md Ata Ullah shah official

md Ata Ullah shah official Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from md Ata Ullah shah official, Doctor, Hathazari, Chittagong.

দাওরায়ে হাদীস ( মাস্টার্স) ২০১৯-২০২০
(হাটহাজারী মাদ্রাসা)
দাখিল (সাইন্স) ২০১৭
কম্পিউটার অফিস এপ্লিকেশন ২০১৫
মুয়াল্লিম প্রশিক্ষণ ২০২২
চট্টগ্রাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হসপিটালে
(ডি.এইচ.এম.এস)
এল.এইচ.এম.পি (খুলনা)
রেজিঃ ৮২০৩

19/07/2025

চোখের পাতার গ্রন্থিতে শক্ত এক পিণ্ড দেখা দেয়। যেটাকে আমরা অঞ্জনি বলি। চোখে অঞ্জনি সাধারণত হোমিপ্যাথি মেডিসিন দিলে অল্পদিনে সেরে যায়। কিন্তু পেশেন্ট রায়হান ভাইয়ের এটি ক্রনিক ডিজিজে পরিণত হয়। চার-পাঁচমাসের অধিক চলে যায়। পরে মাসখানেক ট্রিটমেন্ট নিলে, আল হামদুলিল্লাহ আর অপারেশনে যেতে হয়নি!

ডা. মুহাম্মাদ এমদাদুল্লাহ
ডিএইচএমএস, (বিএইচবি-ঢাকা)
গভ. রেজিস্টার্ড হোমিওপ্যাথ


21/09/2024
30/03/2024

যেখানে কবিতা নেই, নেই ভাষা-প্রাণ
যেখানে গানের নেই দু'চরণ টান
যেখানে শিল্প নেই, নেই কলা, তবে
সেখানে বৃথাই তুমি কেন পড়ে রবে?

যেখানে সাহিত্যের নেই ফুলঝুড়ি
যেখানে কথার ছলে না ছড়ায় নুড়ি
যেখানে চিন্তা নেই, নেই জ্ঞান, তবে
সেখানে বৃথাই তুমি কেন পড়ে রবে?

যেখানে প্রেমের নেই সুখময় স্মৃতি
যেখানে জীবন শুধু মোহ মায়া রীতি
যেখানে স্বর্গসুধা নেই অনুভবে
সেখানে বৃথাই তুমি কেন পড়ে রবে?
#
বই : আগুনের ফুল, বইমেলা ২০২৪
লেখক : কবি মহিব খান

03/01/2024

প্রিয় সাথী ভাইয়েরা! হঠাৎ করে আইডির রিচ একদম কমে গেছে। কী হলো বুঝতে পারছি না। লাইক-কমেন্ট দ্বারা যদি রিচ বাড়ে, তবে আমাকে সাধ্যমত লাইক-কমেন্ট হাদিয়া দিন। যাজাকাল্লাহ

20/09/2023

স্বামী-স্ত্রী প্রচন্ড ঝগড়ার পর
স্বামী রাগ করে মাদ্রাসায় চলে গেল।

দশ মিনিট পরে স্ত্রীর ফোন,
"আমি চললাম, তোমার সংসার, ছেলেমেয়ে সব ফেলে।
যে দিকে দু'চোখ যায়।
স্বামী ঠিক আছে, যাও বলে ফোনটা কেটে দিল।
(এটা বিশ্বাস)!

দুপুরে লাঞ্চ টাইমে বাসায় এসে দেখে স্ত্রী কোথাও যায়নি,
বাসাতেই আছে এবং রান্না বান্না করে
টেবিলে খাবার সাজিয়ে রেখেছে।
(এটা মায়া)

এরপর দুজন দুই রুমে মুড অফ করে শুয়ে আছে,
কারো কোন কথা নেই। কেউ কাউকে খেতেও ডাকছে না,
নিজেও খাচ্ছে না।
(এটা অভিমান)

বিকেলে স্ত্রী তার বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় চলে গেল।
(এটা দায়িত্ববোধ)

স্বামী বেচারা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে
ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো প্লেট সাজানো,
দুটো গ্লাসে পানি ঢালা,
তারপর কি ভেবে ফিরে এলো রুমে।
ঠিক করলো স্ত্রী এলে দুজন একসাথে খাবে।
(এটা অপেক্ষা)

রুমে এসে স্ত্রীর মোবাইলে টেক্সট করলো,
"তুমি যে কারনে যেতে পারোনি,
আমিও সে কারণে খেতে পারিনি।"
(এটা ভালোবাসা..!)

শুধু ভালোবাসা দিয়ে সংসার টেকে না,
সংসার টিকে থাকার জন্য দরকার বিশ্বাস,
মায়া, অভিমান, দায়িত্ববোধ এবং অপেক্ষার...।

25/08/2023

স্ত্রীদের সাথে যেমন ছিলেন নবীজি (ﷺ)

স্ত্রীদের সাথে নবীজির সম্পর্ক ছিল মধুর ও শ্রদ্ধাপূর্ণ। তাদের সাথে তাঁর আচরণ সর্বকালের সবার জন্য অনুসরণীয় দৃষ্টান্ত। নবীজির জীবনী পড়ে আমরা জানতে পারি, তিনি তাঁর স্ত্রীদের প্রতি খুবই দয়ালু ও সহনশীল ছিলেন। তারা তাঁকে ছাড়া তাদের জীবন কল্পনা করতে পারতেন না। এমনকি নবীজি (ﷺ)একবার তাদের এ সুযোগও দিয়েছিলেন যে, তারা চাইলে তাঁর সাথে বিয়ের বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারবে। এর কারণ ছিল উদারতা ও দানশীলতার কারণে নবীজি(ﷺ)দারিদ্রের মাঝেই সব সময় জীবনযাপন করতেন। কিন্তু তারা তাঁকে ছেড়ে যাননি।

আল্লাহর রাসূল (ﷺ)তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতেন। তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতেন। তিনি পুরুষদের নারীদের সাথে কল্যাণকামী আচরণ করতে উৎসাহ দিতেন। তিনি বলতেন, মুমিনদের মধ্যে সর্বোৎকৃষ্ট তারাই, যারা চরিত্রে উত্তম এবং যারা তাদের পরিবারের প্রতি করুণাময়। নবীজির পদাঙ্ক অনুসরণে আমাদের তেমন কোনো কষ্টই করা লাগে না, অথচ আমরা এর মাধ্যমে একইসাথে আল্লাহর পুরস্কার ও স্ত্রীদের প্রেম ও ভালোবাসা লাভ করতে পারি।

নবীজি (ﷺ) সবচেয়ে ন্যায়সঙ্গতভাবে মানবিক মূল্যবোধের ওপর ভিত্তি করে পারিবারিক সম্পর্ক গড়ে তোলার শিক্ষা দিয়েছেন। তিনি শিখিয়েছেন পারস্পরিক প্রেম, স্নেহ ও দয়ার দৃঢ় বন্ধনে সম্পর্কগুলো কীভাবে জুড়ে রাখতে হয়। তিনি যেমন শিখিয়েছেন স্বামী ও স্ত্রী উভয়েই বিয়ের বৈধ বন্ধনে আবদ্ধ হয়ে কীভাবে তাদের প্রকৃতিগত সহজাত কামনা ও ভালোবাসা লাভ করতে পারবে, তেমনি একই সাথে বিয়ের বাহিরে কামনা চরিতার্থ করার নিষিদ্ধ সব পথ সম্পর্কে সতর্ক করেছেন। দম্পতির কোনো এক পক্ষের পক্ষপাতিত্বমূলক আচরণের সুযোগ না রেখে বরং উভয় পক্ষের স্বার্থ রক্ষার পথ বাতলে

দিয়েছেন। এভাবে উভয় পক্ষকেই অপর পক্ষের শোষণ ও নিপীড়ন থেকে সুরক্ষা নিশ্চিত করেছেন। বিয়ের পর সুখী ও শাস্তিপূর্ণ জীবনযাপন করার সব উপকরণই তিনি আমাদের শিখিয়েছেন।

অনেক সময় এমনও হয়, অনেক চেষ্টা করা সত্ত্বেও কোনো দম্পতির একসাথে স্বামী-স্ত্রী হিসেবে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়ে। সেক্ষেত্রে কোনো পক্ষেরই স্বার্থ ও অনুভূতিকে ক্ষতিগ্রস্ত না করে শান্তিপূর্ণভাবে বিয়ের দুর্গ ছেড়ে বের হয়ে আসার পথ রয়েছে। এ-ক্ষেত্রেও ইসলাম উভয়পক্ষের প্রতি সমানভাবে ন্যায়বিচার করেছে। দু পক্ষকেই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে কিংবা ইসলামী শরীয়া আইনের হস্তক্ষেপের সাহায্যে সম্পর্ক থেকে বের হয়ে আসার সমান সুযোগ দিয়েছে, যেন কোনো পক্ষের স্বার্থই অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হয়।

মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা আমাদের আদর্শ হিসেবে নবীজির পদাঙ্ক অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছেন।

আল্লাহ বলেন, “তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রাসূলের অনুসরণের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। (আল কুরআন, ৩৩ : ২১)

সব মুসলিমকেই তাই (তার অবস্থান অনুযায়ী) নবীজিকে অনুসরণ করতে হবে। এজন্য তাঁর সম্পর্কে জানতে হবে। একজন প্রকৃত স্বামী, প্রকৃত শাসক বা একজন প্রকৃত নেতা হতে হলে নবীজি (ﷺ) সম্পর্কে জানতে হবে। জীবনের প্রতি ক্ষেত্রেই তিনি অনুকরণীয় সর্বশ্রেষ্ঠ আদর্শ।

স্ত্রীদের সাথে নবীজির আচরণ প্রতিটি স্বামীর জন্য অনুপম আদর্শ। তাঁর আদর্শ অনুসরণ করে প্রতিটি স্বামী তার ঘর শান্তির নূরে আলোকিত করতে পারবেন। এভাবে প্রতিটি ঘর যদি আলোকিত হয়, তা হলে পুরো সমাজ আলোকিত হবে।

বক্ষ্যমাণ অধ্যায়ে মূলত নবীজির বৈবাহিক জীবন এবং তিনি তাঁর স্ত্রীদের সাথে কীভাবে আচরণ করতেন, তা নিয়ে আলোচনা করা হয়েছে।

নবীজির সংসার :০১

19/08/2023

নতুন মোড়কে আসছে পুরনো হেফাজত:

যুগ্ম মহাসচিব হচ্ছেন মাওলানা জুনাইদ আল হাবীব,মাওলানা মা'মু'নুল হক,মুফতী সাখাওয়াত হুসাইন রাজী,মুফতী হারুন ইজহার,মাও.খালেদ সাইফুল্লাহ আইয়ুবী,মাও.নাছির উদ্দিন মুনির ও মাও.আতাউল্লাহ আমীন সহ বেশকিছু পরিচিত মুখ।
সাংগঠনিক সম্পাদক পদে পুনর্বহাল হচ্ছেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

প্রচন্ড বৃষ্টিতে ভিজেগতকাল চট্টগ্রাম আজ ঢাকা সি এম এম কোর্টে। মিথ্যা, বানোয়াট ও হয়রনীমূলক  মামলার হাজিরা নামক অমানবিক ...
07/08/2023

প্রচন্ড বৃষ্টিতে ভিজে
গতকাল চট্টগ্রাম আজ ঢাকা সি এম এম কোর্টে। মিথ্যা, বানোয়াট ও হয়রনীমূলক মামলার হাজিরা নামক অমানবিক নির্যাতনের মধ্যে সময় পার করছি। ৩০ টি মামলায় প্রতি মাসে (সরকারী ছুটির দিন ছাড়া) প্রতিদিনই কোর্টৈ হাজিরা দিতে হয়। সারাদেশে
অসংখ্য ওলামায়ে কেরাম আজ এরকম রাষ্ট্রীয় জুলুমের শিকার।
হে আল্লাহ রাষ্ট্রীয় নির্যাতন থেকে মজলুমদেরর আপনি রেহাই দান করুন।
©

দোয়া কামনাহাটহাজারী জুড়ে অতিরিক্ত বৃষ্টিতে বন্যার অবস্থার অবনতি হয়েছে।  ইতিমধ্যে হাটহাজারীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন...
06/08/2023

দোয়া কামনা
হাটহাজারী জুড়ে অতিরিক্ত বৃষ্টিতে বন্যার অবস্থার অবনতি হয়েছে। ইতিমধ্যে হাটহাজারীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণাকরা হয়েছে। জামিয়া হামিয়ুচ্ছুন্নাহ মেখলেও মাঠ জুড়ে পাণি, ইতিমধ্যে নিচতলায় হাটু পানতে ডুবে গেছে। সবার কাছে দোয়া কামনা আল্লাহ পাক আমাদের দ্রুত বৃষ্টি বন্ধের ফয়সালা করে দেন। আমাদের সকল দুর্ভোগ থেকে হেফাজতে করেন।

Mawlana Jakaria Noman faizi b.f

(বিয়ের তারিখ)রোজ: বুধবার,   কাল: গ্রীষ্মকালবাংলা তাং: ২৭ জৈষ্ঠ্য ১৪২৭,আরবীর তাং: ১৭ শাওয়াল ১৪৪১ হিজরী,ইংরেজী তাং: ১০ জুন...
03/08/2023

(বিয়ের তারিখ)
রোজ: বুধবার, কাল: গ্রীষ্মকাল
বাংলা তাং: ২৭ জৈষ্ঠ্য ১৪২৭,
আরবীর তাং: ১৭ শাওয়াল ১৪৪১ হিজরী,
ইংরেজী তাং: ১০ জুন ২০২০ ইং।
আজ ৩ টা বছর অতিবাহিত হলো সবাই দোয়া করবেন।

27/07/2023

U চিহ্নটা বাদ দেন কালিমা হয়ে যাবে?
বিশ্বাস না করলে একটু ট্রাই করুন।

[101112375906728:0]

বহুবছর আগ থেকে একটা কৌতূহল ছিল। আমিরে শরিয়ত সায়্যিদ আতাউল্লাহ শাহ বুখারি রাহ.-এর যত ছবি দেখেছি, সবগুলো ছিল টুপিহীন। খালি...
24/07/2023

বহুবছর আগ থেকে একটা কৌতূহল ছিল। আমিরে শরিয়ত সায়্যিদ আতাউল্লাহ শাহ বুখারি রাহ.-এর যত ছবি দেখেছি, সবগুলো ছিল টুপিহীন। খালি মাথা, বাবরি চুল, গাম্ভীর্যপূর্ণ চেহারা। কোনো ছবিতেই মাথায় টুপি বা পাগড়ি পরা দেখিনি। ভেবেছিলাম, ওই যুগে ক্যামেরা তো খুব বেশি এভেইলেবল ছিল না। কোনো ফটোগ্রাফার হয়তো হজরতের অপ্রস্তুত অবস্থায় কিছু বিক্ষিপ্ত ক্লিক নিয়ে নিয়েছে। এ কারণে ছবিগুলোতে মাথায় টুপি বা পাগড়ি চোখে পড়েনি।

একদিন কাকতালীয়ভাবে বাংলাদেশের এক মধ্যবয়স্ক বক্তার মুখে ব্যাখ্যা শুনলাম, আমিরে শরিয়তের মাথা ছিল মাত্রাতিরিক্ত বড়। তার মাথার সাইজের টুপি পাওয়া যেত না। এ কারণে তিনি টুপি পরতেন না। ব্যাখ্যাটা বেশ কিম্ভূতকিমাকার লাগল। ছবিগুলোর সঙ্গে মিলালাম। কেমন যেন মিলছিল না। মাথাকে অস্বাভাবিক রকমের বড় মনে হচ্ছিল না। তারপর আবার এ প্রশ্ন তো থেকেই যায়, কেনা টুপি না পেলে কী! টুপি তো কাপড় দিয়ে বানিয়েই নেওয়া যায়। কারাগারেও আমরা দেখেছি, টুপি যেহেতু পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে লুঙ্গি কেটে টুপি বানিয়ে পরত। লুঙ্গি যেহেতু এভেইলেবল ছিল, তাই এতে সমস্যা হতো না। বানানোও এত সুন্দর হতো, হঠাৎ কেউ দেখলে বুঝবেই না, এগুলো লুঙ্গি দ্বারা বানানো টুপি।

আজ মাওলানা মনজুর মেঙ্গল হাফি.-এর ব্যাখ্যা শুনে অন্তর প্রশান্ত হয়ে গেল। তিনি শুরু করলেন নিজের একটা কারগুজারি দিয়ে। তার একজন আফগান ছাত্রকে আইসক্রিম খেতে দিয়েছেন। সে বাটি থেকে দুউ চামচ আইসক্রিম মুখে দিয়ে কেঁদে ফেলল। তিনি অবাক হয়ে গেলেন। কারণ, জিজ্ঞেস করলে সে জানাল, উস্তাদজি, আমরা আইসক্রিম খাওয়ার অভ্যেস গড়িনি। যারা আইসক্রিম খায় বা এসি রুমে থাকে, সেসব বে গায়রত (আত্মমর্যাদাহীন) পাহাড়ের গিরিপথে দুশ*মন*দের সঙ্গে ল*ড়া*ই করে না। আমরা প্রত্যয় করেছি, দেশ হানাদারমুক্ত হওয়ার আগে এবং ইসলামকে বিজয়ী করার পূর্বে কোনো আইসক্রিম মুখে দেবো না, এসির বাতাস খেয়েও গা ঠাণ্ডা করব না।

আমিরে শরিয়ত সায়্যিদ আতাউল্লাহ শাহ বুখারি রাহ. বলতেন, ইংরেজ আমার পাগড়ি কেড়ে নিয়েছে। ইংরেজ আমার টুপি কেড়ে নিয়েছে। টুপি আর পাগড়ি তো পরে তারা, যাদের ইজ্জত আছে। ওরা তো আমাদের ইজ্জত ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে। আল্লাহর কসম, যতদিন ওদের বিতাড়িত করতে না পারব, মাথায় টুপি বা পাগড়ি পরব না। যেদিন দেশ ইংরেজমুক্ত হবে, সেদিন আমার মাথায়ও ইমামা (পাগড়ি) শোভা পাবে। কতটা সুউচ্চ ছিল তাদের আত্মমর্যাদাবোধ! সুবহান তেরি কুদরত!
🖋️লিখেছেন মুফতী Ali Hasan Osama হাফিঃ।

আয় আল্লাহ আপনি হযরত কে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন 🤲

Address

Hathazari
Chittagong
4330

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Friday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801886568258

Alerts

Be the first to know and let us send you an email when md Ata Ullah shah official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to md Ata Ullah shah official:

Share

Category