30/10/2022
হিজামা হল এমন একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যাতে মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বিদ্যামান রয়েছে।
হযরত আবু হুরাইরা রদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত : রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জিবরীল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।” আল-হাকিম, হাদীছ নম্বর : ৭৪৭০
হযরত জাবির রদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত : রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” ছহীহ মুসলিম, হাদীছ নম্বর : ২২০৫
বর্তমানে এটাকে আধুনিক চিকিৎসা ব্যবস্থা হিসেবে -চীন, আরব আমিরাত, সৌদি আরব,মিসর,জার্মান,ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে গ্রহণ করা হয়েছে।
হিজামা সুন্নতি চিকিৎসা। হিজামার মাধ্যমে শরীরের
বাতের ব্যথা,
হাঁটুর ব্যথা,
মাংষ পেশীতে ব্যথা,
ঘারের ব্যথা,
কোমর ব্যথা,
মাইগ্রেন ব্যথা,
আরো অন্যান্য ব্যথা জনিত সমস্যার সমাধান হিজামা চিকিৎসার মাধ্যমে ইনস্টেন্ট এর উপকারিতা উপলব্দি করা যায়। কিন্তু এই চিকিৎসার মাধ্যমে
হাইপ্রেশার,
ডাইবেটিস
অনিদ্রা,
বিভিন্নরকম চর্মরোগ,
এজমা/হাঁপানি,
চুল পড়া,
মানসিক সমস্যা,
হরমোনাল সমস্যা,
ব্রন
যৌন সমস্যা
আরো বিভিন্ন রোগের শেফা পাওয়া যায়।