Dr. N_S Homeo Care

Dr. N_S Homeo Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. N_S Homeo Care, Medical and health, K. R. Hossain Center (2nd Floor), Kachari Road, Hathazari Municipality, Chittagong.

14/09/2020

#বাস_জার্নিতে_বমি‼️🤢

💫অনেকেই বাস জার্নির সময় বমি করেন।এটা কেন হয় জানেন?

🔘 হাইপোথিসিস অনুযায়ী এর জন্য দায়ী হচ্ছে আমাদের কান👂
▪️বাসের ঝাঁকুনিতে কানের ভিতরের ফ্লুইড নড়াচড়া করে,
যার কারণে কান ব্রেইনকে ইনফরমেশন দেয়, বডি মুভ করছে!

🔘 কিন্তু, চোখ👀 ব্রেইনকে ইনফরমেশন দেয়,না বডি স্থির আছে।

🧠🧠দুই রকম ইনফরমেশন পেয়ে ব্রেইন কনফিউজড হয়ে যায়!
আর এধরনের কন্ডিশনকে "Brain poison"হিসেবে রিড করে!
তাই poison কে বডি থেকে বের করে দেওয়ার জন্য "Vegal Stimulation"হয় যার জন্য বমি হয়!🤮
একে "মোশন সিকনেস"ও বলে।..

🔹এই হাইপোথিসিস অনুযায়ী, বাসে বসে ঘুমিয়ে গেলে আর বমি আসে না কারণ চোখ তখন ইনফরমেশন দেয় না ফলে ব্রেইনে কোনো কনফিউশন তৈরি হয় না!💁🏻‍♀️
এছাড়াও...

🔹ঘুম না আসলেও হালকাভাবে দুচোখ বন্ধ করে রাখুন। অথবা একটু তন্দ্রাচ্ছন্ন ভাব নিয়ে আসুন।🥱 উপকারে আসবে।

🔹চলন্ত অবস্থায় যানবাহনের ভেতরে দৃষ্টি নিবদ্ধ না রেখে জানালা দিয়ে বাইরে তাকান। অথবা সামনের গ্লাস দিয়ে যত দূর সামনে দৃষ্টি যায়, তাকিয়ে থাকুন, প্রকৃতি দেখুন।🛤️

🔹সামনের দিকে বা জানালার কাছে আসন নিন। জানালাটা খুলে দিন। ঠান্ডা বাতাস লাগবে শরীরে। ভালো লাগবে।🌬️❄️

🚫বই, পত্রিকা ইত্যাদি পড়তে থাকলে বমি বমি ভাব বা বমি হওয়ার আশঙ্কা বেশি।📖🗞️

🚫গাড়িতে আড়াআড়িভাবে বা যেদিকে গাড়ি চলছে, সেদিকে পেছন দিয়ে বসবেন না। বমি বমি ভাব বা বমি হওয়ার আশঙ্কা কমবে।

🚫যাত্রা শুরুর আগে ভরপেট খাবেন না বা পানি পান করবেন না।🍛

🔹 কিছু ওষুধ আছে, যেগুলো বমি বা বমি বমিভাব বন্ধ করতে পারে, চিকিৎসকের পরামর্শমতো তা নির্দিষ্ট মাত্রায় সেবন করতে পারেন গাড়িতে ওঠার আগে।💊


গাড়িতে বসে আদা কিংবা চুইংগাম চিবালেও উপকার পাওয়া যায়।

🔹" #গাড়িতে_উঠলেই_আমার_বমি_হবে"—এমন চিন্তা মনে আনবেন না। অন্য চিন্তা করুন। প্রকৃতি দেখুন।...দেখবেন ভ্রমণেও আপনি সুস্থ আছেন।🚍🥰

- #হ্যাপি_জার্নি

মায়ের পেটে ছোট্ট সন্তানের ঘর ❤একে অ্যামনিয়োটিক ব্যাগ বলে; ঝিল্লি দ্বারা আবৃত অ্যামনিয়োটিক তরলে পূর্ন এই ব্যাগে তার জন্মে...
06/09/2020

মায়ের পেটে ছোট্ট সন্তানের ঘর ❤

একে অ্যামনিয়োটিক ব্যাগ বলে; ঝিল্লি দ্বারা আবৃত অ্যামনিয়োটিক তরলে পূর্ন এই ব্যাগে তার জন্মের আগ পর্যন্ত বিকশিত ভ্রুন সুরক্ষিত অবস্থায় থাকে, মায়ের রক্ত থেকে পুষ্টি ও অক্সিজেন গ্রহণ করে।

থেংক্স টু মাইটি আল্লাহ 🤍

 #টপিকঃ জানতে হবে! অধিকাংশ পুরুষই তাদের মানিব্যাগ পিছনের পকেটে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রায়শই পকেটে রেখেই এর উপর বস...
23/08/2020

#টপিকঃ জানতে হবে!

অধিকাংশ পুরুষই তাদের মানিব্যাগ পিছনের পকেটে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রায়শই পকেটে রেখেই এর উপর বসে পড়েন। কিন্তু এর জন্য নিজের অজান্তেই নিজেদের শারীরিক ক্ষতি করে ফেলছেন।

বড়/ভারী/মোটা মানিব্যাগের উপর বসায় মেরূদণ্ড খানিকটা বাকা হয়ে যায় নিজের অবস্থান থেকে। এরজন্য কোমড়ে চাপ তো পড়েই,সাথে sciatic স্নায়ুতন্তুটিও সংকুচিত হয়ে যায়।এই স্নায়ুতন্তুটি কোমড় থেকে একদম পা পর্যন্ত সকল স্নায়ু মস্তিষ্কে বহন করতে সাহায্য করে। এভাবে দীর্ঘদিন চলতে চলতে একসময় কোমড়ে ব্যথা,পা ব্যথা নিত্যদিনের সঙ্গী হয়ে যায়। সামান্য একটা মানিব্যাগে বসার জন্য শরীরে এত ক্ষতি হয়ে যাচ্ছে.... সাবধান❗

হ্যা !! "শ্বেতী" (Leucoderma) ঠিক হয় এবং সম্পূর্ণরূপেই..‼️শ্বেতী মানে সাদা দাগ, কিন্তু সাদা দাগ মানেই কিন্তু শ্বেতী নয়.....
20/08/2020

হ্যা !! "শ্বেতী" (Leucoderma) ঠিক হয় এবং সম্পূর্ণরূপেই..‼️

শ্বেতী মানে সাদা দাগ, কিন্তু সাদা দাগ মানেই কিন্তু শ্বেতী নয়... 🤷‍♂️

➡️➡️
যেমন, পুড়ে-গিয়ে-হওয়া সাদা দাগের ডাক্তারি পরিভাষা ‘পোস্টবার্ন লিউকোডার্মা’, সেটি আদৌ শ্বেতী নয়..💢
➡️➡️
আবার কারোর হারপিস সিমপ্লেক্স-এর সংক্রমণজনিত লিউকোডার্মাও হতে পারে..💢
➡️➡️
আরো অজস্র কারণ আছে সাদা দাগের..
যেমন জন্মগত ত্রুটির কারণে হওয়া অ্যালবিনিজম..💢
➡️➡️
বিপাক জনিত গোলযোগ, যেমন—ফিনাইল কিটনিউরিয়া, হরমোন-সংক্রান্ত কিছু অসুখ, যেমন—হাইপারথাইরয়েডিজম-এও সাদা দাগ দেখা দিতে পারে...💢
➡️➡️
কিছু অজানা কারণেও খুব ছোট-ছোট সাদা দাগ হতে থাকে শরীরের এখানে-সেখানে.. দাগগুলো সংখ্যায় বাড়ে, আয়তনে নয়.. আতঙ্কিত হবার কিছু নেই.. এটাও শ্বেতী নয়..💢

💥💥 তাহলে শ্বেতী কী❓️

শ্বেতী হল ত্বকের এমন একটি বিশেষ অসুখ, যেখানে ত্বকের সাদা দাগটার অথবা দাগগুলোর কোনও সরাসরি কারণ নির্দিষ্ট করা যায় না..🤔🤔

আপনা থেকেই রং হারিয়ে যায় আক্রান্ত অংশ থেকে..🤦‍♂️🤦‍♂️
কেন হয় সেটা না জানা গেলেও কীভাবে হয় অথবা হলে কী হয়, সেটা জানতে পেরেছেন বিজ্ঞানীরা.. 🙄🙄

আমাদের ত্বকের বাইরের দিকের ভাগটাকে বলে এপিডার্মিস...💬
এই এপিডার্মিসের আবার সবচেয়ে নীচের স্তরটি হল বেসাল স্তর... 💬

মেলানোসাইট নামের কোষগুলো থাকে এই বেসাল স্তরেই...এদের কাজই হল রং তৈরি করা..আর এই রং হোলো মেলানিন...💬
মেলানিন তৈরির সেই প্রক্রিয়াটার নাম হল মেলানোজেনেসিস...💬

আমাদের গায়ের রং কেমন হবে না-হবে, সেটা নির্ভর করে এই এপিডার্মাল মেলানিন ইউনিট-এর ওপর...💬

করোনাতে লক-ডাউন হবার মতো রং তৈরির এই কারখানাতেই কিন্তু কাজ বন্ধ হয়ে যেতে পারে....💬

আর যদি সত্যিই মেলানোজেনেসিস বা ত্বকের রং তৈরির প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, তবে ত্বকের রং হারিয়ে যাবে,,ফুটে উঠবে ধবধবে দুধ সাদা দাগ...💬

ব্যাথা হয় না, জ্বালা হয় না, শুধু সাদা দাগ... নিঃশব্দে বাড়তে থাকে...সংখ্যায়, আয়তনে...
ছড়িয়ে পড়তে থাকে ধীরে ধীরে...

এই হল শ্বেতী !!🤨🤨🤨

💫💫💫💫💫💫💫💫💫💫💫💫

এবার আমার কেসটা তে আসি... 😊😊

প্রায় দুই থেকে তিন বছর লাগলো বাচ্চাটির শ্বেতী পুরোপুরি নির্মূল হতে..
সবুরে মেওয়া ফললো শেষপর্যন্ত.. 🤗🤗

মেডিসিন ছিল Tuberculinum Bovinum ও Carcinosin..

কেন Tuberculinum??? 🤷‍♂️🤷‍♂️

♻️ প্রথমত,,
Observation == Inverted Pyramid Like Face
অর্থাৎ উল্টানো পিরামিডের মতন মুখমণ্ডল.. এটি টিউবারকুলিনাম মেডিসিনের এক অদ্ভুত বিশেষত্ব..

♻️♻️ দ্বিতীয়ত,,
বংশে ক্যান্সার এবং টিউবারকুলোসিস রোগের ইতিহাস..

♻️♻️♻️ তৃতীয়ত,,
অতিরিক্ত মাত্রায় কুকুরে ভয় ও ভ্রমণের ইচ্ছা!!

♻️♻️♻️♻️ চতুর্থত,, ,, ,, ,,
.... ধ্যাৎ, সুমনের গান নাকি... !!🤦‍♂️🤦‍♂️
একটুই যথেষ্ট ছিল আমার প্রেসক্রিপশনের জন্য.. 👨‍🔬👨‍🔬

💠 Tuberculinum 1M...10M...50M ক্রমান্বয়ে দিতে হয়েছিল...
আর,,
মাঝে পিঞ্চহিটার ব্যাটসম্যান হিসাবে একবার Carcinosin 200 কে ক্রিজে নামানো হয়েছিল...😇😇
ব্যাস... এতেই কেল্লাফতে... 👊👊
রোগী সুস্থ.... আলহামদুলিল্লাহ 😊😊

🙏🙏🙏 ধন্যবাদ 🙏🙏🙏

 #টপিকঃ প্যারোটিড টিউমার, এ বিষয়ে অতি সংক্ষেপে কিছু কথা।প্যারোটিড গ্ল্যান্ড ফুলে যায় বা প্রলিফারেটিড হয়। সাধারনতঃ ৭৫ % ট...
17/08/2020

#টপিকঃ প্যারোটিড টিউমার, এ বিষয়ে অতি সংক্ষেপে কিছু কথা।

প্যারোটিড গ্ল্যান্ড ফুলে যায় বা প্রলিফারেটিড হয়। সাধারনতঃ ৭৫ % টিউমার বিনাইন হয়, অর্থাৎ নন ম্যালিগন্যান্ট। তবে কোন কোন কেস ম্যালিগন্যান্টও হতে পারে। স্ট্যাটিস্টিক্যাল হিসাবে ২৫% হতে পারে।

আমরা জানি, বিনাইন - এ খুব বেশী ব্যথা থাকে না বা হয়ও না, বেশী শক্ত হয় না।

আর ম্যালিগন্যান্ট বা ক্যান্সার জাতীয় হলে ওটার আস্তে আস্তে ব্যথা বাড়তে থাকে ও শক্ত হতে থাকে।
একটা সময় পাথরের মত শক্ত হয়ে যায়। সেই জন্য বলা হয় রক হার্ড। তখন মুখের ঐ সাইডটা অবশ হয়ে আসে এবং চোয়ালের নীচের লিম্ফ গ্ল্যান্ড ফুলে যায়।

এ্যালোপ্যাথিতে এর একমাত্র চিকিৎসা হচ্ছে -- অপারেশন। যার নাম, --- প্যারোটিডেকটমী।

এই অপারেশনও একটু জটিল বলা যায়। কারন, ফেসিয়াল নার্ভের ছোট ছোট পাঁচ টি ব্রাঞ্চ এই গ্ল্যান্ডের উপর দিয়ে অগ্রসর হয়ে মুখের দিকে গেছে। অপারেশন করতে গিয়ে এদের মধ্যে যে কোন একটি কেটে গেলেই বিপদ। কারন, আমার মহল্লার এক বড় ভাই কে আমি চিনি ও জানি। উনার এই অপারেশন করতে গিয়ে মুখটাই এক পার্শ্বে বেঁকে গেছে। তখন আমি স্কুলে পড়তাম। এখন মনে হয় হয়তোবা উনার এই রোগটাই হয়েছিল।

আমার চিকিৎসায় জীবনে দেখেছি এই রোগ খুব সহজেই সারে না বা আরোগ্যও হতে চায় না। যদিও সারে বা আরোগ্য হয়, তবে সেটাতেও দীর্ঘ সময় লেগে যায়। চিকিৎসায় অনেক সময় অনেক রোগী ধৌর্য্যও হারিয়ে ফেলে।

যাই হোক ঈশ্বরের ইচ্ছায় আমার এই রোগীকে আমি পুরোপুরি আরোগ্য করতে পেরেছি।

রোগীর নামঃ সাদ, বয়সঃ- সাত বছর। প্রায় দুই বছরেরও কিছু অধিক সময় ধরে এই সমস্যা। প্রথম থেকেই এ্যালোপ্যাথিক চিকিৎসা করেছে। কিন্তু, ভাল হয়নি। তারপর এদিক - সেদিক হোমিওপ্যথিক চিকিৎসাও কিছুদিন করেছে, অবস্হার খুব একটা উন্নতি না হওয়ায় আমার কাছে তার বাবা + মা নিয়ে আসে।

♦ খুব সংক্ষিপ্ত আকারে কেইস হিষ্ট্রি,

আমি যা পেয়েছিলাম, ভীষণ রাগী ও জেদী। ভীষণ কুকুর ভীতি, বজ্রপাতের সময়ও ভীতি, অল্পতেই ঠান্ডার প্রবণতা,হয় নাকে না হয় বুকে সর্দ্দি যেন লেগেই থাকে। ঠান্ডা দুধ পান করতে ভালবাসে। সময়েই অরুচি আবার কখনও ক্ষুধা স্বাভাবিক। শীতকাতর। বংস ইতিহাসে দাদার টিবি এবং বাবার একবার ব্রঙ্কাইটিস হয়েছিল।

♦ ঔষধ নির্বাচনঃ-

টিউবারকুলিনাম বোভিনাম ০/২, থেকে ০/৭ পর্যন্ত।
এতেই সেরে গেল।
আলহামদুলিল্লাহ, ম্যাজিক অফ হোমিওপ্যাথি 😍

- Mr.pulak

11/08/2020

#টপিকঃ

★ অনিদ্রার কারণ--
★ অনিদ্রা বা ঘুম না হওয়ার পেছনে দায়ী নানাবিধ কারণ। প্রধানত দুই কারণ হচ্ছে-
★ মানসিক ও
★ শারীরিক
এছাড়া অভ্যাস এবং পরিবেশগত কারণেও মানুষ এই সমস্যায় পতিত হতে পারে।
★মানসিক কারণের মধ্যে রয়েছে- ভয়, হতাশা, মানসিক চাপ, দুশ্চিন্তা, ঝগড়াঝাটি, পেশাগত সমস্যা, অসুখী যৌনজীবন, বিষণ্ণতা, উদ্বিগ্নতা, আঘাত পরবর্তী মানসিক চাপ ইত্যাদি।
★ শারীরিক কারণ গুলোর মধ্যে রয়েছে- হৃদরোগ, হাঁপানি, মেনোপোজসহ নানা ধরণের অসুখ।

★ লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথি চিকিৎসা --

★Aconite nap
★ দুঃস্বপ্নে ভরা তার নিদ্রা।
★ ঘুমের মধ্যে লাফিয়ে উঠে।
★ বুকে চাপবোধ হয় দীর্ঘকাল স্থায়ী স্বপ্ন দেখে।
★ অনিদ্রা আর সেই সঙ্গে অস্থিরতা ও শয্যায় এপাশ ওপাশ করা তার স্বভাব।

★coffea cruda
★ নিদ্রা যেন কিছুতেই চোখে আসেনা, সমস্ত রাত্রি বিছানায় ছটফট বা এপাশ ওপাশ করে।
★ রাত্রি ৩টার পর ঘুম ভাঙ্গিয়া যায়, আর ঘুম হয় না।
★ স্নায়বিক উত্তেজনার সহিত মনে নানা ভাব উদিত হতে থাকে।
★ গুহ্যদ্বারের চুলকানি এবং চুলকানির জন্য ঘুমাতে পারে না।

★ Ignatia
★ শোক বা দুঃখ অন্তরে চাপিয়া রাখিয়া দুঃখ ভোগ করে।
★ দীর্ঘ নিঃশ্বাস ফেলে, মনের কষ্ট নীরবে সহ্য করে কিন্ত মনের কষ্ট কাহাকেও বলে না।
★ কোন প্রেমিক বা প্রেমিকা প্রেমে ব্যর্থ হইয়া অনিদ্রায় ভোগে তবে তাহাকে ইগ্নেশিয়া দিবেন।
★ ভয় জনিত অনিদ্রায়ও ইগ্নেশিয়া উপকারী।

★ chamomilla
★ ঘুম ঘুম ভাব হয় কিন্ত ঘুমুতে পারে না।
★ রাত্রে অনিদ্রা ও ছটফটানিতে তার খুব কষ্ট হয়।
★ ঘুমের মধ্যে কাঁদে, চিৎকার করে, অর্ধ মুদ্রিত চক্ষে উদ্বেগ ও ভীতিপূর্ণ স্বপ্ন দেখে।
★ উত্তাপে, খোলা বাতাসে এবং রাত্রে বৃদ্ধি।

★ passiflora Incarta
★ অস্থির নিদ্রা, সর্বদাই জেগে থাকে, দুর্বলতা ভাব খুব বেশী বিশেষ করে শিশু ও বৃদ্ধদের।
★ মানসিক পরিশ্রমে ক্লান্তিবোধ করে, আক্ষেপ প্রবণ ব্যক্তিদের অনিদ্রা, নৈশ, কাশি ইত্যাদি রোগ লক্ষণে ইহার ব্যবহার একান্ত প্রয়োজন।
★ শিশু, যুবক, বৃদ্ধ যে কো বয়সের রোগীই হোক অনিদ্রায় ইহা উপকার হইবে।

★ calcarea carb
★ রাত্রি ২টা বা ৩টার আগে তার ঘুম ধরবেনা।
★ক্রমাগত অনিদ্রা, চোখ দুটো মুদলেই সে নানা রকম মূর্তি দেখে।
★ মোটা থল থলে মেদ পূর্ণ রোগী, ঘামে বালিশ ভিজিয়া যায়, ডিম খাইবাট প্রবল ইচ্ছে, রোগী শীত কাতর এই ধরণের রোগীদের ক্যালকেরিয়া কার্ব উপকারী।

★ Avena sativa
★অতিরিক্ত মানসিক পরিশ্রম করিয়া যাহারা অনিদ্রায় ভোগে।
★ অত্যধিক ইন্দ্রিয়সেবা, হস্তমৈথুন এবং মানসিক অবসন্নতার ইতিহাস থাকিলে ইহা অনিদ্রাতে বিশেষ উপযোগিতার সহিত ব্যবহৃত হয়।

©

গতকাল চট্টগ্রামের সীতাকুন্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে রাসেল ভাইপারের দেখা মিলেছে..!!পৃথিবীর ৫ম বিষধর সাপ এই রাসেল ভাইপার...
03/08/2020

গতকাল চট্টগ্রামের সীতাকুন্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে রাসেল ভাইপারের দেখা মিলেছে..!!

পৃথিবীর ৫ম বিষধর সাপ এই রাসেল ভাইপার , আক্রমণে বিশ্বে ১ম ( মতান্তরে দ্বিতীয় ) । অর্থাৎ নিজে থেকে ছুটে এসে টার্গেট কে আক্রমণ করে । বিষ প্রয়োগে সময় নেয় মাত্র ১/১৬ সেকেন্ড । দাঁত অনেক গভীর এবং সূঁচালো । কোনো এন্টিভেনম নেই । মৃত্যুর কারণ - DIC , Thrombosis and necrosis . রক্তকে জমাট বাঁধিয়ে অতি দ্রুত মৃত্যু নিশ্চিত করে এই রাসেল ভাইপার । আক্রান্ত ক্ষতস্হানে পঁচন ধরে অর্থাৎ muscle necrosis হয়ে যায় ।

বাংলাদেশে শঙ্খিনী সাপ কমে যাওয়া ( মানুষ কর্তৃক নিধন ) রাসেল ভাইপারের প্রাকৃতিক প্রজনন হুহু করে বাড়িয়ে দিয়েছে । শঙ্খিনী সাপের মূল খাদ্যই ছিলো এই রাসেল ভাইপার । বিগত ২৫ বছরে বাংলাদেশে রাসেল ভাইপার একপ্রকার বিলুপ্তই ছিলো বলে ধরা যায় ।

বন্যার কারণে ভারত থেকে প্রচুর পরিমাণে রাসেল ভাইপার বাংলাদেশে চলে এসেছে । অন্যান্য সাপ যেখানে সর্বোচ্চ ২০-৩০ টা ডিম পাড়ে , সেখানে রাসেল ভাইপার ডিম তো পাড়েই না - উপরন্তু ৬০-৮০ টা বাচ্চা ফুটায় একসাথে । বিশেষ করে পদ্মা , মেঘনা এবং যমুনার অববাহিকায় , চর এখন রাসেল ভাইপারের জন্য উপযুক্ত বংশবৃদ্ধির স্হান বলে প্রতীয়মান হচ্ছে ।
আমার মতো যারা চরে ট্রাভেল করেন , আগানে বাগানে ঘুরাঘুরি করতে পছন্দ করেন , তাঁবু টাঙায়া কাইত হয়ে ঘুমায়া থাকেন যেখানে সেখানে - একটু সাবধানী হয়ে যান ।

©-Dr.Asif saikot
ছবি:Al-Rakib

[এই সাপটি থেকে সাবধান। বড়দের থেকে ছোট সাপ আরো বিপদজনক..!! ধানের মাঠে এদের বেশি পাওয়া যায়, ধানের মাঠে এদের আলাদা করা অনেক কঠিন তাই কৃষকেরা বেশি আক্রান্ত হয়।]

কালমেঘ(Kalmegh):ঔষধটি কালমেঘ হিসাবে বেশি পরিচিত হলেও এর বৈজ্ঞানিক নাম: Andrograhis paniculata 'যা হোমিওপ্যাথগন দুই নামেই...
29/07/2020

কালমেঘ(Kalmegh):

ঔষধটি কালমেঘ হিসাবে বেশি পরিচিত হলেও এর বৈজ্ঞানিক নাম: Andrograhis paniculata '
যা হোমিওপ্যাথগন দুই নামেই ব্যবহার করেন।

লিভারের উপর এর কার্যকারিতা বেশি বলে সকল প্রকার লিভার রোগেই ব্যবহৃত হয়। অনেকে আবার লিভার টনিক হিসাবেও বিবেচনা করেন, যা ঠিক নয়। লিভারের সমস্যা ছাড়াও ক্লিনিক্যালি সর্দি-কাশির প্রাথমিক অবস্থা, দীর্ঘদিন জ্বরে ভোগার পর, সাধারণ দুর্বলতায়, বাচ্চাদের লিভারের সমস্যা ও জণ্ডিসে বহুল ব্যবহার আছে।

সারা-শরীরে জ্বালা, বিশেষতঃ হাতের তালুর জ্বালাপোড়া ঔষধটির প্রধান লক্ষণ। হাত-পায়ের তালুতে এতো জ্বালাপোড়া যে বারবার ধৌত করতে বাধ্য হয়, ঠাণ্ডা পানিতে ধৌত করলে আরামবোধ করে। নবজাতকের জণ্ডিস, শিশুদের কালাজ্বর ও লিভার বড় হয়ে ঘুষঘুষে জ্বর লক্ষণে ব্যবহার করা যায়।

** মানসিক লক্ষণ: মনমরা ভাব, কোন কাজ করার ইচ্ছা নেই-এমনকি কথা বলতেও ইচ্ছা করে না। অস্থির প্রকৃতির-সহজেই রেগে যায়।

মাথা: মাথাঘোরা, ভারীবোধ এবং মাথার পেছনে দপদপানি(throbbing) ব্যথা।

চোখ: চোখ লাল বর্ণের হয়ে যায়, চোখের ভেতরে হলদেটে ভাব দেখা যায়।

নাক: নাক হতে তরল সর্দি-স্রাব ঝরতে থাকে, মাঝে মধ্যেই হাঁচি আসে।

মুখ: মুখে তিক্তস্বাদ, শুকনো মনে হয়, গলা জ্বালা করে, জিহ্বায় সাদা প্রলেপ পড়ে।

পেট: বুকে জ্বালা; পেটে ভারীবোধ-কোন ধরণের ক্ষুধা নেই, লিভার বড় হয়ে যায়; নবজাতকের জণ্ডিস; লিভারের জড়তা-ঠিকমতো কাজ করে না। স্নায়ুশূল, বদহজম এবং দুর্বলতা।

মল: ডায়রিয়া ও কোষ্ঠকাঠিণ্য পর্যায়ক্রমে আসে, বারবার পায়খানার বেগ হয় কিন্তু মলত্যাগ হয়না। কালচে-শক্ত মল। হলদেটে পাতলা পায়খানা। শিশুদের পাতলা পায়খানার সময় মলের সাথে প্রচুর বাতাস বের হয়। মলের সাথে কৃমি আসে, আমযুক্ত মল।

প্রস্রাব: ঘাঢ় বর্ণের প্রস্রাব; হলুদ প্রস্রাব।

জ্বর: শীতবোধসহ জ্বর এবং সারাশরীরে তাপ দেখা দেয়; পানি পিপাসাসহ মাথাব্যথা, সারাশরীরে জ্বালা- ঠাণ্ডা বাতাস ও পানিতে আরাম পায়। জ্বর সকাল ১১টায় আসে, একটু কমে-আবার সন্ধ্যা ৭-৮টায় দেখা দেয়-সবিরাম জ্বর। জ্বরের সময় ভয় পায়-ভীতিভাব প্রকাশ করে।

হ্রাস-বৃদ্ধি: ঠাণ্ডা পানি, ঠাণ্ডা ও ঘামে আরাম। জ্বরের সময় বৃদ্ধি।

মাত্রা: মাদারটিংচার, ৩এক্স, ৬এক্স, ৩০ শক্তি ব্যবহৃত হয়।

(বি.দ্র.: রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করবেননা।)

★★ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এর হিউম্যান রিসোর্স ব্রাঞ্চ এর HRH DATA SHEET-2019 তথ্যমতে,দেশে:নিবন্ধিত এমবিবি...
28/07/2020

★★ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এর হিউম্যান রিসোর্স ব্রাঞ্চ এর HRH DATA SHEET-2019 তথ্যমতে,

দেশে:
নিবন্ধিত এমবিবিএস প্রফেশনালঃ ৯৩৭৪১ জন.

নিবন্ধিত ডেন্টাল (বিডিএস) প্রফেশনালঃ ৯৬০৮ জন.

নিবন্ধিত বিএইচএমএস (ব্যাচেলর হোমিওপ্যাথিক)
প্রফেশনালঃ ১৬০৫ জন.

নিবন্ধিত ডিএইচএমএস (ডিপ্লোমা হোমিওপ্যাথিক) প্রফেশনালঃ ৩১০৯০জন.

নিবন্ধিত বিএএমএস (ব্যাচেলর আয়ুর্বেদিক) প্রফেশনালঃ ৩৮৮ জন.

নিবন্ধিত ডিএএমএস (ডিপ্লোমা আয়ুর্বেদিক) প্রফেশনালঃ ১০৭১+৩৪৭৭ জন.

নিবন্ধিত বিইউএমএস (ব্যাচেলর ইউনানী) প্রফেশনালঃ ৪৫৬ জন.

নিবন্ধিত ডিইউএমএস (ডিপ্লোমা ইউনানী) প্রফেশনালঃ ২৬৬২+৪২৯৪ জন.

🔹 সূত্র: https://www.bmdc.org.bd/news-events/202001000003

কোন টি-শার্ট আপনার ??আমার B+ টি-শার্ট........❤ নিয়মিত রক্তদানে ( ৩ মাস পর পর) শরীর, মন দুইটাই ভালো থাকে৷ 😊
28/07/2020

কোন টি-শার্ট আপনার ??

আমার B+ টি-শার্ট........❤

নিয়মিত রক্তদানে ( ৩ মাস পর পর) শরীর, মন দুইটাই ভালো থাকে৷ 😊

Address

K. R. Hossain Center (2nd Floor), Kachari Road, Hathazari Municipality
Chittagong
4330

Telephone

+8801644193395

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. N_S Homeo Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram