বিডি শান্তি কল্যাণ পরিবার - BDskp

বিডি শান্তি কল্যাণ পরিবার - BDskp জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানব সেবায় আমাদের মূল লক্ষ্য।

আলহামদুলিল্লাহ।বিডি শান্তি কল্যাণ পরিবার    এর পক্ষ থেকে ঈদ আনন্দ ঘন করার লক্ষ্যে বেশ কিছু অসচ্ছল পরিবারকে নগদ অর্থ প্রদ...
30/03/2025

আলহামদুলিল্লাহ।বিডি শান্তি কল্যাণ পরিবার এর পক্ষ থেকে ঈদ আনন্দ ঘন করার লক্ষ্যে বেশ কিছু অসচ্ছল পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।

আসসালামু আলাইকুম।(সদস্য সংগ্রহ) নিয়োগ বিজ্ঞপ্তি ✰ আমার /আপনার প্রিয় পরিবার বিডি শান্তি কল্যাণ পরিবার (BDSKP) এর দ্বিতী...
05/09/2023

আসসালামু আলাইকুম।
(সদস্য সংগ্রহ) নিয়োগ বিজ্ঞপ্তি

✰ আমার /আপনার প্রিয় পরিবার বিডি শান্তি কল্যাণ পরিবার (BDSKP) এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানবিক কাজকে আরো গতিশীল করতে ২য় ধাপে ৬৪ জেলায় ফরম বিতরণ চলছে।

✰ যারা প্রিয় পরিবারের প্রতিনিধি হয়ে মানবিক কাজে সামিল হতে আগ্রহী তারা আজই ফরম সংগ্রহ করুন।

☞ আবেদনের শেষ সময়:
২০ সেপ্টেম্বর ২০২৩ ইং
☞ আবেদনের যোগ্যতা সমূহ:
◑ ১৮-৪৫ বছর বয়সী সকলেই যুক্ত হতে পারবেন।
◑ অফ লাইন/অনলাইনে সাপোর্ট করার মানসিকতা থাকা।
◑ রক্ত দানের যোগ্যতা/রক্ত সংগ্রহে সহযোগিতা/ রক্ত দানে উৎসাহিত করার মানসিকতা থাকা।
◑ আর্থিক, শারীরিক, মানসিক ও সার্বিকভাবে সহযোগিতা করার মানসিকতা থাকা।

♦️ আপনার যোগ্যতা ও কাজ অনুযায়ী আপনাকে সম্মানিত পদে সমাসীন করা হবে।

https://www.facebook.com/groups/bdsk.paribar/?ref=sharea

24/08/2023

আসসালামু আলাইকুম।
ইনশা-আল্লাহ। সারাদেশ ব্যাপি মুমূর্ষু রোগীর জন্য রক্ত ম্যানেজ করার সেবা দেয়ার জন্য আমরা বেশকিছু আগ্রহী ভাইদের আমাদের সাথে অন্তর্ভুক্ত করব।ভালো এক্টিভিটি দেখলে আমাদের ওই অঞ্চলে তাকে নিয়ে একটি শাখা তৈরি করবো।যেখানে সে লিডারের ভূমিকা পালন করবে। আগ্রহী কেউ থাকলে সাড়া দিবেন। অভিজ্ঞতা না থাকলে
কাজ শিখানো হবে। কিন্তু লেগে থাকার অভ্যাস থাকতে হবে।

03/08/2023

ডাক্তারি নিয়ে পড়ছেন এমন কেউ আছেন?কাটা ছেড়া,ঘা পেচড়া বা এক্সিডেন্ট রুগীর প্রাথমিক চিকিৎসা সেবায় বিডি শান্তি কল্যাণ পরিবার এর হয়ে মাঝে মাঝে হেল্প করতে পারবেন এমন কেউ আছেন?আমরা রাস্তার ধারে পড়ে থাকা সুবিধা বঞ্চিত মানুষ গুলো নিয়ে কাজ করতে চাচ্ছি।এমন কেউ থাকলে সাড়া দিন প্লিজ।

পোস্ট টা যারা যারা দেখেছেন সবাই everyone মেনশন দিন।পেয়ে যাব ইনশা-আল্লাহ।

মানবতার ময়দানে যখন দেখি কোন উলামায়ে কেরাম, তখন ভালোবাসা টা আরো দ্বিগুন বেড়ে যায়।রিক্সাচালকদের রেইনকোট উপহার দিচ্ছেন ...
25/05/2023

মানবতার ময়দানে যখন দেখি কোন উলামায়ে কেরাম, তখন ভালোবাসা টা আরো দ্বিগুন বেড়ে যায়।
রিক্সাচালকদের রেইনকোট উপহার দিচ্ছেন সৈয়দ হাসান আল আজহারী সাইবার টিম।

আলহামদুলিল্লাহ!!!!!!!বিডি শান্তি কল্যাণ পরিবার (BDSKP)এর ক্ষুদ্র প্রচেষ্টায় রমজান উপলক্ষে সামন্য সেহরী সামগ্রী  অসহায় ...
05/04/2023

আলহামদুলিল্লাহ!!!!!!!
বিডি শান্তি কল্যাণ পরিবার (BDSKP)এর ক্ষুদ্র প্রচেষ্টায় রমজান উপলক্ষে সামন্য সেহরী সামগ্রী অসহায় ১৩টি পরিবারের মাঝে (আপনাদের আমানত )পৌছে দিতে সক্ষম হয়েছি৷
বিশ্বাস আর আন্তরিকতার সাথে পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ আশা করছি সবসময় এইভাবে পাশে থাকবেন৷
____ধন্যবাদন্তে 🇧🇩'বিডি শান্তি কল্যাণ পরিবার'(BDSKP)🇧🇩
___আমাদের তালিকায় যা ছিল------
১ পিস মুরগি,চাল,তৈল,আলু,পেয়াজ,মশারি ডাল,
মুরগি মশলা৷
এইভাবে আপনারা পাশে থাকলে সামনে আরো ভালো কিছু করার চেষ্টা করবো৷ ইনশা আল্লাহ!!

আসসালামু আলাইকুম।🙋🙋🙋🏼🙋আগামী ১০ ই রমজান  বিডি শান্তি কল্যাণ পরিবার  এর পক্ষ থেকে ১ম বারের মতো ইফতার  সামগ্রী বিতরণ কর্মসূ...
24/03/2023

আসসালামু আলাইকুম।🙋🙋🙋🏼🙋
আগামী ১০ ই রমজান বিডি শান্তি কল্যাণ পরিবার এর পক্ষ থেকে ১ম বারের মতো ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে৷
উক্ত কর্মসূচিকে সফল করতে আপনার দোয়া,শারীরিক উপস্থিতি এবং আর্থিক সহযোগিতা একান্ত ভাবে কাম্য৷
আসুন পবিত্র রমজান মাসে অসহায়দের একটু হাসির কারণ হই৷☺☺☺
সহযোগিতার হাত বাড়াতে
বিকাশ:+880 1622-146818
নগদ:+880 1622-146818
Everyone

03/03/2023

প্রসঙ্গ যখন মানবতার, তখন চট্টগ্রামের মানুষ ই সেরা।

03/03/2023

🇧🇩'বিডি শান্তি কল্যাণ পরিবার'(BDSKP)🇧🇩

___এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা।আমরা তোমাদের ভুলব না।রফিক,সালাম,শফিউর,বরকত,জব্বার আরো  জানা অজানা ...
21/02/2023

___এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা।আমরা তোমাদের ভুলব না।
রফিক,সালাম,শফিউর,বরকত,জব্বার আরো জানা অজানা যাদের রক্তের বিনিময়ে বাংলা মাতৃভাষায় স্বাধীনভাবে কথা বলতে পারতেছি সকলের জন্য মাগফেরাত কামনা করছি।
ভাষার জন্য লাখো শহীদের আত্মত্যাগ,এর প্রভাব ছড়িয়ে পড়ুক বিশ্বময়।সকলকে বিডি শান্তি কল্যাণ পরিবার এর পক্ষ থেকে অমর একুশের শুভেচ্ছা।

19/02/2023

আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন?সবাই আমাদের সাথে থাকুন এবং মানবিক কাজ গুলো সাপোর্ট করুন।

19/02/2023

______আসসালামু আলাইকুম _____
_____যাদের কাছে সম্প্রতি ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাওয়া গাইড-বই গুলো এখন ও রয়ে গেছে।তা ঘরের কোণায় ফেলে না রেখে অথবা কেজি ধরে বিক্রি না করে দিয়ে আশে পাশের দরিদ্র ভাই-বোনদের দিয়ে দিন।📚📚📚📚📚 _____বর্তমানে এর তিনগুণ দাম বেড়ে যাওয়ায় অনেক ভাই-বোনদের পড়া-লেখা অনিশ্চিত হয়ে পড়বে। আমাদের টিম থেকে দেশ ব্যাপি এর সংগ্রহ চলছে।কারো কাছে যেকোন ক্লাসের যেকোনো গাইড ই হোক,সাড়া দিবেন। অগ্রিম শুভ কামনা রইল।💐💐💐💐💐 ______শিক্ষার আলো ঘরে ঘরে আসবেই।না আসলে সবাই মিলে নিয়ে আসবো। ইনশাআল্লাহ!!!

Address

Chittagong

Telephone

+8801836426316

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিডি শান্তি কল্যাণ পরিবার - BDskp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram