সোহাগের জন্য আমরা

সোহাগের জন্য আমরা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সোহাগের জন্য আমরা, Medical and health, Kashinagar, Chauddagram.

👉 জানাজার নামাজ আগামীকাল সকাল ১০টায়📍 কাশিনগর বি এম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।সবাইকে জানাজায় অংশগ্রহণ করে মরহুমে...
27/07/2025

👉 জানাজার নামাজ আগামীকাল সকাল ১০টায়
📍 কাশিনগর বি এম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

সবাইকে জানাজায় অংশগ্রহণ করে মরহুমের জন্য দোয়া করার অনুরোধ জানানো হচ্ছে।

আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।

আমরা গভীরভাবে শোকাহত।আজ সন্ধ্যা ৬টায় সোহাগ স্যার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আল্লাহ...
27/07/2025

আমরা গভীরভাবে শোকাহত।
আজ সন্ধ্যা ৬টায় সোহাগ স্যার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহ তায়ালা স্যারের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
দয়া করে সবাই তাঁর জন্য দোয়া করবেন।

18/07/2025

সোহাগ স্যারের বর্তমান শারীরিক অবস্থা ও গুরুত্বপূর্ণ অনুরোধ:

প্রিয় সবাই,

আমাদের প্রিয় সোহাগ স্যার বর্তমানে অনেক দুর্বল। পাতলা পায়খানা ও ভাইরাসজনিত দুর্বলতার কারণে তাঁর শরীর একেবারেই ভেঙে পড়েছে। তিনি নিজে থেকে উঠে বসতে বা হাঁটাচলা করতে পারছেন না।

ডাক্তাররা জানিয়েছেন, ভাইরাসের প্রভাব শরীর থেকে এখনো পুরোপুরি কাটেনি। তাই সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে—যত্ন, বিশ্রাম ও ধৈর্যই এখন প্রধান চিকিৎসা।

এ অবস্থায় অনেকেই স্যারের খোঁজ নিতে ফোন বা মেসেঞ্জারে কল করছেন, যেটা সম্পূর্ণ শুভ উদ্দেশ্য থেকেই করছেন—তা আমরা জানি এবং কৃতজ্ঞও। তবে সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে এ মুহূর্তে স্যারের মোবাইলে কল না করার চেষ্টা করুন। বারবার ফোন আসায় তাঁর বিশ্রামে ব্যাঘাত ঘটছে এবং তা শরীরের উপর বাড়তি চাপ তৈরি করছে।

আপনাদের দোয়া ও ভালোবাসাই এখন সবচেয়ে বড় শক্তি স্যারের জন্য।

সবাই স্যারের জন্য অন্তর থেকে দোয়া করবেন—আল্লাহ যেন দ্রুত তাঁকে সুস্থতা দান করেন।

আপনাদের ভালোবাসা ও সহযোগিতায়ই আমরা আশাবাদী।

 #সোহাগ_স্যার_এর_সর্বশেষ_অবস্থাআপনাদের দোয়া ও সহযোগিতায় এবং মহান আল্লাহর অশেষ রহমতে স্যারের বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট ...
29/06/2025

#সোহাগ_স্যার_এর_সর্বশেষ_অবস্থা

আপনাদের দোয়া ও সহযোগিতায় এবং মহান আল্লাহর অশেষ রহমতে স্যারের বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে সম্পন্ন হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ট্রান্সপ্ল্যান্টের পর একটি ভাইরাস আক্রমণের সম্ভাবনা থাকে, আর ঠিক সেটাই আবার আক্রমণ করেছে। যার কারণে, সেই অদম্য ইচ্ছাশক্তি নিয়ে আবার স্কুলে যোগ দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার যে আশাটা ছিল, তা আপাতত কিছুটা ব্যাহত হয়েছে।

আপনারা হয়তো সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় স্যারের একটি ছবি দেখেছেন—বর্তমানে স্যারের অবস্থা ঠিক সেইরকমই। তবে আলহামদুলিল্লাহ, আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে আছেন। ভাইরাসটা পুরোপুরি কেটে গেলেই, ইন শা আল্লাহ, আবার আমাদের মাঝে আগের মতো ফিরে আসবেন।

স্যার, আপনি ফিরে আসুন—আমরা সবাই, লক্ষ-শতাধিক মানুষ, আল্লাহর দরবারে আপনার জন্যই দোয়া করছি। ইন শা আল্লাহ, সেই দোয়া কবুল হবে, আপনি আবার আমাদের মাঝে আগের মতো প্রাণবন্ত হয়ে ফিরে আসবেন।
তীরে এসে যেন তরী ডুবে না যায়...

আমরা যারা সোহাগ স্যারের জন্য একসময় একসাথে এগিয়ে এসেছিলাম, আজ আবার সেই ডাকে সাড়া দেওয়ার সময় এসেছে। আপনাদের অক্লান্ত সহযোগিতা আর মহান আল্লাহর রহমতে প্রায় ৬০ লাখ টাকার চিকিৎসা ব্যয় তখন কভার করা সম্ভব হয়েছিল। বাকি খরচের অনেকটা স্যারের পরিবার থেকে জোগান দেওয়া হয়েছে—জমি বিক্রি করে, সবকিছু নিঃশেষ করে। কিন্তু কতটুকুই বা তারা পারবে?

্যন্ত_প্রায়_৯০_লাখ_টাকার_বেশি_খরচ_হয়ে_গেছে।

এখনও কিছু টাকার প্রয়োজন। হয়তো আবার একবার আমরা সবাই মিলে একটু ঝাঁপিয়ে পড়তে পারলে—এই শেষ প্রান্তে এসে স্যারের জন্য নতুন জীবনের পথটা আরও একটু সহজ হয়ে যেত।

আমরা কি পারি না, আর একবার স্যারের পাশে দাঁড়াতে? এই মানুষটা, যে নিজের প্রাণপণ চেষ্টা আর ইচ্ছাশক্তি দিয়ে বাঁচার জন্য লড়ে যাচ্ছে, তার তরীটা তীরে এসে ডুবে যেতে দেব?

এই সংগ্রামে আমরা কেউ একা নই। চলুন, আবার একবার হাত বাড়াই, আরেকটা বার্তা দিই—"স্যার, আমরা এখনো আছি, আপনার পাশে।"

আসুন, সবাই মতামত দিন, পরামর্শ দিন, ও এগিয়ে আসুন—আরও একবার, স্যারের পাশে।

আমাদের প্রিয় সোহাগ স্যারের আজ থেকে বোনমেরু  ট্রান্সপ্লান্টের  চিকিৎসা শুরু হয়েছে। ছোট ভাই শামীম হাসান থেকে আগামী ২৪-০৫-২...
15/05/2025

আমাদের প্রিয় সোহাগ স্যারের আজ থেকে বোনমেরু ট্রান্সপ্লান্টের চিকিৎসা শুরু হয়েছে। ছোট ভাই শামীম হাসান থেকে আগামী ২৪-০৫-২৫ তারিখে স্টীম সেল নিবে। তা সোহাগ স্যারের শরীরে স্থাপন করা হবে। সোহাগ স্যার সকলের কাছে বিশেষভাবে দোআ চেয়েছেন।

 #আমাদের_প্রিয়_সোহাগ_স্যারের_বর্তমান_অবস্থা।ডাক্তারদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ০৬-০৪-২০২৫ ইং থেকে হাইডোজ কেমোথেরাপি দ...
29/04/2025

#আমাদের_প্রিয়_সোহাগ_স্যারের_বর্তমান_অবস্থা।

ডাক্তারদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ০৬-০৪-২০২৫ ইং থেকে হাইডোজ কেমোথেরাপি দেওয়া হয়। যাতে ক্যান্সার জীবানুকে ধ্বংস করে বোনমেরু ট্রান্সপ্লান্টের জন্য উপযোগী করে তোলা যায়। সাত দিন কেমোথেরাপি শেষ করার পর ব্লাডের কাউন্ট কমে যাওয়ার পর কাউন্ট বাড়ার অপেক্ষা করতে থাকেন। শরীরের অন্যান্য ইনফেকশনের কারণে কাউন্ট না বাড়ায় বারো ঘন্টা পর পর হাই পাওয়ারী ইনজেকশন পুষ করতে থাকে। এক পর্যায়ে
ডাক্তারদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ০৬-০৪-২০২৫ ইং থেকে হাইডোজ কেমোথেরাপি দেওয়া হয়। যাতে ক্যান্সার জীবানুকে ধ্বংস করে বোনমেরু ট্রান্সপ্লান্টের জন্য উপযোগী করে তোলা যায়। সাত দিন কেমোথেরাপি শেষ করার পর ব্লাডের কাউন্ট কমে যাওয়ার পর কাউন্ট বাড়ার অপেক্ষা করতে থাকেন। শরীরের অন্যান্য ইনফেকশনের কারণে কাউন্ট না বাড়ায় বারো ঘন্টা পর পর হাই পাওয়ারী ইনজেকশন পুষ করতে থাকে। এক পর্যায়ে ২০-০৪-২০২৫ ইং ডাক্তার রিলিজ দেন।
বাসায় গিয়ে নিউট্রফিল কাউন্ট বাড়ার জন্য ঔষধের সাথে বারো ঘন্টা পরপর হাই পাওয়ারি ইনজেকশন পুষ করার সিদ্ধান্ত দেন।

২৪-০৪-২৫ইং রাতে হঠাৎ কাঁপনি দিয়ে জ্বর আসে। রাত দুইটায় তাড়াতাড়ি হাসপাতালে ডিউটি ডাক্তারের সাথে যোগাযোগ করলে তিনি ঔষধ লিখে দেন। আর সকালে CBC আর S.electrolytes করে রিপোর্ট দেখাতে বলেন। সকালে পরীক্ষার পর রিপোর্ট মোটামোটি ভালো পাওয়া যায়। নিউট্রফিল কাউন্ট কিছুটা বেড়েছে আলহামদুলিল্লাহ।
পরে ডাক্তার ইনজেকশন বন্ধ করে দেন।আবার সোমবার পরীক্ষা করে প্রধান ডাক্তারকে দেখাতে বলেন। সোমবার ২৮-০৪-২৫ প্রধান ডাক্তারকে দেখালে তিনি রিপোর্ট দেখে বলেন ইনজেকশন বন্ধ হওয়ার ১৫ দিন পর তথা আগামী ১০-০৫-২৫ ইং MRD পরীক্ষা ইন্ডিয়া পাঠাবেন। যদি রিপোর্টে ক্যান্সার জীবানু জিরো আসে তাহলে সাথে সাথে বোনমেরু ট্রান্সপ্লান্ট শুরু করবেন। আর যদি জীবাণু জিরো না হয়, তাহলে যেই কেমোথেরাপি ব্যবহার করেছেন তা পুনরায় দ্বিতীয় সাইকেল দিবেন। MRD পরীক্ষা করা পর্যন্ত বাসায় নিরাপদে কোলাহল মুক্ত পরিবেশে রেস্টে থাকতে বলেন।

বাসায় এখন শারীরিক কিছুটা ভালো বোধ করায় বসে বসে নামাজ পড়া শুরু করেছেন।
সোহাগ স্যার সর্বদা আপনাদের দোআ কামনা করেন। তাঁর আশা তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আবারো শ্রেষ্ঠ সম্পদ ছাত্র গড়ায় মনোনিবেশ করতে পারবেন। আপনাদের ভালোবাসা আর মনোবল সোহাগ স্যারকে সর্বদা অনুপ্রাণিত করে। দূরে থেকেও আপনাদের ভালোবাসার প্রতিটা বিন্দু তিনি অনুভব করেন। সকলের কাছে তিনি বিশেষভাবে দোআ চেয়েছেন। তিনি তাঁর দোআয় আপনাদের সর্বদা স্মরণ করেন।

 #সোহাগ_স্যারের_আপডেট আমাদের প্রিয় সোহাগ ভাইয়ের বর্তমান  অবস্থা। সোহাগ ভাইকে গত  ২২-০৩-২০২৫ রাতে আজগর আলী হাসপাতালে ভর্ত...
19/04/2025

#সোহাগ_স্যারের_আপডেট

আমাদের প্রিয় সোহাগ ভাইয়ের বর্তমান অবস্থা। সোহাগ ভাইকে গত ২২-০৩-২০২৫ রাতে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। তখন ভাইয়ের পেশার ঘন্টায় ঘন্টায় কমতে থাকে। পরে ডাক্তারগণ ইমার্জেন্সী আইসিইউতে নিয়ে যায়। আইসিইউতে দুই দিন রাখার পর অবস্থা কিছুটা স্বাভাবিক হলে পুনরায় ওয়ার্ডে নিয়ে আসা হয়। তখন পেশার কন্ট্রোল রাখার জন্য নিয়মিত ঔষধ লাগিয়ে রাখে। ঔষধ বন্ধ করে দিলে পেশার পুনরায় কমে যেত। তাই ঔষধ কোনভাবেই বন্ধ করা যাচ্ছিল না। ডাক্তারদের মতে যেহেতু ভাইয়ার হার্টের রেঞ্জ কম তাই হার্টের শক থেকেই পেশার কমে যায়। এভাবে কয়েকদিন ঔষধ ব্যবহারের পর ধীরে ধীরে পেশার কন্ট্রোলে আসতে থাকে, এবং কয়েকদিন পর ঔষধের সাপোর্ট ছাড়াই পেশার কন্ট্রোলে আসতে শুরু করে আলহামদুলিল্লাহ।
এদিকে ভাইয়ার পায়ুপথে একটা একটা বিচি ছিল, যাতে অসহনীয় ব্যথা ছিলো। এর কারণে অন্যান্য ইনফেকশন হওয়া শুরু করে। এদিকে ঈদের ছুটি থাকায় হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও এরজন্য ওটিতে নিতে পারছিলেন না। তাই অন্যান্য ঔষধ দিয়ে ব্যাথা দমিয়ে রাখার চেষ্টা করে। কয়েকদিন পর বিচিটা পেঁকে গলে যায়। তখন আর ওটিতে নেওয়া লাগে নি। বরং ওয়ার্ডেই নিয়মিত ড্রেসিং করতে থাকে।
এভাবেই অবস্থা কিছুটা স্বাভাবিক হলে ডাক্তার পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী কেমুথেরাপী শুরু করার সিদ্ধান্ত নিলেন। তাই বললেন ০৬-০৪-২০২৫ থেকে কেমোথেরাপি শুরু হবে।ডাক্তার বললেন কেমোথেরাপির জন্য হাসপাতালে ভর্তি থাকতে হবে না। তোমরা পাশে বাসা নাও, আর দৈনিক চার ঘন্টা করে ডে-কেয়ার থেকে কেমোথেরাপি নিয়ে বাসায় চলে যাবে। এই সিদ্ধান্তের উপর আমাদের ০৫-০৪-২০২৫ ছুটি দেওয়া হয়।

আমরা পাশে বাসা নিয়ে ঐখানে ভাইয়াকে উঠালাম।পরেরদিন কেমোথেরাপির জন্য হাসপাতালে যখন আসি, তখন ডাক্তার খবর পাঠান জরুরী ভিত্তিতে দেখা করতে। দেখা করার পর ডাক্তার বললেন, তোমার বিষয়ে ইন্ডিয়ার ডাক্তারদের সাথে পরামর্শ করা হয়। তারা কেমোথেরাপির ধরণ ভিন্ন বলেছেন। তাই যেই সিদ্ধান্ত দিয়েছেন তার জন্য হাসপাতালে ভর্তি হতে হবে।ভাইয়ার ইনফেকশন থাকায়, আর নিউট্রিফিল তথা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় ডাক্তার বলেন সিঙ্গেল কেবিনে ভর্তি হতে হবে। ডাক্তার ফোন দিয়ে এক কোনায় তা ব্যবস্থা করে দিলেন।
৬-০৪-২০২৫ আবার ভর্তি হওয়ার পর বিকেল থেকে কেমুথেরাপী শুরু করেন।৷ সাতদিন lv তথা স্যালাইনের মাধ্যমে কেমোথেরাপি দেওয়া হয়।এর মধ্যে দৈনিক কয়েকবার করে জ্বর আসত। পরে জ্বর কেন আসছে তা জানার জন্য blood cs পরীক্ষা করা হয়। পরে তাতে একটা খারাপ
ইনফেকশন ধরা পরে। তাই ইনফেকশন রোধ করতে দামি দামি এন্টিবায়োটিক ব্যবহার করা হয়। ঐদিকে সাতদিন পর ওরাল/ মুখে কেমোথেরাপি শুরু করে। এদিকে কাউন্ট বেশী কমে যাওয়ায় ওরাল কেমোথেরাপি বন্ধ করে দেন।
আর এই পর্যন্ত ৫ ব্যাগ rcc blood এবং তিন ব্যাগ Sdp- single donor platelet দেওয়া হয়।

দৈনিক দামি দামি এন্টিবায়োটিক ব্যবহারের ফলে জ্বর আর ইনফেকশন কিছুটা কন্ট্রোলে আসে। আর পায়ুপথে দৈনিক তিনবার ড্রেসিং করতে হয়।এরমধ্যে আবার পারমাকেট লাইন/ যেই লাইন দিয়ে স্যালাইন দেওয়া হয়,তাতে একটু সমস্যা হওয়ায় ওটিতে নিয়ে ঠিক করা হয়।
জ্বর কন্ট্রোল আসায় ডাক্তার বলেন নিউট্রফিল কাউন্ট কিছুটা বাড়লে বাসায় যাওয়ার ছুটি দেওয়া হবে। তবে অনেক নিরাপদ স্থানে থাকতে হবে। আশেপাশে কেউ আসা যাবে না।
কাউন্ট বাড়ার ১৪-১৫ দিন পর পরীক্ষা করবে। এতে যদি দেখা যায় ক্যান্সার জীবাণু জিরো হয়েছে তাহলে সরাসরি বোনমেরু ট্রান্সপ্লান্ট করবে। আর যদি জীবানু জিরো না হয়, তাহলে পুনরায় দ্বিতীয় সাইকেল কেমোথেরাপি দিতে হবে।
যেহেতু এলোজেনিক বোনমেরু হবে তাই বাকী দুই ভাই এক বোনের সাথে HLA পরীক্ষা করা হয়। সবার সাথে ৫০% করে মিল হয়। তখন শামীম ছোট ভাইয়ের ব্লাড সেলের সাথে বেশী মিল হওয়ায় আরেকটা পরীক্ষা Anti HLA antibodyএকটা পরীক্ষার টেস্ট পাঠানো হয়।
আলহামদুলিল্লাহ ভাইয়ার অবস্থা কিছুটা উন্নতির দিকে। এবং দূরে থেকেও আপনাদের ভালোবাসার উষ্ণতা অনুভব করেন।এবং নিয়মিত আপনাদের ভালোবাসার কথাগুলো আলোচনা করেন। সকলে দোআ করবেন আল্লাহ যেন দ্রুত সুস্থতা নসীব করেন।

কার্টেসি: সোহাগ স্যারের ভাই।

ওমর ফারুক সোহাগ ভাইয়ের সর্বশেষ আপডেট:আলহামদুলিল্লাহ, সোহাগ ভাইকে ইতোমধ্যেই আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। বিশ...
24/03/2025

ওমর ফারুক সোহাগ ভাইয়ের সর্বশেষ আপডেট:

আলহামদুলিল্লাহ, সোহাগ ভাইকে ইতোমধ্যেই আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। বিশেষ করে তাঁর রক্তচাপ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, যা স্বস্তির বিষয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাঁকে কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

পরবর্তী ধাপে, কেমোথেরাপি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার পরিকল্পনা রয়েছে, যা ৫ তারিখের পর শুরু হবে। কারণ, সংশ্লিষ্ট চিকিৎসকরা তার আগ পর্যন্ত পাওয়া যাবেন না, আর কেমোথেরাপির সময় রক্তের প্রয়োজন হবে, যা আগে সংগ্রহ করাও কঠিন হতে পারে।

যদি তাঁকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়, তবে সবার প্রতি একটি বিশেষ অনুরোধ—
সোহাগ ভাইয়ের আশেপাশে ভিড় না করা, যতটা সম্ভব দূর থেকে দোয়া করা। কারণ, তাঁর নিউট্রোফিল বা রোগ প্রতিরোধ ক্ষমতা এখন অত্যন্ত কম। ফলে যেকোনো সংক্রমণ তাঁর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে।

এই সংকটময় মুহূর্তেও তিনি আপনাদের ভালোবাসা অনুভব করছেন এবং আপডেট জানিয়ে যাচ্ছেন। সোহাগ ভাই জানেন, আপনারা সবাই তাঁকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, তাঁর সুস্থতার জন্য দোয়া করছেন।

আপনাদের ভালোবাসা, দোয়া ও সহায়তা তাঁর জন্য অসীম শক্তির উৎস। তাই আগের মতোই সবাই দোয়া ও মানসিক সমর্থন দিয়ে পাশে থাকুন। আল্লাহ তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন—আমিন।

23/03/2025

আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ

কিছুক্ষণ আগে সোহাগ ভাই ICU থেকে নিজেই ফোন করে তার সাম্প্রতিক আপডেট জানালেন। এত কিছুর মধ্যে থেকেও তিনি আপনাদের ভালোবাসা আর দোয়ার মূল্য কতটা অনুভব করছেন, সেটা বুঝতেই পারছেন।

আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় তার অবস্থা কিছুটা স্থিতিশীল, রক্তচাপ সামান্য বেড়েছে। যদি সবকিছু স্বাভাবিক থাকে, তাহলে ইনশাআল্লাহ আগামীকাল সকালেই তাকে ICU থেকে ওয়ার্ডে শিফট করা হবে।

আসুন, এক মুহূর্তের জন্যও না থামি —ভাইয়ের পাশে থাকার সংকল্প আরও দৃঢ় করি। যে স্পিরিট আর গতিতে আমরা এগিয়ে এসেছি, সেটাকে বজায় রেখে, আরও একবার ভালোবাসার ঢেউ তুলে সোহাগ ভাইয়ের জন্য আমরা একসঙ্গে মাঠে নামি!

আপডেট পেতে পেইজটি ফলো দিয়ে রাখুন
সোহাগের জন্য আমরা

আসসালামু আলাইকুম।কিছুক্ষণ আগে সোহাগ ভাই ICU থেকে নিজেই ফোন করে তার সাম্প্রতিক আপডেট জানালেন। এত কিছুর মধ্যে থেকেও তিনি আ...
23/03/2025

আসসালামু আলাইকুম।

কিছুক্ষণ আগে সোহাগ ভাই ICU থেকে নিজেই ফোন করে তার সাম্প্রতিক আপডেট জানালেন। এত কিছুর মধ্যে থেকেও তিনি আপনাদের ভালোবাসা আর দোয়ার মূল্য কতটা অনুভব করছেন, সেটা বুঝতেই পারছেন।

আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় তার অবস্থা কিছুটা স্থিতিশীল, রক্তচাপ সামান্য বেড়েছে। যদি সবকিছু স্বাভাবিক থাকে, তাহলে ইনশাআল্লাহ আগামীকাল সকালেই তাকে ICU থেকে ওয়ার্ডে শিফট করা হবে।

আসুন, এক মুহূর্তের জন্যও না থামি —ভাইয়ের পাশে থাকার সংকল্প আরও দৃঢ় করি। যে স্পিরিট আর গতিতে আমরা এগিয়ে এসেছি, সেটাকে বজায় রেখে, আরও একবার ভালোবাসার ঢেউ তুলে সোহাগ ভাইয়ের জন্য আমরা একসঙ্গে মাঠে নামি!

সোহাগ ভাই এর সাম্প্রতিক আপডেট:সোহাগ ভাই বর্তমানে আইসিইউতে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। সব জটিলতা স্বাভাবিক করার জন্য ডা...
23/03/2025

সোহাগ ভাই এর সাম্প্রতিক আপডেট:

সোহাগ ভাই বর্তমানে আইসিইউতে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। সব জটিলতা স্বাভাবিক করার জন্য ডাক্তাররা পর্যবেক্ষণ করছেন এবং পরবর্তী সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নিচ্ছেন, বিশেষ করে তাঁর হার্টএর অবস্থা ততটা ভালো না থাকায় কেমোথেরাপি এখন চালিয়ে যাওয়া হবে কি না, সে বিষয়ে ভাবছেন।

এদিকে, বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য তাঁর ছোট ভাইয়ের শরীর থেকে নেওয়া স্যাম্পলের রিপোর্ট এসেছে, যেখানে ৫০% মিল পাওয়া গেছে। এখন তাঁর ভাই মোহিন ও বোনের স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানো হবে।

সবচেয়ে বড় কথা, সোহাগ ভাই বারবার আপনাদের দোয়ার কথা বলছেন। দয়া করে সবাই তাঁর জন্য দোয়া করবেন, যেন তিনি জলদি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে 🖤

© Saiful Islam

❖ জরুরি বিজ্ঞপ্তি ❖ওমর ফারুক সোহাগ ভাইকে ডাক্তার কিছুদিন মোবাইল ব্যবহার ও বেশি কথা বলা থেকে বিরত থাকতে বলেছেন, কারণ তার ...
18/03/2025

❖ জরুরি বিজ্ঞপ্তি ❖

ওমর ফারুক সোহাগ ভাইকে ডাক্তার কিছুদিন মোবাইল ব্যবহার ও বেশি কথা বলা থেকে বিরত থাকতে বলেছেন, কারণ তার শারীরিক অবস্থা দুর্বল এবং হার্ট পাম্পিং রেট ৪৫%-এর নিচে নেমে গেছে।

✅ জরুরি বার্তা থাকলে দয়া করে আমি বা সাহেদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন।
✅ পরিবারের সঙ্গে জরুরি বিষয়ে কথা বলতে হলে সরাসরি তার বাবার সঙ্গে যোগাযোগ করুন ।
✅ সোহাগ ভাইকে বিশেষ কিছু জানাতে হলে তার WhatsApp/Messenger-এ টেক্সট করুন, তবে কল দেবেন না।

আপনাদের ভালোবাসা ও চিন্তা আমরা বুঝি, কিন্তু দয়া করে তার শারীরিক অবস্থা বিবেচনা করে চলুন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন। 🤲

Mamunur Rashid-01813123748
Monjorul Hasan Sahed 0162511 7580
Shohag’s father-01610938265

Address

Kashinagar
Chauddagram
CUMILLA-3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when সোহাগের জন্য আমরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram