Dr. Nasir -ENT surgeon

  • Home
  • Dr. Nasir -ENT surgeon

Dr. Nasir -ENT surgeon ENT specialist & surgeon

28/06/2025

দোলনার মজা আলাদা...

25/05/2025

সৌদি আরবের আবহাওয়া গত কারনে সেখানে প্রচুর গরম। তাই পরিবর্তিত পরিবেশে আপনি কিছু নাক কান গলার সমস্যার সম্মুখীন হতে...

25/05/2025

পার্কভিউ হসপিটালে নিয়মিত রোগী রোগী দেখছেন নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন ডা. নাসির উদ্দিন।

সিরিয়াল নিতে 01763-420909 অথবা আমাদের হটলাইনসমূহে যোগাযোগ করুন।

অনলাইনে সিরিয়াল নিতে ওয়েবসাইটের পাশাপাশি Android & iOS দুইধরনের এপস ব্যবহার করে এপয়েন্টমেন্ট নিতে পারবেন।

🌐ওয়েসাইটঃ www.parkviewappointment.com
📱Android: https://play.google.com/store/apps/details?id=com.appointment.parkview.parkviewappointment
📱IOS: https://apps.apple.com/us/app/parkview-appointment/id1660447155

নাকে নাক ফুল( Nose pin) আটকে গেলে....নাক ফুল নাকের সৌন্দর্য বৃদ্ধি করে। মুখের শ্রী বর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সৌখি...
06/05/2025

নাকে নাক ফুল( Nose pin) আটকে গেলে....

নাক ফুল নাকের সৌন্দর্য বৃদ্ধি করে। মুখের শ্রী বর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সৌখিন রমনীরা স্বর্ন, মনি মুক্তা, হীরক ও দামী পাথরের নাক ফুল ব্যবহার করেন। অন্যরা যার যার সামর্থ্য অনুসারে বিভিন্ন ধরনের নাক ফুল ব্যবহার করেন। নাক ফুটানো ছাড়া মহিলা খুব কমই দেখা যায়। এটা কোন ধর্মীয় অনুশাসন নয় কেবল প্রচলিত নিয়ম ও ফ্যাশনের অংশ বলা যায়।

নাক ফুল ব্যবহারের জন্য সাধারণত সবাই নাক স্থায়ী ফুটা করেন। নাক ফুটানোর সময় ইনফেকশনসহ নানা কারনে নাকের ঐ স্থানে কিলয়েডসহ অন্যান্য জটিলতা দেখা যায়। কোন কোন ক্ষেত্রে নাকে ব্যবহৃত নাক ফুলের মেটালিক রিয়েকশন বা পার্শ্ব প্রতিক্রিয়া জনিত কারনে অথবা নাক ফুলের গুনগত নিম্ন মানের কারনে নাক ফুল নাকে আটকে যায়। উপরের কিংবা ভিতরের অংশ নাকের মাংসের ভেতরে ঢুকে থাকে। এমন সমস্যা নিয়ে কিছু মহিলা চেম্বারে আসেন।

এ সমস্যা থেকে পরিত্রান পেতে নাক ফুটানোর সময় জীবাণু মুক্ত পরিবেশে অভিজ্ঞতা চিকিৎসক দ্বারা নাক ফুটানো উচিত। নাক ফুটানোর পর জায়গাটা ঠিক মত শুকানোর আগে নাক ফুল ব্যবহার করা উচিত নয়।

ব্যবহৃত নাক ফুলটি শরীরের সাথে মানাচ্ছে কিনা পর্যবেক্ষন করা দরকার। কোন পার্শ্বপ্রতিক্রিয়া যেমন চুলকানো, ব্যথা করা, লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া ইত্যাদি দেখা দিলে সেই নাক ফুল খুলে ফেলতে হবে। এ জাতীয় নাক ফুল আর ব্যবহার করা যাবে না।

এভাবে নাক ফুল আটকে গেলে জোর পুর্বক টানাটানি না করে নিকটস্থ নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শে সেটি সহজে খুলতে পারেন। জায়গাটা সামান্য অবশ করে ব্যথামুক্ত ও নিরাপদে আটকানো নাক ফুল খুলতে হবে। না হলে সুন্দর নাকটি মুখের সৌন্দর্য বর্ধনের পরিবর্তে কুৎসিত বিকৃতি হয়ে যেতে পারে।।

ডা. নাসির উদ্দিন, নাক কান গলা বিশেষজ্ঞ ও সার্জন।।

20/04/2025

মাশাআল্লাহ, সুন্দর বৃষ্টি হচ্ছে।।।

নিয়মিত চেম্বার পার্কভিউ হসপিটাল, চট্টগ্রাম।।
16/04/2025

নিয়মিত চেম্বার পার্কভিউ হসপিটাল, চট্টগ্রাম।।

27/12/2024

পতেঙ্গা সমুদ্র সৈকতে...

24/12/2024

নিয়মিত কান পরিস্কার করার পরও কানে ময়লা জমে কেন!!

26/06/2024

মুখে পিন বা পেরেক নিয়ে কাজ করা বিপদজনক!!

অ বাজি আ্যাই তোয়ারে খুশি গইরজম...সরকারি হাসপাতালের বহিঃর্বিভাগে রোগী  দেখছি। এক পর্যায়ে এক ষাটোর্ধ বৃদ্ধা এলেন। আঞ্চলিক...
31/10/2023

অ বাজি আ্যাই তোয়ারে খুশি গইরজম...

সরকারি হাসপাতালের বহিঃর্বিভাগে রোগী দেখছি। এক পর্যায়ে এক ষাটোর্ধ বৃদ্ধা এলেন। আঞ্চলিক ভাষায় একনাগাড়ে অনেক্ষন কথা বলে একটু থামলেন। আমি কি হয়েছে জিগ্যেস করার আগেই উনি লম্বা বয়ান দিয়ে দিলেন। পোশাক আশাকে নিতান্তই দরিদ্র বয়স্ক মহিলা, হয়ত কাজকাম করে বা ভীক্ষা করেই দিন যাপন করেন।

উনার বক্তব্যের সারাংশ হলো - কানে প্রচন্ড ব্যাথা, পানি বের হচ্ছে, কানে একদম শুনতে পারছেন না, বয়স্ক মানুষ, তার উপর গরীব, কানে না শুনলে কিভাবে চলবে
ইত্যাদি। এর পর যা জানলাম তা হলো কান ভারী হওয়ায় স্থানীয় ফার্মেসীতে গেলে সেখানখার চিকিৎসক সিরিন্জ দিয়ে কানে পানি দেন। এর পর কি একটা ঔষধ ঢেলে দেন যাতে কানে ফেনা হয় কান গরম হয়। এর পর আরো বেশ কিছু পানি কানে দিয়ে কান পরিস্কার করে দেন। বাসয় গিয়ে বুঝতে পারলেন কানে কম শুনছে, ব্যাথার তীব্রতাও বাড়ছে, এবার পুজ পানি আসতে শুরু করেছে। এতে বৃদ্ধা বেশ ভয় পেয়ে যান। তাই আমার কাছে চিকিৎসা নিতে এসেছেন।

আমাকে দশটি টাকা দিয়ে খুশি করতে চান। যেন আমি ভালো চিকিৎসা দেই। বুড়ির কান্ড দেখে কিছুটা বিরক্ত হলেও তাকে অভয় দিলাম আমার সর্বোচ্চটা দিয়ে চিকিৎসার আশ্বাস দিলাম। পাশাপাশি এ কানের ভবিষ্যত যে অন্ধকার সেটাও বুঝিয়ে দিলাম।

আসলে আনাড়ি হাতে কানে সিরিন্জিং করাতে কানের পর্দা ফুটা হয়ে গেছে। আর তাতে ইনফেকশন হয়ে পুজ বের হচ্ছে ও ব্যাথা করছে। ফলাফল স্বরুপ কানেও কম শুনছেন। বয়স্ক মানুষের এ ক্ষেত্রে কানের শ্রবন শক্তির তেমন উন্নতির সম্ভাবনা নেই। কানের ফটাও স্থায়ী হয়ে যেতে পারে। তবে চিকিৎসা ঠিক ঠাক নিলে হয়ত ইনফেকশন মুক্ত শুকনো কান পেতে পারেন।। তার জন্য তাকে সারা জীবন বিশেষ সতর্কতায় থাকতে হবে বিশেষ করে কান ভিজিয়ে কোন কিছু করা যাবে না। কানে একটু পানি ঢুকলে, নাকে সর্দি কাশি হলে, ডুব দিলে, বৃষ্টিতে ভিজলে কানে ইনফেকশনের সম্ভাবনা তৈরি হবে সেটা তার জন্য বড়ই বিড়ম্বনা বৈ কি।

অতএব দক্ষ চিকিৎসক ছাড়া কানের চিকিৎসা কারো উপর ছেড়ে দেওয়া উচিত নয়। আনাড়ি হাতে কান পরিস্কার করা কিংবা এটা সেটা কানে দেওয়া একদম অনুচিত। কান আপনার, তাই এর সুচিকিৎসার দায়িত্বও আপনার। ।

কানের সিম্পল ময়লা, খৈল এসব পরিস্কার করার জন্য অস্থির হওয়ার কোন কারন নেই। ময়লা এমনিতেই অধিকাংশ ক্ষেত্রে পরিস্কার হয়ে যায়। পরিস্কারের জন্য কিছু করতে গেলেই সমস্যা। তাই বিশেষ প্রয়োজনে অভিজ্ঞ / বিশেষজ্ঞ চিকিৎসক এর শরণাপন্ন হউন।

ডা. নাসির উদ্দীন
নাক কান গলা বিশেষজ্ঞ ও সার্জন

29/10/2023

Visited Bangabandhu tunnel.... With kids

24/10/2023

টনসিল অপারেশন করার পর আবারও হয় কি?

Address


Opening Hours

Monday 18:00 - 21:30
Tuesday 18:00 - 21:30
Wednesday 18:00 - 21:30
Thursday 18:00 - 21:30
Saturday 18:00 - 21:30
Sunday 18:00 - 21:30

Telephone

+8801674748994

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nasir -ENT surgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Nasir -ENT surgeon:

  • Want your practice to be the top-listed Clinic?

Share