Dr. Mohinee Begum

Dr. Mohinee Begum গাইনী, প্রসূতি ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ও সার্জন।
এফসিপিএস (অবস এন্ড গাইনী), এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)

23/09/2025
23/09/2025
23/09/2025
23/09/2025

গর্ভাবস্থায় আয়রনের ঘাটতি পূরণে যা খেতে হবে!

#স্বাস্থ্যটিপস

11/09/2025

মহিলাদের গর্ভবতী হওয়ার সম্ভাবনা বৃদ্ধির ৯ টি প্রাকৃতিক উপায়!

#বন্ধ্যাত্ব

🌸 মাতৃত্ব হোক নিরাপদ! 🌸গর্ভাবস্থা প্রতিটি নারীর জীবনের সবচেয়ে সুন্দর ও গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে সঠিক চিকিৎসা, নিয়মিত পর...
22/08/2025

🌸 মাতৃত্ব হোক নিরাপদ! 🌸

গর্ভাবস্থা প্রতিটি নারীর জীবনের সবচেয়ে সুন্দর ও গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে সঠিক চিকিৎসা, নিয়মিত পরামর্শ এবং বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধান একজন মা ও শিশুর সুস্থতার জন্য অপরিহার্য। অনেক সময় অবহেলা বা অজ্ঞতার কারণে গর্ভকালীন জটিলতা তৈরি হয়, যা মা ও নবজাতকের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত জরুরি।

👩‍⚕️ ডা. মোহিনী বেগম
গাইনী, প্রসূতি ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ
এফসিপিএস (অবস এন্ড গাইনী), এমবিবিএস
বিসিএস (স্বাস্থ্য), কনসালটেন্ট (গাইনী)

👉 যেসব ক্ষেত্রে আপনি পরামর্শ নিতে পারেন:

#গর্ভকালীন চেকআপ ও নিরাপদ মাতৃত্ব সেবা
#প্রসবের আগে ও পরে স্বাস্থ্য পরিচর্যা
#বন্ধ্যাত্বের সমস্যা ও তার সমাধান
#নারীর অন্যান্য গাইনী ও স্বাস্থ্য সমস্যা

📍 চেম্বার:
দি ন্যাশনাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
ট্যাংকের পূর্বপাড়, পাইকপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।

📞 সিরিয়াল:
০১৮৫২৭৭৪৮৭৭, ০১৭৮০৫২০৫০৫

🕑 রোগী দেখার সময়:
রবি থেকে বৃহস্পতিবার → দুপুর ২.৩০ থেকে সন্ধ্যা ৮টা
শুক্রবার → সকাল ১০টা থেকে রাত ৮টা

💖 মনে রাখবেন, সুস্থ মা মানেই সুস্থ সন্তান। তাই দেরি না করে আজই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন এবং মাতৃত্বকে করুন আরও নিরাপদ।

#মাতৃত্ব_হোক_নিরাপদ #গর্ভবতী_মায়ের_যত্ন #নারীর_স্বাস্থ্য #গাইনী_বিশেষজ্ঞ #প্রসূতি_চিকিৎসা #বন্ধ্যাত্ব_সমাধান #মায়ের_সুস্থতা #সুস্থ_সন্তান #ব্রাহ্মণবাড়িয়া_চেম্বার #ডাঃ_মোহিনী_বেগম

সম্মানিত রোগীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত আগামী ১৪ জুলাই ২০২৫, সোমবার ডা. মোহিনী বেগম ম্যাডামের চে...
12/07/2025

সম্মানিত রোগীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত আগামী ১৪ জুলাই ২০২৫, সোমবার ডা. মোহিনী বেগম ম্যাডামের চেম্বার বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

পরবর্তীতে ম্যাডাম যথারীতি চেম্বারে রোগী দেখবেন।
সকলের সহযোগীতার জন্য ধন্যবাদ।

ডা. মোহিনী বেগম
এফসিপিএস (অবস এন্ড গাইনী), এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
কনসালটেন্ট (গাইনী)
গাইনী, প্রসূতি ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ও সার্জন
দি ন্যাশনাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
টেংকের পূর্বপাড়, পাইকপাড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর
নিঃসন্তান দম্পতিদের চিকিৎসা দেওয়া হয়

চেম্বারঃ
দি ন্যাশনাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
ট্যাংকের পূর্বপাড়, পাইকপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।
পরামর্শের জন্য কল করুনঃ
০১৮৫২৭৭৪৮৭৭, ০১৭৮০৫২০৫০৫

রোগী দেখার সময়ঃ
রবি থেকে বৃহস্পতিবার (দুপুর ২.৩০ থেকে সন্ধ্যা ৮টা)
শুক্রবার (সকাল ১০টা থেকে রাত ৮টা)

#বন্ধ্যাত্ব_বিশেষজ্ঞ #ডামোহিনীবেগম #গাইনী #স্ত্রীরোগ_বিশেষজ্ঞ

15/06/2025

বিশ্ব বাবা দিবসে সকল বাবাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

#বাবাদিবস #বাবাদেরপ্রতিশ্রদ্ধা #ডামোহিনীবেগম

ঈদ মোবারক!ঈদ প্রতিটি পরিবারে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।ডা. মোহিনী ...
06/06/2025

ঈদ মোবারক!
ঈদ প্রতিটি পরিবারে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

ডা. মোহিনী বেগম
এফসিপিএস (অবস এন্ড গাইনী), এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
কনসালটেন্ট (গাইনী)
গাইনী, প্রসূতি ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ও সার্জন
দি ন্যাশনাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
টেংকের পূর্বপাড়, পাইকপাড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর
নিঃসন্তান দম্পতিদের চিকিৎসা দেওয়া হয়

চেম্বারঃ
দি ন্যাশনাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
ট্যাংকের পূর্বপাড়, পাইকপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।

পরামর্শের জন্য কল করুনঃ
০১৮৫২৭৭৪৮৭৭, ০১৭৮০৫২০৫০৫

রোগী দেখার সময়ঃ
রবি থেকে বৃহস্পতিবার (দুপুর ২.৩০ থেকে সন্ধ্যা ৮টা)
শুক্রবার (সকাল ১০টা থেকে রাত ৮টা)
#ঈদমোবারক #ঈদুল_আযহা
#বন্ধ্যাত্ব_বিশেষজ্ঞ #ডামোহিনীবেগম #গাইনী #স্ত্রীরোগ_বিশেষজ্ঞ

গর্ভাবস্থায় মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত জরুরি, বিশেষ করে জ্বরের মতো সমস্যা দেখা দিলে। আজকের পোস্...
17/05/2025

গর্ভাবস্থায় মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত জরুরি, বিশেষ করে জ্বরের মতো সমস্যা দেখা দিলে। আজকের পোস্টে জানুন গর্ভাবস্থায় জ্বর উপশমে কিছু সহজ টিপসঃ

✅ পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন।
✅ প্রচুর পানি ও তরল খাবার খান, এটি পানিশূন্যতা প্রতিরোধে সাহায্য করবে।
✅ পাতলা ও ঢিলেঢালা কাপড় পড়ুন।
✅ রোদ ও গরম আবহাওয়া থেকে যথাসম্ভব দূরে একটা ঠান্ডা ও আরামদায়ক ঘরে থাকুন।
✅ জানালা খুলে দিয়ে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা করুন।
✅ যদি সম্ভব হয় হালকা গরম পানিতে গোসল করতে পারেন। তবে বেশি ঠান্ডা পানি দিয়ে গোসল না করাই ভালো ।
✅ কপালে জলপট্টি দেওয়া এবং শরীর মুছে নেওয়া যেতে পারে।

বন্ধ্যাত্ব, গর্ভপূর্ববর্তী, গর্ভকালীন ও প্রসবপরবর্তী চেকাপ, গর্ভকালীন যেকোনো জটিলতা, প্রসবকালিন চিকিৎসা ও সার্জারি, জরায়ু সংক্রান্ত সমস্যা, পরিবার পরিকল্পনাসহ মেয়েদের বিভিন্ন সমস্যায় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

ডা. মোহিনী বেগম
এফসিপিএস (অবস এন্ড গাইনী), এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
কনসালটেন্ট (গাইনী)
গাইনী, প্রসূতি ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ও সার্জন
দি ন্যাশনাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
টেংকের পূর্বপাড়, পাইকপাড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর
নিঃসন্তান দম্পতিদের চিকিৎসা দেওয়া হয়

চেম্বারঃ
দি ন্যাশনাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
ট্যাংকের পূর্বপাড়, পাইকপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।

পরামর্শের জন্য কল করুনঃ
০১৮৫২৭৭৪৮৭৭, ০১৭৮০৫২০৫০৫

রোগী দেখার সময়ঃ
রবি থেকে বৃহস্পতিবার (দুপুর ২.৩০ থেকে সন্ধ্যা ৮টা)
শুক্রবার (সকাল ১০টা থেকে রাত ৮টা)

#বন্ধ্যাত্ব_বিশেষজ্ঞ #ডামোহিনীবেগম #গাইনী #স্ত্রীরোগ_বিশেষজ্ঞ

গর্ভকালীন সঠিক চিকিৎসা শুধু মায়ের নয়, ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার বীজ রোপণ করে! বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত জীবনের একটি গুরুত...
13/05/2025

গর্ভকালীন সঠিক চিকিৎসা শুধু মায়ের নয়, ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার বীজ রোপণ করে! বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত জীবনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শুরুতেই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিলে মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

ডা. মোহিনী বেগম
এফসিপিএস (অবস এন্ড গাইনী), এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
কনসালটেন্ট (গাইনী)
গাইনী, প্রসূতি ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ও সার্জন
দি ন্যাশনাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
টেংকের পূর্বপাড়, পাইকপাড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর
নিঃসন্তান দম্পতিদের চিকিৎসা দেওয়া হয়

চেম্বারঃ
দি ন্যাশনাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
ট্যাংকের পূর্বপাড়, পাইকপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।

পরামর্শের জন্য কল করুনঃ
০১৮৫২৭৭৪৮৭৭, ০১৭৮০৫২০৫০৫

রোগী দেখার সময়ঃ
রবি থেকে বৃহস্পতিবার (দুপুর ২.৩০ থেকে সন্ধ্যা ৮টা)
শুক্রবার (সকাল ১০টা থেকে রাত ৮টা)

#বন্ধ্যাত্ব_বিশেষজ্ঞ #ডামোহিনীবেগম #গাইনী #স্ত্রীরোগ_বিশেষজ্ঞ

গর্ভাবস্থায় ভ্রমণে যেসব সতর্কতা মেনে চলবেন!সাধারণত অন্তঃসত্ত্বা হওয়ার পর নারীদের বিশ্রামে থাকতে বলা হয়। তবে অন্তঃসত্ত...
11/05/2025

গর্ভাবস্থায় ভ্রমণে যেসব সতর্কতা মেনে চলবেন!

সাধারণত অন্তঃসত্ত্বা হওয়ার পর নারীদের বিশ্রামে থাকতে বলা হয়। তবে অন্তঃসত্ত্বা অবস্থাতেও কখনো বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হয়। তবে মনে রাখতে হবে, ভ্রমণে সামান্য অসতর্কতা থেকে হতে পারে অনেক রকমের ক্ষতি!

যেসব সতর্কতা অবলম্বন করবেনঃ

✅ গাড়িতে ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই সিটবেল্ট সঠিকভাবে বাঁধতে হবে। তবে সিটবেল্ট যেন পেটের ওপর অতিরিক্ত চাপ তৈরি না করে, সেদিকে খেয়াল রাখতে হব।
✅ অতিরিক্ত ঝাঁকুনি লাগতে পারে, এমন যানবাহনে ভ্রমণ করা উচিত নয়।
✅ ভ্রমণের সময় একাধিকবার বাথরুম ব্যবহারের প্রয়োজন হতে পারে, বিষয়টি মাথায় রেখে যানবাহন নির্বাচন করতে হবে।
✅ পর্যাপ্ত পানি ও পানীয় পান করতে হবে।
✅ যাত্রা দীর্ঘ সময়ের হলে পুরো সময় বসে না থেকে সুযোগ পেলে মাঝেমধ্যে হাঁটাহাঁটি করা যেতে পারে।
✅ ভ্রমণের সময় আরামদায়ক পোশাক পরতে হবে।
✅ প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখতে হবে।
✅ বালিশ, আরামদায়ক জুতা, পানির বোতল এসব নিয়ে যাওয়া জরুরি।

ভ্রমণে সম্ভব হলে পথে বিরতি নিন, তারপর আবার ভ্রমণ করুন। অন্তঃসত্ত্বা নারীদের টানা দুই ঘণ্টার বেশি ভ্রমণ করা ঝুঁকিপূর্ণ হতে পারে, সে কারণে দূরবর্তী স্থানে না যাওয়াই ভালো। এমনকি কোন পথে ভ্রমণ করছেন, সে পথ সম্পর্কে জানা জরুরি। এলোমেলো রাস্তা এবং ঘনঘন লেন পরিবর্তন করতে হয়, এমন রাস্তা এড়িয়ে চলুন। অন্তঃসত্ত্বা অবস্থায় চিকিৎসকের পরামর্শ নিয়েই ভ্রমণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত।

#গর্ভাবস্থা_ভ্রমণ #অন্তঃসত্ত্বা_সতর্কতা #মা_ও_শিশুর_যত্ন #নিরাপদ_ভ্রমণ #গর্ভবতী_মায়ের_যত্ন #হেলথি_প্রেগন্যান্সি #মাতৃত্ব #প্রেগন্যান্ট_কেয়ার #সচেতন_গর্ভাবস্থা #মা_ও_শিশুর_সুরক্ষা #হেলথটিপস

Address

National Hospital, Tanker Par
Brahmanbaria
3400

Telephone

+8801852774877

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mohinee Begum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram