ডা. শেফাতুজ্জাহান

ডা. শেফাতুজ্জাহান Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ডা. শেফাতুজ্জাহান, Doctor, Chittagong.

MBBS, FCPS (Radiotherapy)
Associate Professor & Head of the Department
Oncology Department
Chattogram Maa O Shishu Hospital Medical College
Room No: 316
Serial: 01857468378
Time: 6pm to 9pm (Thu off)

ডাঃ শেফাতুজ্জাহান ম্যাডামের সরাসরি তত্ত্বাবধানে সম্পূর্ণ আলাদা স্পেস নিয়ে পার্কভিউ হসপিটালে কেমোথেরাপি, রেডিওথেরাপি, ট্র...
12/05/2025

ডাঃ শেফাতুজ্জাহান ম্যাডামের সরাসরি তত্ত্বাবধানে সম্পূর্ণ আলাদা স্পেস নিয়ে পার্কভিউ হসপিটালে কেমোথেরাপি, রেডিওথেরাপি, ট্রান্সফিউশন, ইনফিউশন, প্যালিয়েটিভ কেয়ার সহ ক্যান্সার সম্পর্কিত বিশেষায়িত সকল সেবা নিয়ে অনকোলজি বিভাগ আছে আপনাদের পাশে।


⬇️ওয়েসাইটঃ www.parkviewappointment.com

পার্কভিউ হসপিটালে কেমোথেরাপি, রেডিওথেরাপি, ট্রান্সফিউশন, ইনফিউশন, প্যালিয়েটিভ কেয়ার সহ ক্যান্সার সম্পর্কিত বিশেষায়িত সকল...
12/05/2025

পার্কভিউ হসপিটালে কেমোথেরাপি, রেডিওথেরাপি, ট্রান্সফিউশন, ইনফিউশন, প্যালিয়েটিভ কেয়ার সহ ক্যান্সার সম্পর্কিত বিশেষায়িত সকল সেবা নিয়ে অনকোলজি বিভাগ আছে আপনাদের পাশে।

01/05/2025

ঘরে ঘরে কেন স্তন ক্যানসার?

একসময় স্তন ক্যানসার ছিল মধ্যবয়সীদের রোগ। ৪০ বছরের নিচে এই রোগ দেখা যেত না। কিন্তু বর্তমানে খুব অল্পবয়েসীদেরও দেখা যাচ্ছে।

হার্ভার্ড মেডিক্যাল স্কুলের তথ্যানুযায়ী, অল্পবয়সীসের স্তন ক্যানসারের মূল কারণ অস্বাস্থ্যকর লাইফস্টাইল। ওজন বৃদ্ধি, কায়িক শ্রমের অভাব, ফাস্ট-ফুড, তেল-চর্বিযুক্ত খাবার স্তন ক্যানসারের প্রবণতা বাড়ায়। ড. তাসনিম জারার মতে, মাত্র ২ কেজি ওজন কমিয়ে সেটা ধরে রাখলে স্তন ক্যানসারের প্রবণতা অনেকাংশে কমে।

দ্বিতীয় বড় কারণ, দেরিতে মাতৃত্ব গ্রহণ বা মাতৃত্ব এড়ানো। যারা ৩০ বছরের পরেও সন্তান নেন না, তাঁদের স্তন ক্যানসারের ঝুঁকি অনেক বেশি।

তাছাড়া নিজে ধূমপান করলে কিংবা ঘরের কেউ ধূমপান করলে, হরমোন থেরাপি নিলে, রেডিয়েশনে কাজ করলে, ঘুম কম হলে, অতিরিক্ত মানসিক চাপ থাকলেও স্তন ক্যানসারের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তথ্য: বিজ্ঞানপ্রিয়।

08/04/2025

ক্যান্সার রোগ ও চিকিৎসা নিয়ে আলোচনা করছেন
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ এর সহযোগী অধ্যাপক এবং পার্কভিউ হসপিটালের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. শেফাতুজ্জাহান

নারী তুমি দুর্বার, রুখে দাও ব্রেস্ট ক্যান্সার। 💪
08/04/2025

নারী তুমি দুর্বার, রুখে দাও ব্রেস্ট ক্যান্সার। 💪

07/04/2025

ভারত থেকে কেমোথেরাপি শুরু করে আসা রোগীদের জন্য বিশেষ বার্তা:

অনেক রোগী ভারত থেকে ১ বা ২ ডোজ কেমোথেরাপি নিয়ে দেশে ফিরে আসেন। কিন্তু দেশে এসেই পড়েন দোটানায়—বাকি ডোজগুলো কোথায় ও কিভাবে নেবেন?

এখন থেকে রোগীদের এই অনিশ্চয়তার মধ্যে পড়তে হবে না।

ডা. শেফাতুজ্জাহান ম্যাডামের তত্ত্বাবধানে পার্কভিউ হাসপাতালে অত্যন্ত যত্নের সাথে ও সুশৃঙ্খল পরিবেশে রোগীরা বাকি কেমোথেরাপি ডোজগুলো সম্পন্ন করতে পারবেন।

আর এদিক-ওদিক দৌড়াদৌড়ির কোনো দরকার নেই।

পার্কভিউ হাসপাতালে রয়েছে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ, যেখানে রোগীরা স্বস্তিতে চিকিৎসা গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ।

ধন্যবাদ।

26/03/2025

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when ডা. শেফাতুজ্জাহান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডা. শেফাতুজ্জাহান:

Share

Category