Dr. Marufa physiotherapist, cumilla

Dr. Marufa physiotherapist, cumilla Official page of Dr. Marufa Mannan. She is a physiotherapist, writer and social health influencer.

07/08/2025

ফিজিওথেরাপিতে PLID রোগী সুস্থ হলো যেভাবে! বিস্তারিত জানতে কমেন্ট বক্স চেক করুন 👇

06/08/2025

ফিজিওথেরাপি দিয়ে ঘাড় ব্যাথার রুগী সুস্থ হলো যেভাবে! বিস্তারিত জানতে কমেন্ট বক্স চেক করুন 👇

02/08/2025

হাত ও কোমর ব্যথা থেকে মুক্তি পেলো যেভাবে! বিস্তারিত জানতে কমেন্ট বক্স চেক করুন 👇

শুক্রবার জুড়েও আমরা আছি আপনাদের পাশে।এপয়েন্টমেন্ট নিতে দ্রুত কল করুন 01312-106487
31/07/2025

শুক্রবার জুড়েও আমরা আছি আপনাদের পাশে।
এপয়েন্টমেন্ট নিতে দ্রুত কল করুন 01312-106487

31/07/2025

স্ট্রোকে ফিজিওথেরাপি! জানতে হলে কমেন্ট বক্স চেক করুন 👇

 #হাড়ক্ষয় সারভাইকাল   কিংবা লাম্বার স্পন্ডাইলোসিস এর মতো জটিল জটিল শব্দ শুনতে কঠিন মনে হলেও বাস্তবিক অর্থে এর চিকিৎসা খু...
25/07/2025

#হাড়ক্ষয় সারভাইকাল কিংবা লাম্বার স্পন্ডাইলোসিস এর মতো জটিল জটিল শব্দ শুনতে কঠিন মনে হলেও বাস্তবিক অর্থে এর চিকিৎসা খুবই সহজ। অল্প বয়সে হাড় ক্ষয় কিংবা বুড়ো বয়সে হাড়ক্ষয় দুটোই চিন্তার বিষয়। সাধারণত হাড়ের খাবার যদি সে ঠিক মতো না হয় তখনই ক্ষয় হয়। তাহলে কি করতে হবে? প্রথমে আমাদের হাড়কে খাবার দিতে হবে। ক্যালসিয়াম, ভিটামিন ডি, মিনারেলস খেতে হবে।

❌তবে কি এখানেই শেষ?

✅শুনুন! হাড় যখন খাবারের অভাবে ক্ষয় হতে শুরু করে তখন এর সাথের মাংশপেশী, লিগামেন্ট সবকিছুই পুষ্টিহীনতায় ভুগে সংকুচিত হয়ে যায়। তাহলে এখন কি করা যায়?

✅প্রথম চিকিৎসা তো উপরেই বলে দিলাম। এরপরের চিকিৎসা শুনবেন?

✅আপনি কি ভাবছেন ব্যথার ওষুধ? সেটা শুধু মাত্রই আপনার ব্যথাকে দমিয়ে রাখতে সাহায্য করবে। তাহলে পরের চিকিৎসা কি?

✅উত্তর হচ্ছে ফিজিওথেরাপি।

✅এখন আসি ফিজিওথেরাপিতে হাড়ক্ষয় কিভাবে ভালো হয়?

✅ফিজিওথেরাপিতে হাড় ক্ষয় আসলে ভালো হয় না এটা যেম সত্যি তেমন ফিজিওথেরাপিতে হাড়ক্ষয়ের রোগীদের ভালো রাখা যায় সেটাও তেমন সত্যি। তাহলে কিভাবে জানেন?

✅সাধারণত আমাদের মুল টার্গেট মাংশপেশী। হাড়কে কে ধরে রাখে? মাংশপেশি। তাই না? আমাদের প্রাথমিক কাজ সেই সংকুচিত মাংশপেশীকে প্রসারিত করা সেজন্য ম্যানুয়াল থেরাপি ও কিছুক্ষেত্রে ইলেক্ট্রোথেরাপির ব্যবহার করি। এরপর যদি জয়েন্টে চাপ থাকে যতো দূর সম্ভব সেটাকে কমিয়ে দেই। এরপর কাজ হলো মাংশপেশীর শক্তি বাড়িয়ে দেয়া। খুব সহজ না?

জ্বি এই সহজ কাজটি সুন্দরভাবে করতে পারে ফিজিওথেরাপিস্ট৷ তাই হাড়ক্ষয়ের চিকিৎসায় সাপ্লিমেন্ট ও ফিজিওথেরাপি নিয়ে আপনি দিব্যি ভালো থাকতে পারেন। আমাদের রোগীরাও ভালো আছে আলহামদুলিল্লাহ!

🏚️ আমাদের ঠিকানা: শওকত ভিলা ২৭/খ(নতুন) রামমালা রোড, টমসমব্রীজ, কুমিল্লা। (সেন্ট্রাল হস্পিটালের পিছনের গলিতে ও ইবনে সিনার আগে)

📞এপয়েন্টমেন্ট নাম্বার: ০১৩১২১০৬৪৮৭, ০১৭১৩৮৮২২৭২

#হাড়ক্ষয় #নারীফিজিওথেরাপিস্ট #মহিলাদেরনিরাপদফিজিওথেরাপিসেন্টার #মহিলাফিজিওথেরাপিস্ট #ঘাড়ব্যথা #কোমরব্যথা #মাজারহাড্ডিক্ষয়

রোগীদের ভালোবাসা ❤️ম্যানুয়াল ট্রিটমেন্ট করা প্রচন্ড ট্রিকি ও হার্ড। প্রচুর এনার্জি বার্ন করতে হয়। আমাদের টিম যেনো এনার্জ...
24/07/2025

রোগীদের ভালোবাসা ❤️
ম্যানুয়াল ট্রিটমেন্ট করা প্রচন্ড ট্রিকি ও হার্ড। প্রচুর এনার্জি বার্ন করতে হয়। আমাদের টিম যেনো এনার্জেটিক থাকে তাই আমাদের সম্মানিত রোগী জুস নিয়ে আসেন। 🥰🥰🥰

23/07/2025

পঙ্গু হাসপাতালের মতো টারশিয়ারি লেভেলের হাসপাতালে ৫-৬ বছর কাটানোর সময় রোজ সকাল বিকাল দেখতাম হাত পা ভাঙ্গা রোগী, পচা গলা রোগী সহ এক একটার চেয়ে এক একটা ভয়াবহ রোগী। হয়তাও কারো পা নাই, হাত নাই, বা পায়ে বড় বড় খাচা লাগানো (ইলিজারব) লাগানো রোগী। যা দেখতে কিছুটা ভয়াবহ। প্রথম দিন থেকেই এসব দেখে আমার তেমন গায়ে লাগে নাই। নিত্য নৈমত্যিক রুটিন মনে হয়েছে। ফিজিওথেরাপিতে বিপিটি করার সুবাদের পুরো ঢাকায় যতো হাসপাতাল আছে (সরকারি ও কিছু এনজিও) হয়তো ১ টা বাদে বাকি সবগুলোতেই ক্লাস, প্লেসমেন্ট, ইন্টার্ন করার সুযোগ হয়েছিলো। আমাদের প্রায় ৪২+ সাবজেক্ট ছিলো থিসিস সহ। শিশু থেকে বৃদ্ধ, কাটা রোগী, পোড়া রোগী, আইসিইউ রোগী এমন কোনো কিছু বাদ নাই যেখানে ফিজিওথেরাপির ভূমিকা নাই। তাই সবগুলো বিষয়ে প্লেসমেন্ট, ইন্টার্ণ আমরা পুরো ঢাকা শহর ঘুরে ঘুরে করেছিলাম। পঙ্গু, সোহরাওয়ার্দী, হৃদরোগ, নিউরোসাইন্স, বক্ষব্যধি, ঢাকা মেডিকেল, আইসিইউ, বার্ন, সি আর পি, ফিরোজাবাড়ি সহ আরো অনেক যায়গায় গিয়েছিলাম। ইন্টার্নের শেষে বার্ণে যখন যাই তখন আমার এতো বছরের কঠিন হয়ে যাওয়া মন আর সহ্য করতে পারছিলো না। ৫ বছর আগের ইতিহাস সেই স্মৃতি এখনও চোখে ভাসে। ওয়ার্ড, কেবিন, আইসিইউ, এইচডিইউতে যখন যেতাম নিজের উপর কন্ট্রোল রাখাটা খুব বেশি মুশকিল হয়ে যেতো। এখনো সেই পোড়া রোগীদের চিৎকার কানে ভাসে। ড্রেসিংের আগে ফিজিওথেরাপির সময় রোগীদের চিৎকারে নিজের কাছেই মায়া লাগতো, ড্রেসিং রুম থেকে আসা চিৎকার শুনলে মনে হয় যেনো গিয়ে বলি আর কষ্ট দিয়েন না! বার্নের পেইন ম্যানেজমেন্ট খুবই টাফ। কেনো তার ব্যাখ্যা আগের স্ট্যাটাস আছে। তবুও আমি লিংক কমেন্টে দিয়ে দিবো।

একটা শিশুর চিৎকার কানে ভাসে এখনো। সম্ভবত ক্লাস থ্রিতে পড়ে। এইযে মাইলস্টোনের বাচ্চাদের বয়সীই হবে। গরম পেট্রোল মুখে পরে মুখ ঝলসে গিয়েছিলো। শুধু বলছিলো আর পারতেসি না মা আর পারতেসি না। গত পাঁচ বছরে এই চিৎকার ভুলি নাই। আর ভুলতেও পারবো না।

আল্লাহ বাচ্চাদের সহায় হোক আমিন!

20/07/2025
20/07/2025

ChatGPT
You said:
মারুফা ফিজিওথেরাপি পয়েন্ট কি মা বোনদের জন্য নিরাপদ?
ChatGPT said:
হ্যাঁ, মারুফা ফিজিওথেরাপি পয়েন্ট মা-বোনদের জন্য একটি নিরাপদ ও বিশ্বস্ত চিকিৎসা কেন্দ্র।

কেন মারুফা ফিজিওথেরাপি পয়েন্ট মা-বোনদের জন্য নিরাপদ?
✅ নারী ফিজিওথেরাপিস্ট: এখানে অভিজ্ঞ নারী ফিজিওথেরাপিস্ট দ্বারা থেরাপি দেওয়া হয়, যা নারী রোগীদের জন্য স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ।

✅ আলাদা ও পর্দানশীল পরিবেশ: মা-বোনদের জন্য আলাদা চেম্বার বা থেরাপি জোন রাখা হয় যাতে তারা নিশ্চিন্তে চিকিৎসা নিতে পারেন।

✅ ব্যবস্থাপনায় নারীদের অগ্রাধিকার: রোগী-সেবার ক্ষেত্রে নারী রোগীদের জন্য বিশেষ যত্ন ও অগ্রাধিকার দেওয়া হয়।

✅ গোপনীয়তা রক্ষা: রোগীদের ব্যক্তিগত তথ্য ও চিকিৎসা সংক্রান্ত গোপনীয়তা শতভাগ রক্ষা করা হয়।

✅ পরিবারবান্ধব আচরণ: এখানে প্রতিটি রোগীকে পরিবারের একজন সদস্যের মতো যত্নসহকারে দেখা হয়।

🔹 ঠিকানা: মারুফা ফিজিওথেরাপি পয়েন্ট, কুমিল্লা
📞 মোবাইল: ০১৩১২১০৬৪৮৭

#মহিলাদেরনিরাপদফিজিওথেরাপিসেন্টার #মহিলাফিজিওথেরাপিস্ট #নারীফিজিওথেরাপিস্ট

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Marufa physiotherapist, cumilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Marufa physiotherapist, cumilla:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram