Khilpara Blood Donate Club

  • Home
  • Khilpara Blood Donate Club

Khilpara Blood Donate Club Khilpara, Chatkhil, Noakhali

অমর ২১শে ও আন্তর্জা‌তিক মাতৃভাষা দিব‌সের প্রথম প্রহ‌রে খিলপাড়া ব্লাড ডো‌নেট ক্লা‌বের পক্ষ থে‌কে পুষ্প স্তবক অর্পন।
21/02/2025

অমর ২১শে ও আন্তর্জা‌তিক মাতৃভাষা দিব‌সের প্রথম প্রহ‌রে খিলপাড়া ব্লাড ডো‌নেট ক্লা‌বের পক্ষ থে‌কে পুষ্প স্তবক অর্পন।

খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের ৯ম বর্ষপূর্তি সুন্দর ও সুশৃংখলভাবে সফল করার জন্য সকল সদস্যবৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ অভি...
23/10/2024

খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের ৯ম বর্ষপূর্তি সুন্দর ও সুশৃংখলভাবে সফল করার জন্য সকল সদস্যবৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ অভিনন্দন।

💓 সৃষ্টির সেবাই স্রষ্টার সন্তুষ্টি 💓মানবতার প্রয়োজনে, আপনাদের সাথে আছে খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাব। "খিলপাড়া ব্লাড ডোনেট ক...
22/10/2024

💓 সৃষ্টির সেবাই স্রষ্টার সন্তুষ্টি 💓

মানবতার প্রয়োজনে, আপনাদের সাথে আছে খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাব।

"খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাব" নোয়াখালী জেলার স্বনামধন্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যার প্রতিষ্ঠাকাল ২০১৫ সালের শেষের দিকে। একদল স্বেচ্ছাসেবক এবং হাজারো মুমূর্ষু রোগীদের রক্তদানের মাধ্যমে এগিয়ে যাচ্ছে সংগঠনটি।।

সংগঠনের সকল সদস্যের পরিশ্রম ও সহযোগিতায় বর্তমানে "খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাব" ৯টি বছর সুন্দর ও সফলভাবে অতিক্রম করে ১০ম বছরে পদার্পণ করতে যাচ্ছে।

মানব সেবার জন্য প্রতিষ্ঠিত অত্র সংগঠনের প্রতিষ্ঠার সময়টিকে স্মরণীয় করে রাখার জন্য আজ ২২ অক্টোবর ২০২৪ইং "খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাব " পরিবার ৯ম বর্ষপূর্তি উৎসব উদযাপন করতে যাচ্ছি।

উক্ত অনুষ্ঠানে খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের সকল শুভানুধ্যায়ী ও সদস্যদের আজ সন্ধ্যা ৬ ঘটিকার সময় ক্লাবের কার্যালয়ে এসে অনুষ্ঠান কে সুন্দর সফল করার জন্য বিনীতভাবে অনুরোধ করা গেলো।

শুভেচ্ছান্তে
--------------
মোঃ মামুনুল ইসলাম মামুন
সভাপতি
খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাব।

11/09/2024

আপনারা আামাদের কে ভুলে যাইয়েন না, আমাদের মনে রাইখেন!

23/08/2024

খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের স্বেচ্ছাসেবীরা রাত-বিরাতে খাবার পৌঁছে দিচ্ছে বন্যা কবলিত মানুষদের জন্য।

Khilpara Blood Donate Club 💪✌️

আলহামদুলিল্লাহ খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সারাফাত হোসেন Sarafat hossain প্যারিস অলিম...
28/04/2024

আলহামদুলিল্লাহ খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সারাফাত হোসেন Sarafat hossain প্যারিস অলিম্পিক ২০২৪ এ স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচিত হয়। বাংলাদেশ থেকে মোট ১০ জন স্বেচ্ছাসেবক ডাক পেয়েছেন প্যারিস অলিম্পিকে।
তার এই সফলতার পিছনে তার সাথে একান্ত আলাপচারিতায়......

" ২০২৩ সালে মার্চ মাসে অনলাইনে দীর্ঘ প্রক্রিয়ায় আবেদনের মাধ্যমে ২০ ডিসেম্বর ২০২৩ প্যারিস অলিম্পিক ২০২৪ এ স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচিত হই। উল্লেখ্য যে স্বেচ্ছাসেবক হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩ লক্ষ স্বেচ্ছাসেবীর আবেদনের মধ্য থেকে ৪৫০০০ হাজার সেচ্ছাসেবক হিসেবে নির্বাচিত হয় তন্মধ্যে ইন্টারভিউ এর মাধ্যমে আমাকে প্রথমে "Welcoming and guiding spectators in Olympics " এবং পরে "Competition air crew member in Paralympic " এই দুইটি মিশনে নির্বাচিত করা হয়।

বাংলাদেশ থেকে [ আমি সহ আরো ১০ জন স্বেচ্ছাসেবক এর ডাক পেয়েছে ]

পুরো আবেদন প্রক্রিয়া আমাকে স্বেচ্ছাসেবী হিসেবে অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে যার বেশির ভাগ অভিজ্ঞতার গল্প " খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের " । সকলের কাছে আমি দোয়া প্রত্যাশী।
ধন্যবাদ

খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের পক্ষ থেকে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানা...
24/04/2024

খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের পক্ষ থেকে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

খিলপাড়া ব্লাড ডো‌নেট ক্লা‌বের সিনিয়র সহ- সভাপতি  জনাব রফিকুল আলম (লিটন) কিছুক্ষণ আগে ঢাকা ইবনে সিনা হাসপাতালে  চিকিৎসাধ...
23/04/2024

খিলপাড়া ব্লাড ডো‌নেট ক্লা‌বের সিনিয়র সহ- সভাপতি জনাব রফিকুল আলম (লিটন) কিছুক্ষণ আগে ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের পক্ষ থেকে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

"বিশ্বাসী বন্ধনে আমরা এগিয়ে যাওয়ার প্রত্যয়ে" এই স্লোগানে  অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ক...
07/04/2024

"বিশ্বাসী বন্ধনে আমরা এগিয়ে যাওয়ার প্রত্যয়ে" এই স্লোগানে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাব। আজ রবিবার সকাল থেকে খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি ও ক্লাবের কার্যনির্বাহী সদসবৃন্দ প্রায় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার বিতরণ করেন।
উল্লেখ্য, সেচ্ছাসেবী সামাজিক
সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় মানুষের সহযোগিতায় সকল সময় পাশে ছিল। বিভিন্ন বড় ধরনের দূর্যোগে, করোনা কালীন সময়ে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান, পথচারীর মাঝে মাস্ক বিতরণ, সচেতনতামূলক ক্যাম্পেইন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, রক্তদান কর্মসূচিসহ নানা সামাজিক কাজে নিযুক্ত আছে এ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাব৷

ইন্নালিল্লাহ... এই মাত্র লক্ষ্মীপুর রামগতি সড়কে (সুতার গোপ্টা)  সি এন জি এবং পিকাপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ!
10/03/2024

ইন্নালিল্লাহ...
এই মাত্র লক্ষ্মীপুর রামগতি সড়কে (সুতার গোপ্টা) সি এন জি এবং পিকাপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ!

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ বিকাল ৩ ঘটিকায় ঐতিহাসিক খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নোয়াখালী -০১ ( চাটখিল - ...
10/03/2024

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ বিকাল ৩ ঘটিকায় ঐতিহাসিক খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নোয়াখালী -০১ ( চাটখিল - সোনাইমুড়ী ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এইচ. এম ইব্রাহিম এম. পি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য জনাব এইচ. এম ইব্রাহিম এম. পি মহোদয় কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মোঃ মামুনুল ইসলাম মামুন ও সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ রফিকুল আলম লিটন ভাই। অনুষ্ঠান শেষে মাননীয় সাংসদ জননেতা এইচ. এম ইব্রাহিম এম. পি মহোদয় সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷

Address


Alerts

Be the first to know and let us send you an email when Khilpara Blood Donate Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share