Herbal Medicin Center

Herbal Medicin Center আয়ুর্বেদিক ও ইউনানী সাস্থ্য বিষয়ক সব ?

11/02/2023
30/09/2022

আমাদের একুরিয়ামের মাছ!

ফ্রাইব্রোএডিনোমার দিত্বীয় দাপ।প্রজনন বছরে যে কোন সময় এ টিউমার হতেপারে   তবে বয়ঃসন্ধির সময় এ টিউমার টি সবচেয়ে বেশি হয়।পুর...
18/07/2022

ফ্রাইব্রোএডিনোমার দিত্বীয় দাপ।
প্রজনন বছরে যে কোন সময় এ টিউমার হতেপারে তবে বয়ঃসন্ধির সময় এ টিউমার টি সবচেয়ে বেশি হয়।পুরুষদের ওএ টিউমার হতে পারে কিন্তু তা খুবই কম।এখন আসি ফ্রাইব্রোএডিনোমা কয় ধরনের হয়ে থাকে, এখন সবইতো ফ্রাইব্রোএডিনোমা কিন্তু এটার মধ্যে যথেষ্ট প্রার্থক আছে যেমন চাঁর ধরনের ফ্রাইব্রোএডিনোমা হয়ে থাকে।
1)Simple fibroadenoma:এ ধরনের টিউমার সবচেয়ে বেশি হয়ে থাকে যা সাধারণত এক থেকে তিন সেন্টিমিটার সাইজের হয়ে থাকে।
2)Complex fibroadenoma:এ টিউমার টি সাইজে খুব দ্রুত বারে হিস্ট্রি প্যাথলজিস্ট এ টিউমারটির ধরন ণির্নয় করে থাকে এ টিউমারে স্তনে ক্যান্সারের ঝুঁকি কিছুটা বেড়ে যায়।
3)Giant fibroadenoma:অনেক সময় টিউমারের সাইজ বেড়ে গিয়ে ৫ সেন্টিমিটার বেশি হতে পারে, যাকে Giant বলে।
4)Juvenile fibroadenoma:এ টিউমার সাধারণত কিশোরী বয়সে হয়ে থাকে জেনারেলি ১০ থেকে ১৮ বছর বয়সে। এগুলো সময়ের সাথে সাইজে বড় ছোট হতে পারে। এগুলো হচ্ছে ফ্রাইব্রোএডিনোমার বিভিন্ন ড্রাইভ। এখন আপনি যদি এই রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে কি ধরনের লক্ষন বা উপসর্গ গুলো প্রকাশ পেতে পারে।
১)স্তনে চাঁকা বা পিন্ড হাতের স্পর্শ হবে।
২)স্তনের বোটার পরুবর্তন দেখা যাবে যেমন স্তনের বোটা ভেতরে ঢুকে যাবে বা বাঁকা হয়ে যাবে।
৩)স্তনের বোটা দিয়ে অস্বাভাবিক রস বের হবে।
৪) স্তনের চামড়ার রং বা চেহারার পরিবর্তন দেখা দিবে।
৫)বহু মূলে পিন্ড বা চাকা দেখা যাবে।
তো এগুলো হচ্ছে লক্ষন বা উপসর্গ।
আমাদের দেশের মহিলারা বেশির ভাগই একটু লাজুক টাইপের যখন রোগটা শুরুতে প্রকাশ পায় তখন এটাকে অবহেলা বা লজ্জায় কোন ডাঃ এর সরনা প্রন্ন হতে চান না, এবং ফ্যেমিলির কারো সাথে সেয়ার করতে চায় না।যখন এই রোগটি ক্যান্সারে রুপান্তরিত হয় তখন সেয়ার করে। তাই আমি বলছি লজ্জা না পেয়ে জাদের এই লক্ষন দেখা দিবে দ্রুত ফ্যেমিলির সাথে সেয়ার করেন অথবা ডাঃ এর সরনা পর্ন হন।

আমরা আজকে যেই রোগ সম্পর্কে বলবো তা হচ্ছে ফ্রাইব্রোএডিনোমা। এটি এক ধরনের টিউমার যেটি নারী এবং পুরুষ উভয়ের হয়ে থাকে, তবে ত...
14/07/2022

আমরা আজকে যেই রোগ সম্পর্কে বলবো তা হচ্ছে ফ্রাইব্রোএডিনোমা। এটি এক ধরনের টিউমার যেটি নারী এবং পুরুষ উভয়ের হয়ে থাকে, তবে তুলনামূলক নারীরা এই রোগে আক্রান্ত বেশি হয়ে থাকে। তাই আমরা আজকে এই রোগ কি? কেনো হয়? কাদের হয়? এবং এর প্রতিকার। সর্ব প্রথম আমরা জানি ফ্রাইব্রোএডিনোমা কি?ফ্রাইব্রোএডিনোমা স্তনের খুব কমন একটি টিউমার যা ক্যান্সার জাতীয় না।সাধারণত এটি ১৫ থেকে ৩৫ বছর বয়সী নারীদের এ টিউমার বেশি হয়ে। অধিকাংশ ক্ষেত্রে এটি স্তনে একটি ব্যাথা বিহীন চাকা হিসাবে ধরা পড়ে, যা অনেকটা গোল রাবারের মতো অনুভূত হয়,এবং স্তনের ভিতর সহজে নারানো যায়।এজন্য এটাকে ব্রেস্ট মাউস বলা হয়।যদি ও এটি সাধারণত ব্যাথা হীন তবে অনেক সময় এতে ব্যাথা হতে পারে। বিশেষ করে মহিলাদের বেলায় যখন তাদের পিরিয়ড শুরু হয়।এখন আসি যে ফ্রাইব্রোএডিনোমা কেনো হয় এবং কাদের হয়? ফ্রাইব্রোএডিনোমার সঠিক কারণ এখনো বিশেষঙ্গগন জানতে পারেনি। তবে ধারণা করা হয়ে থাকে এটি এস্ট্রোজেন নামক হরমোনের অতিরিক্ত সেন সেটি ভিটি কারণে হয়ে থাকে।
(বাকিটা আগামীকাল)

ব্রেস্ট ক্যান্সার এর লক্ষন সমপক্ষে কিছু কথা বলবো।ব্রেস্ট ক্যান্সার সারা বিশ্বে বর্তমানে ২৮ জন মহিলাদের মধ্যে একজনের হয়ে ...
13/07/2022

ব্রেস্ট ক্যান্সার এর লক্ষন সমপক্ষে কিছু কথা বলবো।
ব্রেস্ট ক্যান্সার সারা বিশ্বে বর্তমানে ২৮ জন মহিলাদের মধ্যে একজনের হয়ে থাকে। এবং ২০৩০ সালের মধ্যে এ-ই রোগ একটা ভয়ংকর আকার নিতে পারে বলে ধারণা করা হচ্ছে,
ব্রেস্ট ক্যান্সারের লক্ষন কি?
প্রথমে বলি আজ থেকে চাঁর হাজার বছর আগে প্রেথিরেসে একটা প্রথম রুথি পাওয়া যায় ব্রেস্ট ক্যান্সারের। স্তনে দুই ধরনের ক্যান্সার হয়।এতে তারা বলেছিলো। একটা হলো কুল টাইঃমানে ব্যাথা জনতন্ত্রনা কিছু থাকে না।আর একটা হলো। হট টাইঃমানে যাতে খুব জনতন্রা থাকে। চাঁর হাজার বছর আগের অবজারভেশন হচ্ছে যেটাতে ব্যাথা থাকেনা সেটা বেশি এগরে ছিব হয়।
কি ভাবে বুঝবেন আপনার স্তন ক্যান্সার হওয়ার ৪ টি লক্ষন।১)স্তনে ভাজ পরা।২)বিন্ত দিয়ে রক্ত পড়া। ৩)গোসল করার সময় স্তনে জনতনা হীন ঘামাচির মতো ছোট ছোট কিছু দেখা। ৪)বিন্ত ভিতরে ঢুকে যাচ্ছে। এই লক্ষন গুলো দেখলে সাথে সাথে ডাঃ এর সাথে যোগাযোগ করুন।

আয়ুর্বেদিক ও ইউনানী সাস্থ্য বিষয়ক সব �

আমাদের সেবা পেতে যোগাযোগ করুন।
26/06/2022

আমাদের সেবা পেতে যোগাযোগ করুন।

আসসালামু আলাইকুম। যারা অনেক দিন ধরে বিভিন্ন  ব্যাথায় ভুগছেন,  আমরা তাদের  জন্য নিয়ে এসেছি কিছু নতুন প্রোডাক্ট। আজি যোগায...
18/06/2022

আসসালামু আলাইকুম।
যারা অনেক দিন ধরে বিভিন্ন ব্যাথায় ভুগছেন, আমরা তাদের জন্য নিয়ে এসেছি কিছু নতুন প্রোডাক্ট। আজি যোগাযোগ করুন, ইনশাআল্লাহ জতো পুরাতন ব্যাথা হোক সেরে যাবে।

12/06/2022

কেমন আছেন সবাই?
আর মাত্র কয়েক টা দিন অপেক্ষা করেন, আমরা আপনাদের জন্য কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আসবো।

Address

Chandpur

Telephone

+8801825549625

Website

Alerts

Be the first to know and let us send you an email when Herbal Medicin Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram