বেতাগী সমাজসেবা ব্লাড ফাউন্ডেশন

বেতাগী সমাজসেবা ব্লাড ফাউন্ডেশন বেতাগী সমাজসেবা ব্লাড ফাউন্ডেশন-BSSBF, একটি সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন।

উত্তরা মাইলষ্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দূর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমরা গভীর স...
22/07/2025

উত্তরা মাইলষ্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দূর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

*🌍 বিশ্ব রক্তদাতা দিবস – একফোঁটা রক্ত, এক পৃথিবী আশা ❤️*প্রতি বছর ১৪ জুন বিশ্বজুড়ে পালিত হয় "বিশ্ব রক্তদাতা দিবস"—এই দিন...
14/06/2025

*🌍 বিশ্ব রক্তদাতা দিবস – একফোঁটা রক্ত, এক পৃথিবী আশা ❤️*

প্রতি বছর ১৪ জুন বিশ্বজুড়ে পালিত হয় "বিশ্ব রক্তদাতা দিবস"—এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সকল মহৎ হৃদয়ের মানুষদের, যারা স্বেচ্ছায় রক্ত দিয়ে অসংখ্য প্রাণ বাঁচিয়ে যাচ্ছেন। রক্ত শুধু একধরনের তরল নয়—এটি ভালোবাসা, সহানুভূতি আর মানবতার প্রতীক।

একজন মানুষের দেওয়া এক ব্যাগ রক্ত পারে অন্য একজনের জীবন ফিরিয়ে দিতে। রক্তদান শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি একটি মানবিক কর্তব্য। যারা নিয়মিত রক্ত দেন, তারা নিঃসন্দেহে সমাজের গর্ব।

এবার আসুন, আমরা নিজেরা হতে চাই একেকজন রক্তযোদ্ধা। নিয়মিত রক্তদানের মাধ্যমে গড়ে তুলি এক সচেতন, সহানুভূতিশীল সমাজ। ভয় নয়, আত্মবিশ্বাস নিয়ে বলি—*"রক্ত দাও, জীবন বাঁচাও"*।

আজকের দিনে প্রতিজ্ঞা করি—যেখানে জীবন বিপন্ন, সেখানে আমরা হবো আশার আলো। একটি ফোঁটা রক্ত হতে পারে কারো শেষ হাসির কারণ।

*রক্তদান করো, মানবতার পাশে দাঁড়াও। কারণ রক্ত দিয়ে জীবন হয় রাঙা!* 🩸

#রক্তদানে_বাংলাদেশ #রক্তদাও_জীবন_বাঁচাও

**আজকের MAY Day-এ, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাদের মতোই, আমাদের রক্তদানও পারে অন্...
01/05/2025

**আজকের MAY Day-এ, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাদের মতোই, আমাদের রক্তদানও পারে অন্যের জীবনে একটি নতুন আশা এবং আলোর আলোড়ন তৈরি করতে। আসুন, মানবতার জন্য রক্ত দিন এবং একে অপরকে সাহায্য করি।**
- এডমিন

ডোনেশন_পোস্ট_নংঃ৩৪তুচ্ছ নয় রক্ত দান,বাঁচতে পারে একটি প্রাণ ❤️এই স্লোগানকে বুকে ধারণ করে11বারের  মতো লাল ভালোবাসা উপহার দ...
25/04/2025

ডোনেশন_পোস্ট_নংঃ৩৪
তুচ্ছ নয় রক্ত দান,
বাঁচতে পারে একটি প্রাণ ❤️

এই স্লোগানকে বুকে ধারণ করে11বারের মতো লাল ভালোবাসা উপহার দিলো।
"স্বেচ্ছায় করি রক্তদান,
হাসবে রোগী বাঁচবে প্রাণ"

💉রক্ত দিন, জীবন বাঁচান??

#রোগীর_সমস্যাঃ_রক্ত শূন্যতা
🔴রক্তের গ্রুপঃ O+
💑রক্তদাতা নামঃ #মোঃ_সাইদুল_ইসলাম
🏨রক্তদানের স্থানঃ ঢাকা
📆রক্তদানের তারিখঃ 25/4/25
#সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনে লক্ষ্যে মানুষের সেবা করাকেই বলা হয় মানবসেবা। আর মানবসেবার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো থ্যালাসেমিয়া রোগীকে স্বেচ্ছায় রক্তদান করে তার জীবন বাঁচাতে সাহায্য করা।

🤲সবাই রক্তদাতা ও রোগীর জন্য দোয়া করবেন।

@গ্রুপের স্বার্থে নয়, মানুষকে উৎসাহ প্রদান করাই আমাদের লক্ষ্য।

ভালো থাকুন, ভালো রাখুন।
সৌজন্যঃ বেতাগী সমাজসেবা ব্লাড ফাউন্ডেশন-BSSBF

ডোনেশন_পোস্ট_নংঃ ৩৩তুচ্ছ নয় রক্ত দান,বাঁচতে পারে একটি প্রাণ ❤️এই স্লোগানকে বুকে ধারণ করে বেতাগী সমাজসেবা ব্লাড ফাউন্ডেশন...
22/04/2025

ডোনেশন_পোস্ট_নংঃ ৩৩
তুচ্ছ নয় রক্ত দান,
বাঁচতে পারে একটি প্রাণ ❤️

এই স্লোগানকে বুকে ধারণ করে বেতাগী সমাজসেবা ব্লাড ফাউন্ডেশন #প্রতিষ্ঠাতা_মোঃনাঈম_হোসাইন ৭
বারের মতো লাল ভালোবাসা উপহার দিলো।
"স্বেচ্ছায় করি রক্তদান,
হাসবে রোগী বাঁচবে প্রাণ"

💉রক্ত দিন, জীবন বাঁচান??

#রোগীর_সমস্যাঃ_ রক্ত শূন্যতা
🔴রক্তের গ্রুপঃ A+
💑রক্তদাতা নামঃ #মোঃ_নাঈম_শিকদার
🏨রক্তদানের স্থানঃ সুমন ডায়াগনস্টিক সেন্টার সদর। দশমিনা পটুয়াখালী
📆রক্তদানের তারিখঃ ২২/০৪/২০২৫ইং
#সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনে লক্ষ্যে মানুষের সেবা করাকেই বলা হয় মানবসেবা। আর মানবসেবার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো থ্যালাসেমিয়া রোগীকে স্বেচ্ছায় রক্তদান করে তার জীবন বাঁচাতে সাহায্য করা।

🤲সবাই রক্তদাতা ও রোগীর জন্য দোয়া করবেন।

@গ্রুপের স্বার্থে নয়, মানুষকে উৎসাহ প্রদান করাই আমাদের লক্ষ্য।

ভালো থাকুন, ভালো রাখুন।
সৌজন্যঃ বেতাগী সমাজসেবা ব্লাড ফাউন্ডেশন-BSSBF

- এডমিন

ঘরে ঘরে আনন্দ নিয়ে এলো ঈদ। আপনজনের সঙ্গে উৎসবের আয়োজনে মেতে উঠুক প্রতিটি পরিবার। বেতাগী সমাজসেবা ব্লাড ফাউন্ডেশন-BSSBF  ...
31/03/2025

ঘরে ঘরে আনন্দ নিয়ে এলো ঈদ। আপনজনের সঙ্গে উৎসবের আয়োজনে মেতে উঠুক প্রতিটি পরিবার। বেতাগী সমাজসেবা ব্লাড ফাউন্ডেশন-BSSBF সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

ঈদ মুবারক!

আগামী শনিবার (১৫ মার্চ) সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।স্বল্প সময়ে এ কর্মসূচি বাস্তবায়ন করতে স্বাস্থ...
14/03/2025

আগামী শনিবার (১৫ মার্চ) সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

স্বল্প সময়ে এ কর্মসূচি বাস্তবায়ন করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সার্বিক প্রস্তুতি নিয়েছে। ক্যাম্পেইনকে সফল করতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। আর তা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সর্বোচ্চ সহযোগিতা প্রয়োজন। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পর্যালোচনার জন্য ক্যাম্পেইনের দিন প্রতিটি উপজেলা, জেলা ও কেন্দ্রে সার্বক্ষণিক কন্ট্রোলরুম চালু থাকবে।

একটি শিশুও যেন বাদ না পড়ে, সব শিশুকেই যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। যাদের ঘরে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশু আছে সেই সব মা-বাবা এবং অভিভাবকরা যেন অবশ্যই তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে (ইপিআই টিকাদান কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্র) নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান, সেজন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

01/03/2025

রমাদান মুবারাক 🌙

রক্তদানের আগে ও পরে যা মনে রাখা জরুরি -রক্তদানের পূর্বে করণীয়ঃ ১. রক্তদানের আগের রাতে পরিপূর্ণ ঘুম প্রয়োজন।২. রক্তদানের ...
22/01/2025

রক্তদানের আগে ও পরে যা মনে রাখা জরুরি -

রক্তদানের পূর্বে করণীয়ঃ

১. রক্তদানের আগের রাতে পরিপূর্ণ ঘুম প্রয়োজন।
২. রক্তদানের পূর্বে পানি বা তরল খাবার গ্রহন করতে হবে।
৩. রক্তদানের পূর্বে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে। চর্বিযুক্ত খাবার এড়িয়ে যেতে হবে। কারন চর্বি জাতীয় খাবার ব্লাড টেস্ট প্রভাবিত হয়।

রক্তদানের সময় করনীয়ঃ

১. ঢিলেঢালা পোশাক পরিধান করুন যার হাতা কনুইয়ের উপরে উঠানো যাবে।
২. রক্তদানের প্রক্রিয়াটির সময় রিল্যাক্স থাকুন, ভয়ভীতি যাতে না হয়। পাশের মানুষের সাথে কথা বলুন।

রক্তদানের পরে করনীয়ঃ

১. রক্তদানের পরে ১৫ থেকে ২০ মিনিট বিশ্রাম নিন।
২. রক্তদানের পর পরবর্তী ২৪ ঘন্টা প্রচুর পরিমানে পানি পান করুন।
৩. রক্তদানের পর ভারী কাজ করা থেকে বিরত থাকুন।
প্রতিষ্ঠাতা Nayeem Shikder

31/12/2024

𝐇𝐚𝐩𝐩𝐲 𝐍𝐞𝐰 𝐘𝐞𝐚𝐫
2025

ডোনেশন_পোস্ট_নংঃ ৩১তুচ্ছ নয় রক্ত দান,বাঁচতে পারে একটি প্রাণ ❤️এই স্লোগানকে বুকে ধারণ করে বেতাগী সমাজসেবা ব্লাড ফাউন্ডেশন...
30/12/2024

ডোনেশন_পোস্ট_নংঃ ৩১
তুচ্ছ নয় রক্ত দান,
বাঁচতে পারে একটি প্রাণ ❤️

এই স্লোগানকে বুকে ধারণ করে বেতাগী সমাজসেবা ব্লাড ফাউন্ডেশন #সদস্য_মোঃ_রামিম_হোসাইন ৭
বারের মতো লাল ভালোবাসা উপহার দিলো।
"স্বেচ্ছায় করি রক্তদান,
হাসবে রোগী বাঁচবে প্রাণ"

💉রক্ত দিন, জীবন বাঁচান??

#রোগীর_সমস্যাঃ_সিজার
🔴রক্তের গ্রুপঃ B+
💑রক্তদাতা নামঃ #মোঃ_রামিম
🏨রক্তদানের স্থানঃ পটুয়াখালী সদর
📆রক্তদানের তারিখঃ ৩০/১২/২০২৪
#সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনে লক্ষ্যে মানুষের সেবা করাকেই বলা হয় মানবসেবা। আর মানবসেবার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো থ্যালাসেমিয়া রোগীকে স্বেচ্ছায় রক্তদান করে তার জীবন বাঁচাতে সাহায্য করা।

🤲সবাই রক্তদাতা ও রোগীর জন্য দোয়া করবেন।

@গ্রুপের স্বার্থে নয়, মানুষকে উৎসাহ প্রদান করাই আমাদের লক্ষ্য।

ভালো থাকুন, ভালো রাখুন।
সৌজন্যঃ বেতাগী সমাজসেবা ব্লাড ফাউন্ডেশন-BSSBF

"এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবোনা"।"মহান বিজয় দিবস শুভেচ্ছা যাদের আত্মত্যাগের বি...
16/12/2024

"এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবোনা"।

"মহান বিজয় দিবস শুভেচ্ছা যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বিজয় তাদের প্রতি গভীর শ্রদ্ধা"।

“তরুণদের জন্য বিজয় দিবস হলো জাতীয় গৌরবের প্রতীক। আসুন, আমরা দেশপ্রেমে উদ্ভাসিত হই।শুভ বিজয় দিবস।”

Address

Betagi Sankipura
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when বেতাগী সমাজসেবা ব্লাড ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to বেতাগী সমাজসেবা ব্লাড ফাউন্ডেশন:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category