31/10/2023
অ বাজি আ্যাই তোয়ারে খুশি গইরজম...
সরকারি হাসপাতালের বহিঃর্বিভাগে রোগী দেখছি। এক পর্যায়ে এক ষাটোর্ধ বৃদ্ধা এলেন। আঞ্চলিক ভাষায় একনাগাড়ে অনেক্ষন কথা বলে একটু থামলেন। আমি কি হয়েছে জিগ্যেস করার আগেই উনি লম্বা বয়ান দিয়ে দিলেন। পোশাক আশাকে নিতান্তই দরিদ্র বয়স্ক মহিলা, হয়ত কাজকাম করে বা ভীক্ষা করেই দিন যাপন করেন।
উনার বক্তব্যের সারাংশ হলো - কানে প্রচন্ড ব্যাথা, পানি বের হচ্ছে, কানে একদম শুনতে পারছেন না, বয়স্ক মানুষ, তার উপর গরীব, কানে না শুনলে কিভাবে চলবে
ইত্যাদি। এর পর যা জানলাম তা হলো কান ভারী হওয়ায় স্থানীয় ফার্মেসীতে গেলে সেখানখার চিকিৎসক সিরিন্জ দিয়ে কানে পানি দেন। এর পর কি একটা ঔষধ ঢেলে দেন যাতে কানে ফেনা হয় কান গরম হয়। এর পর আরো বেশ কিছু পানি কানে দিয়ে কান পরিস্কার করে দেন। বাসয় গিয়ে বুঝতে পারলেন কানে কম শুনছে, ব্যাথার তীব্রতাও বাড়ছে, এবার পুজ পানি আসতে শুরু করেছে। এতে বৃদ্ধা বেশ ভয় পেয়ে যান। তাই আমার কাছে চিকিৎসা নিতে এসেছেন।
আমাকে দশটি টাকা দিয়ে খুশি করতে চান। যেন আমি ভালো চিকিৎসা দেই। বুড়ির কান্ড দেখে কিছুটা বিরক্ত হলেও তাকে অভয় দিলাম আমার সর্বোচ্চটা দিয়ে চিকিৎসার আশ্বাস দিলাম। পাশাপাশি এ কানের ভবিষ্যত যে অন্ধকার সেটাও বুঝিয়ে দিলাম।
আসলে আনাড়ি হাতে কানে সিরিন্জিং করাতে কানের পর্দা ফুটা হয়ে গেছে। আর তাতে ইনফেকশন হয়ে পুজ বের হচ্ছে ও ব্যাথা করছে। ফলাফল স্বরুপ কানেও কম শুনছেন। বয়স্ক মানুষের এ ক্ষেত্রে কানের শ্রবন শক্তির তেমন উন্নতির সম্ভাবনা নেই। কানের ফটাও স্থায়ী হয়ে যেতে পারে। তবে চিকিৎসা ঠিক ঠাক নিলে হয়ত ইনফেকশন মুক্ত শুকনো কান পেতে পারেন।। তার জন্য তাকে সারা জীবন বিশেষ সতর্কতায় থাকতে হবে বিশেষ করে কান ভিজিয়ে কোন কিছু করা যাবে না। কানে একটু পানি ঢুকলে, নাকে সর্দি কাশি হলে, ডুব দিলে, বৃষ্টিতে ভিজলে কানে ইনফেকশনের সম্ভাবনা তৈরি হবে সেটা তার জন্য বড়ই বিড়ম্বনা বৈ কি।
অতএব দক্ষ চিকিৎসক ছাড়া কানের চিকিৎসা কারো উপর ছেড়ে দেওয়া উচিত নয়। আনাড়ি হাতে কান পরিস্কার করা কিংবা এটা সেটা কানে দেওয়া একদম অনুচিত। কান আপনার, তাই এর সুচিকিৎসার দায়িত্বও আপনার। ।
কানের সিম্পল ময়লা, খৈল এসব পরিস্কার করার জন্য অস্থির হওয়ার কোন কারন নেই। ময়লা এমনিতেই অধিকাংশ ক্ষেত্রে পরিস্কার হয়ে যায়। পরিস্কারের জন্য কিছু করতে গেলেই সমস্যা। তাই বিশেষ প্রয়োজনে অভিজ্ঞ / বিশেষজ্ঞ চিকিৎসক এর শরণাপন্ন হউন।
ডা. নাসির উদ্দীন
নাক কান গলা বিশেষজ্ঞ ও সার্জন