16/07/2024
আসসালামু আলাইকুম,
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের FTNS- 9/NSTU 15 ব্যাচের কোনো স্টুডেন্ট যদি আজকে বা আগামীতে সাধারণ ছাত্র-ছাত্রী তথা আমাদের ভাইবোনদের উপর আক্রমণের সাথে সম্পৃক্ত থাকে, যদি কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে আমরা আমাদের ব্যাচ থেকে বর্জন করবো এবং আমাদের সাথে কোনো ক্লাস বা পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবে না। তাকে ব্যাচ থেকে সামগ্রিকভাবে বয়কট করা হবে। এটা আমাদের বিবেক, নৈতিকতা এবং জ্ঞানের কাছে সলিড থাকার বিষয়।
Loud and Clear.
Food Technology and Nutrition Science.
FTNS- 9th / NSTU-15th Batch,
Noakhali Science and Technology University.