Dr. Md Raizul Amin

Dr. Md Raizul Amin MBBS, CMU, CCD, PGT(Medicine)
Lecturer, Dept of Pharmacology,
Popular Medical college. Medical Officer, Popular Diagnostic Center.

General Practitioner, Experienced in Medicine, Gynae, Child and Skin Diseases.

07/07/2025

ডেঙ্গু জ্বরের বিস্তারিত: ✅

👉জ্বরের প্রথম ২৪ থেকে ৭২ ঘন্টা এই সময়ে Dengue NS1 test করলে ডেঙ্গুর প্রাথমিক ধারণা পাওয়া যায়।

👉প্রথম ৭২ ঘন্টা একটানা জ্বর থাকে। তারপর জ্বর থাকে না।

👉ডেঙ্গু জ্বরে প্রচন্ড মাথাব্যথা, শরীর ব্যথা হয়। ভুলেও ব্যথার ওষুধ খাবেন না। শুধু প্যারাসিটামল খাবেন।

👉প্রচুর তরল খাবার খাবেন। পরিমিত বিশ্রাম নিবেন।

👉বমি ,পাতলা পায়খানা, দুর্বলতা, খেতে না পারলে হাসপাতাল ভর্তি হবেন।

👉সর্বোপরি একজন চিকিৎসকের পরামর্শে থাকবেন।

ধন্যবাদ।
Dr. Md Raizul Amin

07/07/2025

ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ সংক্রমণ,
মৃত্যু ৩ জনের।

পৃথিবীতে হযরত আদম (আঃ) থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যে সমস্ত সমস্ত নৃশংস ও জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তন্মধ্যে ৬১ হিজ...
06/07/2025

পৃথিবীতে হযরত আদম (আঃ) থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যে সমস্ত সমস্ত নৃশংস ও জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তন্মধ্যে ৬১ হিজরীর ১০ই মহররমের হজরত ইমাম হুসাইন (রা:) এবং ফাতেমী বংশের ৭৩ জন সদস্যের হত্যাকাণ্ড বিশেষভাবে উল্লেখযোগ্য।

তৎকালীন সিরিয়ার প্রশাসক এজিদের চক্রান্তে নিষ্পাপ বেগুনাহ নবী দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রাঃ) কে কুফাবাসীর বায়াত গ্রহণ করার জন্য দের শতের বেশি পত্রাদি লিখে দূতের পর দূত পাঠিয়ে কুফা গমন করার জন্য দাওয়াত করা হয়। হজরত ইমাম হোসাইন (রাঃ) কুফার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে দাওয়াতের সত্যতা যাচাই করার জন্য উনার চাচাত ভাই হজরত মুসলিম (রা:) ও উনার দুই সাহেবজাদা হযরত মোহাম্মদ ও ইব্রাহিমকে কুফায় পাঠিয়ে দিলেন। কুফাবাসী তাদেরকে সাদর অভ্যর্থনা জানায় এবং প্রায় ১২ হাজার কুফাবাসী ওনার কাছে বায়াত গ্রহণ করেন।

হজরত মুসলিম এই অনুকূল পরিবেশ দেখে হজরত ইমাম হুসাইন (রা:) কে লোক পাঠিয়ে কুফা আসার জন্য বলেন। এই খবর শুনে নানাবিধ বাধা নিষেধ উপেক্ষা করে ইমাম হুসাইন (রা:) কুফার উদ্দেশ্যে যাত্রা করার প্রস্তুতি নিতে লাগলেন। কিন্তু হজরত মুসলিমের হাতে ইমাম হুসাইন (রা:) এর নামে বায়াত গ্রহণের খবর শুনে এজিদ ইবনে যিয়াদকে কুফা পাঠালো। ইবনে যিয়াদ সেখানে গিয়ে কুফাবাসীদের খুব জোরালোভাবে কঠিন ভাষায় শাসালো এবং ধমকালো।

ইবনে যিয়াদের কঠিন কথা শুনে সমস্ত কুফাবাসী হজরত মুসলিমের বায়াত গ্রহণ করা থেকে পিছিয়ে গেলো এবং সেখানে তার দুই সাহেবজাদা সহ হজরত মুসলিম (রা:) কে নির্মমভাবে শহীদ করে দিলো। কিন্তু এ খবর হজরত ইমাম হুসাইন (রা:) এর কাছে আর পৌঁছে নি।

ইমাম হুসাইন (রা:) ওনার সফর সূচি অনুযায়ী ৭৩ জন আহলে বায়াত ও সঙ্গী সাথিসহ কুফার পথে কারবালা প্রান্তরে পৌঁছলে এজিদ বাহিনীর সাথে নিরস্ত্র অবস্থায় যুদ্ধে লিপ্ত হতে হয় এবং হজরত ইমাম সপরিবারে ৬১ হিজরীর ১০ ই মহররম কারবালার মরু প্রান্তরে শাহাদাত বরণ করেন।

পৃথিবীর ইতিহাসে এত বড় নিষ্ঠুর ও নির্মম হত্যাকাণ্ড আর দ্বিতীয়টি হয়নি।

04/07/2025

আল্লাহপাক রাব্বুল আলামীন মানুষকে আশরাফুল মাখলুকাত বা, সৃষ্টির সেরা হিসেবে মর্যাদা দান করলেন।
আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করে অপরিসীম
দয়া দেখালেন।

তার ওপর না চাইতেই এমন নবীজী (সাঃ) এর উম্মত হিসেবে কবুল করলেন, যিনি আনিসুল গরিবীন, ইমামুল মোরছালিন, খাতামুন নাবিয়্যিন, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, ইমামুল আম্বিয়া, দো-জাহানের সরদার, রাহমাতাল্লিল আলামিন।
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।।

এত মর্যাদার উম্মত আজ দিকে দিকে মার খাচ্ছে, অপমানিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এর কারণ কী আমরা ভেবে দেখেছি??

প্রতিটি অলিতে গলিতে, প্রতিটি পাড়া মহল্লায় কয়েকটি করে মসজিদ। বাড়ি বাড়ি ঘরে ঘরে বক্তা ও ওয়াজ মাহফিল, হিজাব, টুপি বাড়িওয়ালার সংখ্যাও বাড়ছে। ইসলামী দল ও শাসনব্যবস্থা কায়েমের চেষ্টাও দৃশ্যমান। তবুও কেন মুসলিম উম্মাহর আজ এই অবস্থা!!

শুধু একটু খেয়াল করুন, এত এত মসজিদ থাকা সত্ত্বেও,
বড় বড় আলেম থাকা সত্ত্বেও কয়টি মসজিদে, কয়জন ইমাম আজ জুম্মার খুতবায় মহররমের আলোচনা করেছেন? মোনাজাতে শহীদে কারবালার স্মরণ করেছেন??

অথচ কাল বাদে পরশু ১০ই মহররম!
এই দিনে কী মর্মান্তিক ঘটনা ঘটেছে তা কী এইসব আলেমদের অজানা! তবুও তারা নিঃশ্চুপ! দোয়াতেও জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান ও হুসাইন (রা:) এবং আহলে বায়াতের স্মরণ করতে ওনাদের যেন হাজারটা অনীহা।

অথচ আমাদের প্রিয় নবীজী সাঃ ইরশাদ করেছেন,
"যে হাসান হুসাইন কে ভালোবাসলো, সে যেন আমাকেই ভালোবাসলো।" "আমি এবং আহলে বায়াত আমরা এক, অবিচ্ছেদ্য অঙ্গ।"

নবীজী (সাঃ) এর ভালোবাসা, শাফায়াত ছাড়া যে বা যারা আল্লাহর প্রিয় হতে চায় তাদের নির্যাতন আর ধ্বংস ছাড়া কিছুই জুটবে না, এটা আদি ও অনন্তকালের নিশ্চয়তা।

শত্রু শুধু ইহুদীরা নয়, আমাদের সমাজে ইসলামের নামে,
লেবাসধারি আলেমের নামে অনেক মুনাফিক আছে, যারা সমাজ থেকে ধীরে ধীরে মিলাদ কিয়াম থেকে শুরু করে পাক পঞ্জাতন, আহলে বায়াতের মহব্বত, বিভিন্ন ধরনের ইবাদত, মোনাজাত থেকে মুসলিম উম্মাহ কে দূরে সরিয়ে দিচ্ছে।
তারা ঘরে বাইরে, মসজিদে, সমাজে ও সারা দুনিয়ায় বিভিন্ন
ফেতনা ছড়িয়ে দিচ্ছে।

এরাই আসলে আজকের মুসলিম উম্মাহর বর্তমান অবস্থার জন্য দায়ী।

আল্লাহ্ নিজ গুণে দয়াল নবীজী (সাঃ) এর উছিলায় এসব নামধারী, লেবাশদারি মোনাফেকদের থেকে আমাদের সবার ঈমান ও আকিদা, সর্বোপরি আমল কে হেফাজত করুক, আমীন।

02/07/2025

সারা দেশর অনেকেই জ্বরে ভুগছেন, বেশীরভাগ ই ভাইরাসজনিত।
আতংকিত হবেন না।
চিকিৎসকের পরামর্শ নিন,
সুস্থ্য থাকুন ।

01/07/2025

ভাইরাস জ্বরে কাঁপছে
পুরো দেশ।
Very Alarming Health Issue right now...

মসুর ডাল (Red Lentil)  একটি অত্যন্ত জনপ্রিয় এবং পুষ্টিকর খাদ্যশস্য। এটি প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং খনিজ পদার্থের একটি...
01/07/2025

মসুর ডাল (Red Lentil) একটি অত্যন্ত জনপ্রিয় এবং পুষ্টিকর খাদ্যশস্য। এটি প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং খনিজ পদার্থের একটি চমৎকার উৎস। মসুর ডালকে "গরীবের মাংস" বলা হয় কারণ এটি মাংসের একটি ভালো বিকল্প হিসেবে প্রোটিনের অভাব পূরণ করতে সাহায্য করে।

তবে কিছু কিছু ক্ষেত্রে মসুর ডাল না খাওয়াই ভালো।
যেমন -
১. যাদের ইউরিক এসিড বেশি/হাইপার ইউরিসেমিয়া/ গাউট আছে।
২. কিডনী রোগে আক্রান্ত ব্যক্তিরা।
৩. যাদের এসিডিটি/ অম্বল আছে।
৪. যাদের ওজন বেড়ে যাওয়ার প্রবণতা আছে।
৫. যাদের ডালে এলার্জি আছে ।

মসুর ডাল (Red Lentil)  একটি অত্যন্ত জনপ্রিয় এবং পুষ্টিকর খাদ্যশস্য। এটি প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং খনিজ পদার্থের একটি...
28/06/2025

মসুর ডাল (Red Lentil) একটি অত্যন্ত জনপ্রিয় এবং পুষ্টিকর খাদ্যশস্য। এটি প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং খনিজ পদার্থের একটি চমৎকার উৎস। মসুর ডালকে "গরীবের মাংস" বলা হয় কারণ এটি মাংসের একটি ভালো বিকল্প হিসেবে প্রোটিনের অভাব পূরণ করতে সাহায্য করে।

প্রতি ১০০ গ্রাম মসুর ডালে নিম্নলিখিত পুষ্টি উপাদান থাকতে পারে:
* ক্যালরি: ৩৪৩ গ্রাম
* ফ্যাট: ১.৫ গ্রাম
* সোডিয়াম: ১৭ গ্রাম
* পটাশিয়াম: ১৩৯২ গ্রাম
* কার্বোহাইড্রেট: ৬৩ গ্রাম
* প্রোটিন: ২২ গ্রাম
* ক্যালসিয়াম: ১৩ গ্রাম
* ম্যাগনেসিয়াম: ৪৫ গ্রাম
* ফাইবার: ১৫ গ্রাম
* ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন, ফোলেট।

মসুর ডাল খাওয়ার অনেক স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে:
* প্রোটিনের উৎস: এটি উচ্চ আমিষসমৃদ্ধ হওয়ায় শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করে, বিশেষ করে নিরামিষভোজীদের জন্য এটি একটি আদর্শ খাবার।
* ওজন নিয়ন্ত্রণ: এতে উচ্চ মাত্রার ফাইবার থাকায় দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, যা অতিরিক্ত খাওয়া কমাতে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
* হজম সহায়তা: ফাইবারের কারণে এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে।
* হৃদরোগের ঝুঁকি কমায়: মসুর ডালে দ্রবণীয় ফাইবার থাকে যা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়।
* রক্তচাপ নিয়ন্ত্রণ: এতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
* ডায়াবেটিস নিয়ন্ত্রণ: ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে।
* রক্ত বৃদ্ধি ও শারীরিক দুর্বলতা দূর: আয়রন এবং প্রোটিন সমৃদ্ধ হওয়ায় এটি রক্ত তৈরিতে সাহায্য করে এবং শারীরিক দুর্বলতা দূর করে।
* ত্বকের যত্নে: ভিটামিন বি, সি, ই, আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক সমৃদ্ধ হওয়ায় মসুর ডাল ত্বকের দাগছোপ দূর করতে, ব্রণ-ফুস্কুড়ির সমস্যা কমাতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।

মসুর ডাল শুধু সুস্বাদুই নয়, এটি একটি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার যা দৈনন্দিন খাদ্যতালিকায় রাখা অত্যন্ত উপকারী।

"কত মহররম এলো, গেল চলে বহু কাল-ভুলি নি গো আজো সেই শহীদের লোহু লাল।- মহররম। কাজী নজরুল ইসলাম।বাংলাদেশের আকাশে গতকাল বৃহস্...
27/06/2025

"কত মহররম এলো, গেল চলে বহু কাল-
ভুলি নি গো আজো সেই শহীদের লোহু লাল।

- মহররম।
কাজী নজরুল ইসলাম।

বাংলাদেশের আকাশে গতকাল বৃহস্পতিবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। সবাইকে হিজরী নতুন বছরের শুভেচ্ছা।

মহররমের অনভূতি ও ত্যাগ যেন জীবনের প্রতিটি মুহূর্ত
আমরা অন্তরে ধারণ করতে পারি, আমীন।

26/06/2025

আজ থেকে শুরু হওয়া সকল এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের রইলো অসংখ্য শুভ কামনা এবং দোয়া।

কাঁকরোলে ক্যালোরির পরিমাণ খুবই কম। এতে রয়েছে ফাইবার, মিনারেল, ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট।গর্ভকালীন সময়ে অনেকের স্না...
26/06/2025

কাঁকরোলে ক্যালোরির পরিমাণ খুবই কম। এতে রয়েছে ফাইবার, মিনারেল, ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট।
গর্ভকালীন সময়ে অনেকের স্নায়ুবিক ত্রুটি দেখা দেয়। কাঁকরোল ভিটামিন বি এবং সি-এর ভালো উৎস। যা কোষের গঠন ও নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। ফলে স্নায়ুবিক ত্রুটি হয়না।
কাঁকরোলে পর্যাপ্ত পরিমাণ ফাইটো নিউট্রিয়েন্ট, পলিপেপটিড-পি এবং উদ্ভিজ্জ ইনসুলিন আছে। যা ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করে যকৃৎ, পেশি ও শরীরের মেদবহুল অংশে গ্লাইকোজেন সংশ্লেষণ করে।
কাঁকরোল ফাইবারসমৃদ্ধ হওয়ায় হজমে সাহায্য করে।
কাঁকরোল ভিটামিন সি পরিপূর্ণ হওয়ায় প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্টরূপে কাজ করে। যা শরীরের টক্সিন দূর করে ক্যান্সারের ঝুঁকি কমায়।
কাঁকরোলে আছে বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন, লিউটেইন, যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয়না, ত্বককে করে তারুণ্যদীপ্ত।
কাঁকরোলের ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে।

এই ফলের নাম কী, কে কে বলতে পারবেন??
25/06/2025

এই ফলের নাম কী, কে কে বলতে পারবেন??

Address

Ashuganj
Dhaka

Telephone

+8801675013696

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md Raizul Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md Raizul Amin:

Share