Mi Health & Beauty Care

Mi Health & Beauty Care Love is Health services fast�
my all friends �

15/08/2023
🌿 'চিকন ও দুর্বল স্বাস্থ্য নিয়ে ভাবছেন❓🌿 'ভেঙে যাওয়া গাল ফুলিয়ে তুলতে চাচ্ছেন ❓➡️আর নয় ভাবনা🚫🌿 সম্পূর্ণ ☘️ন্যাচারাল🍀 উ...
26/07/2023

🌿 'চিকন ও দুর্বল স্বাস্থ্য নিয়ে ভাবছেন❓
🌿 'ভেঙে যাওয়া গাল ফুলিয়ে তুলতে চাচ্ছেন ❓
➡️আর নয় ভাবনা🚫
🌿 সম্পূর্ণ ☘️ন্যাচারাল🍀 উপায়ে কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়া নিজেকে করে তুলুন ফিট ও স্মার্ট (স্থায়ী ভাবে)
💪সুস্বা'স্থ্য থাকুন সব সময়।
🍀যারা শারীরিক ভাবে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা একে'রারেই কম।
♻️তাদের জন্য আমাদের প্রাকৃতিক উপাদানে তৈরি চকলেট শেক/মিল্ক শেক, বাদাম শেক প্রোডাক্টটি, যার
কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
💠100% কার্যকর অরিজিনাল পণ্য।
💠এটি নারী ও পুরুষ উভয়ের জন্যই সমান কার্য'করী।
♻️এটির কার্যকরীতা:-
▪️স্থায়ীভাবে সুস্বাস্থ্য প্রদান করে।
▪️ভাঙা ফুলিয়ে তুলে ।
▪️ক্যালসিয়াম এর অভাব পূরন করে।
▪️হজম শক্তি বৃদ্ধি করে।
▪️শরীরের দুর্বলতা দূর করে।
▪️বডি শেল উন্নত করে।
▪️মাশেল তৈরি করে।
▪️রুচিশীল এবং পুষ্টিকর করে।
*বিঃদ্রঃ এটি সেবনে আলাদা ভাবে কোনো ডায়েট, এক্সেরসাইজ করতে হবে না।
* এটি বাংলাদেশ বিএসটিআই কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত অর্থাৎ সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি তাই কোনো ধরণের সাইড ই-ফেক্ট নেই।
🔛 অর্ডার করতে পেইজে মেসেজ করুন 🔛মোবাইল নং,01883609595

উজ্জ্বল চেহারা আর সুন্দর স্বাস্থ্যের অধিকারী হতে এক্ষুনি সেন্ড ম্যাসেজ অপশনে ক্লিক করে অর্ডার করে ফেলুন,💪বর্তমানে বাংলাদ...
16/06/2023

উজ্জ্বল চেহারা আর সুন্দর স্বাস্থ্যের অধিকারী হতে এক্ষুনি সেন্ড ম্যাসেজ অপশনে ক্লিক করে অর্ডার করে ফেলুন,💪বর্তমানে বাংলাদেশের সর্বাধিক চাহিদা সম্পন্ন মিল্ক শেক আমাদের কাছে পাচ্ছেন এখন ৪০% ডিস্কাউন্টে।

➡️ ১০০% অরিজিনাল।
➡️ ক্যাশ অন ডেলিভারি।
➡️ দ্রুততম ডেলিভারি সার্ভিস।
➡️ অর্গানিক প্রোডাক্ট।
➡️ গ্যারান্টি সহকারে দেওয়া হয়।

বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা কথা বলুন সরাসরি আমাদের কাস্টমার কেয়ারেঃ01883609595

09/06/2023

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন।

08/06/2023
03/06/2023

স্মা"র্টনেস ফি'রিয়ে আ'নুন প্রাকৃতিক উপায়ে🥰🥰

থাকছে,,
সিলভার প্যাক ৬*৭ কেজি
গোল্ডেন প্যাক ১২*১৪ কেজি
প্লাটিনাম প্যাক ১৭*২০ কেজি
বিস্তারিত জানতে নিচের দেওয়া সেন্ড মেসেজ অপশানে ক্লিক করুন।।
ধন্যবাদ❤️❤️
যোগাযোগ করুন,01883609595

💥💥Fat Blaster slimming Tea😍😍😍🔥🔥🔥 ♦️যারা ওজন নিয়ে অনেক দুশ্চিন্তায় ভুগছেন। মেদ ঘুরিয়ে বেড়ে গিয়েছে। শরীরের জ্বালাপোড়...
02/06/2023

💥💥Fat Blaster slimming Tea😍😍😍🔥🔥🔥
♦️যারা ওজন নিয়ে অনেক দুশ্চিন্তায় ভুগছেন। মেদ ঘুরিয়ে বেড়ে গিয়েছে। শরীরের জ্বালাপোড়া ডায়াবেটিস থাইরয়েড বিভিন্ন রোগে ওজনের কারণে আক্রান্ত হচ্ছেন।
♦️তাই আর চিন্তা না করে ওজন কমিয়ে নিজেকে সুস্থ রাখুন এটি এমন একটি টি যেটি সম্পূর্ণ হারবাল প্রক্রিয়ায় তৈরি কোন প্রকারের সাইড এফেক্ট নাই। এটি খাওয়ার পর আপনার শরীরের ওজন পাঁচ থেকে সাত কেজি কমবে ইনশাআল্লাহ।
১০০% গ্যারান্টি ওজন কমবে।
♦️ ফ্লেমিংটি সম্বন্ধে যত বেশি বলব ততই কম হয়ে যাবে এটি একটি ভাইরাল স্লিমিং টি অনেক অনেক সেলিব্রেটিরা তারা নিজেকে মেইন্টেন করার জন্য এই টি খেয়ে থাকেন।
♦️বিশ্বাস করবেন নাকি এটা আমিও খেয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি ১৫ দিনে ৭ কেজি ওয়েট লস করেছি এটা একদমই ম্যাজিক একটা টিম যে একবার খাবে সে সেকেন্ড বার আবার এটা খেতে চাইবে যারা ১৫ থেকে ২০ কেজি ওজন কমাতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এইটার কোন সাইড ইফেক্ট নাই।

🟨 ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই আর দেরি না করে আপুরা এবং ভাইয়ারা ইনবক্স করুন এই ম্যাজিক টি এর জন্য।
🔷 যোগাযোগ করুন এই নাম্বারে
01822306270

08/08/2021

সব ভালবাসার বহিঃপ্রকাশ হয় না♥️
Not all love is manifested ️ ♥

03/08/2021

তার জন্য কাঁদ যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে,

কিন্তু এমন কারো জন্য কেদোনা যে তোমার চোখের জল দেখে উপহাস করে।
এম,আই

মা এখনও অংক বোঝেনা, ১ টা রুটি চাইলে ২ টা নিয়ে আসে।কোথাও  যাওয়ার সময় ২০ টাকা চাইলে ৫০ টাকা পকেটে ঢুকিয়ে দেয়। মা ইংরেজিও ব...
26/07/2021

মা এখনও অংক বোঝেনা,

১ টা রুটি চাইলে ২ টা নিয়ে আসে।
কোথাও যাওয়ার সময় ২০ টাকা চাইলে ৫০ টাকা পকেটে ঢুকিয়ে দেয়।

মা ইংরেজিও বোঝে না,

I hate u বললে উল্টে না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয়।

মা মিথ্যেবাদী,

না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে।

মা বোকা,

সারাজীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালোমন্দের পিছনে কাটিয়ে দেয়।

মা চোর,

বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয়।

মা নির্লজ্জ,

মাকে কতবার বলি আমার জিনিষে যেন হাত না দেয়। তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে।

মা বেহায়া,

আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায়।

মায়ের কোন কমনসেন্স নেই,

আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে। খোকা এতো খাবার কম কেন? এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এতো খাওয়ার পরেও মায়ের চোখে যেন কত দিনের না খাওয়া ছেলে।

মা কেয়ারলেস,

নিজের কোমরের ব্যথা, পিঠের ব্যথায় ধুঁকে ধুঁকে মারা গেলেও কখনো ঔষধের কথা বলে না। অথচ আমাদের একটা কাশিতে তাঁর দিনটা যেন ওলটপালট হয়ে যায় ডাক্তার, হাকিম, বৈদ্য সব এক করে বসে।

মা আনস্মার্ট,

সঞ্জীবের মায়ের মতো করে মা দামী দামী শাড়ি পড়ে না। ভ্যানিটিব্যাগ ঝুলিয়ে, স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায়না। সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালোমন্দের চিন্তায় পুরোনো হয়েই জীবনটা কাটিয়ে দেয়।

মা স্বার্থপর,

নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে।

পৃথিবীর সবচেয়ে খারাপ বোধহয় মা। তাই বুঝি আমরা সন্তানেরা তাঁদের এত কষ্ট দিই। তবুও তাঁদের পরিবর্তন হয়না। প্রতিদিন এসব আচরণগুলো বারবার তাঁরা করে। একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা জীবন থেকে দূরে রাখি। তবুও তারা বোকার মতো ঠাকুরের কাছে বসে আমাদের মঙ্গলের জন্য প্রার্থনা করে।
সারাজীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায় বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে 'মা' ডাক শুনতে চান। তাঁরা কতো নির্বোধ তাই না?

26/07/2021
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম।টেস্ট, ওয়ানডে জয়ের পর, টি-টোয়েন্টি সিরিজটাও জয় দিয়েই শেষ করলো বাংলাদেশ।
25/07/2021

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম।
টেস্ট, ওয়ানডে জয়ের পর, টি-টোয়েন্টি সিরিজটাও জয় দিয়েই শেষ করলো বাংলাদেশ।

৬১+ দাদার উপরে Crush খাইছি ❤️..
24/07/2021

৬১+ দাদার উপরে Crush খাইছি ❤️..

21/07/2021

ঘর থেকে বের করে দেওয়া সেই মা’ই এখন ছেলের বিপদে ছুটে আসছে

17/07/2021

প্রিয়জন যদি থাকে পাশে, মনে হয় পৃথিবীর সব সুখ আমারি কাছে। ভালোবাসা বুঝি তখনি সত্যি হয় , যখন ভালোবাসার মানুষটি মনের মত হয়।

স্বপ্ন ছিল গরু বিক্রি হবে সংসারের অভাব দূর হবেকিন্তু হায়!!!চোখের সামনে একটি স্বপ্নের করুন মৃ-ত্যু :)
17/07/2021

স্বপ্ন ছিল গরু বিক্রি হবে সংসারের অভাব দূর হবে
কিন্তু হায়!!!
চোখের সামনে একটি স্বপ্নের করুন মৃ-ত্যু :)

"বিয়ে করলে বউকে খাওয়াবে কি?"আমি চাই অবান্তর এই প্রশ্নটা পৃথিবী থেকে একেবারে উঠে যাক।📝 Arman
06/07/2021

"বিয়ে করলে বউকে খাওয়াবে কি?"

আমি চাই অবান্তর এই প্রশ্নটা পৃথিবী থেকে একেবারে উঠে যাক।

📝 Arman

💞💞
04/07/2021

💞💞

পতেঙ্গা মেরিন ড্রাইভ রোড, চট্টগ্রাম♥️♥️♥️
20/06/2021

পতেঙ্গা মেরিন ড্রাইভ রোড, চট্টগ্রাম♥️♥️♥️

প্রজেক্ট তেলাপিয়া   🐟🙂
09/06/2021

প্রজেক্ট তেলাপিয়া 🐟🙂

09/06/2021

প্রিয় মান্না ভাই আমাদের মাঝে নাই কিন্তু তার কথা গুলা শুনলে মনে হয় এখনো সে আমাদের মাঝে আছে।
আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক আমিন।

বাঁশখালীতে লবন চাষে প্রাকৃতিক  সৌন্দর্যের সমহার
06/06/2021

বাঁশখালীতে লবন চাষে প্রাকৃতিক সৌন্দর্যের সমহার

 #বৃষ্টি_নিয়ে_সৃষ্টি : প্রাসঙ্গিক ভাবনাএখন বর্ষাকাল। দিনরাত বৃষ্টি আর বৃষ্টি! টিনের চালে পড়া বৃষ্টির ছড়া যেন মনকাড়ে সবার...
01/06/2021

#বৃষ্টি_নিয়ে_সৃষ্টি : প্রাসঙ্গিক ভাবনা
এখন বর্ষাকাল। দিনরাত বৃষ্টি আর বৃষ্টি! টিনের চালে পড়া বৃষ্টির ছড়া যেন মনকাড়ে সবারই। আমার নিজেরও। আপনারও নিশ্চয়ই। বৃষ্টি নিয়ে যারা সৃষ্টি করেন ছড়া, কবিতা, গল্প কিংবা প্রবন্ধ ইত্যাকার লেখা, তাদের বিষয়তো আরো অন্যরকম। তাদের অনুভূতি ভিন্নজগতের। ভিন্নদৃষ্টির। একেকজন কবি একেক রকমে তুলে এনেছেন বৃষ্টিকে। কেউবা মানবিক দৃষ্টিকোণে! কেউবা প্রেমের আদলে। কারো দৃষ্টি আবার ছোটদের জন্য। আদরের জন্য। কেউবা ফুলপাখিদের সাথে। বকুল ফুলের মালা গেঁথেছেন কেউবা। আমরা বৃষ্টি নিয়ে অনেক ছড়া কবিতাই পড়েছি। পড়েছি আষাঢ়ের ছড়া। নদী ভাঙ্গার ছড়া। কাশবনের ছড়া। বাঁশবনের ছড়া। কবিদের এরকম হাজারো ছড়া কবিতা থেকে কয়েকটি ছড়া কবিতা নিয়ে আজকের এই আয়োজন। বৃষ্টি নিয়ে সৃষ্টি করা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আষাঢ় কবিতাটি আজো ভুলতে পারিনি। সেই প্রাইমারি জীবনে পড়েছিলাম …

নীল নবঘনে আষাঢ় গগনে
তিল ঠাঁই আর নাহিরে

ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে।

বাদলের ধারা ঝরে ঝরঝর
আউশের খেত জলে ভরভর
কালি-মাখা মেঘ ওপারে আঁধার
ঘনিয়েছে দেখ চাহিরে।

ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে।

সত্যিই আমরা যখন আষাঢ় শ্রাবণের আকাশে মেঘের ঘনঘটা দেখি তখন আতকে ওঠে আমাদের হৃদয়। ভয়ে জড়োসড়ো হই অনেকেই। আমাদের ছেলেমেয়েদের বাইরে যেতে বারণ করি। আদরে কাছে জড়িয়ে রাখতে চেষ্টা করি। ঠান্ডায় যাতে কষ্ট না পায় সে জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখি। এরপরও বৃষ্টির সাথে আমাদের সখ্যতার কমতি নেই। বৃষ্টির সাথে গেঁথে রয়েছে আমাদের জীবনের অনেক কিছুই। রয়েছে প্রেমের পরশ। রয়েছে আবেগ অনুভূতি। পল্লীকবি জসিম উদ্দিনের ভাষায়–

বাহিরে নাচিছে ঝরঝর জল
গুরুগুরু মেঘ ডাকে,
এসবের মাঝে রূপকথা যেন
আর রূপকথা আঁকে।

আজিকে বাহিরে শুধু
ক্রন্দন ছলছল জলধারে,
বেণু-বনে বায়ু নাড়ে এলোকেশ,
মন যেন চায় কারে!
আসলেই বৃষ্টির দিনে ঘরে বসে প্রিয়তমকে নিয়ে ভাবতে বেশ মজাই লাগে। মনের মাধুরী মিশিয়ে কাউকে নিয়ে কিছু সৃষ্টি করতে ইচ্ছে হয় খুব। কবি তাই তার প্রিয়তমার কথা ভেবেছেন বৃষ্টির কবিতায়। সৃষ্টির উল্লাসে। পল্লীকবি জসিম উদ্দিনের মতোই বৃষ্টির সাথে প্রণয় করেছেন এই সময়ের আরেক কবি মুসাফির। কবি তার মেঘের মেয়ে কাব্যগ্রন্থের শুরুতেই লিখেছেন–

বৃষ্টি আমার মিষ্টি প্রিয়া
মেঘ হলো তার মা,
আমাদের এই গোপন প্রণয়
কেউতো জানে না।

বাহ! বৃষ্টিকে নিয়ে কবির চিন্তা কত মিষ্টিময়। হ্যাঁ, কবিরা এভাবেই বৃষ্টিকে তুলে এনেছেন সৃষ্টির ছড়ায়। প্রেমের প্রণয়ে। ভালোবাসার আকাশে। আকাশের নীলে। কবি মুসাফিরের ভাষায়–

তুমি হঠাৎ এসে
আকাশ নীলের পর্দা সরালে
মেঘের চোখে অঝোর ধারায়
বৃষ্টি ঝরালে।
মনের বিরাণ মাঠে
তুমি ফসল ভরালে
মুসাফির এই হৃদয়টাকে
প্রেমে জড়ালে।

বৃষ্টি কবির সৃষ্টি এরকম অসংখ্য ভাবনা সত্যিই অকল্পনীয়। কবিরা এভাবেই বৃষ্টিকে আপনার করে নিয়েছেন হৃদয়ের গহীনে। আদরের পরশে। ভাবনার হৃদয় জমিনে। কবিদের বৃষ্টি নিয়ে এরকম হাজারো ভাবনার জগতে এসে নিজের গ্রামকে নিয়ে ভাবলেন আরেকজন কবি। কবি যখন দেখেন চৈত্রের খাঁ খাঁ রৌদ্রতাপে তার গ্রামের সবকিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে, প্রকৃতি তার সহজাত বৈচিত্র্য হারিয়ে ফেলছে, পুকুর নদী পানির জন্য কেঁদেকুটে আইচাই করছে, হাওড় বাওর শুকিয়ে খাঁ খাঁ করছে, উধাও হচ্ছে মাছের ঝাঁক, খেয়াঘাটে মাঝি কুলিদের হাঁকডাক বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক তখনই কবি সরদার আবুল হাসান লিখলেন–

বর্ষারে তুই আয় না নেমে
আমার সবুজ গাঁয়
টাপুর টুপুর বৃষ্টি নিয়ে
সকাল ও সন্ধ্যায়
ব্যাঙ ব্যাঙাচি মাছ
শীর্ণ দেহ গাছ
জীবন পেয়ে উঠুক মেতে
নতুন বরষায়।

বৃষ্টি নিয়ে সৃষ্টিতে কবির আকুতি কত আবেগময়। কতটা হৃদয়ের টান জড়িত এখানে। নিজের গ্রামের জন্য কবির আকুতি কত মধুর। দেশের জন্য কবির ভাবনা কত সুদূরপ্রসারী। দেশের আমজনতার জন্য কবির চিন্তা কতটা উচ্ছ্বসিক। কবিদের সাহিত্য ভাবনা কতনা মিষ্টিময়। হোকনা সেটা বৃষ্টি নিয়ে কিংবা অন্যকোন সৃষ্টিকে জড়িয়ে। সত্যসন্ধানী কবিদের সৃষ্টি সত্যিই এক বিশাল সম্পদ। আমরা কবিদের কাছ থেকে এরকম ভালো কিছুই আশা করি। বৃষ্টি নিয়ে আরো ভেবেছেন কবি ফররুখ আহমদ। বৃষ্টি কোথায় এলো। কখন এলো। কেন এলো। কিভাবে এলো। এর ফলাফলই বা কী হলো তা কবির ভাবনা একান্ত আপনার করে। একান্ত নিজের করে। কবির ভাষায়-

বৃষ্টি এলো কাশবনে
জাগল সাড়া ঘাসবনে
বকের সারি কোথায়রে
লুকিয়ে গেল বাঁশবনে।

হ্যাঁ, কবির ভাবনা সত্যিই সঠিক। আমরা দেখেছি বর্ষাকালের বৃষ্টির সময় বকেরা দলবেঁধে কোথায় যেন হারিয়ে যায়। কোন সুদূরে যেন ওরা আপনার নীড় খুঁজে বেড়ায়। কবির ভাষায় তারই বহিপ্রকাশের অবলোকন দেখছি। বৃষ্টি পেয়ে ঘাসেরা জেগে ওঠে আপনার করে। ওরা প্রাণ পায়। ওদের জীবনীশক্তি ফিরে আসে নতুন করে। ওদের খেয়ে আমাদের গবাদিপশুরা প্রাণ পায়। ঘাসের জমিনে ছড়িয়ে পড়ে গবাদিপশুরা। ফলে গবাদিপশুদের পদচারণায় সাড়া জাগে ঘাসবনে। কবিদের ভাবনা এখানেও পাখনা মেলে! বৃষ্টির গুণ কীর্তন বর্ননা করে এসময়ের বিশিষ্ট ছড়াকার কবি আসলাম প্রধান লিখেন–

বৃষ্টি এলে বনবাঁদাড়ে
বৃক্ষলতা গোসল সারে
কেউবা শুয়ে স্বপ্ন দ্যাখে
দীন দুখীদের কষ্ট বাড়ে।

আষাঢ় নামে টাপুর টুপুর
ঘুম ভাঙ্গে না সূয্যি কাকুর
আঁধার ভরা পূর্ণিমাতে
মুখ দেখি না চাঁদনি আপুর।

কত সুন্দর ভাবনা কবির। বৃষ্টি এসে গাছদের গোসল করিয়ে দেয়। ফলে ওদের সজিবতা বৃদ্ধি পায়। ওদের পবিত্রতা আরো আলোদীপ্ত হয়। অন্যদিকে বৃষ্টির দিনে যেমন আনন্দ আছে ঠিক তেমনি কষ্টও রয়েছে সীমাহীন। দীন দুখীদের যেমন কষ্ট বাড়ে তেমনি যাতায়াতেও সমস্যার সৃষ্টি হয় জনসাধারণের। দাম বাড়ে বাহনের। বাহানা বাড়ে রিকশাওয়ালার। কবির ভাষায়–

সেগুন গাছে কাকের ছানা
যাবে কোথায় নেই ঠিকানা
রিকশাওয়ালা ভাড়ায় যেতে
নানারকম তালবাহানা।

হ্যাঁ, বর্ষার দিনে যাতায়াতের বেশ কষ্টই হয়। রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে পড়ে। হাজারো খানাখন্দের সৃষ্টি হয়। ফলে যাত্রীবাহিদের কষ্টের সীমা থাকে না। কবিদের লেখায় সেটিও ফুটে উঠেছে বাস্তবতার নিরিখে।

বৃষ্টি নিয়ে কবিরা শিশুকালের স্মৃতি নিয়েও সৃষ্টি করেছেন অনবদ্য কাব্যমালা। বৃষ্টির ছড়ায় শিশুকালে ঘুরে এসেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরুর ভাষায়–

দিনের আলো নিভে এলো
সূয্যি ডোবে ডোবে,
আকাশ ঘিরে মেঘ জুটেছে
চাঁদের লোভে লোভে।
———–
বাদলা হাওয়ায় মনে পড়ে
ছেলেবেলার গান,
বিষ্টি পড়ে টাপুর টুপুর
নদেয় এলো বান।

হ্যাঁ, কবির ভাবনা সঠিক। বৃষ্টির পানিতে নদীতে বন্যার সৃষ্টি হয়। আর সেই নদীতে গোসল সেরে মজা পায় শিশুরা। কিশোরেরা। বন্যার নতুন পানিতে গোসল করার মজাই আলাদা। বৃষ্টির পানিতে সৃষ্টির উল্লাসে মুখরিত হয় পাড়াময়। গ্রামময়। বন্যার নতুন পানিতে মাছ ধরার স্মৃতিচারণ মনে করে কবি বৃষ্টির সৃষ্টিতে মেতে ওঠেন। কবির ভাষায়—

আষাঢ়ে বাদল নামে
খালবিল থইথই,
শিশুরা জলকেলিতে
করে মজা হইচই।

এমন দিনে মাছ ধরার
মজাটাকে ভুলিনি,
জেলে মাঝি সাজি তবু
গামছাটা খুলিনি।

ঘ্যাঙর ঘ্যাঙর ডাকছে
কোলাব্যাঙের নাতি,
ওর ডাকে ধরি মাথায়
কলাপাতার ছাতি।

হ্যাঁ। আজকে খুব মনে পড়ে সেই শিশুকালের স্মৃতিচারণ। আমরা তখন অনেক ছোট। প্রাইমারির ছাত্র। সবেমাত্র পড়াশোনায় হাতেখড়ি। ঠিক সেই সময়ে যখন স্কুলে যেতাম, সাথে ছিলো না ছাতা, কিন্তু বৃষ্টি এসেছে নেমে। কি করা তখন। হ্যাঁ, কাছের কলাবাগান থেকে কলাপাতা কেটে ছাতা বানিয়েছিলাম অনেকেই। কেউবা কচুপাতা দিয়েও ছাতা বানাতাম। শিশুকালের সেই স্মৃতি আজ অধরাই থেকে যাচ্ছে। এসময়ের শিশুকিশোরেরা কলাপাতার ছাতা চিনবে না। কচুপাতার ছাতাও ওরা দেখে না। কারণ সময় এখন আধুনিক। আধুনিকতার স্বপ্ন আকাশে ওরা বিলীন। প্রকৃতির সহজাত সৃষ্টি থেকে ওরা বঞ্চিত। ওদেরকে অতীতের নিদর্শনগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে হবে আমাদেরকে। কবিদেরকেই। আজকের নবীনদের দেখাতে হবে আলোর পথ। সত্যপথের দিশা দিতে হবে আমাদেরকেই। তাই কবিদের সাথে একাতœতা ঘোষণা করে আমিও ছন্দ ছড়ায় বলতে চাই–

বৃষ্টি দিয়ে সৃষ্টি হোক
আলোর বান,
সেই বানে ডুবে যাক
কালোর মান।

পরিস্থিতি যেকোন সময় পরিবর্তন হতে পারে, জীবনে কাউকে কষ্ট দিওনা। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক...
20/05/2021

পরিস্থিতি যেকোন সময় পরিবর্তন হতে পারে,
জীবনে কাউকে কষ্ট দিওনা।
আজ হয়তো তুমি শক্তিশালী,
কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী।

জীবনে অনেক মানুষ আসবে যাবে, অনেক মানুষ কষ্ট দিবে। একগাদা স্বপ্ন দেখিয়ে আবার ভোরের আলোর সাথে মিলিয়ে যাবে! কারো আসা যাওয়ায়...
17/05/2021

জীবনে অনেক মানুষ আসবে যাবে, অনেক মানুষ কষ্ট দিবে। একগাদা স্বপ্ন দেখিয়ে আবার ভোরের আলোর সাথে মিলিয়ে যাবে! কারো আসা যাওয়ায় তোমার হাত নাই। কেউ চলে গেলে তাই মন খারাপ করার কোনো কারন নেই! প্রত্যেকটা বিচ্ছেদ তোমাকে শক্ত করে গড়ে তুলবে...প্রত্যেকটা আঘাত তোমায় আরো পাকাপোক্ত করে গড়ে তুলবে!

ডোন্ট বি স্যাড, রোজ রোজ জীবনে নতুন মোড় আসে। কালকের সূর্যটার অপেক্ষা করতে থাকো, এক একটা নতুন ভোর হাজারটা নতুন স্বপ্নের জন্ম দেয়। নতুন একটা ভোরে নতুন করে সবকিছু শুরু করতে হয়। কালকের ভোরটা তোমার, শুধুই তোমার, একান্ত.... ব্যক্তিগত একটা ভোরের অপেক্ষায় বাঁচতে শেখো প্রিয়!! 💞💞

😝😝😝
12/05/2021

😝😝😝

পৃথিবীতে সেই সবচেয়ে ধনী,,যার একটি সুন্দর মন আছে..যার মনে নেই কোনো অহংকার,,নেই কোনো হিংসা..আছে শুধু অন্যের জন্যে ভালোবাসা...
27/04/2021

পৃথিবীতে সেই সবচেয়ে ধনী,,যার একটি সুন্দর মন আছে..যার মনে নেই কোনো অহংকার,,নেই কোনো হিংসা..আছে শুধু অন্যের জন্যে ভালোবাসা....।

আজকে ফার্মগেট থেকে আসার সময় কোনো ভিআইপি যাবে তাই ১৫ মিনিট আটকানো ছিলো।।আর জ্যামে বাইক নিয়া দাঁড়ানো মানুষ একজন সংসদ সদস্য...
24/03/2021

আজকে ফার্মগেট থেকে আসার সময় কোনো ভিআইপি যাবে তাই ১৫ মিনিট আটকানো ছিলো।।আর জ্যামে বাইক নিয়া দাঁড়ানো মানুষ একজন সংসদ সদস্য,একজন এমপি।।তিনি বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক।।শুধু অধিনায়ক হিসেবে নয়,সর্বকালের সবচাইতে জনপ্রিয় ক্রিকেটার।এক নামই যথেষ্ট অনেক ভিআইপি সেবা পাওয়ার জন্য।।কিন্তু মাশরাফি মানেই অসাধারণ।।অবাক হই আবার মনের মধ্যে দিন দিন সম্মান আরো বাড়ে।।বস ❤️❤️।ঘটনাটা বিকালে আজকে।ফার্মগেট-বিজয় স্মরনীতে।

© কপি

মা কি জিনিষ দেখুন....গভীর রাতে সন্তানের কবরের পাশে গিয়ে বসে বসে সন্তানের জন্য কাঁদতেছে....
16/03/2021

মা কি জিনিষ দেখুন....
গভীর রাতে সন্তানের কবরের পাশে গিয়ে বসে বসে সন্তানের জন্য কাঁদতেছে....

-ভালোবাসার মানুষটি সঠিক হলে -R15 বাইকের দরকার হয়না বাই সাইকেলই যথেষ্ট -বেঁচে থাকুক ভালোবাসা💝💞
14/03/2021

-ভালোবাসার মানুষটি সঠিক হলে
-R15 বাইকের দরকার হয়না বাই সাইকেলই যথেষ্ট
-বেঁচে থাকুক ভালোবাসা💝💞

তার জন্য কাঁদ যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে,   কিন্তু এমন কারো জন্য কেদোনা যে তোমার চোখের জল দেখে উপহাস করে।
10/03/2021

তার জন্য কাঁদ যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে,

কিন্তু এমন কারো জন্য কেদোনা যে তোমার চোখের জল দেখে উপহাস করে।

অপেক্ষা ব্যাপারটা বিষের চেয়েও বিষাক্ত। অপেক্ষা করতে করতে প্রতিটা সেকেন্ড তোমার কাছে শত বছর লাগলেও কারো কিছু আসে যায় না। ...
01/10/2020

অপেক্ষা ব্যাপারটা বিষের চেয়েও বিষাক্ত। অপেক্ষা করতে করতে প্রতিটা সেকেন্ড তোমার কাছে শত বছর লাগলেও কারো কিছু আসে যায় না। কারণ কেউ কথা রাখার জন্য কথা দেয় না।
তোমাকে সান্তনা দেয়ার জন্য মানুষ তোমাকে হাজারটা কথা দিবে কিন্তু কথা রাখার জন্য না।

তুমি যাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাইবে, সেই মানুষটাই তোমাকে অবহেলা করবে দিনের পর দিন।
শত ব্যস্ততার মাঝেও যার খোঁজ-খবর নেয়ার জন্য তুমি যাকে মেসেজ দিবে, সেই মানুষটাই তোমাকে অবহেলা করে মেসেজে রেখে দিবে।

স্বার্থপর এই পৃথিবীতে সবাই যে যার স্বার্থ আদায় করতে ব্যস্ত থাকে। হয়তো আমিও স্বার্থপর, তাই তোমার সাথে একটু কথা বলার জন্য তোমার ইনবক্সে অপেক্ষায় থাকি।
সত্যি বলছি, কেউ কথা রাখার জন্য কথা দেয় না।

বরং কথাগুলো জমিয়ে রেখে বদ্ধ ঘরে নিজের সাথে কথা বলতে শিখো, একা বাঁচতে শিখো। কারো কাছ থেকে কষ্ট পাওয়ার আশংকা থাকবে না, ভয় থাকবে না কাউকে হারানোর। কাউকে হারানোর ভীতি নিয়ে আতংকে থাকার চেয়ে একা একা থাকা অনেক শ্রেয়।
অন্তত অবহেলিত হয়ে, অপেক্ষা করে, কাউকে হারানোর ভয় থাকবে না।

"অপেক্ষা"

~সুমন সৈকত

good morning my dear all friends ❤️
01/10/2020

good morning my dear all friends ❤️

গরীবের নূন আনতে পান্তা ফুরায়। আর শিক্ষিত বেকার যুবকের ঘরে বউ আনতে যৌবন ফুরায়।m.i
01/10/2020

গরীবের নূন আনতে পান্তা ফুরায়।
আর শিক্ষিত বেকার যুবকের ঘরে বউ আনতে যৌবন ফুরায়।m.i

বেশি হাসিখুশি থাকলে সবাই জিজ্ঞেস করে কিরে প্রেমে পরেছিস?  আর চুপচাপ থাকলে কিরে ছ্যাকা খাইছিস। যত্তসব আবালের দল।m.i
01/10/2020

বেশি হাসিখুশি থাকলে
সবাই জিজ্ঞেস করে কিরে প্রেমে পরেছিস?
আর চুপচাপ থাকলে কিরে ছ্যাকা খাইছিস।
যত্তসব আবালের দল।
m.i

Address

Chittagong

Telephone

+8801883609595

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mi Health & Beauty Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mi Health & Beauty Care:

Videos

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram