Organic Hair Treatment

Organic Hair Treatment 100% Organic product & side affect free.

প্রশ্ন: আমার বয়স ১৫ বছর। মাথার চুল কোঁকড়া এবং চুলের আগা ফেটে গেছে। চুলে হালকা টান লাগলেই আগার কিছু অংশ ভেঙে পড়ে। সে ক্ষে...
06/12/2022

প্রশ্ন: আমার বয়স ১৫ বছর। মাথার চুল কোঁকড়া এবং চুলের আগা ফেটে গেছে। চুলে হালকা টান লাগলেই আগার কিছু অংশ ভেঙে পড়ে। সে ক্ষেত্রে আমি আমার চুল সোজা করানোর জন্য রিবন্ডিং, স্মুথনিং, ক্যারোটিন বা অন্য কোনো ট্রিটমেন্ট করাতে পারি কি? চুলের আগা ভেঙে ও ফেটে যাওয়া বন্ধে কী করতে পারি?

উত্তার: চুল ফেটে গেলে ফাটা অংশ কেটে ফেলতে হবে। কারণ, চুলের ফাটা অংশ আবার ঠিক করা সম্ভব নয়। এ ছাড়া চুলে তেল মালিশ করলে চুলের আগা ফাটা কমেই যায়। তাই শ্যাম্পু করার ১ ঘণ্টা আগে অবশ্যই চুলে তেল মালিশ করতে হবে। চুল ফেটে যাওয়া মানে হলো চুল দুর্বল। তাই এখন সোজা করানোর জন্য রিবন্ডিং, স্মুথনিং, ক্যারোটিন অথবা অন্য কোনো ট্রিটমেন্ট করানো ঠিক হবে না। কিছুদিন তেল মালিশে চুলের ফাটা কমে গেলে তখন এ ধরনের ট্রিটমেন্ট করাতে পারেন।

বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা সরাসরি ফোন করুন ☎️ 01880850609
06/12/2022

বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা সরাসরি ফোন করুন ☎️ 01880850609

খুশকি বন্ধ, নতুন চুল জন্মানো ও সাদা চুল স্থায়ী"ভাবে কালো করার জন্য!!!✅যাদের শরীরে DHT বা DIHYDROTESTOSSETRONE নামক এক প্...
06/12/2022

খুশকি বন্ধ, নতুন চুল জন্মানো ও সাদা চুল স্থায়ী"ভাবে কালো করার জন্য!!!

✅যাদের শরীরে
DHT বা DIHYDROTESTOSSETRONE নামক এক প্রকার নেগেটিভ হরমোন বেড়ে যায়। তাদের চুল চলে যাবে কারণ, DHT চুলের কোষকে block করে পেলে যার ফলে চুল ঝরে যায় এবং কোষগুলো মরে যায়। তখন আর নতুন চুল জন্মায় না এবং ধীরে ধীরে টাকে পরিনত হয়। কারন, নতুন চুল জন্মানোর জন্য যে সমস্ত উপাদান/হরমোন প্রয়োজন তা আর পাইনা। ➤আমাদের প্রোডাক্ট টা যে ভাবে কাজ করে..
➡আমাদের প্রোডাক্টের মধ্যে রয়েছে DHT Anti blocker System অর্থাৎ DHT যেটা বেড়ে গেছে সেটাকে Remove করে নতুন চুল জন্মাতে সাহায্য করবে।

✅চুল দাড়ি কেন সাদা হয়?
প্রতিটি চুল দাড়ির গোড়া একটি নর দ্বারা বেষ্টিত থাকে। যাকে চুল দাড়ির ফলিকন বলে।আর প্রতিটি চুল দাড়ির ফলিকনকে নির্দিষ্ট সংখ্যাক কোষ pigment cell থাকে। এই pigment cell নামক এক প্রকার রাসায়নিক তৈরি করে। মেলানিন বেশি থাকলে চুল দাড়ি কালো দেখায় আর pigment cell মেলানিন কম উৎপন্ন করলে চুল দাড়ি সাদা দেখায়.... সাদা চুল দাড়ি কালো করতে HAIRTON অন্যতম আবিষ্কার যা মেলানিন হরমোন বৃদ্ধি করতে সহযোগিতা করে!!

✅প্রোডাক্টটি অরিজিনাল সুইজারল্যান্ডের!! এটি একটি ইন্টান্যাশনাল ব্রান্ডের প্রোডাক্ট।
মেডিকেল সায়েন্স আধুনিক সংস্করণ HLCC প্রযুক্তি ব্যবহৃত সুইজারল্যান্ডের।
খুশকি ও চুল পড়া বন্ধের জন্য একটা-ই যথেষ্ট। তবে নতুন চুল জন্মানো ও চুল কালো করার জন্য ১-২ টা ফাইল ব্যবহার করতে হবে।
✅ আমাদের প্রোডাক্ট আপনার যেভাবে কাজ করে-
এটি ভেতর থেকে বেলেংন্সের মাধ্যমে ১০ থেকে ১৫ দিনের মধ্যে আপনার চুল পড়া কে টোটালি অফ করবে ২০ থেকে ২৫ দিনের মধ্যে আপনার যে হরমোন জনিত সমস্যা সে সমস্যাকে নির্দিষ্ট ব্যালেন্স এর মধ্যে নিয়ে এসে এবং রিকভারি করে ৩০ থেকে ৪৫ দিনের মধ্যেই নতুন ভাবে চুল গজাতে সাহায্য করে প্রপার সমাধানের জন্য আপনাকে এক থেকে দুই মাস সময় দিতে হবে...!!!

+880 1880-850609

স্বাগতম প্রিয় ক্লায়েন্ট, আপনার চুলের সৌন্দর্য রক্ষা আমাদের উপর অর্পিত দায়িত্ব, আমরা আমাদের হেয়ার স্পেশালিষ্ট দ্বারা আপনা...
06/12/2022

স্বাগতম প্রিয় ক্লায়েন্ট, আপনার চুলের সৌন্দর্য রক্ষা আমাদের উপর অর্পিত দায়িত্ব, আমরা আমাদের হেয়ার স্পেশালিষ্ট দ্বারা আপনাকে সর্বাক্ষণিক তত্বাবধানে রাখবো যতক্ষণ না আপনার সমস্যার সমাধান না হয়।
ইনশাআল্লাহ শতভাগ আস্থা রাখতে পারবেন।
Contact☎️ +880 1880-850609

HAIRTON feedback ❤️
06/12/2022

HAIRTON feedback

❤️

চুল ঝরে পড়া জনিত সমস্যা ও প্রতিনিয়ত নানাবিধ অসুস্থতার পড়া আমাদের খাদ্য অভ্যাস এবং চলাফেরার উপর অনেকটা নির্ভর করে তাই প্র...
06/12/2022

চুল ঝরে পড়া জনিত সমস্যা ও প্রতিনিয়ত নানাবিধ অসুস্থতার পড়া আমাদের খাদ্য অভ্যাস এবং চলাফেরার উপর অনেকটা নির্ভর করে তাই প্রতি দিনের খাদ্য তালিকায় যতটুকু সম্ভব ফ্রেশ শাক সবজি এবং অর্গানিক ফলমূল রাখুন।

A good treatment will make your hair more beautiful.
06/12/2022

A good treatment will make your hair more beautiful.

✅ পানি পানের এই নিয়মগুলো মেনে চলুন  -বাড়িতে থাকলে বোতলের পরিবর্তে গ্লাসে পানি পান করার অভ্যাস করুন। শুয়ে পানি পান করবেন ...
06/12/2022

✅ পানি পানের এই নিয়মগুলো মেনে চলুন -

বাড়িতে থাকলে বোতলের পরিবর্তে গ্লাসে পানি পান করার অভ্যাস করুন। শুয়ে পানি পান করবেন না। গলায় পানি আটকে বিষম খেতে পারেন। বসে বা দাঁড়িয়ে পানি পান করুন।
সুস্থ থাকতে হলে পরিমিত পানি পান করা জরুরি। কিন্তু পানি পান করার সময় বেশ কয়েকটি নিয়ম মেনে না চললে হতে পারে সমস্যা। এবিপি আনন্দের এক প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি। চলুন দেখে নেই।

-

যখন তৃষ্ণা পাবে তখনই পানি পান করুন। অতিরিক্ত পানি পান করলে শরীরে নানা ধরনের সমস্যা হতে পারে। এর পাশাপাশি খালি পেট বা ভরা পেট, কখনই একসঙ্গে বেশি পানি পান করবেন না।

যারা নিয়মিত শরীরচর্চা করেন, তারাও পানি পান করার সময় কয়েকটা ব্যাপার খেয়াল রাখুন। এক্সারসাইজ শুরুর আগের মুহূর্তে বা শেষ করেই পানি পান করতে যাবেন না। বরং মাঝেমধ্যে বিশ্রাম নিয়ে প্রয়োজন হলে অল্প করে পানি পান করতে পারেন।

খুব রোদ থেকে এসে সঙ্গে সঙ্গে পানি না পান করাই ভালো। একটু বিশ্রাম নিয়ে তারপর পানি পান করুন।

বাড়িতে থাকলে বোতলের পরিবর্তে গ্লাসে পানি পান করার অভ্যাস করুন। শুয়ে পানি পান করবেন না। গলায় পানি আটকে বিষম খেতে পারেন। বসে বা দাঁড়িয়ে পানি পান করুন।

হাঁটাচলা করতে করতে পানি পান না করাই ভালো। বরং এক জায়গায় সুস্থির হয়ে দাঁড়িয়ে পানি পান করে নিলে অনেক বিপদ এড়ানো যায়। বিষম খাবার সমস্যা থাকে না।

বোতল থেকে পানি পান করার সময়েও সাবধান থাকুন। বোতলে মুখ লাগিয়ে এক সঙ্গে অনেক পানি পান করতে গেলে অনেক সময় বিপদ হতে পারে। বোতল আলগা করে পানি পান করার সময়েও বিষম লাগতে পারে। তাই সাবধান থাকুন।

রাস্তাঘাটে থাকলে চলন্ত যানবাহনে পানি পান না করাই মঙ্গল। আচমকা বিষম লেগে বড় বিপদ হতে পারে। তাই এক জায়গায় সুস্থির হয়ে দাঁড়িয়ে পানি পান করে নিন। তারপর গন্তব্যে যান।

মর্নিং ওয়াক, সাইক্লিং, জগিং ইত্যাদি করার সময় অবশ্যই সঙ্গে পানির বোতল রাখুন। তবে গলদঘর্ম অবস্থায় পানি পান না করে একটু বিশ্রাম নিয়ে পানি পান করা স্বাস্থ্যের পক্ষে ভালো।

খাবার খেতে খেতে পানি পান না করাই ভালো। এতে হজমে সমস্যা হয়। খুব ঠান্ডা পানি কখনই পান করবেন না। এর ফলে গলায় সমস্যা দেখা দিতে পারে।

বিস্তারিত জানতে মেসেজ করুন অথবা সরাসরি ফোন করুন  +880 1880-850609
06/12/2022

বিস্তারিত জানতে মেসেজ করুন অথবা সরাসরি ফোন করুন +880 1880-850609

06/12/2022
✅ ভিটামিন-ই এর উপকারিতা!!স্বাস্থবিষয়ক একটি ওয়েবসাইটে জানানো হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ি ভিটামি-ই সাপ্লিমেন্ট খাওয়া যেতে...
06/12/2022

✅ ভিটামিন-ই এর উপকারিতা!!

স্বাস্থবিষয়ক একটি ওয়েবসাইটে জানানো হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ি ভিটামি-ই সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে। তবে প্রাকৃতিক উপায়ে এই ভিটামিন পেতে চাইলে রয়েছে অসংখ্য খাবার যেমন সয়া, অলিভ অয়েল, ভুট্টা ইত্যাদি।

অ্যান্টিঅক্সিডেন্ড: কোষ নষ্ট হওয়া থেকে বাঁচতে শরীরে চাই অ্যান্টঅক্সিডেন্ট উপাদান যা মেলে ভিটামিন-ই থেকে। এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষের জন্য ক্ষতিকারক মুক্তমৌলের সঙ্গে লড়াই করে। দূষণ এবং ধূপমান থেকে শরীরে মুক্তমৌল তৈরি হয়।

রোগ প্রতিরোধ ক্ষমতা: স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভিটামিন-ই’তে ভরপুর খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ‘ইমিউন সেল’ বা রোগ প্রতিরোধকারী কোষ তৈরি সহায়ক, যা শরীরে তৈরি করে ব্যাকটেরিয়া- নাষক অ্যান্টিবডি।

ক্ষত সারাতে: বাজারে ভিটামিন-ই যুক্ত তেল পাওয়া যায়। ত্বক বিশেষজ্ঞদের মতে এর রয়েছে নানান উপকারীতা। এরমধ্যে একটি হল কাটাছেড়ার ক্ষত ও ব্রণ সারানো।

বয়সের ছাপ দূর করা: কোষ পুণর্গঠন প্রক্রিয়ার জন্য ভিটামিন-ই উপকারী হওয়ায় এটি ত্বকের তারুণ্য ধরে রাখতে সক্ষম।

অকালে পাকা চুল: চুলের সুস্বাস্থ্যের জন্য ভিটামিন-ই একটি গুরুত্বপূর্ণ উপাদান। চুপ পড়া, অল্প বয়সে চুল সাদা বা ধুসর হওয়া থেকে বাঁচতে চাই ভিটামিন-ই।

Address

Asian Highway, Bahaddarhat
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Organic Hair Treatment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram