01/05/2025
ঘরে ঘরে কেন স্তন ক্যানসার?
একসময় স্তন ক্যানসার ছিল মধ্যবয়সীদের রোগ। ৪০ বছরের নিচে এই রোগ দেখা যেত না। কিন্তু বর্তমানে খুব অল্পবয়েসীদেরও দেখা যাচ্ছে।
হার্ভার্ড মেডিক্যাল স্কুলের তথ্যানুযায়ী, অল্পবয়সীসের স্তন ক্যানসারের মূল কারণ অস্বাস্থ্যকর লাইফস্টাইল। ওজন বৃদ্ধি, কায়িক শ্রমের অভাব, ফাস্ট-ফুড, তেল-চর্বিযুক্ত খাবার স্তন ক্যানসারের প্রবণতা বাড়ায়। ড. তাসনিম জারার মতে, মাত্র ২ কেজি ওজন কমিয়ে সেটা ধরে রাখলে স্তন ক্যানসারের প্রবণতা অনেকাংশে কমে।
দ্বিতীয় বড় কারণ, দেরিতে মাতৃত্ব গ্রহণ বা মাতৃত্ব এড়ানো। যারা ৩০ বছরের পরেও সন্তান নেন না, তাঁদের স্তন ক্যানসারের ঝুঁকি অনেক বেশি।
তাছাড়া নিজে ধূমপান করলে কিংবা ঘরের কেউ ধূমপান করলে, হরমোন থেরাপি নিলে, রেডিয়েশনে কাজ করলে, ঘুম কম হলে, অতিরিক্ত মানসিক চাপ থাকলেও স্তন ক্যানসারের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তথ্য: বিজ্ঞানপ্রিয়।