29/06/2025
#সোহাগ_স্যার_এর_সর্বশেষ_অবস্থা
আপনাদের দোয়া ও সহযোগিতায় এবং মহান আল্লাহর অশেষ রহমতে স্যারের বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে সম্পন্ন হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ট্রান্সপ্ল্যান্টের পর একটি ভাইরাস আক্রমণের সম্ভাবনা থাকে, আর ঠিক সেটাই আবার আক্রমণ করেছে। যার কারণে, সেই অদম্য ইচ্ছাশক্তি নিয়ে আবার স্কুলে যোগ দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার যে আশাটা ছিল, তা আপাতত কিছুটা ব্যাহত হয়েছে।
আপনারা হয়তো সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় স্যারের একটি ছবি দেখেছেন—বর্তমানে স্যারের অবস্থা ঠিক সেইরকমই। তবে আলহামদুলিল্লাহ, আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে আছেন। ভাইরাসটা পুরোপুরি কেটে গেলেই, ইন শা আল্লাহ, আবার আমাদের মাঝে আগের মতো ফিরে আসবেন।
স্যার, আপনি ফিরে আসুন—আমরা সবাই, লক্ষ-শতাধিক মানুষ, আল্লাহর দরবারে আপনার জন্যই দোয়া করছি। ইন শা আল্লাহ, সেই দোয়া কবুল হবে, আপনি আবার আমাদের মাঝে আগের মতো প্রাণবন্ত হয়ে ফিরে আসবেন।
তীরে এসে যেন তরী ডুবে না যায়...
আমরা যারা সোহাগ স্যারের জন্য একসময় একসাথে এগিয়ে এসেছিলাম, আজ আবার সেই ডাকে সাড়া দেওয়ার সময় এসেছে। আপনাদের অক্লান্ত সহযোগিতা আর মহান আল্লাহর রহমতে প্রায় ৬০ লাখ টাকার চিকিৎসা ব্যয় তখন কভার করা সম্ভব হয়েছিল। বাকি খরচের অনেকটা স্যারের পরিবার থেকে জোগান দেওয়া হয়েছে—জমি বিক্রি করে, সবকিছু নিঃশেষ করে। কিন্তু কতটুকুই বা তারা পারবে?
্যন্ত_প্রায়_৯০_লাখ_টাকার_বেশি_খরচ_হয়ে_গেছে।
এখনও কিছু টাকার প্রয়োজন। হয়তো আবার একবার আমরা সবাই মিলে একটু ঝাঁপিয়ে পড়তে পারলে—এই শেষ প্রান্তে এসে স্যারের জন্য নতুন জীবনের পথটা আরও একটু সহজ হয়ে যেত।
আমরা কি পারি না, আর একবার স্যারের পাশে দাঁড়াতে? এই মানুষটা, যে নিজের প্রাণপণ চেষ্টা আর ইচ্ছাশক্তি দিয়ে বাঁচার জন্য লড়ে যাচ্ছে, তার তরীটা তীরে এসে ডুবে যেতে দেব?
এই সংগ্রামে আমরা কেউ একা নই। চলুন, আবার একবার হাত বাড়াই, আরেকটা বার্তা দিই—"স্যার, আমরা এখনো আছি, আপনার পাশে।"
আসুন, সবাই মতামত দিন, পরামর্শ দিন, ও এগিয়ে আসুন—আরও একবার, স্যারের পাশে।