Genuine Health Care Lab

Genuine Health Care Lab Our products are 100% natural & BCSIR permitted. We will provide you the best product and service.

এই ৫টি টিপস জীবন পরিবর্তন করে দিবে-১. চিনি, মিষ্টি, তেলে ভাজাপোড়া খাবার, সাদা আটা, ময়দা, অতিরিক্ত সাদা ভাত, অতিরিক্ত আলু...
30/05/2022

এই ৫টি টিপস জীবন পরিবর্তন করে দিবে-
১. চিনি, মিষ্টি, তেলে ভাজাপোড়া খাবার, সাদা আটা, ময়দা, অতিরিক্ত সাদা ভাত, অতিরিক্ত আলু, কোল্ড ড্রিংকস, ফাস্টফুড এড়িয়ে চলবেন। এড়িয়ে বলা মানে একেবারে বন্ধ নয়। যত পারেন কম খাবেন।
২. দৈনিক ২.৫-৩ লিটার পানি পান করবেন।
৩.দৈনিক সর্বনিম্ন ৪৫ মিনিট হাঁটবেন। প্রতিবেলা খাবারের পর ২০মিনিট ধীর গতিতে হাটবেন। সকালের খালি পেটে হাঁটা সবচেয়ে উপকারী। ৪৫ মিনিটের বেশি হাটতে পারবেন না, তা কিন্তু নয়। আপনি ১-২ ঘন্টা যদি হাটতে পারেন, তাতেও না নেই। সেটা বরং আরো ভালো।
৪. পরিমানে বেশি শাক-সবজি ও সালাদ খাবেন।
৫. রাত ১১ টার মধ্যে বিছানায় ঘুমাতে যাবেন এবং ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়বেন।
আরো অনেক পরামর্শ আছে যা আপনি চাইলে মেনে চলতে পারেন, তবে এই ৫ টি পরামর্শ অতীব গুরুত্বপূর্ণ।

বিভিন্ন অবস্থায় কলার বিভিন্ন উপকারিতাঃ-
26/05/2022

বিভিন্ন অবস্থায় কলার বিভিন্ন উপকারিতাঃ-

লো প্রে'সার হলে কিভাবে ঘরোয়া উপায়ে ভালো করবেন?👉 অল্প কথায় আসুন জানি লো প্রেসার বা নিম্ন রক্তচাপ এর লক্ষণ গুলো কি কি?১. ম...
15/05/2022

লো প্রে'সার হলে কিভাবে ঘরোয়া উপায়ে ভালো করবেন?
👉 অল্প কথায় আসুন জানি লো প্রেসার বা নিম্ন রক্তচাপ এর লক্ষণ গুলো কি কি?
১. মাথা ঘুরানো
২.মাথা হালকা হাল্কা লাগা।
৩.শারীরিক দূর্বলতা।
৪.বমি বমি ভাব কিংবা বমি হওয়া
৫.চোখের ঝাপ্সা দেখা
৬.এমনকি অজ্ঞান হয়ে যাওয়া।
৭ আবার রক্তচাপ খুব কমে গেলে শরীর ফ্যাকাসে হয়ে যেতে পারে। হাত পা ঠান্ডা হয়ে আসে। শ্বাস"কষ্ট হতে পারে। রোগীর নাড়ির স্পন্দন এর গতি বেড়ে যেতে পারে, একটা সময় নাড়ীর স্পন্দন থেকে যেতে পারে।

এসব লক্ষণ দেখলে দ্রুত প্রে'সার চেক করুন। যদি উপরের প্রে'সার ৯০ এর কম এবং নিচের প্রসার ৬০ এর কম পান, তাহলে বুঝবেন লো প্রে'সার।

ঘরোয়াভাবে কিভাবে লো প্রে'সার ভালো করবেন?

১. চিকিৎসার প্রথম কথা শরীরে পানি"শূন্যতা যেন না হয়। সাথে লবণের ঘাটতি থাকতে পারে। প্রে'সার লো হলে যদি সজ্ঞানে থাকেন, তাহলে সাথে সাথে ১ প্যাকেট ORS স্যালাইন আধা লিটার পানিতে গুলিয়ে পান করুন। স্যালাইন না পেলে লবণ পানি কিংবা তাজা ফলের জুস খেতে পারেন। এটা প্রাথমিকভাবে করার পর দ্রুত ডাক্তারের পরামর্শ নিবেন এবং কি কারনে হঠাৎ প্রে'সার কমলো সেটার পরবর্তী চিকিৎসা কি করবেন সেই ব্যাপারে ডা*ক্তার আপনাকে গাইডলাইন দিবেন।

👉 যাদের প্রে'সার সবসময় কম কম থাকে, তারা চাইলে নিয়মিত কয়েকটি টিপস ফলো করতে পারেন।

১. প্রতিদিন ২.৫-৩ লিটার পানি পান করুন।
ফলের জুসও খেতে পারেন। তবে সফট ডিংক্স, মদ পান পরিহার করুন।

২.খাবারের মধ্যে তাজা ফলমূল, শাক সবজি যেন অবশ্যই থাকে। হোউল গ্রেইন ফুডস খাবেন। পর্যাপ্ত কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট খাবেন।

১.NHS এর গাইড লাইন বলছে, দিনে ৪ কাপের বেশি কফি খেলে প্রেসার বেড়ে যায়। তাহলে যাদের প্রেসার কম কম থাকে,তারা কফি খেতে পারেন।

২.লবণ পানিঃ
লবনে থাকে সোডিয়াম যা প্রেসার বাড়াতে সাহায্য করে। এক গ্লাস পানিতে ১ চা চামচ লবন ও ১ চা চামচ চিনি মিশিয়ে প্রেসার কম থাকলে খেয়ে ফেলবেন। তবে এই ক্ষেত্রে ডায়াবেটিস রোগীরা চিনি মিশাবেন না।

৩.কিসমিসঃ ১ গ্লাস পানিতে ২ মুটো পরিমান কিসমিস ভিজিয়ে রাখুন। সারারাত ভিজিয়ে রেখে সকালে কিসমিস ভেজানো পানি খেয়ে নিবেন।

৫. কাঠবাদাম আধা মুটো পরিমান খেতে পারেন।

সতর্কতাঃ
অনেক সময় প্রেসার অনেক বেশি কমে গিয়ে মাথা ঘুরায়, অ'জ্ঞান হয়ে যায়। সেক্ষেত্রে দ্রুত ডা*ক্তারের পরামর্শ নিতে হতে হবে। কারন অনেক বড় রোগ, রক্ত"ক্ষরণ কিংবা মৃত্যুঝুঁকি আছে এমন কারনেও প্রেসার অনেক কমে যেতে পারে। তখন উন্নত চিকিৎসার দরকার হতে পারে।

ডা.মাহামুদুল ইসলাম চৌধুরী
এমবিবিএস,বিসিএস স্বাস্থ্য।

বিস্তারিত জানতে ইনবক্স করুন।

আলহামদুলিল্লাহ,আলহামদুলিল্লাহ♥️স্বাস্থ্যই সকল সুখের মূল!আপনাদের ভরসা, আপনাদের উন্নতি, আপনাদের সুন্দর স্বাস্থ্যই আমাদের এ...
14/05/2022

আলহামদুলিল্লাহ,আলহামদুলিল্লাহ♥️
স্বাস্থ্যই সকল সুখের মূল!
আপনাদের ভরসা, আপনাদের উন্নতি, আপনাদের সুন্দর স্বাস্থ্যই আমাদের একান্ত অনুপ্রেরণা।♥️
- অর্ডার ডান।♦️

প্রতিদিন ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা হাঁটুন৷ এতে হাত-পা চলাচলের পাশাপাশি মুক্ত বাতাসও সেবন হবে, যা ‘ফি'ট’ থাকতে বিশাল ভূমিকা প...
07/05/2022

প্রতিদিন ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা হাঁটুন৷ এতে হাত-পা চলাচলের পাশাপাশি মুক্ত বাতাসও সেবন হবে, যা ‘ফি'ট’ থাকতে বিশাল ভূমিকা পালন করে৷ হাঁটার সময় কেউ পাশে থাকলে ভালো, না হলে একাই কিছুক্ষণ হেঁটে আসুন৷ ফিরে এসে দেখবেন শরীর এবং মন – দুটোই কেমন ফুরফুরে লাগছে! হাঁটাহাটি বা ব্যায়াম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও বিশেষভাবে সাহায্য করে৷

আমাদের প্রতি ঘরেই একজন করে ডায়া *বেটিস রোগী খুঁজলে পাওয়া যাবে। কিন্তু অধিকাংশই দেখা যায় খাওয়া দাওয়া নিয়ে তেমন সচেতন ...
30/04/2022

আমাদের প্রতি ঘরেই একজন করে ডায়া *বেটিস রোগী খুঁজলে পাওয়া যাবে। কিন্তু অধিকাংশই দেখা যায় খাওয়া দাওয়া নিয়ে তেমন সচেতন নয়। আর একজন ডায়া*বেটিস রোগীর সুস্থ থাকতে অবশ্যই খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখতে হবে। তাই জেনে নিন এমন কয়েকটি খাবার সম্পর্কে যেগুলো বেশি করে খেতে হবে এবং এমন কয়েকটি খাবার যেগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে।
✅ BC"SIR

ডায়া*বেটিস রোগীদের জন্য বিশাল সুখবর এবং বিশাল অফার। আপনি কি সময়মতো ইনসুলিন বা ডায়া*বেটিস নিয়ন্ত্রণে রাখতে পারছেন না? তাহ...
20/04/2022

ডায়া*বেটিস রোগীদের জন্য বিশাল সুখবর এবং বিশাল অফার।
আপনি কি সময়মতো ইনসুলিন বা ডায়া*বেটিস নিয়ন্ত্রণে রাখতে পারছেন না?
তাহলে এবার সম্পূর্ণ ন্যাচা রাল ফর্মূলা দিয়ে তৈরি ডায়া-কেয়ার ডায়া-কন্ট্রোল এর মাধ্যমে ডায়া*বেটিসকে নিয়ে আসুন আপনার নিজের হাতের মুঠোয়। 🛡️
কোন ধরনের ইনসুলিন এবং মেডি সিনের ঝামেলা ছাড়াই """❌
নেই কোন সাইড-ইফেক্ট!!
এবং এটি বাংলাদেশ BCSIR কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত অর্থাৎ সম্পুূর্ণ প্রা°কৃতিক উপাদানের তৈরি।✅✅

বিস্তারিত জানতে ইনবক্সে ম্যাসেজ করুন অথবা
কল করুন ☎️ 01879628001 এই নাম্বারে।

🛡️ডায়াবেটিস কী?🛡️ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি কাদের?ডায়া'বেটিস কিঃ-আমরা যখন খাদ্য হজম করি তখন তা আমাদের রক্তে ...
20/04/2022

🛡️ডায়াবেটিস কী?
🛡️ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি কাদের?

ডায়া'বেটিস কিঃ-

আমরা যখন খাদ্য হজম করি তখন তা আমাদের রক্তে চিনি পৌঁছে দেয়। এই চিনিকে গ্লুকোজ বলা হয় এবং আমাদের দেহ এটিকে ব্যবহার করে আমাদের জন্য প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে। মিষ্টি জিনিস গ্লুকোজ-এ পরিণত হয় এবং অন্যান্য খাদ্যও তাই হয়, বিশেষ করে শ্বেতসারযুক্ত খাদ্য যেমন ভাত, ভূট্টা, মিষ্টি আলু, আলু, এবং রুটি বা গম থেকে তৈরী করা অন্যান্য খাদ্য।

ডায়াবেটিস মানে হলো আপনার রক্তে অনেক বেশী চিনি থাকা। ডায়াবেটিস হলে আমাদেরকে শক্তি দেয়ার পরিবর্তে চিনিগুলো রক্তের মধ্যে জমা হতে থাকে এবং দেহের ক্ষতি করে। শরীর যখন রক্তের সব চিনিকে (গ্লুকোজ) ভাঙতে ব্যর্থ হয়, তখনই ডায়াবেটিস হয়। এই জটিলতার কারণে মানুষের হার্ট অ্যাটাক, স্ট্রোক হতে পারে।

এ ছাড়াও ডায়াবেটিসের কারণে মানুষ অন্ধ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে কিডনি ও অনেক সময় শরীরের নিম্নাঙ্গ কেটেও ফেলতে হতে পারে।

২) ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি কাদের?

সাধারণত মধ্যবয়সী বা বৃদ্ধ ব্যক্তিরা টাইপ ২ ধরনের ডায়াবেটিসে আক্রান্ত হন। বয়স কম হওয়া সত্ত্বেও যাদের ওজন বেশি ও যাদেরকে বেশিরভাগ সময় বসে বসে কাজ করতে হয়, তাদেরও এ ধরনের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে বেশি।

বাংলাদেশের ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ. কে. আজাদ খান বলেন, ''ডায়াবেটিস আছে এমন রোগীদের অন্তত ৫০ শতাংশ জানেন না য...
19/04/2022

বাংলাদেশের ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ. কে. আজাদ খান বলেন, ''ডায়াবেটিস আছে এমন রোগীদের অন্তত ৫০ শতাংশ জানেন না যে, তার ডায়াবেটিস আছে। এ কারণে ডায়াবেটিস সম্পর্কে সবার সচেতনতা বৃদ্ধি খুব জরুরি।''

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (রিপোর্ট)-এর একটি জরিপে দেখা গেছে, দেশে মোট ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা এক কোটি ১০ লাখ। এদের মধ্যে ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের সংখ্যা ২৬ লাখ আর ৩৫ বছরের বেশি বয়সীদের সংখ্যা ৮৪ লাখ।

বাংলাদেশের ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফুদ্দিন বিবিসি বাংলাকে বলছেন, ''যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, তারা প্রথমদিকে এই রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি বুঝতে পারেন না। কারণ এটা হচ্ছে ধীরগতির ঘাতক। যার হয়েছে, সেদিনই তাকে বিপদে ফেলবে না, কিন্তু আস্তে আস্তে তার শরীরের ক্ষয় করে দেবে।''

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ডায়াবেটিস অশনাক্ত থাকলে বা চিকিৎসা না হলে কিডনি, লিভার, চোখ ক্ষতিগ্রস্ত হয়। সেই সঙ্গে শরীরের ত্বক নষ্ট হয়ে যায়, চুল পড়ে যায়। শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গও ক্ষতির শিকার হতে পারে।

মি. সাইফুদ্দিন বলছেন, ''যারা যত বেশি শারীরিক পরিশ্রম করবেন, প্রতিদিন যদি অন্তত ১০ হাজার কদম কেউ হাঁটেন, তাহলে ডায়াবেটিক হলেও সেটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে।

কিন্তু সেটা কতজন করেন??

শরীর সুস্থ রাখার সহজ 🛡️কিছু উপায় ...আজকাল বয়স নয়, সুগার, প্রেশার, দেহের নানান জায়গায় ব্যথা এই সমস্ত রোগগুলি শরীরে বা...
18/04/2022

শরীর সুস্থ রাখার সহজ 🛡️
কিছু উপায় ...

আজকাল বয়স নয়, সুগার, প্রেশার, দেহের নানান জায়গায় ব্যথা এই সমস্ত রোগগুলি শরীরে বাসা বাঁধে অনেক ক্ষেত্রেই জীবনযাপনের ধরনের কারণে।

কম বয়স থেকে বেশি বয়স সকলের মধ্যেই এই সব রোগ নিয়ে খুবই সমস্যা থেকে যায়। এই সমস্ত রোগ এমনই বালাই, যা বেশির ভাগ ক্ষেত্রেই নিয়মের মধ্যে থাকলে নিয়ন্ত্রণে থাকে। নিয়ম ভাঙলেই মাথা চাগাড় দিয়ে ওঠে।

শুধু এই রোগ নয়।
যে কোনো রকম রোগই যাতে প্রাথমিক ভাবে ঠেকানো যায়, শরীরস্বাস্থ্য ভালো থাকে তার জন্য জীবনযাত্রার মানকে উন্নত করা যেতে পারে। তার জন্য রয়েছে কয়েকটি স্বাস্থ্য সম্মত টিপস, তাতে করে সুস্থ জীবন যেমন লাভ করা যায়, তেমনই মনও থাকে সতেজ ও ফুরফুরে।

নানান রকম ফল-সবজি খেতে হবে –

কেবলমাত্র বেশি বেশি করে সবজি ও ফল ইত্যাদি খেলেই হবে না। তার মধ্যে আনতে হবে রকমফের।
অর্থাৎ বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল খেতে হবে।
প্রতি সপ্তাহে সব ধরন মিলিয়ে যদি কম করে ৩০ রকমের সবজি ও ফল খাওয়া যায় তবে তা স্বাস্থ্যের জন্য খুবই ভালো।

উপযুক্ত পরিমাণ পানি পান করা ...

সারা দিন উপযুক্ত ও স্বাস্থ্যকর খাবার খাওয়া যেমন দরকার, তেমনই দরকার পরিমাণ মতো বিশুদ্ধ পানীয় পান করাও। কারণ পানীয় শুধু যে তেষ্টা মেটায় তাই নয়, শরীরের আর্দ্রতা ধরে রাখে, শরীরের অন্তরীণ পানির চাহিদা পূরণ করে সঙ্গে আরও একাধিক কাজ করে গোটা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এই পানি। পরিমাণ মতো পানি পান করাটা খুবই দরকার।

পর্যাপ্ত পরিমাণে ঘুম...

বর্তমান পরিস্থিতিতে সময়ের বড়ো অভাব।
ফলে ঘুমের সময় কাটছাঁট কম বেশি সকলেরই হয়।

একটা কথা বেশিরভাগ ক্ষেত্রেই বেমালুম আমরা ভুলে যাই যে, শরীর একটি যন্ত্রের মতো।
তাই তাকে যেমন কাজ করানো যায়, তেমনই দরকার তার বিশ্রামও। তার থেকেও বেশি ঘুম শুধু শরীরকে বিশ্রাম দেয় না। বিশ্রাম দেয় মাথাকেও। ফলে এই বিশ্রাম শরীরের জন্য অপরিহার্য একটি বিষয়।

প্রত্যেক মানুষের প্রতিদিন রাতে কম পক্ষে আট থেকে নয় ঘণ্টা ঘুমানো আবশ্যক। কারণ তা না হলে ঘুমের ঘাটতি দেখা যায়। শরীরকে দুর্বল করে।
পরিমাণ মতো ঘুমলে শরীর সার্বিক ভাবে বিশ্রাম পায়, নতুন উদ্যম গড়ে ওঠে, ক্লান্তি বোধ দূর হয়। পাশাপাশি সব ঠিক থাকলে শরীরে অসুখের উপদ্রবও কম হয়।

ঘুম কম হলে মানুষের কগনিটিভ ফাংশন বা নতুন জিনিস শেখার ক্ষমতা কমে যায়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও কমে যায়, মনে দ্বিধা দ্বন্দ্ব তৈরি হতে পারে।

নিজের মনের ইচ্ছেকে গুরুত্ব দেওয়া...

খাবার, পানি, ঘুমের পর যে বিষয়কে গুরুত্ব দিতে হয় তা হল, নিজের ইচ্ছেকে গুরুত্ব দেওয়া।
অনেকেই আছেন পারিপার্শ্বিকের চাপে নিজের মনের ইচ্ছাকে দমিয়ে রাখে। ভালো লাগা, খারাপ লাগাকে দাবিয়ে রেখে ভেতরে ভেতরে গুমরে থাকে।

একটি জরুরি কথা কী মনের মধ্যে নিজের সাধ, ইচ্ছে ইত্যাদিকে চেপে রেখে আর যাই হোক শারীরিক আর মানসিক ভাবে সুস্থ থাকা যায় না।
তাই নিজেকে, নিজের ইচ্ছেকে অবশ্যই গুরুত্ব দিতে হবে।

শরীর সুস্থ রাখতে – কোলেস্টেরল সম্পর্কে সচেতন হন,
দূরে রাখুন এই রোগগুলি

নিজেদের মনের ওপরে বিশেষ খেয়াল রাখা দরকার। আত্ম সচেতনতা বাড়িয়ে মনের ওপরে নিয়ন্ত্রণ বাড়ানো সম্ভব।
এই আত্ম সচেতনতা এমন এক বিষয় যা মানুষের আবেগ, অনুভূতি ও ইচ্ছে, অনিচ্ছা ইত্যাদিকে অনেক ভালো ভাবে চিনতে সাহায্য করে।

এই চেনার মাধ্যমে নিজের অনুভূতিকে চেনা যায়।
মনের দুর্বলতাকে কাটিয়ে ওঠা যায়। যা পরোক্ষও প্রত্যক্ষ ভাবে স্বাস্থ্যর উন্নতিতে প্রভাব ফেলে।

ব্যায়াম করা...

শরীর সুস্থ রাখতে অবশ্যই নিয়ম করে হাঁটা বা ব্যায়াম করা যেতে পারে। যদি সম্ভব হয় জিমও করা যেতে পারে। এ ছাড়া নিয়ম করে মর্নিংওয়াক বা ইভিনিং ওয়াক তো আছেই। এই কাজগুলি শরীরকে সচল করে। এতে করে বাড়তি মেদ জমে শরীরকে অসুস্থ হওয়ার থেকে রক্ষা করা যায়। তাই কম করে ৪০ থেকে ৪৫ মিনিট এই কাজ করতে পারলে খুবই ভালো।

পোষ্য রাখা যেতে পারে...

জিম যাওয়া সকলের পক্ষে সম্ভব নয়।
সে ক্ষেত্রে বাড়িতে যদি পোষ্য কুকুর থাকে তা হলে খুবই উপকার হয়। কারণ হিসাবে তিনি বলছেন, কুকুরকে যদি দিনে দু’বার অন্তত ৩০ মিনিট করে হাঁটাতে হয় তা হলে বাধ্য হয়েই নিজেকেও হাঁটতে হবে ওই সময়টা।
ফলে নিজের জন্য আলাদা করে সময় বের করতে না পারা বা কোনো কোনো দিন হাঁটা বন্ধ যাওয়ার আর ভয় থাকে না। এ ভাবেই রোজকার হাঁটার কাজটা হয়ে যায়।
তবে কুকুরের পরিবর্তে একজন বন্ধু যোগাড় করে নিলে শারিরীক ও মানুসিক উভয়ের জন্যই অধিক উপকারী ।

মন খুলে বেশি করে হাসা...

হাসি একটি খুব ভালো ব্যায়াম বা ওষুধ বলা যেতে পারে শরীর ও মনের সুস্বাস্থ্যের জন্য। লোক মুখে ফেরে মন খুলে জোড়ে জোড়ে হাসলে হৃদয় ভালো থাকে।

মানুষের উচিত খুশি থাকার চেষ্টা করা। তা হলেই সুস্থ থাকবে শরীরও। তার জন্য তিনি বেশি বেশি করে হাসার পরামর্শ দিয়েছেন।

নিজেকে সুস্থ ও সবল রাখতে দৈনিক খাবারের তালিকা। 📑📑নিয়ম মেনে আপনিও নিজের সুস্থতাকে রাখুন নিজের আয়ত্তে। 🛡️🛡️
17/04/2022

নিজেকে সুস্থ ও সবল রাখতে দৈনিক খাবারের তালিকা। 📑📑
নিয়ম মেনে আপনিও নিজের সুস্থতাকে রাখুন নিজের আয়ত্তে। 🛡️🛡️

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Genuine Health Care Lab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram