17/05/2025
গর্ভাবস্থায় মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত জরুরি, বিশেষ করে জ্বরের মতো সমস্যা দেখা দিলে। আজকের পোস্টে জানুন গর্ভাবস্থায় জ্বর উপশমে কিছু সহজ টিপসঃ
✅ পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন।
✅ প্রচুর পানি ও তরল খাবার খান, এটি পানিশূন্যতা প্রতিরোধে সাহায্য করবে।
✅ পাতলা ও ঢিলেঢালা কাপড় পড়ুন।
✅ রোদ ও গরম আবহাওয়া থেকে যথাসম্ভব দূরে একটা ঠান্ডা ও আরামদায়ক ঘরে থাকুন।
✅ জানালা খুলে দিয়ে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা করুন।
✅ যদি সম্ভব হয় হালকা গরম পানিতে গোসল করতে পারেন। তবে বেশি ঠান্ডা পানি দিয়ে গোসল না করাই ভালো ।
✅ কপালে জলপট্টি দেওয়া এবং শরীর মুছে নেওয়া যেতে পারে।
বন্ধ্যাত্ব, গর্ভপূর্ববর্তী, গর্ভকালীন ও প্রসবপরবর্তী চেকাপ, গর্ভকালীন যেকোনো জটিলতা, প্রসবকালিন চিকিৎসা ও সার্জারি, জরায়ু সংক্রান্ত সমস্যা, পরিবার পরিকল্পনাসহ মেয়েদের বিভিন্ন সমস্যায় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ডা. মোহিনী বেগম
এফসিপিএস (অবস এন্ড গাইনী), এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
কনসালটেন্ট (গাইনী)
গাইনী, প্রসূতি ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ও সার্জন
দি ন্যাশনাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
টেংকের পূর্বপাড়, পাইকপাড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর
নিঃসন্তান দম্পতিদের চিকিৎসা দেওয়া হয়
চেম্বারঃ
দি ন্যাশনাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
ট্যাংকের পূর্বপাড়, পাইকপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।
পরামর্শের জন্য কল করুনঃ
০১৮৫২৭৭৪৮৭৭, ০১৭৮০৫২০৫০৫
রোগী দেখার সময়ঃ
রবি থেকে বৃহস্পতিবার (দুপুর ২.৩০ থেকে সন্ধ্যা ৮টা)
শুক্রবার (সকাল ১০টা থেকে রাত ৮টা)
#বন্ধ্যাত্ব_বিশেষজ্ঞ #ডামোহিনীবেগম #গাইনী #স্ত্রীরোগ_বিশেষজ্ঞ