Iqbal Medico

Iqbal Medico You have find all kind of medicine here in reasonable Price.

আসসালামু আলাইকুম।আশা করি ভালো আছেন।ঈদুল আযহা উপলক্ষে ইকবাল মেডিকোর সকল ঔষধে পাচ্ছেন সর্বোচ্চ ডিসকাউন্ট।
26/06/2023

আসসালামু আলাইকুম।
আশা করি ভালো আছেন।ঈদুল আযহা উপলক্ষে ইকবাল মেডিকোর সকল ঔষধে পাচ্ছেন সর্বোচ্চ ডিসকাউন্ট।

ছুটির দিনে ঔষধ নিন ঘরে বসে ইকবাল মেডিকো থেকে।Number:-01850912685(what'sapp)সকল ঔষধে পাচ্ছেন আকর্ষণীয় মূল্য ছাড়।
16/06/2023

ছুটির দিনে ঔষধ নিন ঘরে বসে ইকবাল মেডিকো থেকে।

Number:-01850912685(what'sapp)
সকল ঔষধে পাচ্ছেন আকর্ষণীয় মূল্য ছাড়।

14/06/2023

সকল প্রকার বেবি আইটেম পাচ্ছেন আমাদের কাছে একদম সুলভ মূল্যে।

আজই অর্ডার করুন:
01850-912685(what'sapp)

মাসের ঔষধ নিন ঘরে বসে ইকবাল মেডিকো থেকে সাশ্রয়ী মূল্যে।প্রেসক্রিপশন বা ঔষধের নাম আমাদের মেসেজ করুন।
02/06/2023

মাসের ঔষধ নিন ঘরে বসে ইকবাল মেডিকো থেকে সাশ্রয়ী মূল্যে।প্রেসক্রিপশন বা ঔষধের নাম আমাদের মেসেজ করুন।

11/05/2023

আপনার প্রেসক্রিপশন দিন এই নাম্বার এ আর ঔষধ পেয়ে যান আপনার ঠিকানাই।

Number:-01850912685(whatsapp)

সারা জেলাই হোম ডেলিভারি করা হই।

World Ovarian Cancer Day8May.
08/05/2023

World Ovarian Cancer Day
8May.

ইকবাল মেডিকোর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা।ঈদ মোবারক।সবাই সুস্থ এবং সুন্দরভাবে ঈদ উদযাপন করুন।
21/04/2023

ইকবাল মেডিকোর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা।ঈদ মোবারক।সবাই সুস্থ এবং সুন্দরভাবে ঈদ উদযাপন করুন।

15/04/2023
Product is ready for delivery.আপনার কাঙ্খিত ঔষধটি আজই অর্ডার করুন Iqbal Medico থেকে।01850-912685(WhatsApp)
14/04/2023

Product is ready for delivery.
আপনার কাঙ্খিত ঔষধটি আজই অর্ডার করুন Iqbal Medico থেকে।
01850-912685(WhatsApp)

শুভ নববর্ষ ১৪৩০.বাঙালির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন।সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
13/04/2023

শুভ নববর্ষ ১৪৩০.
বাঙালির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন।সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

Iqbal Medico অনলাইনে ঔষধ অর্ডার করুন ঘরে বসেই।আপনার ঔষধের নাম, quantity,মোবাইল নাম্বার, ঠিকানা লিখে পাঠিয়ে দিন এই নাম্বা...
24/03/2023

Iqbal Medico
অনলাইনে ঔষধ অর্ডার করুন ঘরে বসেই।
আপনার ঔষধের নাম, quantity,মোবাইল নাম্বার, ঠিকানা লিখে পাঠিয়ে দিন এই নাম্বারে আর ঔষধ পেয়ে যান আপনার ঠিকানাই।
নাম্বার:-01850912685(WhatsApp)
সারা জেলায় হোম ডেলিভারি করা হয়।
বি.দ্রঃ- সকল ঔষধে পাচ্ছেন সর্বোচ্চ ডিসকাউন্ট।

রমজান মোবারকসুন্দরভাবে রোজা রাখুন।ঘরে বসে ঔষধ অর্ডার করুন থেকে।অর্ডার এর জন্য:01859400801(whatsapp)
24/03/2023

রমজান মোবারক

সুন্দরভাবে রোজা রাখুন।
ঘরে বসে ঔষধ অর্ডার করুন থেকে।

অর্ডার এর জন্য:
01859400801(whatsapp)

16/02/2023

বাজারে শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপি, শিম, মটরশুঁটি, ব্রকলি, শালগম, মুলা, পালংশাক, পেঁয়াজকলি, লাউ বিক্রি হচ্ছে। এসব সবজি যেমন সুস্বাদু, তেমনি এর পুষ্টিও বেশি। তাই শীতে পুষ্টিমান বাড়াতে প্রচুর শাকসবজি গ্রহণ করুন। আসুন জেনে নিই কোন সবজিতে কী ধরনের পুষ্টি বেশি।

ফুলকপি: ভিটামিন এ, বি, সি (যদিও তাপে নষ্ট হয়ে যায়) ও ভিটামিন কে আছে প্রচুর। এ ছাড়া আছে আয়রন, সালফার, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ ও ফাইবার। ফুলকপির সালফারযুক্ত সালফোরাফেন উপাদান ক্যানসার কোষ ধ্বংস করে। রক্তচাপ কমায়। হৃদ্‌যন্ত্র সুস্থ রাখে। ফাইবার ও সালফারসমৃদ্ধ ফুলকপি পরিপাকে সহায়তা করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে। ফুলকপির ভিটামিন এ ও সি শীতকালীন ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি ও টনসিলের প্রদাহ থেকে বাঁচিয়ে রাখে।

শিম: এটি আমিষের খুব ভালো উত্স। যাঁরা নিরামিষভোজী এবং মাছ–মাংস যেকোনো কারণে খেতে পারছেন না, তাঁরা কিন্তু খুব সহজেই শিম, বরবটি, মটরশুঁটি, শিমের বিচি থেকে আমিষের চাহিদা পূরণ করতে পারেন। এতে আছে প্রচুর ভিটামিন, খনিজ পদার্থ, অ্যান্টিঅক্সিডেন্ট ও পানি, যা রক্তে কোলেস্টেরল কমায়, কোষ্ঠকাঠিন্য দূর করে। রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। শিশুদের অপুষ্টি দূর করে।

তবে যাঁরা কিডনির রোগে ভুগছেন, তাঁরা বেশি শিম খাবেন না।

মুলা: মুলার পাতায় ভিটামিন এ–এর পরিমাণ বেশি। প্রচুর বিটা ক্যারোটিন, আয়রন ও ভিটামিন সি আছে। মুলা বিভিন্ন ক্যানসার প্রতিরোধ করে। ওজন হ্রাস করে। কিডনি ও পিত্তথলিতে পাথর তৈরি প্রতিরোধ করে।

কারও কারও ক্ষেত্রে অ্যাসিডিটি করতে পারে।

পালংশাক: প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম ও আয়রন আছে। উচ্চমানের পুষ্টিগুণসম্পন্ন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস প্রতিরোধ করে। হৃদ্‌রোগ ও কোলন ক্যানসার প্রতিরোধ করে। এর ক্যারোটিনয়েডস ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট প্রস্টেট ক্যানসার ও ওভারিয়ান ক্যানসার প্রতিরোধ করে।

যাঁদের ইউরিক অ্যাসিড বেশি, তাঁরা সপ্তাহে ১ দিন ৩০ গ্রাম করে খেতে পারবেন।

টমেটো: টমেটোতে লুটিন ও লাইকোপিন নামে কেরাটিনয়েড আছে, যা দৃষ্টি ও চোখের স্বাস্থ্যকে ভালো রাখে। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে বলে ক্যানসার প্রতিহত করে। টমেটো রক্তচাপ ও ডায়াবেটিসও কমাতে সাহায্য করে। ত্বককে সতেজ রাখে।

ম্যালিক ও সাইট্রিক অ্যাসিড বেশি থাকায় অনেক টমেটো একসঙ্গে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। টমেটো ভালো করে ধুয়ে খেতে হবে।

সুস্থ থাকুন আর প্রয়োজনীয় ঔষধ অর্ডার করুন ঘরে বসে Iqbal Medico থেকে।

12/02/2023

ওজন হ্রাসকারী ১০ খাবার!

• ডার্ক চকোলেট
• গ্রিন টি
• ডিম
• পেস্তা বাদাম
• মাশরুম
• আপেল
• অলিভ অয়েল
• ব্রোকলি
• আঙ্গুর
• টক দই

26/01/2023

সাধারণ সর্দি-কাশি ও ফ্লুর ঘরোয়া ব্যবস্থা ও চিকিৎসা!

কারণ ও লক্ষণে পার্থক্য থাকলেও ফ্লু ও সাধারণ সর্দি-কাশির চিকিৎসা প্রায় কাছাকাছি।

ঘরোয়া ব্যবস্থা-
দ্রুত সর্দি-কাশি ও ফ্লু সারাতে প্রাথমিকভাবে নিচের পরামর্শগুলো মেনে চলুন—

• বিশ্রাম নিন ও পর্যাপ্ত পরিমাণে ঘুমান
• শরীর উষ্ণ রাখুন
• প্রচুর পরিমাণে পানি পান করুন। পানির পাশাপাশি তরল খাবারও উপকারী। যেমন: ফলের জুস, চিড়া পানি, ডাবের পানি, স্যুপ, ইত্যাদি। পানিশূন্যতা এড়াতে এমন পরিমাণে তরল খাওয়া উচিত যেন প্রস্রাবের রঙ স্বচ্ছ অথবা হালকা হলুদ হয়
• গলা ব্যথা উপশমের জন্য লবণ মিশিয়ে কুসুম গরম পানি দিয়ে গড়গড়া করুন। তবে ছোটো শিশুরা ঠিকমতো গড়গড়া করতে পারে না বলে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়
• কাশি উপশমের জন্য মধু খেতে পারেন। ১ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এই পরামর্শ প্রযোজ্য নয়

অনেকের ভিটামিন সি, রসুন ও একানেশিয়া নামের হারবাল ঔষধ সর্দি-কাশি প্রতিরোধে কিংবা সর্দি-কাশি থেকে দ্রুত সেরে উঠতে সাহায্য করে। তবে এই ধারণার পক্ষে তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ফ্লু ও সর্দি কাশির ঔষধ-
সাধারণ সর্দি-কাশি সাধারণত কোনো ঔষধ ছাড়াই ৭–১০ দিনের মধ্যে সেরে যায়। ফ্লু-ও সাধারণত দুই সপ্তাহের মধ্যে আপনা-আপনি ঠিক হয়ে যায়। তবে লক্ষণ উপশমে কিছু ঔষধ ব্যবহার করা যেতে পারে। যেমন—

প্যারাসিটামল: জ্বর ও ব্যথার জন্য প্যারাসিটামল সেবন করতে পারেন। তবে প্যারাসিটামল সেবন চলাকালে অন্য কোনো ব্যথার ঔষধ, কফ সিরাপ অথবা সর্দি-কাশির হারবাল ঔষধ সেবনের বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ এসবের অনেকগুলোতে প্যারাসিটামল থাকে। ফলে অতিরিক্ত পরিমাণে প্যারাসিটামল সেবন করার ঝুঁকি থাকে।

নাক বন্ধের ড্রপ: এগুলোকে ‘ন্যাসাল ডিকনজেসট্যান্ট’ বলা হয়। নাক বন্ধ উপশমে এসব ড্রপ ব্যবহার করা যায়। তবে টানা ১ সপ্তাহের বেশি ব্যবহার করবেন না, তাতে নাক বন্ধের সমস্যা আরও বেড়ে যেতে পারে।

৬ বছরের কম বয়সী শিশুদের এসব ড্রপ দিবেন না। ডাক্তারের পরামর্শে ৬–১২ বছর বয়সী শিশুদের এই ধরনের ড্রপ দেওয়া যেতে পারে, সেক্ষেত্রেও সাধারণত পাঁচ দিনের বেশি দেয়া হয় না।

কফ সিরাপ: কাশি বেশি হলে সর্দি-কাশির ঔষধ বা কফ সিরাপ ব্যবহার করা যেতে পারে।

অ্যান্টিহিস্টামিন: নাক থেকে পানি পড়া এবং হাঁচি কমানোর জন্য ডাক্তার এই ধরনের ঔষধ সেবনের পরামর্শ দিতে পারেন। এগুলো কারও কারও কাছে ‘অ্যালার্জির ঔষধ’ হিসেবেও পরিচিত।

অ্যান্টিভাইরাল: সাধারণত ফ্লু এর চিকিৎসায় বিশেষ কোনো ঔষধের দরকার হয় না। তবে যাদের ফ্লু এর তীব্র লক্ষণ দেখা দেয় এবং জটিলতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিভাইরাল ঔষধ সেবন করতে পারেন৷

ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া শিশুদের কোনো ধরনের ঔষধ দিবেন না।

১৮ বছরের কম বয়সী শিশুদের ফ্লু হয়েছে বলে সন্দেহ হলে তাদের অ্যাসপিরিন ও স্যালিসাইলেট যুক্ত সব ধরনের ঔষধ দেওয়া থেকে বিরত থাকুন। স্যালিসাইলেট যুক্ত ঔষধের মধ্যে রয়েছে পিংক-বিসমল, পেপ্টো, পেপ্টোফিট ও পেপ্টোসিড জাতীয় পেট খারাপের ঔষধ।

ঔষধ সেবনের পূর্বে সতর্কতা-
সব ধরনের ঔষধ সেবন করার আগেই সতর্কতা অবলম্বন করা উচিত। লক্ষণ দেখা গেলেই হুট করে কোনো ঔষধ সেবন করলে ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। সর্দি-কাশির ঔষধ সেবনের ক্ষেত্রে নিচের বিষয়গুলো খেয়াল রাখুন—

ঔষধ সেবনের আগে সেটির গায়ে লাগানো লেবেল দেখে নিবেন। ঔষধের সাথে থাকা নির্দেশনাগুলো মেনে চলবেন
অনেক সর্দি-কাশির ঔষধের মধ্যে ব্যথানাশক ঔষধের উপাদান থাকে, যেমন প্যারাসিটামল, আইবুপ্রফেন ইত্যাদি। সেক্ষেত্রে আলাদা করে ব্যথানাশক ব্যবহার করলে ঔষধের মাত্রা ক্ষতিকর পর্যায়ে চলে যেতে পারে
গর্ভাবস্থায় অনেক ঔষধ সেবন করাই মা ও গর্ভের শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। ডাক্তারের পরামর্শ ছাড়া গর্ভবতী মায়েদের যেকোনো ঔষধ সেবন করা থেকে বিরত থাকা উচিত দুই বছরের ছোটো শিশুদের সর্দি-কাশির জন্য কোনো ঔষধ দেওয়া উচিত নয়
শিশুদের অ্যাসপিরিন জাতীয় ঔষধ দেওয়া উচিত নয়
অ্যান্টিবায়োটিক কেন নয়?

সর্দি-কাশি ও ফ্লু এর চিকিৎসায় অ্যান্টিবায়োটিক কার্যকর নয়। কারণ সর্দি-কাশি ও ফ্লু ভাইরাস বাহিত রোগ। আর অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, ভাইরাসের বিরুদ্ধে নয়। তাই অযথা অ্যান্টিবায়োটিক সেবন করলে অন্যান্য জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।

উল্লেখ্য, ফ্লু এর চিকিৎসায় ক্ষেত্রবিশেষে অ্যান্টিভাইরাল ঔষধ ব্যবহৃত হতে পারে। ডাক্তার আপনার লক্ষণের ওপর ভিত্তি করে ঔষধ সেবন করতে হবে কি না সেটি নির্ধারণ করবেন।

নিচের লক্ষণগুলো দেখা গেলে ডাক্তারের পরামর্শ নিতে হবে—

ফ্লু এর ক্ষেত্রে সাত দিনের বেশি এবং সর্দি-কাশির ক্ষেত্রে তিন সপ্তাহের বেশি সময় ধরে লক্ষণ থাকলে তিন মাসের কম বয়সী শিশুর জ্বর আসলে অথবা খুব নিস্তেজ হয়ে পড়লে, কিংবা যেকোনো বয়সী শিশুকে নিয়ে শঙ্কা থাকলে বয়স ৬৫ বছরের বেশি হলে কিংবা গর্ভবতী হলে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা থাকলে। যেমন: ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি রোগ ও ফুসফুসের রোগ
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এমন চিকিৎসা নিলে।

অবশ্যই বেশি সমস্যা দেখা দিলে দেরী না করে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

সুস্থ থাকুন আর প্রয়োজনীয় ঔষধ অর্ডার করুন ঘরে বসে Iqbal Medico থেকে।

26/01/2023

Iqbal Medico
অনলাইনে ঔষধ অর্ডার করুন ঘরে বসেই।
আপনার ঔষধের নাম, quantity,মোবাইল নাম্বার, ঠিকানা লিখে পাঠিয়ে দিন এই নাম্বারে আর ঔষধ পেয়ে যান আপনার ঠিকানাই।
নাম্বার:-01859400801(whatsapp,imo)
সারা জেলায় হোম ডেলিভারি করা হয়।
বি.দ্রঃ- সকল ঔষধে পাচ্ছেন সর্বোচ্চ ডিসকাউন্ট।

13/01/2023
Iqbal Medico FIFA World Cup 2022 Schedule.দেখে নিন আপনার প্রিয় দলের খেলা.
29/11/2022

Iqbal Medico
FIFA World Cup 2022 Schedule.
দেখে নিন আপনার প্রিয় দলের খেলা.

Iqbal Medico নিয়মিত রোগী দেখছেন ডাঃ মোঃ আমজাদ হোসাইন রানা।Chamber:-Iqbal Medicoপ্রতিদিন বিকাল ০৪ঃ০০ থেকে ০৬ঃ০০.শুক্রবার ...
12/11/2022

Iqbal Medico
নিয়মিত রোগী দেখছেন ডাঃ মোঃ আমজাদ হোসাইন রানা।
Chamber:-Iqbal Medico
প্রতিদিন বিকাল ০৪ঃ০০ থেকে ০৬ঃ০০.
শুক্রবার খুলা।

Address

Epic Noor Landmark, Mia Khan Road, Kalamiya Bazar, Bakolia, Chattogram
Chittagong

Opening Hours

Monday 10:00 - 23:00
Tuesday 10:00 - 23:00
Wednesday 10:00 - 23:00
Thursday 10:00 - 23:00
Friday 10:00 - 23:00
Saturday 10:00 - 23:00
Sunday 10:00 - 23:00

Telephone

+8801850912685

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iqbal Medico posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Iqbal Medico:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Other Medical & Health in Chittagong

Show All