06/12/2022
প্রশ্ন: আমার বয়স ১৫ বছর। মাথার চুল কোঁকড়া এবং চুলের আগা ফেটে গেছে। চুলে হালকা টান লাগলেই আগার কিছু অংশ ভেঙে পড়ে। সে ক্ষেত্রে আমি আমার চুল সোজা করানোর জন্য রিবন্ডিং, স্মুথনিং, ক্যারোটিন বা অন্য কোনো ট্রিটমেন্ট করাতে পারি কি? চুলের আগা ভেঙে ও ফেটে যাওয়া বন্ধে কী করতে পারি?
উত্তার: চুল ফেটে গেলে ফাটা অংশ কেটে ফেলতে হবে। কারণ, চুলের ফাটা অংশ আবার ঠিক করা সম্ভব নয়। এ ছাড়া চুলে তেল মালিশ করলে চুলের আগা ফাটা কমেই যায়। তাই শ্যাম্পু করার ১ ঘণ্টা আগে অবশ্যই চুলে তেল মালিশ করতে হবে। চুল ফেটে যাওয়া মানে হলো চুল দুর্বল। তাই এখন সোজা করানোর জন্য রিবন্ডিং, স্মুথনিং, ক্যারোটিন অথবা অন্য কোনো ট্রিটমেন্ট করানো ঠিক হবে না। কিছুদিন তেল মালিশে চুলের ফাটা কমে গেলে তখন এ ধরনের ট্রিটমেন্ট করাতে পারেন।