আস সুন্নাহ হিজামা ব্রাহ্মণবাড়িয়া

আস সুন্নাহ হিজামা ব্রাহ্মণবাড়িয়া সুন্নাহভিত্তিক বিজ্ঞানসম্মত চিকিৎস?

এই মাসের হিজামা শেষ সুন্নাহ তারিখ উপলক্ষে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার হিজামায় ৫০% ছাড়!☎️01636613047
16/11/2022

এই মাসের হিজামা শেষ সুন্নাহ তারিখ উপলক্ষে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার হিজামায় ৫০% ছাড়!
☎️01636613047

সুন্নাহ তারিখের অফার চলছে হিজামায়...☎️01636613047
13/11/2022

সুন্নাহ তারিখের অফার চলছে হিজামায়...
☎️01636613047

10/11/2022

জুমাবারের অফার। শুধুই আজকের জন্য।
আলোচনা সাপেক্ষে সর্বোচ্চ ৪০% (চল্লিশ শতাংশ) ছাড় পাবেন।
রেগুলার রেট : প্রতি পয়েন্ট ১৩০/-

06/10/2022

আজ জুমাবার।
সারাদিন হিজামায় ১০% ছাড়!
☎️ 01636 613047
☎️ 01745 436229

06/10/2022

এ মাসের হিজামা সুন্নাহ তারিখ :
১৪, ১৬, ১৮ অক্টোবর
শুক্র, রবি, মঙ্গলবার

12/09/2022

দীর্ঘদিন ব্যাথার যন্ত্রনা ভোগ করেছেন। দেখিয়েছেন অনেক ডাক্তার। সেবন করেছেন নানারকম মেডিসিন। করেছেন অনেক মেডিক্যাল টেস্ট। ফলাফল?
যতদিন ঔষধ চলে, ততদিন ব্যাথা কম থাকে। সাথে মেডিসিনের সাইড এফেক্টে অন্যান্য রোগের জন্ম হচ্ছে।
ফেইসবুক থেকে দেখেছেন আমাদের কার্যক্রম। যোগাযোগ করলেন, নিজেরাও হিজামা নিয়ে স্টাডি করলেন। সময় করে আমাদের এপয়েন্টম্যান্ট নিলেন। যথাসময়ে আসলেন। হিজামায় ট্রিটমেন্ট হল। বলেছিলাম, ২১দিন অন্তর ২টি সেশন করবেন। আল্লাহ চাইলে সুস্থ হবেন।
প্রথম ৩দিন ব্যাথা বাড়লো অনেক। ফোন করে আপত্তি জানালেন। রাগ ঝাড়লেন। বললাম, ৭দিন অপেক্ষা করুন। ১০দিন পর ফোন করে বললেন, পরিপূর্ণ সুস্থ আছেন। অনেক দোয়া করলেন। আসলেন শুকরিয়া জানাতে। বললাম, কৃতজ্ঞতা আল্লাহর জন্য।
সেন্টারের কাছাকাছি বাড়ী হওয়াতে প্রায় আসেন। কৃতজ্ঞতা স্বরূপ হিজামার মার্কেটিং করছেন নিজ থেকেই। রোগীও পাঠাচ্ছেন।
একজন চিকিৎসকের জন্য এটাই সবচেয়ে বড় পাওয়া। আপনিও যদি হিজামায় কোন উপকার পেয়ে থাকেন, অন্তত একটা রিভিও দিন। এতে অন্যরা উৎসাহী হবে।
আর হ্যা! ব্যাথা, এলার্জি, ব্লাড প্রেসার, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও শারীরিক যে কোন সমস্যার জন্য আগে হিজামাকে চয়েজ করুন।
আস সুন্নাহ হিজামা ব্রাহ্মণবাড়িয়া
ভাদুঘর (হুজুরবাড়ী মোড় পশ্চিম পাশে), সদর, ব্রাহ্মণবাড়িয়া।
☎️ 01636613047
📞 01745436229

পেটে ব্যাথা: কি কি রোগের কারণে পেটের কোথায় কোথায় ব্যথা অনুভব হয় ::1. Epigastrium (উপরে মাঝখানে)১। বুকজালা/গ্যাস, (বদহজম)...
25/08/2022

পেটে ব্যাথা:
কি কি রোগের কারণে পেটের কোথায় কোথায় ব্যথা অনুভব হয় ::

1. Epigastrium (উপরে মাঝখানে)

১। বুকজালা/গ্যাস, (বদহজম)
২। পাকস্থলীর আলসার
৩। পিত্তপাথুরী, অগ্নাশয়ের প্রদাহ
৪। হার্নিয়া (এপিগ্যাস্ট্রিক)

2. Right hypochondrium (উপরে ডান পাশে)

১। পিত্তপাথুরী, পিত্তথলির প্রদাহ
২। পাকস্থলির আলসার
৩। অগ্নাশয়ের প্রদাহ

3. Left hypochondrium (উপরে বাম পাশে)

১। পাকস্থলীর আলসার (PUD),
২৷ ডিওডেনাল আলসার
৩৷ বাইলারি (পিত্ত সংক্রান্ত) কোলিক/ব্যাথা
৪৷ অগ্নাশয়ের প্রদাহ

4. Umbilicus (নাভির আশেপাশে)

১৷ অগ্নাশয় এর প্রদাহ্
২। একিউট এপেন্ডিসাইটিস
৩। পাকস্থলীর আলসার
৪। ডিওডেনাল আলসার
৫। অন্ত্রের প্রদাহ
৬। আম্বিলিকাল হার্নিয়া

5. Left lumbar (মাঝখানে বাম পাশে)

১। কিডনি পাথর
২। ডাইভারটিকুলার ডিজিজ
৩। কোষ্ঠকাঠিন্য
৪। ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ

6. Right lumbar (মাঝখানে ডান পাশে)

১। কিডনি পাথর
২। প্রসাবে ইনফেকশন
৩। কোষ্ঠকাঠিন্য

7. Hypogastric region (নিচে মাঝখানে)

১। প্রসাবে ইনফেকশন
২। এপেন্ডিসাইটিস
৩। ডাইভারটিকুলার ডিজিজ ডিজিজ
৪। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ (গাইনি)
৫। ইনফ্লামেটরি বাউয়েল ডিজিস

8. Right iliac (নিচে ডান পাশে)

১। এপেন্ডিসাইটিস
২। কোষ্ঠকাঠিন্য
৩। পেলভিক পেইন (গাইনি)
৪। হার্নিয়া (ইঙ্গুইনাল)
৫। গ্রয়েন (কুচকি) পেইন

9. Left iliac (নিচে বাম পাশে)

২। ডাইভারটিকুলার ডিজিজ
৩। পেলভিক পেইন (গাইনি)
৪। হার্নিয়া (ইঙ্গুইনাল)
৫। গ্রয়েন (কুচকি) পেইন

© বাংলাদেশ ফার্মাসিস্ট পরিবার

22/08/2022

শরীরের যে কোন অঙ্গে ব্যাথা, এলার্জি, হাইপ্রেসার, আইবিএস, চুল পড়া, ঘুমের ব্যাঘাত ইত্যাদি সমস্যার সহজ সমাধান।
হিজামায় নাইট্রিক অক্সাইড এর মাধ্যমে শরীর থেকে টক্সিন বের করা হয়, রক্তচলাচল স্বাভাবিক হয়, ইমুনিটি বুস্ট (রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে) হয়, ব্রেইনের অনুভূতি শক্তি প্রখর হয়, শরীর হাল্কা হয়, দূর্বলতা কমে, কাজে উদ্যমতা পাওয়া যায়।
হিজামায় কোন ক্ষতিকারক প্রভাব নেই।
অধিক হারে পেইনকিলার খেয়ে কিডনি নষ্ট করবেন নাকি হিজামায় সুস্থ থাকবেন, সেই সিদ্ধান্ত আপনার।
আমাদের চেম্বারে সিরিয়াল নিতে যোগাযোগ :
☎️ 01636613047

21/08/2022

জরুরি নোটিশ!

অনেকের ফোন/মেসেজের রিকোয়েস্ট বিবেচনায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত পূর্বের রেট (১০০/- প্রতি পয়েন্ট) বহাল থাকবে।

আগামী মাস তথা ১ সেপ্টেম্বর-২০২২ থেকে নতুন রেট (১৩০/- প্রতি পয়েন্ট) কার্যকর করা হবে।

উল্লেখ্য : ৩১ তারিখের মধ্যে পরবর্তী মাসের বুকিং কনফার্ম করলেও বর্তমান রেট প্রযোজ্য হবে তবে শর্ত হল, অগ্রিম ৫০০/- জমা দিয়ে বুকিং কনফার্ম করতে হবে।

বিস্তারিত জানতে বা সিরিয়াল বুকিং দিতে কল করুন :
☎️ 01636613047

অথবা সরাসরি সেন্টারে আসুন :
আস সুন্নাহ হিজামা ব্রাহ্মণবাড়িয়া
ভাদুঘর (হুজুরবাড়ী মোড়, পশিমপাশে),
সদর, ব্রাহ্মণবাড়িয়া।

"""হার্ট মানুষকে মারে আবার বাঁচায় "''রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম।হার্ট বা হৃদপিন্ড  ঠিক রাখার জন্য প্রতিরোধমূলক ...
09/08/2022

"""হার্ট মানুষকে মারে আবার বাঁচায় "''

রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম।

হার্ট বা হৃদপিন্ড ঠিক রাখার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ায় সর্বত্তম। হৃদরোগে আক্রান্ত রোগীকে সময়মতো হাসপাতালে স্থানান্তর করতে পারলে হৃদরোগের অনেক আধুনিক চিকিৎসা দেওয়া সম্ভব। কিন্তু পূর্বে হৃদরোগ শনাক্ত করা না গেলে অনেক ক্ষেত্রেই চিকিৎসা দেওয়ার আগেই রোগীর মৃত্যু ঘটে। তাই প্রতিরোধটাই সবচেয়ে জরুরী এন্ড নিরাপদ।

মানুষের শরীরের অন্য যেকোনো অঙ্গ অকেজো বা নষ্ট হয়ে গেলে শুধু ওই অঙ্গের কার্যের ব্যাঘাত ঘটে, কার্যক্ষমতা লোপ পায়। কিন্তু হার্ট বা হৃদপিণ্ড নষ্ট অথবা বন্ধ হয়ে গেলে মানুষ মারা যায়।

বিশ্বের সব চেয়ে বেশি ঘাতক মরণ ব্যাধির নাম হার্ট রোগ বা হৃদরোগ, কোনো রকম পূর্বাভাস ছাড়াই হৃদরোগ যেকোনো সময় কেড়ে নিতে মানুষের জীবন। একবার হার্ট এটাকে আক্রান্ত হলে প্রায় শতকরা ৪০ ভাগ রোগী হাসপাতালে চিকিৎসা নেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।

মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে হার্ট বা হৃদপিণ্ড একটি জরুরী অঙ্গ। হার্টের কর্মক্ষমতার ওপর বেঁচে থাকা, শারীরিক কর্মক্ষমতা, আবেগ অনুভূতি, বলতে গেলে জীবনের সবকিছুই নির্ভরশীল। হার্টের দ্বারা রক্ত সঞ্চালনের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে পুষ্টি এবং শক্তি সঞ্চালিত হয়, অক্সিজেন সরবরাহ হয় এবং কার্বনডাই অক্সাইড নির্গমন হয়।

হার্টের রোগ প্রতিরোধ ও হার্ট ভালো রাখার কিছু উপায় নিম্নে দেওয়া হলো :-
*উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ,
*মানসিক ও শারীরিক চাপ নিয়ন্ত্রণ,
* ডায়াবেটিস নিয়ন্ত্রণ,
* অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণকরে *ভারসাম্যপূর্ণ ওজন,
*নিয়মিত ব্যায়াম,
*অতিরিক্ত লবণ নিয়ন্ত্রণ,
*চর্বিযুক্ত খাবার বর্জন,
*ধূমপান ও মদ্যপান বর্জন ইত্যাদি।

লিখেছেন :
Faeid Al Araf

উল্লেখ্য :
হার্টকে ভালো রাখতে এবং হার্ট ভালো রাখার যে সব উপায় বর্নিত হয়েছে, সেগুলোও নিয়ন্ত্রিত রাখতে হিজামা অত্যন্ত কার্যকরী।
তাই হিজামা নিন, অনেক রোগ থেকে সুস্থ থাকবেন ইন শা আল্লাহ।

#হিজামাআর্টিকেল

Address

Chittagong
3400

Alerts

Be the first to know and let us send you an email when আস সুন্নাহ হিজামা ব্রাহ্মণবাড়িয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to আস সুন্নাহ হিজামা ব্রাহ্মণবাড়িয়া:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category