08/08/2023
Thuja occ
# টিউমার/আবুদ্ধ, আঁচিল, রক্তহীনতা
# রোগ ঠান্ডায় বৃদ্ধি বর্ষায় বৃদ্ধি রাত ৩ টায় বৃদ্ধি
# টিকা ও বসন্তের পর যে কোন উপসর্গে
# ঘামে মধুর ন্যায় গন্ধ
# মনে হয় যেন অপরিচিত লোক তার পাশে শুয়ে আছে যেন # আত্মা ও শরীর পৃথক হয়ে আছে
# পেটের ভিতরে মনে হয় যেন কোনো জীবিত প্রাণী আছে নাড়াচাড়া করছে
# মাথার রগে যেন একটি লোহার পেরেক ঢুকিয়ে দেওয়া হচ্ছে এরুপ ব্যাথা
# সকালে অধিকাংশ রোগের বৃদ্ধি সকালে কিছু খেতে পারেনা
# খুব ভয় অন্ধকারের ভয় ভূতের ভয় হাঁটলে মনে হয় যেন পিছন থেকে কেউ পাশে পাশে আসছে
# কাঁচা পেঁয়াজ খেতে খুব পছন্দ
# যার ফুক বিশ্বাস করে
# ঘুমের মধ্যে স্বপ্ন দেখে উপর থেকে পড়ে যাচ্ছে উড়ে বেড়াচ্ছে
# বাম পাশে যে কোন রোগ বেশি আক্রান্ত হয়
# খাবার সময় কানের মধ্যে কট কট আওয়াজ হয়
# গায়ে আচিল টিউমার তিল মাথায় খুশকি থাকে
# সাইকোসিস মায়াজমের প্রথম গ্রেড মেডিসিন।
# যে ব্যক্তি কথায় কথায় আল্লাহর দোহাই দিবে,সেই রোগীতে অগ্রে থুজা লাগবে।
# আপনি যদি বলেন, কোন রোগীকে বা কাউকে যে ঔষধ খেলে ভালো হবেন, কিন্তু সে যদি বলে ঔষধে নয় আল্লাহ ভালো করবে,মনে রাখবেন সেখানে অগ্রে থুজা দিবেন।
# কেউ যদি বলে,আমাকে ভালো করুন,আমি ভালো হলে আরো অনেক রোগী আনবো, সেখানে থুজা লাগবে।
# মনে রাখবেন,যারা প্রতিক্ষেত্রেই প্রতি কাজে ও কথায় কথায় ধর্মকে মাঝখানে দাড় করিয়ে দেয়, সেখানে অগ্রে থুজা দিতে হবে।
# মারফতি লাইনের ফকির,পীর,মাজারের খাদেম, এবং যে মুরীদগন আল্লাহকে পাওয়ার জন্য কঠোর সাধনা করে, তাদের যে কোন রোগে অগ্রে থুজা দিয়ে চিকিৎসা শুরু করতে হবে।
#নায়ক,নায়িকা,দালাল,মেম্বার,চেয়ারম্যান,নেতা, পতিতা, যারা একাধিক বিয়ে করেছে বা একাধিক নারী বা পুরুষের সাথে দৈহিক সম্পর্ক থাকে তাদের যে কোন রোগে অগ্রে থুজা না দিলে কখনই রোগ ভালো হবে না।
# যাদের কপালে কালো দাগ হয় নামাজে সেজদার কারনে তাদের যে কোন রোগেই অগ্রে থুজা দিলেই প্রকৃত চিকিৎসা হবে।
# যে কোন ধর্মের ধর্মীয় নেতাদের যে কোন রোগে অগ্রে থুজা দিয়ে চিকিৎসা করলে রোগ দ্রুত আরোগ্য হবে।
আমরা যদি থুজার প্রয়োগ স্থান সঠিক ভাবে চিনতে পারি, তাহলে শত কঠিন রোগ হলেও আরোগ্য করা সম্ভব।
যে কোন জটিল কঠিন রোগের চিকিৎসা পেতে বা জানতে যোগাযোগ করুন
Dr.Md.Jahid Hossain
ন্যাশনাল হোমিও ফার্মেসী
রংগীপাড়া মাছ বাজার উওর আগ্রাবাদ চট্টগ্রাম
মোবাইল ০১৭১১২৬৫০০৩