Islamia Homoeo HALL & Consultation Center

Islamia Homoeo HALL & Consultation Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamia Homoeo HALL & Consultation Center, Medical and health, in front of hasanali high school, Chandpur sadar, chandpur, Chandpur.

অধ্যাপক ডাঃমোঃ মোজাম্মেল হক পাটোয়ারী
প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ
আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল চাঁদপুর।
এম.কম.(ম্যানেজমেন্ট),ডি.এইচ.এম.এস(ঢাকা)
গভঃরেজিঃ ৯৩৬১ (৪৫ বছরের অভিজ্ঞ হোমিওপ্যাথ)।
চাঁদপুর সদর, চাঁদপুর।
মোবাইলঃ
Imo+WhatsApp > 01922492624

🟢  #জন্ডিস কী?জন্ডিস হলো এক ধরনের উপসর্গ, যেখানে রক্তে বিলিরুবিন (Bilirubin) মাত্রা বেড়ে যায় এবং ফলে –চোখের সাদা অংশ,চাম...
28/08/2025

🟢 #জন্ডিস কী?

জন্ডিস হলো এক ধরনের উপসর্গ, যেখানে রক্তে বিলিরুবিন (Bilirubin) মাত্রা বেড়ে যায় এবং ফলে –

চোখের সাদা অংশ,

চামড়া,

প্রস্রাব হলুদ/গাঢ় রঙের হয়ে যায়।

🟢 জন্ডিসের প্রধান কারণ

লিভারের রোগ

হেপাটাইটিস (A, B, C), ফ্যাটি লিভার, সিরোসিস।

পিত্তনালী ব্লক হওয়া

গলস্টোন, টিউমার।

রক্তের রোগ

হিমোলাইটিক অ্যানিমিয়া (লাল রক্তকণিকা ভাঙা বেড়ে গেলে)।

নবজাতকের জন্ডিস

জন্মের কয়েক দিনের মধ্যে শিশুরা আক্রান্ত হয়।

🟢 জন্ডিসের লক্ষণ

চোখ ও চামড়া হলুদ হওয়া।

প্রস্রাব গাঢ় হলুদ।

খাওয়ায় অনীহা, দুর্বলতা।

জ্বর থাকতে পারে।

পেটে ব্যথা, বমি ভাব।

🟢 জন্ডিসে করণীয় প্যাথলজি টেস্ট

চিকিৎসকরা সাধারণত নিম্নলিখিত টেস্ট সাজেস্ট করেনঃ

LFT (Liver Function Test) → লিভারের অবস্থা বুঝতে।

Serum Bilirubin (Direct & Indirect)।

CBC → ইনফেকশন বা রক্তের অসুখ খুঁজতে।

HBSAg, Anti-HCV → ভাইরাল হেপাটাইটিস টেস্ট।

USG of Whole Abdomen → পিত্তথলী বা লিভারের সমস্যা দেখতে।

🟢 জন্ডিসের হোমিওপ্যাথিক চিকিৎসা

হোমিওপ্যাথিতে রোগীর উপসর্গ অনুযায়ী ওষুধ দেওয়া হয়।
👉 তবে রোগীর সম্পূর্ণ ইতিহাস ও উপসর্গ দেখে অভিজ্ঞ চিকিৎসকই সঠিক ওষুধ নির্ধারণ করবেন।

🟢 জন্ডিসে প্রাকৃতিক/সতর্কতা

প্রচুর পানি পান করা।

তেল-চর্বি, মশলাযুক্ত ও ভাজা খাবার এড়িয়ে চলা।

লিভার সাপোর্টিভ খাবার খাওয়া – যেমন পেঁপে, ডাবের পানি, শসা, মাল্টা, গাজর।

পর্যাপ্ত বিশ্রাম।

ধূমপান ও অ্যালকোহল পুরোপুরি বাদ।

🏥 আজই যোগাযোগ করুন.....

🏥ইসলামিয়া হোমিও হল

আমাদের সেবা সমূহ :
যৌন দূর্বলতা, চর্ম রোগ, ব্লাড (HBS Agপজেটিভ), আইবিএস(IBS), নতুন পুরাতন রোগ, শিশু ও মহিলাদের যাবতীয় জটিল রোগ,অনিয়মিত মাসিক, সাদা স্রাব ও ধাতু দুর্বলতা, জন্ডিস, ডায়াবেটিস, গ্যাষ্টিক আলসার, হাঁপানী, দাদ, চুলকানি, পাঁচড়া, হাত-পা ফাটা, হার্পিস, একজিমা, সোরিয়েসিস, ব্রণ, ফোড়া, আঁচিল, কড়া, খুসকি, যে সকল মহিলাদের সন্তান হয়না, গর্ভবতী মহিলাদের সহজ প্রসবের চিকিৎসা, টিউমার, পিত্ত ও কিডনী পাথর, মলদ্বার দিয়ে রক্তপড়া, অর্শ ভগন্দর, মলদ্বারে ফিসার, নাকের ভিতরে মাংস বৃদ্ধি(সাইনাস), একশিরা/হার্নিয়া, আঁচিল, টনসিল প্রদাহ/মাম্পস/ থাইরয়েড সহসকল রোগের চিকিৎসা করা হয়।

➡️হোমিওপ্যাথিক চিকিৎসা একটি লক্ষণ ভিত্তিক সদৃশ্য বিধান। হোমিওপ্যাথিক চিকিৎসায় যেকোন রোগের সমস্যার সমাধানে অসংখ্য ঔষধ রয়েছে। চিকিৎসক রোগীর লক্ষনের সাথে মিল রেখে চিকিৎসার নিয়মনীতি অনুযায়ী চিকিৎসা করলে আল্লাহর রহমতে পুরো সুস্থতা সম্ভব। চিকিৎসা গ্রহণের পূর্বে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে তাহলো,অবশ্যই একজন রেজিষ্ট্রেশন প্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসকের সম্মুখীন হবেন এবং যে ঔষধগুলো সেবন করবেন সকল ঔষধ অবশ্যই শতভাগ অরিজিনাল জার্মানী ঔষধ হতে হবে। সেই জন্য সকল দিক খেয়াল রেখে চিকিৎসা গ্রহণ করবেন। হোমিওপ্যাথি চিকিৎসা কখনই অস্থায়ী নয়। যেকোন রোগের চিকিৎসার জন্য কমপক্ষে ৫/৬ মাস সময় নিয়ে পুরো কোর্স কমপ্লিট করলে স্থায়ী চিকিৎসা ও সমাধান অবশ্যই সম্ভব ইনশাআল্লাহ।

🔹 অরিজিনাল জার্মান ওষুধ দ্বারা নতুন ও পুরাতন রোগীদের সফল চিকিৎসা।
🔹 অফলাইন ও অনলাইন চিকিৎসা সেবা।
🔹 কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ও বিদেশে ঔষধ সরবরাহ।

📞 যোগাযোগ:
📱 01922492624 / 01794509080
📲 IMO & WhatsApp: 01922-492624

🕒 সময়: দুপুর ২টা – রাত ১০টা পর্যন্ত যেকোন প্রয়োজনে দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত সরাসরি চেম্বারে /ইমু/হোয়াটসঅ্যাপ/মোবাইল নাম্বারে /ইনবক্সে যোগাযোগ করবেন।।

👨‍⚕️ রোগী দেখেন:

অধ্যাপক ডাঃ মোঃ মোজাম্মেল হক পাটোয়ারী
প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ – আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল, চাঁদপুর।
এম.কম. (ম্যানেজমেন্ট), ডি.এইচ.এম.এস (ঢাকা)
গভঃ রেজিঃ ৯৩৬১ (৪৫ বছরের অভিজ্ঞ হোমিওপ্যাথ)

সার্বিক তত্ত্বাবধানে:

ডাঃ মাজহারুল হক
এম.এ. (পলিটিক্যাল সাইন্স)
ডি.এইচ.এম.এস. (বি.এইচ.বি)ঢাকা
ডি.ইউ.এম.এস. (বি.বি.ইউ.এ.এস.এম) ঢাকা।

📍 ঠিকানা: সখিনা প্লাজা, হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সামনে, চাঁদপুর সদর। চাঁদপুর।।

✅ S.L.- 663নাম: Md. Jakir Hossain prodhan.বয়স: 55 বছরঠিকানা:মতলব দক্ষিণ, চাঁদপুর।🩺 সমস্যা:গলায় গলগণ্ড বা গ্যাগ  ( কোল্ড ...
20/08/2025

✅ S.L.- 663
নাম: Md. Jakir Hossain prodhan.
বয়স: 55 বছর
ঠিকানা:মতলব দক্ষিণ, চাঁদপুর।

🩺 সমস্যা:
গলায় গলগণ্ড বা গ্যাগ ( কোল্ড এলার্জির কারনে গলায় টনসিল সমস্যা থেকে থাইরয়েড সমস্যা দেখা দেয় এবং পরবর্তীতে বর্তমানে গলগণ্ড সমস্যা দেখা দিয়েছে। ও গলার বাম সাইডে ব্যাথাযুক্ত টিউমার দেখা দেয়।)

📝 চিকিৎসা ও ফলাফল: আলহামদুলিল্লাহ — ১ম ডোজ দেওয়া হলো।

👉 যেকোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন

🏥 ইসলামিয়া হোমিও হল

🛑 আমাদের সেবা সমূহ :
যৌন দূর্বলতা, চর্ম রোগ, ব্লাড (HBS Agপজেটিভ), আইবিএস(IBS), নতুন পুরাতন রোগ, শিশু ও মহিলাদের যাবতীয় জটিল রোগ,অনিয়মিত মাসিক, সাদা স্রাব ও ধাতু দুর্বলতা, জন্ডিস, ডায়াবেটিস, গ্যাষ্টিক আলসার, হাঁপানী, দাদ, চুলকানি, পাঁচড়া, হাত-পা ফাটা, হার্পিস, একজিমা, সোরিয়েসিস, ব্রণ, ফোড়া, আঁচিল, কড়া, খুসকি, যে সকল মহিলাদের সন্তান হয়না, গর্ভবতী মহিলাদের সহজ প্রসবের চিকিৎসা, টিউমার, পিত্ত ও কিডনী পাথর, মলদ্বার দিয়ে রক্তপড়া, অর্শ ভগন্দর, মলদ্বারে ফিসার, নাকের ভিতরে মাংস বৃদ্ধি(সাইনাস), একশিরা/হার্নিয়া, আঁচিল, টনসিল প্রদাহ/মাম্পস/ থাইরয়েড সহসকল রোগের চিকিৎসা করা হয়।

➡️ হোমিওপ্যাথিক চিকিৎসা একটি লক্ষণ ভিত্তিক সদৃশ্য বিধান। হোমিওপ্যাথিক চিকিৎসায় যেকোন রোগের সমস্যার সমাধানে অসংখ্য ঔষধ রয়েছে। চিকিৎসক রোগীর লক্ষনের সাথে মিল রেখে চিকিৎসার নিয়মনীতি অনুযায়ী চিকিৎসা করলে আল্লাহর রহমতে পুরো সুস্থতা সম্ভব। চিকিৎসা গ্রহণের পূর্বে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে তাহলো,অবশ্যই একজন রেজিষ্ট্রেশন প্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসকের সম্মুখীন হবেন এবং যে ঔষধগুলো সেবন করবেন সকল ঔষধ অবশ্যই শতভাগ অরিজিনাল জার্মানী ঔষধ হতে হবে। সেই জন্য সকল দিক খেয়াল রেখে চিকিৎসা গ্রহণ করবেন। হোমিওপ্যাথি চিকিৎসা কখনই অস্থায়ী নয়। যেকোন রোগের চিকিৎসার জন্য কমপক্ষে ৫/৬ মাস সময় নিয়ে পুরো কোর্স কমপ্লিট করলে স্থায়ী চিকিৎসা ও সমাধান অবশ্যই সম্ভব ইনশাআল্লাহ।

❤️❤️
🔹 অরিজিনাল জার্মান ওষুধ দ্বারা নতুন ও পুরাতন রোগীদের সফল চিকিৎসা।
🔹 অফলাইন ও অনলাইন চিকিৎসা সেবা।
🔹 কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ও বিদেশে ঔষধ সরবরাহ।

📞 যোগাযোগ:
📱 01922492624 / 01794509080
📲 IMO & WhatsApp: 01922-492624

🕒 সময়: যেকোন প্রয়োজনে দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত সরাসরি চেম্বারে /ইমু/হোয়াটসঅ্যাপ/মোবাইল নাম্বারে /ইনবক্সে যোগাযোগ করবেন। সরাসরি চেম্বারে আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসার অনুরোধ রইল।

👨‍⚕️ রোগী দেখেন:
অধ্যাপক ডাঃ মোঃ মোজাম্মেল হক পাটোয়ারী
প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ – আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল, চাঁদপুর।
এম.কম. (ম্যানেজমেন্ট), ডি.এইচ.এম.এস (ঢাকা)
গভঃ রেজিঃ ৯৩৬১ (৪৫ বছরের অভিজ্ঞ হোমিওপ্যাথ)

সার্বিক তত্ত্বাবধানে:
ডাঃ মাজহারুল হক
এম.এ. (পলিটিক্যাল সাইন্স)
ডি.এইচ.এম.এস. (বি.এইচ.বি)ঢাকা
ডি.ইউ.এম.এস. (বি.বি.ইউ.এ.এস.এম) ঢাকা।

📍 ঠিকানা: সখিনা প্লাজা, হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সামনে, চাঁদপুর সদর। চাঁদপুর।

✅ S.L.- 658নাম: Md. Shiraj miaবয়স: 63 বছরঠিকানা: আমিরাবাদ, মতলব উত্তর, চাঁদপুর।🩺 সমস্যা:হার্নিয়া (প্রায় ১ বছর পূর্বে এই ...
14/08/2025

✅ S.L.- 658
নাম: Md. Shiraj mia
বয়স: 63 বছর
ঠিকানা: আমিরাবাদ, মতলব উত্তর, চাঁদপুর।

🩺 সমস্যা:
হার্নিয়া (প্রায় ১ বছর পূর্বে এই সমস্যা নিয়ে আসছিলেন ১ ডোজ খাওয়ার পর ভালো হয়ে গিয়েছিলেন কিন্তু পূর্ণকোর্স ঔষধ সেবন না করাতে আবার এই সমস্যা দেখা দিয়েছে।)

💊 ফলাফল: আলহামদুলিল্লাহ — ২য় ডোজ দেওয়া হলো।

🏥 ইসলামিয়া হোমিও হল

আমাদের সেবা সমূহ :
যৌন দূর্বলতা, চর্ম রোগ, ব্লাড (HBS Agপজেটিভ), আইবিএস(IBS), নতুন পুরাতন রোগ, শিশু ও মহিলাদের যাবতীয় জটিল রোগ,অনিয়মিত মাসিক, সাদা স্রাব ও ধাতু দুর্বলতা, জন্ডিস, ডায়াবেটিস, গ্যাষ্টিক আলসার, হাঁপানী, দাদ, চুলকানি, পাঁচড়া, হাত-পা ফাটা, হার্পিস, একজিমা, সোরিয়েসিস, ব্রণ, ফোড়া, আঁচিল, কড়া, খুসকি, যে সকল মহিলাদের সন্তান হয়না, গর্ভবতী মহিলাদের সহজ প্রসবের চিকিৎসা, টিউমার, পিত্ত ও কিডনী পাথর, মলদ্বার দিয়ে রক্তপড়া, অর্শ ভগন্দর, মলদ্বারে ফিসার, নাকের ভিতরে মাংস বৃদ্ধি(সাইনাস), একশিরা/হার্নিয়া, আঁচিল, টনসিল প্রদাহ/মাম্পস/ থাইরয়েড সহসকল রোগের চিকিৎসা করা হয়।

➡️হোমিওপ্যাথিক চিকিৎসা একটি লক্ষণ ভিত্তিক সদৃশ্য বিধান। হোমিওপ্যাথিক চিকিৎসায় যেকোন রোগের সমস্যার সমাধানে অসংখ্য ঔষধ রয়েছে। চিকিৎসক রোগীর লক্ষনের সাথে মিল রেখে চিকিৎসার নিয়মনীতি অনুযায়ী চিকিৎসা করলে আল্লাহর রহমতে পুরো সুস্থতা সম্ভব। চিকিৎসা গ্রহণের পূর্বে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে তাহলো,অবশ্যই একজন রেজিষ্ট্রেশন প্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসকের সম্মুখীন হবেন এবং যে ঔষধগুলো সেবন করবেন সকল ঔষধ অবশ্যই শতভাগ অরিজিনাল জার্মানী ঔষধ হতে হবে। সেই জন্য সকল দিক খেয়াল রেখে চিকিৎসা গ্রহণ করবেন। হোমিওপ্যাথি চিকিৎসা কখনই অস্থায়ী নয়। যেকোন রোগের চিকিৎসার জন্য কমপক্ষে ৫/৬ মাস সময় নিয়ে পুরো কোর্স কমপ্লিট করলে স্থায়ী চিকিৎসা ও সমাধান অবশ্যই সম্ভব ইনশাআল্লাহ।

🔹 অরিজিনাল জার্মান ওষুধ দ্বারা নতুন ও পুরাতন রোগীদের সফল চিকিৎসা।
🔹 অফলাইন ও অনলাইন চিকিৎসা সেবা।
🔹 কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ও বিদেশে ঔষধ সরবরাহ।

📞 যোগাযোগ:
📱 01922492624 / 01794509080
📲 IMO & WhatsApp: 01922-492624

🕒 সময়: যেকোন প্রয়োজনে দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত সরাসরি চেম্বারে /ইমু/হোয়াটসঅ্যাপ/মোবাইল নাম্বারে /ইনবক্সে যোগাযোগ করবেন।

👨‍⚕️ রোগী দেখেন:
অধ্যাপক ডাঃ মোঃ মোজাম্মেল হক পাটোয়ারী
প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ – আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল, চাঁদপুর।
এম.কম. (ম্যানেজমেন্ট), ডি.এইচ.এম.এস (ঢাকা)
গভঃ রেজিঃ ৯৩৬১ (৪৫ বছরের অভিজ্ঞ হোমিওপ্যাথ)

সার্বিক তত্ত্বাবধানে:
ডাঃ মাজহারুল হক
এম.এ. (পলিটিক্যাল সাইন্স)
ডি.এইচ.এম.এস. (বি.এইচ.বি)ঢাকা
ডি.ইউ.এম.এস. (বি.বি.ইউ.এ.এস.এম) ঢাকা।

📍 ঠিকানা: সখিনা প্লাজা, হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সামনে, চাঁদপুর সদর। চাঁদপুর।

✅ S.L.- 656নাম: Md. Joshim Uddinবয়স: 45 বছরঠিকানা: মতলব উত্তর, চাঁদপুর (বর্তমানে সৌদি আরব প্রবাসী)🩺 সমস্যা:গলায় গ্ল্যান্...
13/08/2025

✅ S.L.- 656
নাম: Md. Joshim Uddin
বয়স: 45 বছর
ঠিকানা: মতলব উত্তর, চাঁদপুর (বর্তমানে সৌদি আরব প্রবাসী)

🩺 সমস্যা:
গলায় গ্ল্যান্ড, কোল্ড অ্যালার্জি, ইউরিন সমস্যা, কর্নবাতসহ একাধিক জটিল রোগ। (পূর্বেও কয়েকটি জটিল সমস্যার জন্য পূর্ণকোর্স ঔষধ সেবনের ফলে আল্লাহর রহমতে সুস্থ হয়েছেন।)

💊 ফলাফল: আলহামদুলিল্লাহ — প্রথম ডোজ পাঠানো হলো।

🏥ইসলামিয়া হোমিও হল
আমাদের সেবা সমূহ :
যৌন দূর্বলতা, চর্ম রোগ, ব্লাড (HBS Agপজেটিভ), আইবিএস(IBS), নতুন পুরাতন রোগ, শিশু ও মহিলাদের যাবতীয় জটিল রোগ,অনিয়মিত মাসিক, সাদা স্রাব ও ধাতু দুর্বলতা, জন্ডিস, ডায়াবেটিস, গ্যাষ্টিক আলসার, হাঁপানী, দাদ, চুলকানি, পাঁচড়া, হাত-পা ফাটা, হার্পিস, একজিমা, সোরিয়েসিস, ব্রণ, ফোড়া, আঁচিল, কড়া, খুসকি, যে সকল মহিলাদের সন্তান হয়না, গর্ভবতী মহিলাদের সহজ প্রসবের চিকিৎসা, টিউমার, পিত্ত ও কিডনী পাথর, মলদ্বার দিয়ে রক্তপড়া, অর্শ ভগন্দর, মলদ্বারে ফিসার, নাকের ভিতরে মাংস বৃদ্ধি(সাইনাস), একশিরা/হার্নিয়া, আঁচিল, টনসিল প্রদাহ/মাম্পস/ থাইরয়েড সহসকল রোগের চিকিৎসা করা হয়।
➡️হোমিওপ্যাথিক চিকিৎসা একটি লক্ষণ ভিত্তিক সদৃশ্য বিধান। হোমিওপ্যাথিক চিকিৎসায় যেকোন রোগের সমস্যার সমাধানে অসংখ্য ঔষধ রয়েছে। চিকিৎসক রোগীর লক্ষনের সাথে মিল রেখে চিকিৎসার নিয়মনীতি অনুযায়ী চিকিৎসা করলে আল্লাহর রহমতে পুরো সুস্থতা সম্ভব। চিকিৎসা গ্রহণের পূর্বে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে তাহলো,অবশ্যই একজন রেজিষ্ট্রেশন প্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসকের সম্মুখীন হবেন এবং যে ঔষধগুলো সেবন করবেন সকল ঔষধ অবশ্যই শতভাগ অরিজিনাল জার্মানী ঔষধ হতে হবে। সেই জন্য সকল দিক খেয়াল রেখে চিকিৎসা গ্রহণ করবেন। হোমিওপ্যাথি চিকিৎসা কখনই অস্থায়ী নয়। যেকোন রোগের চিকিৎসার জন্য কমপক্ষে ৫/৬ মাস সময় নিয়ে পুরো কোর্স কমপ্লিট করলে স্থায়ী চিকিৎসা ও সমাধান অবশ্যই সম্ভব ইনশাআল্লাহ।

🔹 অরিজিনাল জার্মান ওষুধ দ্বারা নতুন ও পুরাতন রোগীদের সফল চিকিৎসা।
🔹 অফলাইন ও অনলাইন চিকিৎসা সেবা।
🔹 কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ও বিদেশে ঔষধ সরবরাহ।

📞 যোগাযোগ:
📱 01922492624 / 01794509080
📲 IMO & WhatsApp: 01922492624
🕒 সময়: দুপুর ২টা – রাত ১০টা পর্যন্ত যেকোন প্রয়োজনে দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত সরাসরি চেম্বারে /ইমু/হোয়াটসঅ্যাপ/মোবাইল নাম্বারে /ইনবক্সে যোগাযোগ করবেন।।

👨‍⚕️ রোগী দেখেন:
অধ্যাপক ডাঃ মোঃ মোজাম্মেল হক পাটোয়ারী
প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ – আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল, চাঁদপুর।
এম.কম. (ম্যানেজমেন্ট), ডি.এইচ.এম.এস (ঢাকা)
গভঃ রেজিঃ ৯৩৬১ (৪৫ বছরের অভিজ্ঞ হোমিওপ্যাথ)

সার্বিক তত্ত্বাবধানে:
ডাঃ মাজহারুল হক
এম.এ. (পলিটিক্যাল সাইন্স)
ডি.এইচ.এম.এস. (বি.এইচ.বি)ঢাকা
ডি.ইউ.এম.এস. (বি.বি.ইউ.এ.এস.এম) ঢাকা।

📍 ঠিকানা: সখিনা প্লাজা, হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সামনে, চাঁদপুর সদর। চাঁদপুর।।

 #জ্বর বা Fever.....................    যখন দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় তখন তাকে জ্বর বলা হয়। জ্বর ইঙ্গিত দেয় যে শরীরে...
12/08/2025

#জ্বর বা Fever.....................

যখন দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় তখন তাকে জ্বর বলা হয়। জ্বর ইঙ্গিত দেয় যে শরীরে কোনও ধরণের সংক্রমণ রয়েছে। শরীরের সাধারণ তাপমাত্রা 98.6 F বা 36 ডিগ্রি সেন্টিগ্রেড। মুখ বা বগলে থার্মোমিটার রেখে দেহের তাপমাত্রা মাপা যায়। তবে মুখ এবং বগলের উভয় অংশের তাপমাত্রার মধ্যে এক ডিগ্রি এফ এর পার্থক্য রয়েছে।

★★বিভিন্ন প্রকার জ্বরের কারন ও লক্ষনঃ-

★★টাইফয়েড জ্বরঃ-
★★টাইফয়েড জ্বরের কারনঃ-
টাইফয়েড জ্বর স্যালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণে হয়ে থাকে। দূষিত খাবার ও পানির মাধ্যমে প্রধানত দেহে এই জীবাণু ছড়ায় এবং জ্বরসহ নানা ধরনের উপসর্গ দেখা দেয়। টাইফয়েড একটি পানিবাহিত মারাত্মক রোগ যা দুই ধরনের জীবাণুর সংক্রমণে এই রোগ হয়ে থাকে। (১)‘সালমোনেলা টাইফি’ এবং (২) ‘সালমোনেলা প্যারাটাইফি’। সালমোনেলা টাইফির সংক্রমণে যে জ্বর হয় তাকে টাইফয়েড জ্বর বা ‘এন্টারিক ফিভার’ বলে। আর যদি জ্বর সালমোনেলা প্যারাটাইফির নামক জীবাণুর কারণে হয় তখন তাকে প্যারা টাইফয়েড জ্বর বলে। প্রধানত দূষিত পানি ও খাবার গ্রহণের মাধ্যমেই এই জীবাণু শরীরে প্রবেশ করে। পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি উদাসীনতার কারণেও এটি শরীরে প্রবেশ করতে পারে। এছাড়াও টাইফয়েড জ্বর হতে আরোগ্য লাভ করেছেন কিন্তু এই ব্যাকটেরিয়া বহন করছেন এমন কিছু সংখ্যক ব্যক্তিও এই রোগের বাহক হতে পারে। যেভাবেই এই জীবাণু শরীরে শরীরে প্রবেশ করুক না ঢুকার পর তা বৃহদান্ত্রকে আক্রমণ করে। এছাড়া এই ব্যাকটেরিয়া শরীরের পিত্তথলিতে জমা থাকে এবং উপযুক্ত পরিবেশ পেলেই কেবল আক্রমণ করে।
★★টাইফয়েড জ্বরের লক্ষণসমূহঃ
সাধারণত রোগ-জীবাণু শরীরে প্রবেশের ১০ থেকে ১৪ দিন পর রোগের লক্ষণ সমূহ প্রকাশ পেতে থাকে। জ্বর এ রোগের প্রধান লক্ষণ যা প্রথম চার-পাঁচ দিন জ্বর বৃদ্ধি পায় জ্বর কখনো বাড়ে, কখনো কমে; তবে কোনো সময় সম্পূর্ণ ছেড়ে যায় না। এর প্রধান প্রধান লক্ষণসমূহ নিম্নরুপঃ
★১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত টানা জ্বর হওয়া।
★জ্বরের সঙ্গে মাথাব্যথা, শরীর ব্যথা ও শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে।
★ক্ষুধামন্দা হওয়া সহ কারো কারো কোষ্ঠকাঠিন্য হতে পারে।
★শিশুদের ক্ষেত্রে ডায়রিয়া ও বমি হতে পারে।
★গা ম্যাজ ম্যাজ করা সহ রোগীর কফ বা কাশি হতে পারে ।
★প্রচণ্ড পেটে ব্যথা অনুভূত হতে পারে।
★দ্বিতীয় সপ্তাহে রোগীর পেটে ও পিঠে গোলাপি রঙের দানা দেখা দিতে পারে।
★কারো কারো জ্বরের সঙ্গে কাশি হয়।
★হার্ট রেট বা হৃদস্পন্দন কমে যেতে পারে।
★★কিভাবে টাইফয়েড জ্বর সনাক্তকরণ করা হয়?
পরীক্ষা নিরীক্ষার পর কেবল চিকিৎসকগণ বলতে পারবেন যে কারও টাইফয়েড জ্বর হয়েছে কিনা। টাইফয়েড দ্রুত সনাক্ত করার জন্য ব্লাড কালচার নামক রক্ত পরীক্ষা করতে হয়। যদি নমুনায় স্যালমোনেলা নামক ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায় তাহলে প্রকার ভেদে টাইফয়েড ও প্যারা- টাইফয়েড পার্থক্য করা হয়। এছাড়া জ্বর হওয়ার ২য় সপ্তাহে “উইডাল টেস্ট” নামে এক ধরনের ননস্পেসিফিক ব্লাড টেস্ট করতে হয় যাতে টাইটার দেখে টাইফয়েড নির্ধারণ করা হয়।

★★ডেঙ্গু জ্বর
★★লক্ষণঃ- ডেঙ্গু জ্বর একটি উচ্চ জ্বর সৃষ্টি করে - 104 এফ ডিগ্রি - মাথা ব্যাথা,পেশী, হাড় এবং জয়েন্টে ব্যথা,বমি বমি ভাব,বমি,চোখের পিছনে ব্যথা,ফোলা গ্রন্থি,ফুসকুড়ি।
কিছু ক্ষেত্রে, লক্ষণগুলি আরও খারাপ হয় এবং এটি জীবন-হুমকি হয়ে উঠতে পারে। রক্তনালীগুলি প্রায়শই ক্ষতিগ্রস্থ হয় এবং ফুটো হয়ে যায়। এবং আপনার রক্ত ​​প্রবাহের ফোটা ফোটাতে জমাট বাঁধার কোষগুলির সংখ্যা (প্লেটলেট)। এটি ডেঙ্গু জ্বর, মারাত্মক ডেঙ্গু বা ডেঙ্গু শক সিনড্রোম নামে একটি গুরুতর ফর্ম হতে পারে।
★★কারণসমূহ
ডেঙ্গু জ্বর মশা দ্বারা ছড়িয়ে থাকা চার ধরণের ডেঙ্গু ভাইরাসের যে কোনও একটির কারণে হয়ে থাকে যা মানুষের আবাসস্থল এবং তার আশেপাশে সমৃদ্ধ হয়। একটি মশা যখন ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে কামড় দেয়, তখন ভাইরাসটি মশার মধ্যে প্রবেশ করে। সংক্রামিত মশা যখন অন্য ব্যক্তিকে কামড় দেয় তখন ভাইরাসটি সেই ব্যক্তির রক্ত ​​প্রবাহে প্রবেশ করে।

★★ম্যালেরিয়া জ্বরঃ-
★★ম্যালেরিয়ার কারণ : ম্যালেরিয়া হচ্ছে মশক বাহিত প্লাজমোডিয়াম পরজীবী দ্বারা সৃষ্ট রোগ। এটি কেবল সংক্রমিত স্ত্রী অ্যানোফেলিস মশার কামড়ে হয়। এ পর্যন্ত ষাটের অধিক প্রজাতির ম্যালেরিয়া পরজীবী আবিষ্কার করা সম্ভব হলেও এর মধ্যে ৪টি প্রজাতি মানুষের ম্যালেরিয়ার জন্য দায়ী। প্লাজমোডিয়াম ভাইভাক্স, ফ্যালসিপ্যারাম, ম্যালেরি ও ওভাল-এর যেকোনো একটি জীবাণু বহনকারী মশার দংশনে ম্যালেরিয়া হতে পারে। এর মধ্যে ফ্যালসিপ্যারাম ম্যালেরিয়ার জটিলতা সবচেয়ে বেশি, এমনকি মস্তিষ্ক আক্রান্ত করে জীবনসংহারী হতে পারে। সংক্রমিত মশা যখন কোনো ব্যক্তিকে কামড়ায়, তখন ওই ব্যক্তির রক্তে ম্যালেরিয়ার জীবাণু প্রবেশ করে এবং সে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়।
★★লক্ষণ :নির্দিষ্ট সময় পরপর কাঁপুনি দিয়ে জ্বর আসা এই রোগের প্রধান লক্ষণ। জ্বর সাধারণত ১০৫-১০৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। তবে নিয়মিত ও নির্দিষ্ট বিরতিতে জ্বর আসা-যাওয়া করে যেমন- একদিন পর পর জ্বর, তা তিন চার ঘণ্টা দীর্ঘ হওয়া এবং এরপর ঘাম দিয়ে জ্বর কমে যায়। জ্বর ছেড়ে গেলে শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও কমে যেতে পারে। এ ছাড়াও মাঝারি থেকে তীব্র কাঁপুনি বা শীত শীত অনুভব, গায়ে প্রচণ্ড ব্যথা, মাথাব্যথা, অনিদ্রা, খাবারের প্রতি আগ্রহ কমে যাওয়া বা ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য, বমিবমি ভাব অথবা বমি, হজমে গোলযোগ, অত্যধিক ঘাম হওয়া, খিঁচুনি, পিপাসা লাগা, ক্লান্তি বা অবসাদ অনুভব করা, মাংসপেশি, তলপেটে ব্যথা অনুভব, প্লীহা ও যকৃত বড় হয়ে যাওয়াসহ লোহিত রক্তকণিকা ধ্বংস হওয়ার কারণে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দেখা দেয়। ম্যালেরিয়া রোগের জটিলতম ধরন হলো ‘ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া’। সাধারণ ম্যালেরিয়ার মতো উপসর্গ দেখা দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের জটিলতা যেমন রক্তশূন্যতা, কিডনি বৈকল্য, শ্বাসকষ্ট হওয়া, জন্ডিস, খিঁচুনি, রক্তে গ্লুকোজ কমে যাওয়ার লক্ষণ প্রকাশ পায়। জরুরি চিকিত্সা না পেলে এসব রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, এমন কি মৃত্যুও হতে পারে।

★★স্কারলেট জ্বরঃ-
★★কারনঃ- স্কারলেট জ্বর, যা স্কারলেটিনা নামেও পরিচিত, এটি এমন একটি সংক্রমণ যা তাদের স্ট্রেপ গলা রোগীদের মধ্যে বিকাশ করতে পারে। এটি শরীরে একটি উজ্জ্বল লাল ফুসকুড়ি দ্বারা চিহ্নিত করা হয়, সাধারণত উচ্চ জ্বর এবং গলা ব্যথা সহ। একই ব্যাকটেরিয়া যেগুলি স্ট্র্যাপ গলা সৃষ্টি করে তাও স্কারলেট জ্বর সৃষ্টি করে। স্কারলেট জ্বর মূলত 5 থেকে 15 বছর বয়সের শিশুদেরকে প্রভাবিত করে।
★★লক্ষনঃ- একটি ফুসকুড়ি প্রাপ্ত বয়স্ক এবং শিশুদের উভয় ক্ষেত্রেই স্কারলেট জ্বরের সর্বাধিক সাধারণ লক্ষণ। এটি সাধারণত একটি লাল ব্লাচি ফুসকুড়ি হিসাবে শুরু হয় এবং স্যান্ডপেপারের মতো সূক্ষ্ম এবং রুক্ষ হয়ে যায়। লালচে রঙের ফুসকুড়ি যা লাল রঙের জ্বরকে এর নাম দেয়। কোনও ব্যক্তি অসুস্থ বোধ করার আগে বা ট্রাস্টেড সোর্স পরে সাত দিন পর্যন্ত এই ফুসকুড়ি শুরু হতে পারে। ফুসকুড়ি সাধারণত ঘাড়, কুঁচকিতে এবং বাহুতে শুরু হয়। এটি তখন ছড়িয়ে পড়ে সারা শরীরের। বগল, কনুই এবং হাঁটুতে ত্বকের ভাঁজগুলি আশেপাশের ত্বকের চেয়েও গভীর লাল হতে পারে। ফুসকুড়ি কমার পরে, প্রায় সাত দিন পরে, আঙ্গুল এবং পায়ের আঙুলের পরামর্শ এবং কোঁকড়ে থাকা ত্বকটি খোসা ছাড়তে পারে। এটি বেশ কয়েক সপ্তাহ ধরে চলতে পারে।

★★ডাম ডাম জ্বরঃ-
★★লক্ষন ও কারনঃ- একটি দীর্ঘস্থায়ী রোগ। এই রোগের রোগী প্লীহা এবং লিভারের বৃদ্ধি, দেহের ধুলাবালি বর্ণ, অনিয়মিত জ্বর, মাড়ি থেকে রক্ত, দেহের উপর অগ্ন্যুত্পাত দেখা দেয় এবং ক্ষুধা না থাকায় এই লক্ষণগুলি ভোগেন। শরীরে রক্তের অভাব (রক্তাল্পতা) এবং দেহের রঙ কালো হওয়ার কারণে ডাম-ডাম জ্বরের তিনটি লক্ষণ রয়েছে। এই রোগের প্রধান কারণ পরজীবী নামক ভাইরাসের সংক্রমণ। তবে এই জ্বরের প্রকোপ আফ্রিকা দেশগুলোতে বেশি দেখা যায়।

★★বাত জ্বরঃ-
★★কারনঃ- বাতজ্বর (Rheumatic fever) বাতজ্বরে সাধারনত বিটা হেমোলাইটিক স্ট্রেপটোকক্কাস নামক এক ধরনের জীবাণুর সংক্রমনের কারনে হয়। দারিদ্র্য, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, ঠাণ্ডা ও স্যাঁতসেঁতে পরিবেশে এবং অজ্ঞতাই এ রোগের প্রধান কারণ। এছাড়াও, যেসব শিশু দীর্ঘ দিন ধরে খোসপাঁচড়া ও টনসিলের রোগে আক্রান্ত, তাদেরও বাতজ্বরে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি।
★★বাতজ্বরের লক্ষণঃ-
মুখ্য উপসর্গ
চামড়ার নিচে ক্ষুদ্র ব্যথাহীণ পিন্ড অথবা ত্বকে লালচে দাগ, অস্থিসন্ধির প্রদাহজনিত ব্যথা ও ফুলে যাওয়া, একটি সন্ধি ভালো হয়ে গেলে এটি আবার অন্যটিকে আক্রমণ করে, স্নায়ুজটিলতায় পেশির অস্বাভাবিক চলন, হূৎপিণ্ডের প্রদাহ বা কার্ডাইটিস ইত্যাদি।
গৌণ উপসর্গ
জ্বর, অস্থিসন্ধিতে ব্যথা, রক্তে ইএসআর বা সিআরপি বৃদ্ধি, অল্পতে ক্লান্ত বা দুবর্ল বোধ করা, বুকে ব্যথা বা বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট।

🏥 আজই যোগাযোগ করুন.....
✅ ইসলামিয়া হোমিও হল – চাঁদপুর সদর,চাঁদপুর।
বিশ্বস্ত হোমিও চিকিৎসার এক বিশ্বস্ত ঠিকানা
📌 ঠিকানা: হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সামনে, চাঁদপুর সদর
👨‍⚕️অধ্যাপক, ডা. মোজাম্মেল হক পাটোয়ারী – প্রতিষ্ঠাতা।
👨‍⚕️ ডা. মাজহারুল হক পাটোয়ারী – সার্বিক তত্ত্বাবধানে।
📞 ফোন: 01922-492624 / 01794-509080
🕘 খোলা থাকে: প্রতিদিন দুপুর ২টা–রাত ১০টা
🌐 সেবা দিচ্ছেন:
১) অফলাইন চেম্বারে সরাসরি চিকিৎসা।
২) অনলাইনে কনসাল্টেশন ও দেশের যেকোনো প্রান্তে ওষুধ সরবরাহ।
৩) প্রবাসীদের বিশস্ত চিকিৎসালয়।

👉
#হোমিওচিকিৎসা

একজন চিকিৎসক যখন কোনো রোগীর চিকিৎসা শুরু করতে চান, তখন রোগ নির্ণয় ও উপযুক্ত চিকিৎসা দেওয়ার জন্য তাকে রোগী সম্পর্কিত কিছু...
05/08/2025

একজন চিকিৎসক যখন কোনো রোগীর চিকিৎসা শুরু করতে চান, তখন রোগ নির্ণয় ও উপযুক্ত চিকিৎসা দেওয়ার জন্য তাকে রোগী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে জানতে হয়। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে রোগীকে সার্বিকভাবে বুঝে চিকিৎসা দেওয়া হয়।

✅ একজন রোগীর চিকিৎসা শুরু করার আগে ডাক্তারকে যেসব বিষয় জানতে হয়:

🧍‍♂️ ১. রোগীর ব্যক্তিগত পরিচিতি:

নাম,বয়স, লিঙ্গ

পেশা ও জীবনযাপন

ঠিকানা ও যোগাযোগের মাধ্যম

🩺 ২. বর্তমান উপসর্গ ও সমস্যার বিস্তারিত বিবরণ:

প্রধান উপসর্গ কী?

কখন থেকে শুরু হয়েছে?

দিনে বা রাতে বাড়ে নাকি কমে?

কোন অবস্থায় ব্যথা বা উপসর্গ বাড়ে বা কমে?

ব্যথার প্রকৃতি (জ্বালা, চাপ, টান, কাঁপুনি, ইত্যাদি)

উপসর্গের অবস্থান ও বিস্তার

📜 ৩. রোগীর ইতিহাস (Past History):

আগে কোনো বড় রোগ হয়েছিল কি না (যেমন: টাইফয়েড, টিবি, স্কিন ডিজিজ ইত্যাদি)

আগে নেওয়া চিকিৎসা বা অপারেশন হয়েছে কি না

কখনো হোমিও, অ্যালোপ্যাথি, ইউনানি চিকিৎসা নিয়েছেন কি না

🧬 ৪. পারিবারিক ইতিহাস (Family History):

পরিবারে কারো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যানসার, বাত, স্কিন ডিজিজ, মেন্টাল ইলনেস আছে কি না

কোনো জিনগত রোগ রয়েছে কি না

🧠 ৫. মানসিক ও আবেগজনিত উপসর্গ:

রাগ, ভয়, উদ্বেগ, দুশ্চিন্তা, দুঃখ – এগুলোর প্রকৃতি ও প্রভাব

পরিবার বা সমাজে আচরণ কেমন

আত্মবিশ্বাসের মাত্রা

🍽️ ৬. সাধারণ লক্ষণ (General Symptoms):

ক্ষুধা, পিপাসা, ঘুমের স্বভাব

ঘাম, শরীর গরম/ঠান্ডা লাগা

মলমূত্রের স্বাভাবিকতা

মাসিক চক্র (মহিলাদের ক্ষেত্রে)

শরীরের শক্তি ও দুর্বলতা

🕓 ৭. রোগীর জীবনধারা ও অভ্যাস:

খাওয়াদাওয়ার ধরণ (অমিষ/নিরামিষ, মসলাদার খাবার ইত্যাদি)

ধূমপান, অ্যালকোহল বা অন্য কোনো নেশা

ঘুমের সময়সূচি, কাজের ধরণ, স্ট্রেস

🧪 ৮. প্রয়োজনে বিভিন্ন পরীক্ষা রিপোর্ট:

ব্লাড রিপোর্ট

ইউরিন / এক্স-রে / আল্ট্রাসনোগ্রাফি / ইসিজি

স্কিন স্ক্র্যাপ, জয়েন্ট এক্স-রে (রিউমাটিক কেসে)

প্রেগন্যান্সি টেস্ট, হরমোন টেস্ট (নারী সমস্যায়)

🎯 কেন এত বিস্তারিত তথ্য দরকার?
হোমিওপ্যাথি রোগ নিরাময়ের জন্য রোগীকে সামগ্রিকভাবে (Whole Person) দেখে। তাই শুধু রোগ নয়, রোগীর শরীর, মন, স্বভাব, পারিবারিক ইতিহাস ইত্যাদি মিলিয়ে উপযুক্ত " সঠিক ওষুধ নির্বাচন করা হয়।

 #মেয়েদের_পিরিয়ডজনিত_ব্যথা (Dysmenorrhea) এটি একটি অত্যন্ত সাধারণ, কিন্তু অনেকের জন্য কষ্টদায়ক শারীরিক সমস্যা। এটি মাসিক...
03/08/2025

#মেয়েদের_পিরিয়ডজনিত_ব্যথা (Dysmenorrhea)

এটি একটি অত্যন্ত সাধারণ, কিন্তু অনেকের জন্য কষ্টদায়ক শারীরিক সমস্যা। এটি মাসিক চক্রের সময় তলপেটে ব্যথা, কোমরে টান, বমিভাব, মাথাব্যথা, এবং শরীরে দুর্বলতা তৈরি করতে পারে।

🩺 কেন হয় পিরিয়ডজনিত ব্যথা?
পিরিয়ডের সময় জরায়ুর পেশি সংকুচিত হয়ে রক্ত ও মৃত টিস্যু বাহির করে দেয়। এই সংকোচনের সময় "Prostaglandin" নামক হরমোন নিঃসৃত হয়, যা ব্যথা এবং প্রদাহ সৃষ্টি করে।

👉 মূল কারণগুলো:

হরমোনজনিত ভারসাম্যহীনতা

প্রোস্টাগ্ল্যান্ডিনের অতিরিক্ত নিঃসরণ

অল্প বয়সে পিরিয়ড শুরু হওয়া

অনিয়মিত মাসিক চক্র

জরায়ুর গঠনগত সমস্যা (যেমন endometriosis, fibroids)

মানসিক চাপ, ক্লান্তি বা অতিরিক্ত ঠান্ডা লাগা

🌿 হোমিওপ্যাথিতে পিরিয়ডজনিত ব্যথার চিকিৎসা:
হোমিও চিকিৎসা সম্পূর্ণ রোগীর উপসর্গ, ব্যথার প্রকৃতি, সময়, মানসিক অবস্থা, মাসিকের ধরন ইত্যাদি বুঝে নির্দিষ্ট ওষুধ দিয়ে থাকে।

⚠️ মনে রাখবেন: নিজে ওষুধ গ্রহণ না করে অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিন। কারণ প্রতিটি রোগীর শারীরিক ও মানসিক উপসর্গ ভিন্ন।

📝 কিছু বাড়তি পরামর্শ:

গরম পানির ব্যাগ ব্যবহার করুন তলপেটে

পর্যাপ্ত বিশ্রাম নিন

দুধ, কলা, কুমড়া, বাদাম ইত্যাদি ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খান

ঠান্ডা খাবার ও ঠান্ডা পরিবেশ এড়িয়ে চলুন

🏥 আজই যোগাযোগ করুন.....

✅ ইসলামিয়া হোমিও হল – চাঁদপুর সদর,চাঁদপুর।

বিশ্বস্ত হোমিও চিকিৎসার এক বিশ্বস্ত ঠিকানা

📌 ঠিকানা: হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সামনে, চাঁদপুর সদর

👨‍⚕️অধ্যাপক, ডা. মোজাম্মেল হক পাটোয়ারী – প্রতিষ্ঠাতা।
👨‍⚕️ ডা. মাজহারুল হক পাটোয়ারী – সার্বিক তত্ত্বাবধানে।
📞 ফোন: 01922-492624 / 01794-509080
🕘 খোলা থাকে: প্রতিদিন দুপুর ২টা–রাত ১০টা
🌐 সেবা দিচ্ছেন:
১) অফলাইন চেম্বারে সরাসরি চিকিৎসা।
২) অনলাইনে কনসাল্টেশন ও দেশের যেকোনো প্রান্তে ওষুধ সরবরাহ।
৩) প্রবাসীদের বিশস্ত চিকিৎসালয়।

👉 #মেয়েদের_পিরিয়ডজনিত_ব্যথা
#হোমিওচিকিৎসা

 #রিউম্যাটিক_ব্যথা_(Rheumatic Pain) বা গাঁটে গাঁটে ব্যথা একটি দীর্ঘস্থায়ী ও যন্ত্রণাদায়ক সমস্যা, যা শরীরের জয়েন্ট, পেশি,...
31/07/2025

#রিউম্যাটিক_ব্যথা_(Rheumatic Pain) বা গাঁটে গাঁটে ব্যথা

একটি দীর্ঘস্থায়ী ও যন্ত্রণাদায়ক সমস্যা, যা শরীরের জয়েন্ট, পেশি, টেন্ডন, লিগামেন্ট ও হাড়কে প্রভাবিত করে। এটি সাধারণত বাত (Rheumatism), আরথ্রাইটিস, বা অটোইমিউন রোগের কারণে হয়ে থাকে।

⚠️ রিউম্যাটিক ব্যথার কারণসমূহ:

১. রিউমাটয়েড আরথ্রাইটিস (RA):
👉 এটি একটি অটোইমিউন রোগ, যেখানে শরীরের ইমিউন সিস্টেম নিজেই জয়েন্টে আক্রমণ করে।

২. অস্টিওআর্থ্রাইটিস:
👉 বয়সজনিত কারণে জয়েন্টের কার্টিলেজ ক্ষয় হয়ে ব্যথা হয়।

৩. গাউট:
👉 শরীরে ইউরিক অ্যাসিড জমে জয়েন্টে প্রদাহ হয়।

৪. লুপাস (SLE):
👉 শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গ আক্রান্ত হয়, জয়েন্টে ব্যথা অন্যতম লক্ষণ।

৫. সংক্রমণজনিত আরথ্রাইটিস:
👉 ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে সংক্রমণ হয়ে জয়েন্টে ব্যথা।

৬. আবহাওয়ার পরিবর্তন, ঠান্ডা বা আর্দ্রতা – অনেক সময় ব্যথা বাড়ে।

🧬 সাধারণ উপসর্গ:

>সকালের সময় জয়েন্টে কঠোরতা ও ব্যথা

>হাঁটাহাঁটি বা নড়াচড়া করলে আরাম বোধ

>হাত-পা ফুলে যাওয়া বা লাল হয়ে যাওয়া

>জ্বর ও ক্লান্তি

>জয়েন্টে শব্দ হওয়া বা দুর্বলতা

🌿 হোমিওপ্যাথিক চিকিৎসা:
হোমিওপ্যাথি ব্যক্তির উপসর্গ, বয়স, আবহাওয়া ও ব্যথার ধরণ অনুযায়ী ওষুধ নির্ধারণ করে।

⚠️ প্রতিটি রোগীর ক্ষেত্রে ওষুধ আলাদা হতে পারে, তাই অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

🧘 পরামর্শ ও সতর্কতা:

👁️ গ্লুকোমা (Glaucoma) কী?গ্লুকোমা হলো চোখের ভেতরে অতিরিক্ত চাপ (Intraocular Pressure বা IOP) তৈরি হওয়ার কারণে অপটিক না...
28/07/2025

👁️ গ্লুকোমা (Glaucoma) কী?
গ্লুকোমা হলো চোখের ভেতরে অতিরিক্ত চাপ (Intraocular Pressure বা IOP) তৈরি হওয়ার কারণে অপটিক নার্ভ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে চোখের দৃষ্টি শক্তি কমতে থাকে এবং শেষপর্যন্ত অন্ধত্বও হতে পারে।

🔍 গ্লুকোমার প্রকারভেদ:

> Open-angle Glaucoma (সাধারণত ধীরে হয়)

> Angle-closure Glaucoma (হঠাৎ করে চোখে ব্যথা, দৃষ্টি ঝাপসা হয়ে যায়)

> Normal-tension Glaucoma (চাপ স্বাভাবিক থাকলেও নার্ভ ক্ষতিগ্রস্ত হয়)

> Congenital Glaucoma (জন্মগত)

⚠️ গ্লুকোমার লক্ষণ:

✅ ধীরে ধীরে চোখে দৃষ্টিশক্তি কমে যাওয়া
✅ রাতে আলো চারপাশে রঙধনুর মতো বৃত্ত দেখা
✅ চোখের ভিতরে চাপ অনুভব করা
✅ চোখে ব্যথা, লালচে ভাব
✅ চোখের সামনে ঝাপসা দেখা
✅ এক চোখে সমস্যা শুরু হয়ে আরেক চোখেও ছড়িয়ে পড়া

🎯 গ্লুকোমার কারণ:

✅বংশগত কারণ (Family history)

✅ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ

✅দীর্ঘমেয়াদী স্টেরয়েড সেবন

✅চোখের অতীত ইনজুরি

✅চোখে প্রদাহ বা অন্যান্য রোগ

✅৪০ বছরের বেশি বয়স

🌿 গ্লুকোমার হোমিওপ্যাথিক চিকিৎসা:
হোমিওপ্যাথি রোগের মূল কারণ ও রোগীর সামগ্রিক লক্ষণের উপর ভিত্তি করে চিকিৎসা দেয়।

🔬 চোখের জন্য কিছু বাহ্যিক হোমিওপ্যাথি ড্রপ বা সলিউশনও আছে, যা ব্যবহারে চোখের চাপ কিছুটা নিয়ন্ত্রণে রাখা যায়।

🛑 পরামর্শ ও সতর্কতা:

✅বছরে অন্তত একবার চোখ পরীক্ষা করুন (বিশেষ করে যাদের পরিবারে গ্লুকোমা আছে)

✅চোখে লালচে ভাব, ব্যথা বা ঝাপসা দেখলে দেরি না করে চিকিৎসা নিন

✅স্টেরয়েডজাত ওষুধ সাবধানে ব্যবহার করুন

✅চোখের উপর চাপ সৃষ্টি করে এমন কাজ বা কষ্ট এড়িয়ে চলুন

✅সুস্থ ও নিয়মিত জীবনযাপন করুন

🏥 আজই যোগাযোগ করুন.....

✅ ইসলামিয়া হোমিও হল – চাঁদপুর সদর,চাঁদপুর।
বিশ্বস্ত হোমিও চিকিৎসার এক বিশ্বস্ত ঠিকানা
📌 ঠিকানা: হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সামনে, চাঁদপুর সদর
👨‍⚕️অধ্যাপক, ডা. মোজাম্মেল হক পাটোয়ারী – প্রতিষ্ঠাতা।
👨‍⚕️ ডা. মাজহারুল হক পাটোয়ারী – সার্বিক তত্ত্বাবধানে।
📞 ফোন: 01922-492624 / 01794-509080
🕘 খোলা থাকে: প্রতিদিন দুপুর ২টা–রাত ১০টা
🌐 সেবা দিচ্ছেন:
১) অফলাইন চেম্বারে সরাসরি চিকিৎসা।
২) অনলাইনে কনসাল্টেশন ও দেশের যেকোনো প্রান্তে ওষুধ সরবরাহ।
৩) প্রবাসীদের বিশস্ত চিকিৎসালয়।

🤲 চোখের আলো রক্ষা করুন, গ্লুকোমা বা ছানি হলে দেরি না করে চিকিৎসা নিন

👉
#চোখের_চাপ #হোমিওচিকিৎসা

★★ বন্ধ্যাত্বের হোমিওপ্যাথিক চিকিৎসা★★বন্ধ্যাত্ব (Infertility)ঃ-  দুই বৎসর বা তার থেকে বেশি সময় চেষ্টা করার পড়েও গর্ভধ...
25/07/2025

★★ বন্ধ্যাত্বের হোমিওপ্যাথিক চিকিৎসা★★

বন্ধ্যাত্ব (Infertility)ঃ-

দুই বৎসর বা তার থেকে বেশি সময় চেষ্টা করার পড়েও গর্ভধারণে ব্যার্থ হলে তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বন্ধ্যাত্ব বলে। ৮% দম্পতি বন্ধ্যাত্বের শিকার হন। বন্ধ্যাত্ব স্বামী বা স্ত্রী উভয়ের কারণে হতে পারে।

বন্ধ্যাত্ব দু ধরনের যথা:

প্রাথমিক বন্ধ্যাত্ব (Primary infertility): বিবাহের পর সকল সুবিধা থাকা সত্ত্বেও কখনই গর্ভধারণ না হওয়াকে প্রাথমিক বন্ধ্যাত্ব বলে।

পরবর্তী বা দ্বিতীয় পর্যায়ের বন্ধ্যাত্ব (Secondary infertility): কোন মহিলা প্রথম বার গর্ভধারণের পর দ্বিতীয় বার আর যদি গর্ভধারণ করতে না পারে তবে তাকে পরবর্তী বা দ্বিতীয় পর্যায়ের বন্ধ্যাত্ব বলে।

কারণ (Cause):

বন্ধ্যাত্ব স্বামী বা স্ত্রী যে কোন একজনের কারণে হতে পারে। কিন্তু আমাদের সমাজে অন্যায় ভাবে শুধুমাত্র স্ত্রীদেরকে দোষারোপ করা হয় এমন কি কোন কোন ক্ষেত্রে স্বামীকে দ্বিতীয় বা তৃতীয় বিয়েতে উৎসাহিত করা হয়।

ক) স্বামীর কারণে বন্ধ্যাত্ব :

স্বামীর বীর্যে প্রয়োজনীয় সংখ্যক শুক্রাণু না থাকলে।

মৃত শুক্রাণু বা শুক্রাণু বিহীন বীর্যের কারণে

একটি অণ্ডকোষ/লুপ্ত প্রায় অণ্ডকোষ/অণ্ডকোষ জন্মগত ভাবে না থাকলে।

অণ্ডকোষের প্রদাহ, মাম্পস বা গলা ফুলা রোগের প্রদাহের কারণে।

বিকৃত শুক্রাণু থাকলে।

যৌন ক্রিয়ায় অক্ষম হলে।

শুক্রাণু বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় তাপ ও পরিবেষ অণ্ড কোষে না থাকলে।

যৌনাঙ্গে যক্ষ্মা, গনোরিয়া প্রভৃতি রোগ থাকলে।

খ) স্ত্রীর কারণে বন্ধ্যাত্ব :

যদি জরায়ুর আকার ছোট হয়।

ডিম্বাশয় যদি সঠিক ভাবে কাজ না করে।

মাসিকের গণ্ডগোল থাকলে।

বস্তি কোটরের প্রদাহ হলে।

বংশগত।

জরায়ুতে টিউমার হলে।

যক্ষ্মা গনোরিয়া ইত্যাদি রোগ হলে।

উল্লেখিত কারণগুলো ছাড়াও স্ত্রীর ডিম্ব ক্ষরণের সময় যৌনমিলন না হলে গর্ভধারণ হয় না।

রোগ নির্ণয়ে পরীক্ষা (Diagnosis):

বন্ধ্যত্বের কারণ নির্ণয়ে প্রথমে স্বামীর বীর্য পরীক্ষা করে দেখতে হবে। এবং স্বামীর শারীরিক পরীক্ষা করে দেখতে হবে। যদি কোন অসুবিধা ধরা না পড়ে তখন স্ত্রীকে পরীক্ষা করতে হবে। স্ত্রীর পরীক্ষাগুলো ব্যয়বহুল বিধায় প্রথমে স্বামীকে পরীক্ষা করা উচিত।

পরামর্শ (Consultation):

যদি কোন দম্পতির একবারেই সন্তান না হয় অথবা সন্তান হওয়ার পর দ্বিতীয় সন্তান কাঙ্ক্ষিত সময়ে না হয় তবে তাদেরকে নিন্মলিখিত পরামর্শ দেয়া উচিত:

স্বামী ও স্ত্রীকে আশ্বস্ত করে দুশ্চিন্তা কমাতে হবে (সব ঠিক থাকার পরেও শতকরা ২০ ভাগ দম্পতির ১ বছরে বাচ্চা নাও হতে পারে, শতকরা ১০ ভাগ দম্পতির ২ বছরে বাচ্চা নাও হতে পারে)।

স্ত্রীর ডিম্বক্ষরনের সময় অর্থাৎ মাসিক শুরুর ১১ তম দিন থেকে ১৮ তম দিন পর্যন্ত প্রতিদিন সম্ভব না হলে ১ দিন পরে পরে স্বামীর সাথে মিলনের পরামর্শ দিতে হবে।

স্বামীর বা স্ত্রীর কোন জটিল রোগ বা যৌন রোগ থাকলে তার চিকিৎসা করাতে হবে। স্বামী বা স্ত্রীর ধূমপান, মদ্যপান, যে কোন নেশা গ্রহণ, একনাগাড়ে দীর্ঘদিন এন্টিহিস্টামিন খাওয়া বর্জন করতে হবে। অতিরিক্ত পরিশ্রম, দুশ্চিন্তা, ওজন থাকলে কমাতে হবে।

🌿 হোমিওপ্যাথিতে বন্ধ্যাত্বের কার্যকর চিকিৎসা

হোমিও চিকিৎসায় রোগের ধরন, সময়, কারণ ও উপসর্গ অনুযায়ী আলাদা ওষুধ দেওয়া হয়, যাতে রোগের মূল কারণটাই নির্মূল হয়।

🏥 আজই যোগাযোগ করুন.....

✅ ইসলামিয়া হোমিও হল – চাঁদপুর সদর,চাঁদপুর।
বিশ্বস্ত হোমিও চিকিৎসার এক বিশ্বস্ত ঠিকানা
📌 ঠিকানা: হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সামনে, চাঁদপুর সদর
👨‍⚕️অধ্যাপক, ডা. মোজাম্মেল হক পাটোয়ারী – প্রতিষ্ঠাতা।
👨‍⚕️ ডা. মাজহারুল হক পাটোয়ারী – সার্বিক তত্ত্বাবধানে।
📞 ফোন: 01922-492624 / 01794-509080
🕘 খোলা থাকে: প্রতিদিন দুপুর ২টা–রাত ১০টা
🌐 সেবা দিচ্ছেন:
১) অফলাইন চেম্বারে সরাসরি চিকিৎসা।
২) অনলাইনে কনসাল্টেশন ও দেশের যেকোনো প্রান্তে ওষুধ সরবরাহ।
৩) প্রবাসীদের বিশস্ত চিকিৎসালয়।

🤰 মা হবার স্বপ্ন হোক বাস্তবতায়—হোমিওপ্যাথির স্পর্শে।

👉
#বন্ধ্যাত্বচিকিৎসা
👉

 #আগুনে পোড়া (Burn Injury) রোগীর জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা অত্যন্ত কার্যকর হতে পারে, বিশেষ করে যখন দ্রুত চিকিৎসা শুরু হ...
21/07/2025

#আগুনে পোড়া (Burn Injury) রোগীর জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা অত্যন্ত কার্যকর হতে পারে, বিশেষ করে যখন দ্রুত চিকিৎসা শুরু হয়। হোমিওপ্যাথিতে পোড়া অংশের ব্যথা, ফোলা, ফোসকা, দাগ পড়া এবং সংক্রমণ প্রতিরোধে নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন সমাধান দেওয়া যায়।

🔥 আগুনে পোড়া (Burns) – সংক্ষিপ্ত বিবরণ:
Burn মানে হলো ত্বকের উপর তাপ, আগুন, গরম পানি, বিদ্যুৎ বা রাসায়নিকের কারণে সৃষ্ট ক্ষত। এটি সাধারণত তিন ধাপে ভাগ করা হয়:

1️⃣ First-degree burns – হালকা পোড়া, লালচে ও ব্যথাযুক্ত ত্বক
2️⃣ Second-degree burns – ফোসকা ও ব্যথার সঙ্গে ত্বকের গভীর ক্ষতি
3️⃣ Third-degree burns – ত্বক ও নিচের টিস্যু পর্যন্ত ক্ষত, বেশিরভাগ সময় অনুভূতিশূন্য হয়ে যায়

🌿 হোমিওপ্যাথিতে আগুনে পোড়া রোগের জন্য কার্যকর ওষুধ:

ওষুধের নাম ব্যবহার ক্ষেত্র

১) Cantharis---সবচেয়ে জনপ্রিয় পোড়া রোগের ওষুধ। তীব্র জ্বালা, ফোসকা ও দাহ অনুভব হলে এটি কার্যকর
২) Urtica urens---চুলকানি ও পোড়া দাগে ব্যথা হলে উপকারী
৩) Calendula---ক্ষত শুকাতে, সংক্রমণ ঠেকাতে ও ঘা ভালো করতে ব্যতিক্রমী
4) Arnica---পোড়া অংশে যদি আঘাত, ফোলা বা রক্ত জমে থাকে
5) Rhus tox---ফোসকা ফুটে গেলে, জ্বালা কমাতে
6) Hypericum---পোড়া অংশে স্নায়বিক ব্যথা থাকলে

🧴 এছাড়া হোমিওপ্যাথিক Calendula ointment বা Cantharis cream বাহ্যিক প্রয়োগেও দারুণ উপকার পাওয়া যায়।

⚠️ সতর্কতা:
#প্রথমে পোড়া স্থান ঠান্ডা পানিতে ধুয়ে নিন (১৫–২০ মিনিট)

#কোনোভাবেই বরফ, ঘি বা পেস্ট লাগাবেন না

#গুরুতর পোড়ায় (২য় বা ৩য় ডিগ্রি) প্রাথমিক চিকিৎসার পর অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিন

#ইনফেকশন বা দুর্গন্ধ হলে দেরি না করে চিকিৎসা শুরু করুন।

Address

In Front Of Hasanali High School, Chandpur Sadar, Chandpur
Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when Islamia Homoeo HALL & Consultation Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Islamia Homoeo HALL & Consultation Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram