22/01/2023
এজমা ও হাঁপানি হল ফুসফুসীয় শ্বাসনালির দীর্ঘ মেয়াদি প্রদাহজনিত রোগ।এর বৈশিষ্ট্য হল রোগটি বিভিন্ন মাত্রায় ও বার বার লক্ষন দেখা দেওয়া এবং পরবর্তীতে চিকিৎসা না করলে খারাপ হতে থাকা, শ্বসনপ্রক্রিয়া বাধাগ্রস্থ হওয়া, এবং সহজেই বা অল্পতেই ব্রঙ্কোস্পাজম বা শ্বাসনালি সরু হয়ে যাওয়ার মত অবস্থায় চলে যাওয়া যার ফলে হাঁপানি বেড়ে যায়। লক্ষনগুলোর মধ্যে আছে শো শো শব্দ হওয়া, কাশি, বুকে চাপ অনুভব করা (বুকের মাংসপেশি শক্ত হয়ে যাওয়া), এবং স্বল্প মাত্রায় শ্বাস নিতে পারা।বার বার নাক দিয়ে পানি আসা।শ্বাস কষ্ট হওয়া।চোখ লাল হয়ে যাওয়া।নাক চুলকানো। এগুলো এক দিনে একাধিকবার হতে পারে আবার এক সপ্তাহে ধীরে ধীরে হতে পারে।ব্যক্তিভেদে হাঁপানির লক্ষনগুলো রাতে বেড়ে যেতে পারে বা ভারি কাজ বা ব্যায়াম বা খেলাধূলা করলেও বেড়ে যেতে পারে।
এজমা ও হাঁপানি জিনগত এবং পরিবেশগত কারনে হয় বলে ধারণা করা হয়। পরিবেশগত কারনগুলোর মধ্যে আছে বায়ু দূষন এবং বাতাসে এ্যালার্জেন বা এ্যালার্জি উদ্রেককারী উপাদানের উপস্থিতি।এজমার সমস্যা যত বৃদ্ধি পাবে ততো উক্ত সমস্যা আপনাকে জীবনে চলার ক্ষেত্রে সমস্যায় ফেলে দিবে।
তাই এজমা ও হাঁপানি মুক্ত স্থায়ী সমাধান নিয়ে জীবন পরিচালনা করতে ইনবক্সে নক দিয়ে আপনার বয়স ও সমস্যা জানান।
সৃষ্টিকর্তার অসীম কৃপায় সম্পূর্ণ আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ।
সিনিয়র স্পেশালিষ্ট
মো: ফারাবি
☎️ 01628271060