Dr. Md. Ashraf-Ul Alam Chowdhury

Dr. Md. Ashraf-Ul Alam Chowdhury MBBS.BCS(Health).FCPS Part 1(Medicine)
MD( Endocrinology- course)
BMU

আসসালামু আলাইকুম রোগীটি আমাদের কাছে আসে ভাইরাল হেপাটাইটিস নিয়ে।একমাত্র কমপ্লেইন ছিল জন্ডিস। কিন্তু তার রক্তে বিলিরুবিন এ...
23/09/2025

আসসালামু আলাইকুম
রোগীটি আমাদের কাছে আসে ভাইরাল হেপাটাইটিস নিয়ে।
একমাত্র কমপ্লেইন ছিল জন্ডিস। কিন্তু তার রক্তে বিলিরুবিন এর মাত্রা ছিল অত্যধিক বেশি যা শুধু হেপাটাইটিস দিয়ে ব্যখ্যা করা যায় না। বেডসাইড পরীক্ষা এবং আল্ট্রাসনোগ্রাফি করে দেখা গেলো তার লিভার এর পাশাপাশি স্প্লিন বা প্লীহাও বড়। অত:পর তার CBC টেস্টে দেখা গেলো রক্তে হিমোগ্লোবিন কমলেও তার RBC এর পরিমাণ স্বাভাবিক আছে, কিন্তু MCV, MCH এর মাত্রা অনেক কম।
এরপর আমরা বের করলাম Menzer Index.
MCV যেটা আছে সেটাকে RBC দিয়ে ভাগ দিলাম।
অনুপাত আসলো 10.66
এটা 13 এর নিচে থাকা মানে রোগীর হয়তো কোনো hemoglobinopathy বা জীনগত রক্তের ব্যাধি আছে যার জন্য তার রক্তের মাত্রা কমে যাচ্ছে এবং এখানে রোগীর লোহিত রক্তকণিকা ভেঙে যাওয়ার কারণে জন্ডিস দেখা দিতে পারে।
পরবর্তীতে আমরা নিশ্চিত হওয়ার জন্য রোগীকে Hb Electrophoresis করতে দেই এবং ধরা পড়ে রোগীটি আসলে Homozygous Hemoglobin E Disease এ আক্রান্ত।
সুতরাং দেখা গেলো সামান্য CBC এমন এক টেস্ট যেটার মূল্য কম হলেও এটা ঠিকভাবে এনালাইসিস করলে অনেক জটিল রোগ এর ক্লু ধরা যায়।

আসসালামু আলাইকুম। প্রথম ছবি একজন  tinea বা দাউদ এ আক্রান্ত রোগী ফার্মেসী থেকে এলোমেলো ওষুধ খেয়ে Tinea Incognito বা দাউদ ...
19/09/2025

আসসালামু আলাইকুম।
প্রথম ছবি একজন tinea বা দাউদ এ আক্রান্ত রোগী ফার্মেসী থেকে এলোমেলো ওষুধ খেয়ে Tinea Incognito বা দাউদ এর আরো ভয়ংকর রূপ নিয়ে আসে। একই রোগী সঠিক চিকিৎসা নিয়ে ১ মাসের মধ্যেই প্রায় সুস্থ হয়ে আসে।
অথচ ডাক্তার দেখানোর আগে তার ওষুধ খরচ হয় ৩-৪ হাজার,কিন্তু অবস্থার উন্নতি না হয়ে অবনতি হয়।
আর ডাক্তারের পরামর্শ নেয়ার পরে শুধু ১-২ হাজার টাকার ওষুধেই সমস্যার সমাধান হয়।
তাই শারীরিক সমস্যা হলে এমবিবিএস ডাক্তার এর পরামর্শ নিন, অযথা ফার্মেসী থেকে এলোমেলো ওষুধ খেয়ে টাকা,সময় নষ্টের পাশাপাশি নিজের অসুস্থতার অবনতি করবেন না।

Excellent work by the whole team 👌👌
29/11/2023

Excellent work by the whole team 👌👌

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে  উপজেলা স্বাস্থ্য বিভাগ এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প।
21/02/2023

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য বিভাগ এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প।

এনসিডি কর্ণার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
14/01/2023

এনসিডি কর্ণার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

সম্মানিত UHFPO ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী  স্যার এর নির্দেশনা অনুযায়ী আজ দায়চারা কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালীন কিছু মুহুর্ত...
06/12/2022

সম্মানিত UHFPO ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী স্যার এর নির্দেশনা অনুযায়ী আজ দায়চারা কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালীন কিছু মুহুর্ত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফরিদগঞ্জ এ এনসিডি কর্নার এর নতুন সংযোজন। ডিজিটাল মেশিন দিয়ে উচ্চ রক্তচাপ নির্ণয়। বাংলাদেশ এর ...
03/12/2022

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফরিদগঞ্জ এ এনসিডি কর্নার এর নতুন সংযোজন। ডিজিটাল মেশিন দিয়ে উচ্চ রক্তচাপ নির্ণয়। বাংলাদেশ এর অন্যতম একটি সুসজ্জিত এনসিডি কর্নার আছে আমাদের হেলথ কমপ্লেক্সে।

আজ সাহাপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালীন কিছু মুহুর্ত। গ্রামীণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেওয়ার জন্য এই কমিউ...
08/11/2022

আজ সাহাপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালীন কিছু মুহুর্ত। গ্রামীণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেওয়ার জন্য এই কমিউনিটি ক্লিনিকের গুরুত্ব অপরিসীম।

আজ ১১/১০/২০২২ তারিখে ফরিদগঞ্জ উপজেলার সুযোগ্য ইউএচএফপিও ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী স্যারের নির্দেশনায়, গ্রামীণ জনগোষ্ঠীর উদ্...
11/10/2022

আজ ১১/১০/২০২২ তারিখে ফরিদগঞ্জ উপজেলার সুযোগ্য ইউএচএফপিও ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী স্যারের নির্দেশনায়, গ্রামীণ জনগোষ্ঠীর উদ্দেশ্যে নির্মিত কমিউনিটি ক্লিনিক সুপারভিশন ও পরিদর্শনের অংশ হিসেবে ৬ নং পশ্চিম গুপ্টি ইউনিয়ন এর আদশা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করা হয়। এ সময় নিয়মিত দায়িত্বে উপস্থিত ছিলেন সিএইচসিপি,স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীরা। রোগীরা এ সময় শান্তিপূর্ণ পরিবেশে স্বাস্থ্য সেবা গ্রহণ করেন।

আজ ৩০/০৮/২০২২ তারিখে ফরিদগঞ্জ উপজেলার সুযোগ্য ইউএচএফপিও ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী স্যারের নির্দেশনায়, গ্রামীণ জনগোষ্ঠীর উদ্...
30/08/2022

আজ ৩০/০৮/২০২২ তারিখে ফরিদগঞ্জ উপজেলার সুযোগ্য ইউএচএফপিও ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী স্যারের নির্দেশনায়, গ্রামীণ জনগোষ্ঠীর উদ্দেশ্যে নির্মিত কমিউনিটি ক্লিনিক সুপারভিশন ও পরিদর্শনের অংশ হিসেবে ৫ নং পূর্ব গুপ্তি ইউনিয়নের অন্তর্ভুক্ত গুপ্তি কমিউনিটি ক্লিনিক এবং ৬ নং পশ্চিম গুপ্তি ইউনিয়ন এর আদশা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করা হয়। এ সময় নিয়মিত দায়িত্বে উপস্থিত ছিলেন সিএইচসিপি,স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীরা।

Address

Upazilla Health Complex Faridganj
Chittagong

Telephone

+8801838204922

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Ashraf-Ul Alam Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Ashraf-Ul Alam Chowdhury:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category