জামায়াত - শিবির নিউজ

জামায়াত - শিবির নিউজ We want to show the Islamic way of life

31/10/2023
31/10/2023

যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করতে হবে।
গাছ ফেলে...

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী জেলা।
26/10/2023

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী জেলা।

প্রেরণার বাতিঘর শহীদ মীর কাশেম আলী।
03/09/2023

প্রেরণার বাতিঘর শহীদ মীর কাশেম আলী।

প্রথম ছবির মার্ক করা ছেলের নাম ফখরুল, মন্তলী মাদরাসা, নাঙ্গলকোট, কুমিল্লাদ্বিতীয় ছবির মার্ক করা ছেলের নাম নাহিদ, মন্তলী ...
02/09/2023

প্রথম ছবির মার্ক করা ছেলের নাম ফখরুল, মন্তলী মাদরাসা, নাঙ্গলকোট, কুমিল্লা

দ্বিতীয় ছবির মার্ক করা ছেলের নাম নাহিদ, মন্তলী মাদরাসা, নাঙ্গলকোট, কুমিল্লা

এদের কেউই মিল্লাতের ছাত্র নয়। এরা ভূয়া

মূলত মাদরাসা সম্পাদক জহিরের পাশের গ্রামের মাদরাসার ছাত্র এরা। এলাকা থেকে নিয়ে মিল্লাত বলে প্রচার করছে 3 নং ছবি জাকির হোসেন
মন্তলী রহমানিয়া ফাযিল মাদ্রাসা।
আলিম ১ম বর্ষ পরিক্ষার্থী
ঠিকানা: কুমিল্লা,নাঙ্গলকোট

১৯৯৪ সালে আমাদের কানাইঘাটে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর তাফসীর মাহফিলের একটি দুর্লভ ছবি। সভাপতিত্ব করছিলেন বি...
18/08/2023

১৯৯৪ সালে আমাদের কানাইঘাটে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর তাফসীর মাহফিলের একটি দুর্লভ ছবি। সভাপতিত্ব করছিলেন বিশ্ববরেণ্য আলিমে দীন আল্লামা ইদ্রিস আহমদ সেবনগরী (রহ.)। সম্ভবত সে সময় সাঈদী হুজুর কানাইঘাট কে "উলামাগঞ্জ" উপাধিতে ভূষিত করেন।

‘সাঈদী’ এবং ‘শিকদার’ নামের প্রসঙ্গআমার পরম শ্রদ্বেয় পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দায়ের করা ইতিহাসের নিকৃ...
18/08/2023

‘সাঈদী’ এবং ‘শিকদার’ নামের প্রসঙ্গ

আমার পরম শ্রদ্বেয় পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দায়ের করা ইতিহাসের নিকৃষ্টতম মিথ্যা মামলায় সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল ‘সাঈদী’ এবং ‘শিকদার’ নামের প্রসঙ্গ।

আমার আব্বার বিরুদ্ধে সরকারের আজ্ঞাবহ আইনজীবিরা মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতারক হেলাল উদ্দিনের মাধ্যমে অভিযোগ উত্থাপন করেছে যে, "স্বাধীনতার পূর্বে আমার বাবার নাম ছিল দেলোয়ার শিকদার বা দেলোয়ার হোসেন শিকদার। স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে তিনি বিভিন্ন রকমের অপকর্ম করেন। জনতার আক্রোশ থেকে বাচার জন্য স্বাধীনতার পর দীর্ঘদিন আত্মগোপনে থেকে পরবর্তীতে আশির দশকে তিনি নামের শেষে 'শিকদার' শব্দ বাদ দিয়ে ‘সাঈদী’ যোগ করে নতুন নামে আত্মপ্রকাশ করেছেন। এরপর থেকে তিনি দেলাওয়ার হোসাইন সাঈদী নামে পরিচিতি লাভ করেন।"

আমরা সকল রকম কাগজপত্র ট্রাইব্যুনালে উপস্থাপনের মাধ্যমে একথা প্রমান করেছি, আমার বাবার নাম তার জন্মলগ্ন থেকেই 'দেলাওয়ার হোসাইন সাঈদী'।
ডিফেন্স স্বাক্ষী নং ১৩ (DW-13) হিসেবে আমি মাসুদ সাঈদী নিজে ট্রাইব্যুনালে এর প্রমান স্বরুপ আমার আব্বার ১৯৫৭ সালের দাখিল সার্টিফিকেটসহ নাম সংক্রান্ত আরো অনেক ডকুমেন্ট ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। মজার বিষয় হল, সরকারের আইনজীবিরা আমাদের বিরুদ্ধে যেসব কাগজ ট্রাইব্যুনালে ব্যবহার করার চেষ্টা করেছে তার মধ্যে আমার বাবার দাখিল সার্টিফিকেটটিও প্রসিকিউশন ডকুমেন্টের ৩ নম্বর ভলিউমের ২৭৫ পৃষ্টায় আছে।

[ নামের বিষয়টি পরিস্কার করার জন্য আমার আব্বার ১৯৫৭ সালের দাখিল সার্টিফিকেট সকলের অবগতির জন্য আমি এখানে সংযুক্ত করেছি ]

আমার বাবার সার্টিফিকেটটি ১৯৫৭ সালের। দেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছে ১৯৭১ সালে। অর্থ্যাৎ স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার ১৪ বছর আগে আমার বাবা দাখিল পরীক্ষা দিয়েছেন। যার নাম জীবনের প্রথম সরকারী ডকুমেন্ট থেকে শুরু করে আজ পর্যন্ত সকল ডকুমেন্টে 'দেলাওয়ার হোসাইন সাঈদী' তিনি কীভাবে স্বাধীনতা যুদ্ধচলাকালীন সময়ে হঠাৎ করেই 'দেলোয়ার শিকদার' হয়ে গেলেন ??

ট্রাইব্যুনালের বিচারপতিরা তাদের দেয়া ন্যায়ভ্রষ্ট রায়ে বলেছে, "আমরা 'দেলাওয়ার হোসাইন সাঈদী'র বিচার করছি না আমরা বিচার করছি ৪২ বছর আগের 'দেলোয়ার শিকদার' বা 'দেলু শিকদার' এর।"

বিচারপতিদের এ কথার মধ্য দিয়ে এটাই প্রমানিত হয়েছে যে, মহান আল্লাহ তায়ালা প্রদত্ত আমার আব্বার আকাশচুম্বি জনপ্রিয়তায় ভীত হয়ে তাকে জনগন থেকে বিচ্ছিন্ন করা এবং কোরআনের ময়দান থেকে দূরে সরিয়ে রাখার জন্যই সরকারের নির্দেশ মোতাবেক তৃতীয় কোন পক্ষকে খুশি করতে ১৯৭১ সালে পিরোজপুরে কোন এক 'দেলোয়ার শিকদার' বা 'দেলু শিকদার' কর্তৃক সংঘটিত অপরাধের দায় ভার পরিকল্পিতভাবে আমার বাবা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর উপর চাপিয়ে দেয়া হয়েছে।
..@ Masood Sayedee - মাসুদ সাঈদী

শহীদ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহি.)
18/08/2023

শহীদ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহি.)

বিশিষ্ট আলেমেদ্বীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আবদুল খালেক সাহেবকে জুমার নামাজ শেষে স...
18/08/2023

বিশিষ্ট আলেমেদ্বীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আবদুল খালেক সাহেবকে জুমার নামাজ শেষে সাতক্ষীরাস্থ ধলবেড়িয়া- জামে মসজিদ থেকে ( হুজুরের বাসার মসজিদ) আটক করা হয়েছে।বিশিষ্ট আলেমেদ্বীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আবদুল খালেক সাহেবকে জুমার নামাজ শেষে সাতক্ষীরাস্থ ধলবেড়িয়া- জামে মসজিদ থেকে ( হুজুরের বাসার মসজিদ) আটক করা হয়েছে।

17/08/2023

কত শিরক, বিদআত ও জুলুম হচ্ছে। তখন ফতোয়া নাই।
ফতোয়া সব মাজলুমের উপর। বড় বড় আলেমরা কথা বলছেননা, আর আপনি ফেসবুক মুফতী....

17/08/2023

এই সাঈদী সাহেবকে দিয়েও সরকার জামায়াত ভাঙ্গার চেষ্টা করেছিল৷ কিন্তু তাদের সেই পাতা ফাদে পা না দিয়ে ঈমানী দীপ্ততার পরিচয় দিয়েছিলেন তিনি৷ দুনিয়ার সকল ভোগ-বিলাস ভুলে গিয়ে আমৃত্যু কারাগারে থাকার পথকে বেছে নিয়েছিলেন তিনি৷ মহান আল্লাহ রাব্বুল আলামীন উনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন৷ আমীন.....

17/08/2023

হাজারো মানুষের হৃদয়ের স্পন্দন ইসলামের পন্ডিত হযরত মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী

Address

Chittagong
3800

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামায়াত - শিবির নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram