৭/ফুসফুসের কার্যক্ষমতা বাড়ায়
৮/মিষ্টির প্রতি আসক্ত কমায়
৯/হাঁটু ব্যথা কোমর ব্যথা কমে ওজন নিয়ন্ত্রণে অসাধারণ
১০/মন ভালো রাখে
১১/ষ্টোকের ঝুঁকি কমায়
১২/শিরা উপশিরা সচল রাখে
১৩/এন্টি এজিংয়ের কাজ করে
১৪/হজম শক্তি বাড়ায়
১৫/ভালো ঘুম পেতে সহায়তা করে

01/07/2024

বিয়ে করার পূর্বে
এই কাহিনীটা ভাল করে মনে রাখবেন…
:
এক যুবক তার যৌবন কে সারাটা
জীবন খারাপ কাজে ব্যয় করেছে।
এবার তার বিয়ের সময় হয়েছে কিন্তু তার মনে একটাই চিন্তা
আমি খারাপ হলেও ভাল একটা
মেয়ে বিয়ে করব তা যেভাবেই হোক
না কেন।
:
এমন চিন্তা করে সে এক জায়গায় পাএী দেখতে গেল।সে দেখল মেয়ে
খুব সুন্দরী। বিয়ে করতে ইচ্ছে
হল। বিয়ের তারিখ ও ঠিক হয়ে গেল।
:
কিন্তু ছেলের মনে একটাই চিন্তা
মেয়ে ভাল হওয়া লাগবে।তাই এবার সে মেয়ের কাছাকাছি গিয়ে বলল আমি ত
তোমাকে বিয়ে করবই।তার আগে আস
আমরা নতুন পার্কে গিয়ে ঘুরে আসি।
মেয়ে রাজী হল না। অনেক চেষ্টা
করে রাজী করাল।
: তারা নতুন নতুন জায়গা দেখল।
যুবকটি এবার মেয়েটিকে গোপন
জায়গায় নিয়ে খারাপ কাজের
প্রস্তাব দিল। মেয়েটি চিন্তা
করল। সে তো আমাকেই বিয়ে করবে।
তাই সে সব দিয়ে দিল।যুবক কাজ শেষে চিন্তা করল যেই মেয়ে বিয়ের
আগেই আমাকে সব দিয়ে দিল'সেই
মেয়ে না জানি আরো কতজনকে দিয়ে
হয়েছে।তাই সে চিন্তা করল এই
মেয়ে বিয়ে করবে না।
: সে চলে গেল আরেক জায়গায়
পাএী দেখতে। সেখানেও এরকম
ঘটনা ঘটল। এভাবে সে ছয়টা
মেয়ের ইজ্জত নষ্ট করেছে।
:
সে এবার নিরাশ হয়ে তার পিরের কাছে সব ঘটনা খুলে বলল। পীর
তাকে একটা তাবীজ দিয়া দিলেন।
এবার সে এক জায়গায় গেল
পাএী দেখতে।
:
মেয়ে খুব সুন্দরী তাই তার বাবা বিয়ের দিন ঠিক করল। কিন্তু
ছেলের চিন্তা হল মেয়ে খাটি
হতে হবে। তাই পরীক্ষা করার
জন্য পুর্বের মত তাকে ও পার্কে
জাওয়ার জন্য প্রস্তাব দিল।
: মেয়েটি এই প্রস্তাব শুনে আগুনের
মত ক্ষেপে গিয়ে বলল'খবরদার
আমরা ধার্মিক পরিবারের মেয়ে।
বিয়ের আগে এ কাজ করব না।
চলে যাও এখান থেকে। যুবকটি
চিন্তা করল এই মেয়ে না জানি আরো কত যুবককে তারিয়ে দিয়েছে।
:
অনেক চেষ্টা করে তাকে বিয়ে করে
বাসর রাতে খুব কাছাকাছি গিয়ে
জিগ্গেস করল; আচ্ছা বউ বিয়ের
আগে পার্কে গিয়ে তোমাকে ভোগ করতে চেয়েছিলাম তখন তুমি দাওনি এখন
তো তুমি সবই দিয়ে দিচ্ছ।ধমক
দিয়ে লাভটা হইলো কি?
:
বউ এবার নরম সুরে স্বামীর
মাথায় হাত রেখে বলছে স্বামীগো আল্লার কসম তোমার আগে আরো
ছয়জন পুরুষ আইসা আমারে বিয়ার
কথা বলে ছয়বার নষ্ট করছে।
:
এরপর চিন্তা করলাম বিয়ের আগে
আর কাউকে দিবনা। তাই তোমাকেও দেইনি। স্বামী কপালে হাত দিয়া
বলল তাবিজ দিয়া লাভটা হইল কি?
যেমন কর্ম তেমন ফল।
:
তাই আসুন নিজেকে পবিত্র করি।
নতুবা এরকমই হবে। আল্লাহ তায়ালা ভাল পুরুষকে ভাল মেয়ের সাথে মিলিয়ে দিবেন।
এটাই আল্লাহর ওয়াদা।
------------------------------
পোষ্ট টা কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করতে ভূলবেননা।........সবাইকে ধন্যবাদ।

24/06/2024

যাদের নামায পরতে ইচ্ছা করে না তারা সবসময় এই দোয়াটা পরবেন "আল্লাহুম্মা আ ইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ! "নামাযে মনোযোগী হতে সাহায্য করে !🤍❤️🌹🌸

Address

Nabinagar
Brahmanbaria

Alerts

Be the first to know and let us send you an email when Haji Mohammad Abdullah vlog. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram