RH Rajib blog

RH Rajib  blog this is my official pege all friends please follow

সময় ও সম্পর্কের টানাপোড়েনআমাদের পরিবারে আমরা ছিলাম পাঁচ ভাই আর দুই বোন—একসময় একসাথে কেটেছে কত না স্মৃতি, হাসি-কান্না আর ...
21/05/2025

সময় ও সম্পর্কের টানাপোড়েন
আমাদের পরিবারে আমরা ছিলাম পাঁচ ভাই আর দুই বোন—একসময় একসাথে কেটেছে কত না স্মৃতি, হাসি-কান্না আর নির্ভরতার দিন। সময়ের আবর্তে জীবন বদলেছে, সবাই নিজের মতো করে ব্যস্ত হয়ে পড়েছে কর্মব্যস্ত জীবনে। বড় দুই বোন আর আমি ব্রাহ্মণবাড়িয়াতে বসবাস
আর ভাইয়েরা ঢাকায়।
একই দেশে থেকেও যেন দূরত্ব বেড়ে গেছে, দেখা-সাক্ষাৎ হয় না আগের মতো, শুধু ফোনেই খোঁজখবর নেওয়া হয় মাঝে মাঝে।
আমাদের সবচেয়ে বড় ভাই অনেক আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন।
আব্বা-আম্মাও নেই—তাঁদের স্মৃতি আজ শুধু মনের কোণে বয়ে বেড়াই।
জীবনের বাস্তবতায়, সংসার আর পেশাগত দায়বদ্ধতার চাপে আমরা ভাই-বোনেরা হয়তো একটু একটু করে দূরে সরে যাচ্ছি একে অন্যের কাছ থেকে।
অথচ একটা সময় ছিল, যখন একসাথে বসে খাওয়া, গল্প করা, আনন্দ ভাগাভাগি করে নেওয়াই ছিল জীবনের আনন্দ।
সময়কে আমরা থামাতে পারি না, কিন্তু সম্পর্কগুলোকে ধরে রাখতে পারি আন্তরিকতা, যোগাযোগ আর ভালোবাসার মাধ্যমে।
হয়তো মাঝে মাঝে ছোট একটা খোঁজ নেওয়া, একসাথে বসে কিছুটা সময় কাটানো, বা পুরনো দিনের গল্প করে নেওয়াই হতে পারে আমাদের সম্পর্কের সেতুবন্ধন।
জীবন ব্যস্ত, কিন্তু সম্পর্কগুলো যেন হারিয়ে না যায় এই ব্যস্ততার ভিড়ে। আমরা একে অন্যের জন্য সময় না দিলে, সময়ই একদিন আমাদের অনেক দূরে নিয়ে যাবে—যেখান থেকে ফেরত আসার উপায় থাকবে না।
তাই আসুন, সম্পর্কের বন্ধনকে আবারও শক্ত করি—স্মৃতি, ভালোবাসা আর আন্তরিকতার আলোয়।

একজন পিতার নিঃসঙ্গ যুদ্ধ: অমানবিকতার মুখোমুখিএই পৃথিবীতে সব মা একরকম হয় না—কেউ মাতৃত্বকে ভালোবাসায় রূপ দেয়, আর কেউ সেটাক...
08/04/2025

একজন পিতার নিঃসঙ্গ যুদ্ধ: অমানবিকতার মুখোমুখি

এই পৃথিবীতে সব মা একরকম হয় না—কেউ মাতৃত্বকে ভালোবাসায় রূপ দেয়, আর কেউ সেটাকে নিজের সুবিধার জন্য ব্যবহার করে।
আমার সন্তানের মা একজন সুস্থ-স্বাভাবিক নারী, কিন্তু নৈতিকতা ও মানবিকতায় নিকৃষ্ট।
সে তার দুই ছেলেকে স্বীকার করেছে, কারণ তারা বড় হলে উপার্জন করতে পারবে—তার জীবনের আরাম-আয়েশে ভূমিকা রাখবে।
কিন্তু আমার মেয়েটি, যে জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম, উপার্জনের ক্ষমতা নেই বলে সে তাকে স্বীকার করেনি।
তার চোখে মেয়েটির কোনও মূল্য নেই—কারণ সে টাকা এনে দেবে না।
একজন মা হয়ে এমন অমানবিকতা কীভাবে সম্ভব? কেবল আর্থিক লাভের আশায় সন্তানকে নিজের বলে মেনে নেওয়া, আর অন্যটিকে অবজ্ঞা করা—এটা কি মানুষত্বের মধ্যে পড়ে?
এমনকি সে কৌশলে ছেলেদের নিজের অনুকূলে নিয়ে গেছে, যেন ভবিষ্যতে তারা শুধু তারই উপকারে আসে। অথচ এই নিষ্পাপ মেয়েটি—যার প্রতি তার বিন্দুমাত্র মমতা নেই, তার দায়িত্ব, ভালোবাসা, যত্ন—সব কিছুই আমি একা কাঁধে তুলে নিয়েছি।
আমি বাবা হয়ে শুধু দায়িত্ব নয়, ভালোবাসার সবটুকু দিয়ে মেয়েকে আগলে রেখেছি।
সমাজ তাকে 'অক্ষম' বললেও, আমি জানি সে অনুভব করতে জানে, ভালোবাসতে জানে—সে আমার আশীর্বাদ।
প্রতিদিন আল্লাহর কাছে মাথা নত করে বলি— “হে দয়াময়, আমার মেয়েকে এমন একজনের ছায়ায় রাখো, যে তাকে মানুষের মতো ভালোবাসবে, প্রয়োজনের মতো আগলে রাখবে। যেন সে কোনোদিন আর অবহেলার শিকার না হয়।”

- ধোঁকা দিও না..!- কাউকে ধোঁকা দিলে তুমি আমার উম্মত না..!
04/03/2025

- ধোঁকা দিও না..!
- কাউকে ধোঁকা দিলে তুমি আমার উম্মত না..!

নিয়োগ বিজ্ঞপ্তিপদঃ প্রশাসনিক কর্মকর্তাসংখ্যাঃ ০১ (একজন, পুরুষ)যোগ্যতা ও শর্তাবলী:পূর্ববর্তী অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের...
21/02/2025

নিয়োগ বিজ্ঞপ্তি

পদঃ প্রশাসনিক কর্মকর্তা
সংখ্যাঃ ০১ (একজন, পুরুষ)

যোগ্যতা ও শর্তাবলী:

পূর্ববর্তী অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।

বেতন: ১২,০০০ টাকা।

কর্মঘণ্টা: সকাল ৮:০০ থেকে রাত ৮:৩০ (দুপুরে ১ ঘণ্টা বিরতি)।

প্রার্থীকে দায়িত্বশীল ও কর্মঠ হতে হবে।

সাক্ষাতের সময়:

অফিস চলাকালীন সময়ে আয়াত হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে উপস্থিত হতে হবে।

যোগাযোগ:
রাজিবুল হাসান
📞 ০১৭১১০৩৮৭৬০

নিরাপদ মুসলমানিই আমাদের লক্ষ্য।শিশুদের প্রস্রাবের জ্বালাপোড়া, প্রস্রাব করতে গিয়ে কান্না করা, প্রস্রাবে ইনফেকশন হওয়া ও...
28/11/2024

নিরাপদ মুসলমানিই আমাদের লক্ষ্য।
শিশুদের প্রস্রাবের জ্বালাপোড়া, প্রস্রাব করতে গিয়ে কান্না করা, প্রস্রাবে ইনফেকশন হওয়া ও পুরুষাঙ্গ ফুলে যাওয়ার মত নানা সমস্যার সমাধান হলো আধুনিক উপায়ে খাতনা/ মুসলমানি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মুসলমানি/খাতনা করে পুরুষাঙ্গের ক্যান্সার প্রতিরোধ করা যায়। আমাদের দেশে মুসলমানি বা খাতনা নিয়ে আধুনিক চিকিৎসার ক্ষেত্রে প্রচারণা না থাকায় দেশের অনেক শিশুর মুসলমানি/ খাতনা হাজামা বা গতানুগতিক ঘরোয়া মাধ্যমে করানো হয়।

অনেকে জানেনই না যে আয়াত হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে নিরাপদ উপায়ে ব্যথা মুক্ত উপায়ে খাতনা/ মুসলমানির ব্যবস্থা আছে।

তাই বিপদজনক পন্থায় না গিয়ে আপনার শিশুর সুস্থতার কথা ভেবে " আয়াত হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কমার্শিয়াল মোর আমিন কমপ্লেক্সের পিছনে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা স্বল্প খরচে সুন্নতে খাতনা/ মুসলমানির ব্যবস্থা করেছে।

সেবা নিতে আজই যোগাযোগ করুন.....
যোগাযোগ: 01711-038760

যদি এই সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তাহলে অতি শীঘ্রই গ্যাস্ট্রোএন্টারোলজিস্টর সঙ্গে  যোগাযোগ করা উচিত।১. পেটে ব্যথা: যদি ...
26/11/2024

যদি এই সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তাহলে অতি শীঘ্রই গ্যাস্ট্রোএন্টারোলজিস্টর সঙ্গে যোগাযোগ করা উচিত।

১. পেটে ব্যথা: যদি আপনাকে নিয়মিত পেটের তীব্র ব্যথা হয়।

২. অস্বাভাবিক পাচন: যদি আপনার হজম শক্তি কমে যায় এবং খাবার হজম করতে সমস্যা হয়।

৩. মল বর্ণ পরিবর্তন: যদি আপনার মলের রং পরিবর্তিত হয় বা রক্ত দেখা যায়।

৪. পাতলা পেটের সমস্যা: যদি আপনি দীর্ঘ সময় ধরে পাতলা পেটের সমস্যায় ভুগছেন।

৫. গ্যাস্ট্রিক রিফ্লাক্স: নিয়মিত গ্যাস্ট্রিক রিফ্লাক্স বা অ্যাসিডের সমস্যায় ভুগলে।

৬. অস্বাভাবিক ওজন হ্রাস: যদি আপনার অস্বাভাবিকভাবে ওজন কমে যায়।

৭. লিভার সমস্যা: যদি জন্ডিস, লিভারের ব্যথা বা অন্য কোনো সমস্যা থাকে।

৮. ক্রনিক ডাইজেস্টিভ Issues: যদি দীর্ঘ সময় ধরে ডাইজেস্টিভ সমস্যা থাকে, যেমন ক্রনিক ডায়রিয়া বা কনস্টিপেশন।
সিরিয়ালের জন্য
01726486201
01711-038760

দুঃখ কষ্ট মানুষের জীবনের এমন এক ব্যক্তিগত সুর, যা কেউ বুঝতে পারে না, শুনতেও পারে না—এটি একান্তই নিজস্ব। জীবনের এই গানটি ...
18/11/2024

দুঃখ কষ্ট মানুষের জীবনের এমন এক ব্যক্তিগত সুর, যা কেউ বুঝতে পারে না, শুনতেও পারে না—এটি একান্তই নিজস্ব। জীবনের এই গানটি অনেক সময় চোখের পানিতে বেজে ওঠে, আবার কখনো নীরবতার গভীরে লুকিয়ে থাকে। এই সুরের কোনও নির্দিষ্ট ছন্দ নেই, নেই কোনও শব্দ। এটি হৃদয়ের গভীর থেকে উঠে আসে, যেখানে মানুষের অনুভূতির প্রতিটি বিন্দু একত্র হয়ে একটি অদৃশ্য সুর সৃষ্টি করে।

দুঃখ কষ্টের এই গান মানুষ নিজের ভেতরে লালন করে, নিজের মতো গেয়ে যায়। অন্যেরা হয়তো তার হাসি দেখে ভাবতে পারে সে সুখী, কিন্তু এই গানের সুর তারা শুনতে পায় না। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি হারানো মুহূর্ত, এবং প্রতিটি না-পাওয়ার যন্ত্রণা মিলে তৈরি হয় এই গান।

এটি এমন একটি গান যা কেবল অনুভব করা যায়; কারও কাছে প্রকাশ করা যায় না। এই গানের সুর মানুষকে কখনো শক্তি জোগায়, আবার কখনো নিঃশেষ করে দেয়। তবুও, এই গানই মানুষকে এগিয়ে নিয়ে যায়, তাকে তার অস্তিত্বের অর্থ বুঝতে সাহায্য করে।

10/10/2024
03/09/2024

বিভিন্ন শহরে বিলাসী ফ্ল্যাটের ভাড়াটিয়া কমে যাবে।
নামি-দামি স্কুলের ছাত্র ছাত্রী কমে যাবে।
বিদেশে পড়াশোনার জন্য যাওয়া ক্যান্ডিডেট কমে যাবে।
বিদেশে টাকা পাচার কমে যাবে।
রাস্তায় বিলাসবহুল গাড়ীর সংখ্যা কমে যাবে।
কুরবানির হাটে দামী দামী গরু ছাগল কমে যাবে।

এমন অনেক কিছুই কমে যাবে যদি দেশে ঘুষ - দুর্নীতি বন্ধ হয়।

Address

Brahmanbaria

Telephone

+8801711038760

Website

Alerts

Be the first to know and let us send you an email when RH Rajib blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to RH Rajib blog:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram