
21/05/2025
সময় ও সম্পর্কের টানাপোড়েন
আমাদের পরিবারে আমরা ছিলাম পাঁচ ভাই আর দুই বোন—একসময় একসাথে কেটেছে কত না স্মৃতি, হাসি-কান্না আর নির্ভরতার দিন। সময়ের আবর্তে জীবন বদলেছে, সবাই নিজের মতো করে ব্যস্ত হয়ে পড়েছে কর্মব্যস্ত জীবনে। বড় দুই বোন আর আমি ব্রাহ্মণবাড়িয়াতে বসবাস
আর ভাইয়েরা ঢাকায়।
একই দেশে থেকেও যেন দূরত্ব বেড়ে গেছে, দেখা-সাক্ষাৎ হয় না আগের মতো, শুধু ফোনেই খোঁজখবর নেওয়া হয় মাঝে মাঝে।
আমাদের সবচেয়ে বড় ভাই অনেক আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন।
আব্বা-আম্মাও নেই—তাঁদের স্মৃতি আজ শুধু মনের কোণে বয়ে বেড়াই।
জীবনের বাস্তবতায়, সংসার আর পেশাগত দায়বদ্ধতার চাপে আমরা ভাই-বোনেরা হয়তো একটু একটু করে দূরে সরে যাচ্ছি একে অন্যের কাছ থেকে।
অথচ একটা সময় ছিল, যখন একসাথে বসে খাওয়া, গল্প করা, আনন্দ ভাগাভাগি করে নেওয়াই ছিল জীবনের আনন্দ।
সময়কে আমরা থামাতে পারি না, কিন্তু সম্পর্কগুলোকে ধরে রাখতে পারি আন্তরিকতা, যোগাযোগ আর ভালোবাসার মাধ্যমে।
হয়তো মাঝে মাঝে ছোট একটা খোঁজ নেওয়া, একসাথে বসে কিছুটা সময় কাটানো, বা পুরনো দিনের গল্প করে নেওয়াই হতে পারে আমাদের সম্পর্কের সেতুবন্ধন।
জীবন ব্যস্ত, কিন্তু সম্পর্কগুলো যেন হারিয়ে না যায় এই ব্যস্ততার ভিড়ে। আমরা একে অন্যের জন্য সময় না দিলে, সময়ই একদিন আমাদের অনেক দূরে নিয়ে যাবে—যেখান থেকে ফেরত আসার উপায় থাকবে না।
তাই আসুন, সম্পর্কের বন্ধনকে আবারও শক্ত করি—স্মৃতি, ভালোবাসা আর আন্তরিকতার আলোয়।