Good Health

Good Health স্বাস্থ্যই সম্পদ। জীবনটাকে আলোকিত করুন

04/04/2023

☘️ আসসালামু আ"লা"ইকু"ম ☘️
ও"জ"ন বাড়াতে আর নয় মেডিসিন! ওজন বাড়ান প্রাকৃতিক উপাদানে তৈরি মিল্ক সেক/প্রোটিন সেক খেয়ে। এই রমজানে
ইফাতারের পর হোক ১ নাম্বার কোয়ালিটি সম্পন্ন প্রোটিন সেক,
অডার করতে এখনই ইনবক্স করুন।

বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিন
14/12/2022

বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিন

নিয়মিত অনুসরন করুন।
08/12/2022

নিয়মিত অনুসরন করুন।

বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিন।
07/12/2022

বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিন।

আজকের অডার 🥰
06/12/2022

আজকের অডার 🥰

চি"কন স্বা"স্হ্য বৃদ্ধি করুন।বিশ্বমানের কোয়ালিটি সম্পন্ন ফুড সাপ্লিমেন্ট খেয়ে সুস্থ সবল দেহ করুন ন্যাচারাল ফর্মুলায়। বিস...
26/11/2022

চি"কন স্বা"স্হ্য বৃদ্ধি করুন।
বিশ্বমানের কোয়ালিটি সম্পন্ন ফুড সাপ্লিমেন্ট খেয়ে সুস্থ সবল দেহ করুন ন্যাচারাল ফর্মুলায়।
বিস্তারিত জানতে সেন্ড মেসেজ অপশনে ক্লিক করুন অথবা পেইজে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।

আলহামদুলিল্লাহ গত কালকের অডার। 😊
24/11/2022

আলহামদুলিল্লাহ গত কালকের অডার। 😊

কারণ মধুতে আছে প্রচুর পরিমাণে মিনারেল, ভিটামিন ও এনজাইম যা শরীরকে বিভিন্ন অসুখ বিসুখ থেকে রক্ষা করে। এছাড়াও প্রতিদিন সক...
20/11/2022

কারণ মধুতে আছে প্রচুর পরিমাণে মিনারেল, ভিটামিন ও এনজাইম যা শরীরকে বিভিন্ন অসুখ বিসুখ থেকে রক্ষা করে। এছাড়াও প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে ঠাণ্ডা, কফ, কাশি ইত্যাদি সমস্যা কমে যায়। মধুর সঙ্গে দারচিনির গুঁড়ো মিশিয়ে খেলে তা রক্তনালীর সমস্যা দূর করে এবং রক্তের খারাপ কোলেস্টেরলের
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
নিয়মিত লেবুর পানি পান দুর্বলতা কমায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। সোভেরেন ল্যাবরেটোরিজ ডটকম'য়ের পুষ্টিবিদ অ্যালিসিয়া গ্যালভিন একই প্রতিবেদনে বলেন, “একটি লেবুতে প্রায় ২০ মি. লি. গ্রাম ভিটামিন সি থাকে, যা দৈনিক ভিটামিন সি'র চাহিদার ২০ শতাংশ।”

মিল্ক শেক এর গুনাবলিঃ ➤স্বাস্থ্যবান /স্বাস্থবতী  করে।➤শারীরিক দুর্বলতা দূর করে এবং শক্তিশালী করে। প্রাকৃতিক অনেকগুলো পুষ...
20/11/2022

মিল্ক শেক এর গুনাবলিঃ

➤স্বাস্থ্যবান /স্বাস্থবতী করে।
➤শারীরিক দুর্বলতা দূর করে এবং শক্তিশালী করে। প্রাকৃতিক অনেকগুলো পুষ্টিকর উপাদান থাকার ফলে বিভিন্ন ভিটামিনের ঘাটতিও পূরণ করে।
➤রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
➤মানসিক ও শারীরিক জড়তা দূর করে।
➤স্মরণ শক্তি বাড়ায়।
➤ভালো ঘুম হয়।
➤শরীরের গঠন চমৎকার করে।
➤রুচি বাড়ায়।
➤শরীরের রক্ত সঞ্চালন বাড়ায়ও
রক্ত পরিস্কার রাখে।

মিল্ক শেক খেয়ে ওজন বাড়ান মাত্র ১০-২০ দিনে
20/11/2022

মিল্ক শেক খেয়ে ওজন বাড়ান মাত্র ১০-২০ দিনে

শশার জলীয় অংশ দেহের বর্জ্য ও দূষিত পদার্থ বের করতে দারুণ কাজ করে। নিয়মিত শশা খেলে কিডনিতে সৃষ্ট পাথর গলে যেতে সহায়তা ...
19/11/2022

শশার জলীয় অংশ দেহের বর্জ্য ও দূষিত পদার্থ বের করতে দারুণ কাজ করে। নিয়মিত শশা খেলে কিডনিতে সৃষ্ট পাথর গলে যেতে সহায়তা হয়। ইউরিনারি, ব্লাডার, লিভার ও প্যানক্রিয়াসের সমস্যার সমাধানে বেশ সাহায্য করে শশা। শরীরে জলের চাহিদা মেটাতে শশা খুবই উপকারী।

ডিমের পুষ্টি উপাদানএছাড়া ফসফরাস থাকে ১৯৮ মিলিগ্রাম, পটাশিয়াম ১৩৮ মিলিগ্রাম, জিঙ্ক থাকে ১.২৯ মিলিগ্রাম। ডিমের সাদা অংশে...
19/11/2022

ডিমের পুষ্টি উপাদান
এছাড়া ফসফরাস থাকে ১৯৮ মিলিগ্রাম, পটাশিয়াম ১৩৮ মিলিগ্রাম, জিঙ্ক থাকে ১.২৯ মিলিগ্রাম। ডিমের সাদা অংশে থাকে প্রোটিন ও কুসুমে থাকে ভালো ফ্যাট, আয়রন ও ভিটামিন। শিশুর দৈহিক বৃদ্ধি, হাড় শক্ত করতে ও মেধার বিকাশে ডিম খুবই কার্যকর। ডিমে আরও আছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি উন্নত করে।

উপকারিতা কচু শাকে প্রচুর পরিমাণে “ভিটামিন এ” থাকায় রাতকানা রোগ প্রতিরোধে এটি অত্যন্ত উপকারী। কচু আঁশ জাতীয় হওয়ায় এটি কোষ্ঠ-কাঠিন্য দূর করে। কচুতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালসিয়াম যা আমাদের হাড় শক্ত করতে সহায়তা করে।

ভিটামিন ডি, ভিটামিন ই, ও ভিটামিন এ- এর অন্যতম উৎস কলিজা। খাবারের সোর্স হিসেবেও কলিজা ভালো উৎস। চোখের স্বাস্থ্য ঠিক রাখার জন্য বেশি বেশি কলিজা খাওয়া উচিত। শিশুদের ব্রেইন ডেভলপমেন্টের জন্য এটি খুবই সহায়ক খাবার।

ওজন কমাতে প্রাকৃতিক ফাইবার থেকে জন্ম নেয় মেথি। এগুলো চিবিয়ে গিলে খাওয়া যায় এবং পাকস্থলীর ফাঁকা স্থান এরা পূর্ণ করে। এতে ...
19/11/2022

ওজন কমাতে প্রাকৃতিক ফাইবার থেকে জন্ম নেয় মেথি। এগুলো চিবিয়ে গিলে খাওয়া যায় এবং পাকস্থলীর ফাঁকা স্থান এরা পূর্ণ করে। এতে ওজন কমানোর বৈশিষ্ট্য বিদ্যমান। খুব বেশি নয়, সপ্তাহে দুই থেকে তিন দিন সামান্য মেথি চিবিয়ে খান। এতেই স্পষ্ট বুঝবেন উপকার পাচ্ছেন। স্থূলতা কমাতে প্রতিদিন সকালে মেথি ভেজানো পানি পান করতে পারেন। দুটি আলাদা গ্লাসে পানি নিয়ে প্রতিটিতে এক টেবিল চামচ মেথি সারা রাত ভিজিয়ে রাখুন। এই পানি পেটের গ্যাসের সমস্যা দূর করে।

ডালিমে রয়েছে প্রচুর পুষ্টি। মাত্র এক কাপ ডালিম দানায় রয়েছে আপনার দৈনন্দিন চাহিদর ৩০ শতাংশ ভিটামিন সি, ৩৬ শতাংশ ভিটামি...
19/11/2022

ডালিমে রয়েছে প্রচুর পুষ্টি। মাত্র এক কাপ ডালিম দানায় রয়েছে আপনার দৈনন্দিন চাহিদর ৩০ শতাংশ ভিটামিন সি, ৩৬ শতাংশ ভিটামিন কে, ১৬ শতাংশ ভিটামিন বি৯ ও ১২ শতাংশ পটাশিয়াম। ডালিম রক্তচাপ কমাতে সহায়তা করে। আপনি যদি উচ্চ রক্তচাপে ভোগেন তাহলে নিয়মিত ডালিম খাওয়ার মাত্র দুই সপ্তাহেই আপনার রক্তচাপ স্বাভাবিক হয়ে যাবে।

হার্ট সুস্থ রাখতে অ্যালোভেরা : আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে অ্যালোভেরার জুস। অ্যালোভেরা কোলেস্টেরলের মাত্রা...
19/11/2022

হার্ট সুস্থ রাখতে অ্যালোভেরা : আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে অ্যালোভেরার জুস। অ্যালোভেরা কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। এটি ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণ করে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং রক্তে অক্সিজেন বহন করার ক্ষমতা বাড়িয়ে দেয়। দূষিত রক্ত দেহ থেকে বের করে রক্ত কণিকা বৃদ্ধি করতে সাহায্য করে।

Address

Chattogram

Alerts

Be the first to know and let us send you an email when Good Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Good Health:

Share