Latifpur Morning Club

Latifpur Morning Club A health club to create social awareness

27/12/2025

যেমন ছিল আমাদের চুনতি সফর

Send a message to learn more

দক্ষিণ চট্রগ্রামের ঐতিহ্যবাহী গ্রাম চুনতিতে অনুষ্ঠিত আজকের ম্যারাথন ছিল শিক্ষা, কর্পোরেট ও স্পোর্টস জগতের সফল ও গুণীদের ...
26/12/2025

দক্ষিণ চট্রগ্রামের ঐতিহ্যবাহী গ্রাম চুনতিতে অনুষ্ঠিত আজকের ম্যারাথন ছিল শিক্ষা, কর্পোরেট ও স্পোর্টস জগতের সফল ও গুণীদের মিলনমেলা।

অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (বাংলাদেশ)-এর চেয়ারম্যান মাসুদ খান এবং চুনতির বেশ কিছু কৃতি সন্তান যারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্ব স্ব মহিমায় উজ্জ্বল। এছাড়া বাংলাদেশের প্রথম আয়রনম্যান শামসুজ্জামান আরাফাতও অংশগ্রহণ করেন আজকের ইভেন্টে।

কুয়াশাচ্ছন্ন শীতের সকালে গ্রামীণ আঁকাবাঁকা পথ ধরে আজকের দৌড়ানোর অভিজ্ঞতা ছিল অনন্য। সে সাথে রাস্তার ধারে দাঁড়িয়ে গ্রামের সাধারণ কৌতুহলী মানুষদের অপেক্ষা ও উৎসাহ আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছিল।

ইভেন্টে কোন কিছুর কমতি রাখেনি। সব মিলিয়ে দারুণ একটা আয়োজন ছিল। গত কয়েক বছর ধরে চট্রগ্রাম এর সেরা ম্যারাথন ইভেন্টগুলোর একটি এই চুনতি হাফ ম্যারাথন। এজন্যে আয়োজক অবশ্যই বিশেষ প্রশংসার দাবীদার।

আমাদের ২২ ঘণ্টার এই সংক্ষিপ্ত ট্যুর বেশ উপভোগ্য ছিল আলহামদুলিল্লাহ্‌।

মিশন চুনতি হাফ ম্যারাথন ২০২৫
25/12/2025

মিশন চুনতি হাফ ম্যারাথন ২০২৫

23/12/2025

Victory Day Fitness Festival 2025

চট্রগ্রাম শহরের এর বিভিন্ন প্রান্ত হতে ছুটে আসা এর অংশগ্রহণকারীদের পদচারণায় মুখরিত ছিল আমাদের আজকের বিজয় দিবস ফিটনেস উৎস...
16/12/2025

চট্রগ্রাম শহরের এর বিভিন্ন প্রান্ত হতে ছুটে আসা এর অংশগ্রহণকারীদের পদচারণায় মুখরিত ছিল আমাদের আজকের বিজয় দিবস ফিটনেস উৎসব। অংশগ্রহণকারীরা যারা এত ভোরে দূর দূরান্ত হতে এসেছেন আমাদের ইভেন্টে অংশগ্রহণ করার জন্যে তাদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।

১৬ কিলোমিটার রানিং, ১০ কিলোমিটার ওয়াকিং, ১ কিলোমিটার কিডস রান - এই ৩ ক্যাটাগরিতে বিভক্ত ছিল অংশগ্রহণকারীরা। এবারের রুট ছিল উত্তর ও দক্ষিণ দিক মিলিয়ে ছিল যাতে প্রাকৃতিক বৈচিত্র্য পুরোপুরি উপভোগ করতে পারে সবাই। স্টার্ট পয়েন্ট স্কুল মাঠ থাকলেও ফিনিশ পয়েন্ট ছিল বেড়িবাঁধে।

প্রথম থেকে শ্রদ্ধেয় সিনিয়র ভাই ওমর ফারুক ভাই আমাদের ইভেন্ট আয়োজন এর ব্যাপারে নিয়মিত খোঁজখবর নিয়েছিলেন এবং বিভিন্নভাবে আমাদের অনুপ্রাণিত করেছিলেন যা আমাদের সাহস যুগিয়েছে। সব ধরণের সহযোগিতার ব্যাপারে যথেষ্ট আন্তরিক ছিলেন। উনাদের এই আন্তরিকতার জন্যে আমরা কৃতজ্ঞ।

পুরস্কার বিতরণীতে আমাদের ক্লাব সিনিয়র মেম্বার ট্যালেন্ট টাচ গ্রামার স্কুলের চেয়ারম্যান আবু তাহের চৌধুরী উপস্থিত ছিলেন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্যে। এছাড়া উপস্থিত ছিলেন গ্রামের আরেকজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমজাদ হোসেন আজাদ।

পরিশেষে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাপোর্ট টিমকে যারা এই ক্লাবের প্রাণ এবং যাদের গত কয়েক সপ্তাহের অক্লান্ত পরিশ্রমের কারণে এই ইভেন্ট সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ্‌।

আমরা কতটুকু পেরেছি জানি না তবে চেষ্টার কমতি ছিল না লতিফপুরের সুনাম বজায় রাখার জন্যে।

ছড়িয়ে পড়ুক সুস্থ জীবনধারার প্রয়াস সবখানে এবং সকলকে পাশে চাই সবসময়।

15/12/2025

*কিছু প্রয়োজনীয় নির্দেশনা*
১। আমাদের ২ টি ইউটার্ন থাকবে। প্রথমে উত্তর দিকে তারপর দক্ষিণ দিকে। আমাদের ভলান্টিয়ার টিম থাকবে আপনাকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্যে।

২। অনেকে জিজ্ঞেস করেছেন ১০ কিলো ওয়াকিং এ দৌঁড়ানো যাবে কি না।
হ্যাঁ যাবে। তবে আমরা ১০ কিলোমিটার ক্যাটাগরী মূলত নতুন বা অনিয়মিতদের জন্যে রেখেছি যাদের দৌড়ানোর অভ্যাস নেই। নিয়মিত কেউ চাইলে রান করতে পারেন। সমস্যা নেই।

৩। যেহেতু আমাদের স্টার্ট ও ফিনিশ পয়েন্ট একই নয় তাই যথাসময়ের পর উপস্থিত হলে সাপোর্টে কল করে জানাবেন।

৪। ড্রেসকোড এর ক্ষেত্রে হাফপ্যান্ট গ্রহণযোগ্য নয়। তবে হাঁটু আবৃত থাকলে সমস্যা নেই।

৫। রাস্তা কিছু কিছু অংশে ভাঙা, এবড়ো থেবড়ো আছে। তাই সাবধানে মুভ করার অনুরোধ করছি।

সুন্দর একটি প্রাণবন্ত সকাল কাটুক সবার এই প্রত্যাশা রইল 🙂

আগামীকাল এর ইভেন্ট শিডিউল
15/12/2025

আগামীকাল এর ইভেন্ট শিডিউল

13/12/2025

*যাতায়াত সম্পর্কিত তথ্য*
ঠিকানা:
লতিফপুর স্কুল
পাক্কার মাথা (সিটি গেইটের ১ কিলোমিটার উত্তরে)

আগামী ১৬ ডিসেম্বরের ইভেন্টে চট্টগ্রাম বিভিন্ন স্থান হতে যেভাবে ভেন্যুতে আসতে পারেন:

১। আগ্রাবাদ/বড়পুল হতেঃ অলংকার মোড় এসে ঐখান থেকে টেম্পু বা ৮ নাম্বার মিনিবাস পাওয়া যাবে।

২। জিইসি/নিউমার্কেট হতেঃ ৭ নাম্বার মিনিবাস যেগুলো কুমিরা যায় সেগুলো পেলে সরাসরি পাক্কার মাথা আসা যাবে। অথবা একে খান এসে টেম্পু বা ৮ নাম্বার মিনিবাস পাওয়া যাবে।

৩। অক্সিজেন হতেঃ বায়েজিদ লিংক রোড হয়ে বাংলাবাজার আসলে ঐখান থেকে লোকাল বাস, টেম্পু পাওয়া যাবে।

৪। তাছাড়া চট্টগ্রামের যেকোন স্থান হতে রিজার্ভ সিএনজি ট্যাক্সি করে সরাসরি পাক্কার মাথা অথবা লতিফপুর স্কুল চলে আসতে পারেন।

পাক্কার মাথা হতে অটোরিক্সা করে লতিফপুর স্কুল চলে আসা যাবে। তাছাড়া পাক্কার মাথায় আমাদের সাপোর্ট টিম থাকবে।

দায়িত্বরত সাপোর্ট টিমের ফোন নাম্বার: 01632780120

আগামী ১৬ ডিসেম্বর ইভেন্টের ফিনিশার মেডেল ডিজাইন উম্মোচন করা হল।
11/12/2025

আগামী ১৬ ডিসেম্বর ইভেন্টের ফিনিশার মেডেল ডিজাইন উম্মোচন করা হল।

*যেমন হবে ১৬ ডিসেম্বর ইভেন্ট ট্র্যাক*আমাদের ১০ কিলোমিটার এর ট্র্যাকটি পুরোটা প্রায় ছায়াঘেরা। গাছের ফাঁকে মিষ্টি রোদের হা...
10/12/2025

*যেমন হবে ১৬ ডিসেম্বর ইভেন্ট ট্র্যাক*

আমাদের ১০ কিলোমিটার এর ট্র্যাকটি পুরোটা প্রায় ছায়াঘেরা। গাছের ফাঁকে মিষ্টি রোদের হাতছানি থাকবে।

১৬ কিলোমিটারের ট্র্যাকের ৫ কিলোমিটার অংশে ছায়া থাকবে না বাকি ১১ কিলোমিটার এরকম থাকবে।
যেহেতু বেশিরভাগ অংশে পিচঢালা রাস্তা নেই তাই একটু সাবধানে মুভ করতে হবে। তবে আশেপাশের পরিবেশ দারুণ উপভোগ্য হবে।

১০ কিলোমিটার ট্র্যাকে কোন গাড়ি থাকবে না তবে ১৬ কিলোমিটার ট্র্যাকের ৫ কিলোমিটার অংশে থাকবে। তবে প্রশস্ত রাস্তা হওয়ায় ও পাশে ওয়াকওয়ে থাকার কারণে কোন অসুবিধা হবে না ইনশাআল্লাহ।

যারা ১৬ ডিসেম্বরের ইভেন্টে রেজিস্ট্রেশন করেছেন আপনাদের বিব নাম্বার SMS করা হয়েছে। কেউ না পেলে আমাদের ইনবক্সে জানাতে পারে...
07/12/2025

যারা ১৬ ডিসেম্বরের ইভেন্টে রেজিস্ট্রেশন করেছেন আপনাদের বিব নাম্বার SMS করা হয়েছে। কেউ না পেলে আমাদের ইনবক্সে জানাতে পারেন।

Address

Latifpur
Chittagong
4317

Alerts

Be the first to know and let us send you an email when Latifpur Morning Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Latifpur Morning Club:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram