Organic health care

Organic health care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Organic health care, Medical and health, Chittagong.

এ,জমা ও এ,লার্জি সমস্যার স্থায়ী সমাধান!
08/10/2023

এ,জমা ও এ,লার্জি সমস্যার স্থায়ী সমাধান!

শ্বা'স'ক'ষ্ট বা এ্যা'জমা-এলা'র্জি আর থাকবেনা,,,এ্যা'জমা বা হাঁপা'নি শ্বাসতন্ত্রের অ্যালা'র্জিজনিত দীর্ঘমে'য়াদি রোগ। বিভি...
07/10/2023

শ্বা'স'ক'ষ্ট বা এ্যা'জমা-এলা'র্জি আর থাকবেনা,,,
এ্যা'জমা বা হাঁপা'নি শ্বাসতন্ত্রের অ্যালা'র্জিজনিত দীর্ঘমে'য়াদি রোগ। বিভিন্ন অ্যালা'র্জেন, শ্বাসত'ন্ত্রের সংবে'দনশীলতা এবং ফুসফু'সের প্রদাহের জন্য শ্বাসনালিতে বাতাস চলাচলে বিঘ্ন ঘটে, ফলে স্বাভাবিকভাবে নিশ্বাস নিতে কষ্ট হয় বা শ্বা'সকষ্ট হয়। একই সঙ্গে নিশ্বাসে সাঁই সাঁই শব্দ শোনা যায়। অ্যা'জমা আক্রমণের সময় শ্বাস'নালির আস্তরণ ফুলে যায়, ফলে শ্বাসনালি সংকীর্ণ বা চিকন হয়ে যায়। এর ফলে প্রশ্বাস ও নিশ্বাসে বাতাস চলাচলের গতি কমে যায় ও কষ্ট'সাধ্য হয়। এছাড়াও কাশি, সর্দি ও হাঁচি ঘন ঘন দেখা দিতে পারে।

যেই শ্বাস-প্রশ্বাসে মানুষ বেঁচে থাকে সেটার জন্য যদি কষ্ট হয় তা মেনে নেওয়ার না। তাই বাজারের যেকোনো ইনহে'লার বা মেডি'সিনের চেয়ে যদি প্রাকৃ'তিক উপায়ে স্থায়ীভাবে সুস্থ্য হওয়া যায় তাহলে কেন নয়???

সম্পূর্ণ ফ্রি-তে বিশেষজ্ঞ প্যানেলের সাথে কথা বলতে এখনই আপনার নাম্বারটা ইনবক্সে প্রদান করুন। অথবা কল করুন 01858530357

আতা ফলের ম্যাগনেসিয়াম মাংসপেশির জড়তা দূর করে এবং হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে। এর পটাশিয়াম ও ভিটামিন বি৬ রক্তের উচ্চচ...
28/02/2023

আতা ফলের ম্যাগনেসিয়াম মাংসপেশির জড়তা দূর করে এবং হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে। এর পটাশিয়াম ও ভিটামিন বি৬ রক্তের উচ্চচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। আতা ফলে প্রচুর ক্যালসিয়াম রয়েছে। ফলে শরীরের হাড় গঠন ও মজবুত রাখার জন্য পর্যাপ্ত পরিমানে ক্যালসিয়াম সরবারহ করতে সক্ষম এই আতা ফল।

আদার উপকারিতা,,,,  দূরে থাকে হৃদরোগও। এছাড়াও রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে।  গ্যাস,  অম্বল,পেট ফাঁপার মতো সমস্যা প্রতিরোধ করতে...
28/02/2023

আদার উপকারিতা,,,, দূরে থাকে হৃদরোগও। এছাড়াও রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে। গ্যাস, অম্বল,পেট ফাঁপার মতো সমস্যা প্রতিরোধ করতে দারুণ উপকারী আদা। যাঁদের হজমের সমস্যা রয়েছে, তাঁরা নিয়মিত সকালে খালি পেটে আদা খেলে উপকার পাবেন।

27/02/2023

রোগজীবাণুর সংস্পর্শে আসার বিষয়টির সঙ্গে সম্পর্কিত আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে কাজ করবে এবং কীভাবে প্রতিক্রিয়া দেখাবে।

খাবারের প্রতি মানুষের ক্রমেই এতোটা সংবেদনশীল বা অ্যালার্জিক হয়ে ওঠার পেছনে আগে পরিবেশগত বিভিন্ন বিষয়কে মূল কারণ বলে ভাবা হতো। এর সঙ্গে পশ্চিমা জীবনযাত্রার সংশ্লিষ্টতাও খোঁজেন অনেকে।

জরিপে দেখা গেছে, অভিবাসীদের নিজ দেশের তুলনায় গৃহীত দেশে হাঁপানি ও খাদ্য অ্যালার্জিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। পরিবেশগত পার্থক্যের কারণেই এমনটা হয়ে থাকে।

এছাড়া দূষণ, খাদ্যাভ্যাসে পরিবর্তন এবং রোগজীবাণুর সংস্পর্শে কম আসাকেও এলার্জির হার বেড়ে যাওয়ার বড় কারণ বলে ধরা হয়।

করণীয় কী?
আমাদের শরীর ঠিক যে প্রক্রিয়ায় এলার্জির সঙ্গে মোকাবিলা করে ঠিক একইভাবে এটি পরজীবী সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে।

তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়ানোর প্রতি নজর দিতে হবে।

27/02/2023

এ'লা'র্জি খুব কমন একটা সমস্যা। শিশুদের এ'লা'র্জি হওয়ার প্রবণতা বেশি থাকে। তবে বয়স বাড়ার সাথে সাথে লক্ষণগুলো কমে যেতে পারে। আবার অনেকের ছোটোবেলায় এলার্জির সমস্যা না থাকলেও, পরবর্তীতে নতুন করে এলার্জি দেখা দিতে পারে। কিছু বিধিনিষেধ মেনে চললেই এ'লা'র্জি অনেকাংশেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব ও চিরতরের জন্যে স্হায়ী সমাধান।

শ্বা'স'কষ্ট ও এ'লা"র্জি নিয়ে চিন্তার দিন শেষ!
মুক্তি নিন !
মাত্র দেড় মাসে,,

অল্প খরচে স্থায়ী সমাধান! সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ফুড সাপ্লিমেন্টের মাধ্যমে সমস্যা সমাধান হবে নিশ্চিতভাবে!
আমেরিকার সিকাগো থেকে আমদানিকৃত!

সঠিক সমাধান ও দ্রুত পরামর্শ পেতে আপনার নাম ও নাম্বার প্রদান করুন সেন্ড মেসেজ অপশন ক্লিক করে আমাদের স্পেশালিষ্ট আপনার সাথে যোগাযোগ করবে!

সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা রয়েছে!

27/02/2023

এলার্জি হওয়া না হওয়া সাধারণত আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর নির্ভর করে।

শরীরের এই প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিনিয়ত পরিবেশের নানা উপাদানের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। যেটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া।

শরীরের এই প্রতিরক্ষা ব্যবস্থাকে বলা হয় অ্যালার্জেন।

এই অ্যালার্জেন যদি কখনও সংক্রমিত হয় তাহলে নানা ধরণের এলার্জির উপসর্গ দেখা দেয়। যেমন: ত্বকের লাল রঙ ধারণ, চামড়ায় লাল চাকা চাকা হয়ে যাওয়া, বা শরীরের কোন অঙ্গ ফুলে ওঠা।

সবচেয়ে গুরুতর ক্ষেত্রে - বমি, ডায়রিয়া, শ্বাসকষ্ট কিংবা অ্যানফিল্যাকটিক শক দেখা দিতে পারে।

চিনা বাদাম।

শিশুরা কয়েক ধরণের খাবারে অ্যালার্জিক হয়ে থাকে সেগুলো হল:

দুধ
ডিম
চিনাবাদাম
বিভিন্ন ধরণের বাদাম যেমন: কাঠবাদাম, আখরোট, পাইন বাদাম, ব্রাজিল নাটস, পিক্যান্স ইত্যাদি
তিল
মাছ
বিভিন্ন খোলওয়ালা মাছ। যেমন: চিংড়ি, কাঁকড়া, শামুক ইত্যাদি
ব্যস্ত রাস্তা।

বিশ্বে এলার্জিতে আক্রান্তের হার বেড়ে গেছে,,,

এলার্জি কেন এতোটা বেড়ে গেছে?
বিশ্ব দিনে দিনে কেন খাদ্য এলার্জিক হয়ে উঠছে তার কোন একক ব্যাখ্যা নেই। তবে এ নিয়ে বিজ্ঞানের কিছু তত্ত্ব রয়েছে।

তার মধ্যে একটি হল, বর্তমানের উন্নত স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতা জ্ঞান। এখনকার শিশুরা আগের মতো সংক্রমণ রোগের শিকার হয় না বললেই চলে।

27/02/2023

হাঁচি থেকে শুরু করে খাবার ও ওষুধের প্রতিক্রিয়াতে এই রোগ হতে পারে। কারও ক্ষেত্রে অ্যালার্জি সামান্য অসুবিধা করে। আবার কারও ক্ষেত্রে জীবনকে দুর্বিষহ করে তোলে।

25/02/2023

আপনি কি এ-জ-মা / এ-লা-র্জি নিয়ে হ,তা'শা"য় ভুগছেন?
স্থানীভাবে সমাধান পাছেন না?

বাংলাদেশ সাই,ন্স,ল্যাব দ্বারা পরীক্ষিত ও অনুমোদিত

একমাত্র আমরাই দিচ্ছি সাইড ইফেক্ট মুক্ত শতভাগ নিশ্চিত ও গেরান্টি সহকার ফুড সাপ্লিমেন্ট দ্বারা রো_গ নিরাম_য়ের নিশ্চয়তা

তাই আর দেরি না করে এখনি যোগাযোগ করুন আমাদের পেইজে...

শ্বা,স,ক,ষ্ট / এ,লা,র্জি থেকে স্হায়ী ভাবে সমাধান পেতে চাচ্ছেন?  ধুলোর কারণে যাদের শ্বাসকষ্ট এ,লা,র্জি সৃষ্টি হয়।  তাদের ...
18/02/2023

শ্বা,স,ক,ষ্ট / এ,লা,র্জি থেকে স্হায়ী ভাবে সমাধান পেতে চাচ্ছেন?

ধুলোর কারণে যাদের শ্বাসকষ্ট
এ,লা,র্জি সৃষ্টি হয়।
তাদের কতগুলো বিষয়ের প্রতি সতর্ক থাকতে হবে- এমন পরিবেশে চলা যাবে না, যেখানে ধুলোর পরিমাণ বেশি। ঘর পরিস্কার এবং বিছানাপত্র ঝাড়া দেওয়ার সময় মুখে মাস্ক ব্যবহার করতে হবে। এলার্জি থেকে এজমা রোগে রুপান্তরিত হয়, হতে পারে।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Organic health care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram