LifeScan Diagnostic Center

LifeScan Diagnostic Center Where accuracy meets compassion

ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা – একসাথে হতে পারে ভয়াবহ ভাইরাসের সংক্রমণ! এই মুহূর্তে বাংলাদেশে মশাবাহিত রোগের ভয়ংকর প্রাদুর...
24/08/2025

ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা – একসাথে হতে পারে ভয়াবহ ভাইরাসের সংক্রমণ!

এই মুহূর্তে বাংলাদেশে মশাবাহিত রোগের ভয়ংকর প্রাদুর্ভাব চলছে। শুধু ডেঙ্গু নয়, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস ও একসাথে ছড়িয়ে পড়ছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, এখন অনেক রোগীই একসাথে একাধিক ভাইরাসে আক্রান্ত হচ্ছেন যাকে বলে Co-infection।

অর্থাৎ, একই মশার কামড়ে একসাথে ডেঙ্গু + চিকুনগুনিয়া বা ডেঙ্গু + জিকা, এমনকি তিনটিই একসাথে হতে পারে!

উপসর্গের বিভ্রান্তি এবং বিপদ:

এই ভাইরাসগুলোর লক্ষণ একে অপরের সাথে মিলে যায়। ফলে রোগ নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। নিচে উপসর্গগুলোর বিস্তারিত মিল ও অমিল তুলে ধরা হলো:

🔴 ডেঙ্গু জ্বর:

👉 হঠাৎ উচ্চ জ্বর
👉 মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা
👉 জয়েন্টে প্রচণ্ড ব্যথা
👉 ত্বকে লালচে র‍্যাশ
👉 প্লাটিলেট ও সাদা রক্তকণিকা (WBC) হ্রাস
👉 মারাত্মক ক্ষেত্রে: রক্তক্ষরণ ও Dengue Shock Syndrome

🟠 চিকুনগুনিয়া:

👉 হঠাৎ তীব্র জ্বর
👉 জয়েন্ট বা অস্থিসন্ধিতে তীব্র ব্যথা (অনেক সময় মাস ধরে থাকে)
👉 মাংসপেশিতে দুর্বলতা
👉 ত্বকে র‍্যাশ
👉 শিশুর ক্ষেত্রে স্নায়বিক জটিলতা

🟣 জিকা ভাইরাস:

👉 হালকা জ্বর, শরীরে ব্যথা
👉 চোখ লাল হওয়া (conjunctivitis)
👉 ফুসকুড়ি
👉 গর্ভবতী নারীদের ক্ষেত্রে: গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বৃদ্ধি বন্ধ হওয়া (microcephaly)

🛑 Co-Infection হলে কী সমস্যা?

🚨 উপসর্গ বেশি জটিল ও তীব্র হয়
🚨 রোগ নির্ণয় ও চিকিৎসা বিভ্রান্তিকর হয়
🚨 রক্তপাত ও শক হওয়ার ঝুঁকি বাড়ে
🚨 গর্ভবতী নারীর গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে
🚨 অনেক সময় রোগীকে আইসিইউ পর্যায়ের চিকিৎসা দিতে হয়

🩺 করণীয় (জ্বর হলে অবহেলা নয়):

🤒 জ্বর শুরু হলে দ্রুত রক্ত পরীক্ষা করান:

💉CBC (রক্তের পূর্ণচিত্র),
💉Dengue NS1 Antigen
💉IgM/IgG for Dengue, Chikungunya, Zika PCR

✔️প্রচুর পানি ও স্যালাইন পান করুন
✔️ শুধু প্যারাসিটামল ব্যবহার করুন (Ibuprofen❌/NSAID ❌)
✔️ রক্তপাত, শ্বাসকষ্ট, প্রস্রাব কমে যাওয়া বা অচেতন হলে হাসপাতালে ভর্তি হোন
✔️ শিশু ও গর্ভবতী নারীদের ক্ষেত্রে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন

প্রতিরোধই প্রধান হাতিয়ার:

🛑 বাসাবাড়ির চারপাশে জমে থাকা পানি সরান (বালতি, টব, এসির নিচের ট্রে, ফুলের টব, পরিত্যক্ত টায়ার)
🛑 দিনের বেলাতেও মশারি ও মশা নিরোধক স্প্রে ব্যবহার করুন
🛑 শিশুদের ও গর্ভবতীদের পুরো হাত-পা ঢাকা জামা পরিধানের দিকে নজর দিন
🛑 অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ফগিং ও সচেতনতামূলক কার্যক্রম চালান

কিছু শেষ কথা:

⭕ এই ভাইরাসগুলোর বিরুদ্ধে যুদ্ধ আমরা জিততে পারি শুধুমাত্র সচেতনতা, প্রতিরোধ ও সময়মতো চিকিৎসা দিয়ে।
⭕ "জ্বর মানেই সাধারণ জ্বর নয়" এটি হতে পারে ডেঙ্গু, চিকুনগুনিয়া বা জিকা কিংবা তিনটির একসাথে আক্রমণ!

সঠিক সময়ে সঠিক পদক্ষেপই জীবন বাঁচাতে পারে।

জনস্বার্থে: ডা: এস এম সহিদুল ইসলাম
এন্ডোক্রাইনোলজিষ্ট (হরমোন/ডায়াবেটিস বিশেষজ্ঞ) এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

#ডেঙ্গু #চিকুনগুনিয়া #জিকা #মশাবাহিতরোগ

সাবধান 📢
14/08/2025

সাবধান 📢

27/07/2025
Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉S...
23/04/2025

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Stay with Renuma Diagnostic Center✌️

22/07/2022
🥼🩺মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২১ ইং এর প্রশ্নোত্তর💉💊 Biology 🔬১.যকৃতের কোন খন্ডে পিত্তথলি - ডান খন্ডে২.বহিক্ষরা নয় কোনটা? -থ...
21/07/2022

🥼🩺মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২১ ইং এর প্রশ্নোত্তর💉💊

Biology 🔬

১.যকৃতের কোন খন্ডে পিত্তথলি - ডান খন্ডে
২.বহিক্ষরা নয় কোনটা? -থাইরয়েড
৩.গবলেট কোষ কোথা থেকে ক্ষরিত হয় - মিউকোসা
৪.হাইড্রার লম্বা দূরত্ব অতিক্রম কোনটা দিয়ে-লুপিং
৫.অগ্নাশয়ে কোন এনজাইম থাকে না-টায়ালিন
৬.মাথার খুলি তে কয়টি আস্থি-২৯
৭. গ্রোথ হরমোন তৈরি - পিটুইটারিই হবে
(তৈরি ক্ষরণ দুইটাই পিটুইটারি)
৮.ঘাস ফড়িং এর রক্ত কণিকা কোনটা-হিমোসাইট
৯.Attenuated vaccine - BCG
১০. ম্যাক্রোফেজ তৈরি হয় - মনোসাইট থেকে
১১. শ্যাওলার Algae অযৌন জনন - স্পোর
১২.কুড়ি তৈরি হয় - গোলাপ
১৩.প্রশ্বাসে বায়ুতে কার্বনডাইঅক্সাইড -০.০৪%
১৪.কম তাপমাত্রায় সংরক্ষিত হয় - বীজ
১৫.গলগি বডি কোনটা সংশ্লেষ করে না/কাজ নয়?-রাইবোজোম
১৬.ইন্সুলিন কিভাবে তৈরি হয়?- DNA Recombination
১৭. ক্রেবস চক্র - মাইট্রোকন্ড্রিয়া
১৮.মানুষের সোমাটিক কোষে কয়টি অটোসম থাকে?-৪৪
১৯. আমিষ পরিপাকের এনজাইম - পেপসিন
২০. সবচেয়ে বড় পর্ব - আর্থোপোডা
২১. ভাইরাসের বংশবৃদ্ধি প্রতিরোধ - ইন্টারফেরন
২২. পানিতে অদ্রবণীয় প্রোটিন - গ্লুটেলিন
২৩. ভ্রূণে RBC - প্লীহা
২৪. ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান - কাইটিন
২৫. ফসফোলিপিড কোনটা - লেসিথিন
২৬. নেমাটোসিস্টে কি থাকে /হাইড্রার বিষাক্ত তরল- হিপনোটক্সিন
২৭.অ্যালভিওলাসে কার্বন ডাই অক্সাইড আসে - ব্যাপন/Diffusion প্রক্রিয়ায়
২৮.রক্তের প্রকৃতি - সামান্য ক্ষারীয়
২৯ উদ্ভিদ দ্রুত শোষণ করে কোন আয়ন -NO3-
৩০. অস্থি ও পেশির জোড়া লাগায় কে - টেনডন

Physics 🧲

১. সরল দোলকের সর্বোচ্চ কোন - ৪ ডিগ্রী
২. নিউট্রন তারকা পরিণত - ব্লাকহোল
৩. আলোর দ্রুতিতে বস্তু চললে ওজন - অসীম
৪.৭৫ কেজি ব্যক্তির চাদে ভর -৭৫ কেজি
৫.200v-40w - ০.২
৬.15W কাজ - ১ সেকেন্ডে ১৫ জুল
৭.কাজ এর কোন ০ হলে - কাজ সর্বোচ্চ
৮. শিশিরাঙ্ক হলো- তাপমাত্রা
৯. বেগ ১২ ms-1 ও ভর 10 Kg হলে Momentum - 120
১০. পাইরোমিটার - বিকিরণ
১১. ডায়োড - Ac to Dc
১২. স্থির তাপমাত্রায় কোন প্যারামিটার ধ্রুব - গতিবেগ শক্তি
১৩.কোন বস্তুকে উপরে উঠাতে কোন বলের বিরুদ্ধে কাজ করতে হবে - মধ্যাকর্ষণ
১৪. শ্রাবতার সীমা - Odb
১৫.স্কেলার কোয়ান্টিটি আর গ্র্যাডিয়েন্ট এর সম্পরক কি - Not sure
১৬. ধূলিকণায় হাইড্রোজেন -৭৫%
১৭.ভর 2কেজি
উচ্চতা 10 মি
ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি - Blank
১৮.সূর্যোদয়ের দিকে ১২ কিমি যাওয়ার পর উত্তর দিকে ৫ কিমি গেলে, স্থানচ্যূতি কত?-১৩
১৯. পরমাণুর ব্যাস -10^-8 সে.মি.
২০. এক্টিভেশন শক্তি নির্ণয়ে কোনটা সহায়ক -সংঘর্ষের হার

Chemistry 🧪

১. ডিনামাইট তৈরি? নাইট্রোগ্লিছারিন
২. Rokter bafar কোনটা-NaHCO3-H2CO3
৩.Fe নলে অ্যাসিটিলিন থেকে কী উৎপন্ন?
বেনজিন
৪.ঋণাত্নক প্রভাবক - গ্লিসারিন
৫.কোনটার ব্যসার্ধ ছোট- Be2+
৬. ভ্রূপৃষ্টে বেশি - Al
৭.সহজে বিক্রিয়া করে না - Au
৮. বেশি অম্লীয় - P2O5
৯.d অরবিটলে ইলেকট্রন আছে - Sc
১০. কোনটার তরঙ্গদৈর্ঘ্যে বেশি - TV
১১. অসম্পূর্ণ দহনে - CO হয়
১২.সাইট্রিক এসিডের pH-3.14
১৩. কয়লায় কোনটা খারাপ - সালফার
১৪. কোনটার প্রবেশতা বেশি - গামা
১৫.ফটোক্যামিকাল স্মোগে কোনটি থাকেনা?- CFC
১৬.শুষ্ক H2 এর চাপ কত?-Not sure about option
১৭ 100° C এ H2O এর বাষ্পচাপ - 760 mmHg
১৮. ইলেকট্রন সমান হলে বন্ধন - সমযোজী/Covalent
১৯. কোনটার গলনাংক কম -AgI
২০. 0.1 M HCl - মেজারিং সিলিন্ডারে
২১.১ মোল CH3OH এ কয়টা পরমাণু থাকে - 3.6*10^24 (পরমাণু বলছে অণু না)
২২.500ml 0.5M hcl theke 0.1M koto ml hcl banano jbe?
2500মি.লি.
২৩. সমযোজীতে e এর প্রতি আকর্ষণ কার বেশি - Br ( sure)
২৪. দুধের চিনি - ল্যাক্টোজ
২৫. কোনটার pH বেশি - 0.1M H2CO3

English ✒️
1. spelling - entrepreneur
2. Are you an early riser? here early- adjective
3. Spelling-sovereignty
4. Laud antonym - abhor
5. Look up the word in the dictionary .
6. Synonym of unwavering : steady
7. correct sentence : You have to cut down your expenditure
8. synonymous pair: acclimatize -accustom
9. masculine of bee: drone
10. A teacher discovers the hidden treasure _ each student: A. in B.with C. within D. into
11. Present participle of " I have just seen Mithila" : Blank
12. Bizarre antonym- normal
13. A teacher not only teach us but also discover the talent hidden——— each students.
14. I am glad at your result.
15. I have not seen her ___
A. For a long time B. For long C. Since long
GK 🌏
১. পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কি.মি
২. স্বাধীনতার পর ১ম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী
৩. সাবাস বাংলাদেশ - নিতুন কুন্ডু (৪২তম বিসিএস)
৪. ১ম সাধারণ নির্বাচন ৭ই মার্চ, ১৯৭৩ (৪১তম বিসিএস)
৫. ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয় ১৯৯৯
৬. ১০ নং সেক্টর - নৌ কমান্ডো সেক্টর
৭. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় - ভূটান
৮. বীর প্রতীক বিদেশি - ওয়াডারল্যান্ড
৯. নৌপথে চালানো অপারেশন - অপারেশন জ্যাকপট
১০. স্মৃতিসৌধের ভাস্কর - মাইনুল হাসান

ঈদ মোবারক ❤️
10/07/2022

ঈদ মোবারক ❤️

30/06/2022

বহু রকমের(প্রায় ৪০০ রকমের) ফোবিয়া আছে।একেকজনের বেলায় একেকটা হয়।

অ্যাক্লুফোবিয়া ( অন্ধকার ভীতি)

অ্যারোফোবিয়া ( উড়ার ভীতি। যেমন বিমানে চড়া)

একোস্টিকোফোবিয়া ( শব্দ ভীতি)

অ্যাক্রফোবিয়া ( উচ্চতা ভীতি)

অ্যাগ্রোফোবিয়া ( রাস্তা পার হতে যে ভয়)

আইচমোফোবিয়া ( ধারাল বস্তুর ভয়)

অ্যাকোয়াফোবিয়া ( পানি ভীতি)

অ্যাফেনফোস্ফফোবিয়া ( স্পর্শ ভীতি)

এন্ড্রোফোবিয়া ( পুরুষে ভয়)

অ্যানক্রাফোবিয়া ( বাতাস ভীতি)

অ্যালগোফোবিয়া ( ব্যাথা বা আঘাতের ভয়)

আইলুরোফোবিয়া ( বিড়াল দেখলে ভয় পাওয়া)

আরাকনোফোবিয়া ( মাকড়সাভীতি)

অ্যাস্ট্রোফোবিয়া ( বজ্রপাতে ভয়)

ব্যাকটিরিওফোবিয়া ( ব্যাকটেরিয়াতে ভয়)

বাতরাচোফোবিয়া ( উভচর প্রাণী দেখলে ভয় পাওয়া। যেমনঃ ব্যাঙ দেখলে ভয় পাওয়া)

বাসিফোবিয়া ( পড়ে যাওয়ার ভিডিও)

বিবলিওফবিয়া ( বইয়ের ভয়)

ক্যাকোফোবিয়া ( কুৎসিত জিনিসে ভয়)

কেমোফোবিয়া ( রাসায়নিক বস্তু তে ভয়)

কেটোপট্রোফোবিয়া ( আয়না দেখলে ভয় পাওয়া)

কার্সিনোফোবিয়া ( ক্যান্সার ভীতি)

চিরোপোফোবিয়া ( বাদুড় দেখলে ভয় পাওয়া)

চেরোফোবিয়া ( অন্যরা যে সব বিষয় গুলোতে সুখ অনুভব করে সেসব বিষয়ে ভয়)

ক্রমোফোবিয়া ( রং দেখলে ভয় পাওয়া )

ক্রোনাফোবিয়া ( সময় চলে যাওয়ার ভয়)

ক্রোনোমেট্রোফোবিয়া ( ঘড়ি দেখলে ভয় পাওয়া)

ক্লাসট্রোফোবিয়া ( কোথাও আবদ্ধ হয়ে যাওয়ার ভয়)

কোইমেট্রোফোবিয়া ( গোরস্থানে ভয়)

#কেউ_ভয়_পেলে_তাকে_নিয়ে_মজা_না_করে_তার_প্রতি_সহানুভূতিশীল_হোন

২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার রুটিন।
11/06/2022

২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার রুটিন।

যারা চট্টগ্রামে আছেন দ্রুত চট্টগ্রাম মেডিকেলের ব্লাড ব্যাংকে চলে আসুন।সামর্থ্য অনুযায়ী এই গুলো কিনে মেডিকেলে জমা দিন।  অ...
04/06/2022

যারা চট্টগ্রামে আছেন দ্রুত চট্টগ্রাম মেডিকেলের ব্লাড ব্যাংকে চলে আসুন।
সামর্থ্য অনুযায়ী এই গুলো কিনে মেডিকেলে জমা দিন। অনেক দ্বগ্ধ ভাইদের আহাজারি দেখছি😭

Address

Chittagong

Opening Hours

Monday 08:00 - 20:30
Tuesday 08:00 - 20:30
Wednesday 08:00 - 20:29
Thursday 08:00 - 20:29
Friday 08:00 - 20:29
Saturday 08:00 - 20:30
Sunday 08:00 - 20:30

Telephone

+8801690007282

Website

Alerts

Be the first to know and let us send you an email when LifeScan Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to LifeScan Diagnostic Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram