Hijama Helpline Chittagong

Hijama Helpline Chittagong হিজামা

হিজামা একটি সুন্নতী চিকিৎসা ব্যবস্থা। যার কোর পার্শ্বপ্রতিক্রিয়া নেই। হিজামা নিন, সুস্থ্য থাকুন।

হিজামা (CUPPING) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকে-
১। মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা।
২। রক্তদূষণ।
৩। উচ্চরক্তচাপ (উচ্চ রক্তচাপ এর কারণ ও তা নিয়ন্ত্রণ করার সহজ উপায়)
৪। ঘুমের ব্যাঘাত (insomnia)
৫। স্মৃতিভ্রষ্টতা (perkinson’s disease)
৬। অস্থি সন্ধির ব্যাথা/ গেটে বাত
৭। ব্যাক পেইন
৮। হাঁটু ব্যাথা
৯। দীর্ঘমেয়াদী সাধারন মাথা ব্যাথা
১০। ঘাড়ে ব্যাথা
১১। কোমর ব্যাথা
১২। পায়ে ব্যাথা
১৩। মাংসপেশীর ব্যাথা (muscle strain)
১৪। দীর্ঘমেয়াদী পেট ব্যথা
১৫। হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা
১৬। থাইরয়েড গ্রন্থির সমস্যা
১৭। সাইনোসাইটিস
১৮। হাঁপানি (asthma)
১৯। হৃদরোগ (Cardiac Disease)
২০। রক্তসংবহন তন্ত্রের সংক্রমন
২১। টনসিল
২২। দাঁত/মুখের/জিহ্বার সংক্রমন
২৩। গ্যাস্ট্রিক পেইন
২৪। মুটিয়ে যাওয়া (obesity)
২৫। দীর্ঘমেয়াদী চর্মরোগ (Chronic Skin Diseses)
২৬। ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন
২৭। ফোঁড়া-পাঁচড়া সহ আরো অনেক রোগ।
২৮। ডায়াবেটিস (Diabetes) ছয়টি ফল রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
২৯। ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপ্স/ হারনিয়েশান
৩০। চুল পড়া (Hair fall)
৩১। মানসিক সমস্যা (Psycological disorder)...সহ আরও অনেক রোগ।

Hijama on goning
26/11/2023

Hijama on goning

24/09/2023
জিল কদ মাসের ১ম সুন্নাহ তারিখে হিজামা চলছে।কাপিং থেরাপির মাধ্যমে ডিটক্সিফিকেশন করে শরীরে জমে থাকা টক্সিন, ইউরিক এসিড, ফ্...
07/06/2023

জিল কদ মাসের ১ম সুন্নাহ তারিখে হিজামা চলছে।

কাপিং থেরাপির মাধ্যমে ডিটক্সিফিকেশন করে শরীরে জমে থাকা টক্সিন, ইউরিক এসিড, ফ্যাটি এসিড, পয়জন, কোলেস্টরোল বের করে নিজেকে ফ্রেশ করে নিন। টক্সিন এর জায়গায় রিপ্লেস হবে ফ্রেশ ব্লাড। ডিটক্সিফিকেশন করে ক্যান্সার সহ বিভিন্ন রোগের ঝুঁকি থেকে মুক্ত হয়ে আপনিও ঝরঝরে প্রাণবন্ত দেহ মনের অধিকারী হয়ে উঠুন।

হিজামা (কাপিং থেরাপি) নিতে কল করুন
01815375435
একে খান মোড়,কুটুম বাড়ী রেস্তোরাঁর ঠিক পিছনের বিল্ডিং এর নিচ তলায় মেইন রোড থেকে মাত্র পাঁচ সেকেন্ড সময় লাগবে।

30/08/2022

বদ-রক্ত,টক্সিন,রোগের প্রধান কারণ,,হিজামা করলে জীবাণু প্লাজমা বা ফ্লুইডের সাথে এইগুলো বের করে নিয়ে আসা হয়। যার ফলে রোগ নিরাময় হয়ে শরীর সতেজ হয়,হিজামা বর্তমানে সারাবিশ্বে জনপ্রিয়,কারন এইটা ন্যাচারাল

18/08/2022

24/02/2022
08/02/2022
06/01/2022

নতুন বছর উপলক্ষে
আমাদের চেম্বারে চলছে হিজামা করাতে
#স্পেশাল_ডিসকাউন্ট_অফার!
আমাদের হিজামা চেম্বারের বিশেষ সুবিধা সমুহ:
✓ #ডাক্তার এবং #হিজামা_স্পেশালিস্টদের তত্বাবধানে হিজামা করানো হয়।
✓অভিজ্ঞ মহিলা ডাক্তার এবং থেরাপিস্ট আছেন
√ চুল না কেটেও হিযামা করাতে পারবেন
√হিজামার আগে ম্যাসেজ মেশিনের মাধ্যমে ড্রাই কাপিং দেওয়া হয়।
✓হোম সার্ভিস আছে। এইক্ষেত্রে এক্সট্রা খরচ শুধুমাত্র গাড়ী ভাড়া। ফুল বডি।

হিজামা করাতে নিচের যেকোন প্যাকেজ বেছে নিতে পারেন:
✓প্যাকেজ ১:
•হিজামা সেশন মাত্র ১০০০ টাকা
• শরীরের সর্বোচ্চ ১৬টি পয়েন্টে

✓প্যাকেজ ২:
• হিজামা সেশন মাত্র ১৫০০ টাকায়
• শরীরের সর্বোচ্চ ২৩টি পয়েন্টে

✓ প্যাকেজ ৩:
• হিজামা সেশন মাত্র ২০০০ টাকায়
• শরীরের সর্বোচ্চ ৩২টি পয়েন্টে

√ প্যাকেজ ৪:
•হিজামা সেশন ২৫০০ টাকায়
•শরীরের সর্বোচ্চ ৪০পয়েন্ট

√ প্যাকেজ ৫:
• হিজামা সেশন ৩০০০ টাকায়
• ফুল বডি A to Z Detox.

#অফার_গ্রহণের_নিয়মাবলী:
★অগ্রিম appointment নিয়ে আসতে হবে
★অফারের কথা appointment এর সময় উল্লেখ করতে হবে।
★ মহিলা রোগীদের জন্য অভিজ্ঞ মহিলা ডাক্তার এবং থেরাপিস্ট আছেন।
#চুলসহ_মাথায়_হিজামা_করানোর_ক্ষেত্রে_অফারটি_প্রযোজ্য_হবে_না। সেক্ষেত্রে রেগুলার চার্জ প্রযোজ্য।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

#হিজামা_নিয়ে_কিছু_কথা.........

হিজামা (حِجَامَة ) একটি নববী চিকিৎসা ব্যবস্থা কারণ রাসূল(সাঃ) এর জীবনে এই চিকিৎসা করার ঘটনা বিভিন্ন হাদিসে বর্ণীত আছে।

যারা হিজামার কথা নতুন নতুন শুনে অভিভূত হয়েছেন- নিজে হিজামা করতে শুরু করেছেন, পরিবারের কাছের মানুষদেরকে হিজামার কথা বলছেন, নিয়েও আসছেন হিজামার জন্যে – তাদের প্রত্যেককে আমরা এই হাদিসগুলো মনে করিয়ে দিতে চাই!

❝তোমরা যে সকল পদ্ধতিতে চিকিৎসা কর তার মধ্যে সর্বোত্তম হচ্ছে হিজামা। ❞
(সহিহ বুখারী- ৫৬৯৭)

❝নিশ্চয় হিজামা চিকিৎসার মধ্যে সকল রোগের শেফা রয়েছে। তোমরা হিজামা পদ্ধতি গ্রহন কর। ❞
(কানযুল উম্মাল-২৮১১২)

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
হিজামা কী?
হিজামা রোগের জন্য চিকিৎসা, সুস্থ ব্যাক্তির জন্য রোগ প্রতিরোধক। হিজামা এন্টি এইজিং ট্রিটমেন্ট অর্থাৎ সারা দুনিয়ায় মানুষ বয়সকে ধরে রাখতে এবং স্ট্যামিনা বাড়ানোর জন্য হিজামা পছন্দ করে থাকেন।

এইটা বিশ্বব্যাপী জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থা যা বিভিন্ন রোগের জন্য কার্যকরী এবং যেকোন সুস্থ রোগীর জন্য রোগ প্রতিরোধ হিসেবে ইফেক্টিভ চিকিৎসা ব্যবস্থা। উন্নত বিশ্বে এর ব্যাপক প্রচলন থাকলেও আমাদের দেশে এখন জনপ্রিয় হচ্ছে দিন দিন।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
যে সকল সমস্যায় হিজামা উপকারীঃ
১. মাথা ব্যথা, ঘাড় ব্যথা, পিঠের ব্যথা, কোমর ব্যথা পায়ের ব্যথা, জয়েন্ট পেইন (আর্থ্রাইটিস) সহ সকল ধরনের ব্যথায়।
২. এ্যাজমা, ব্রংকাইটিস, COPD, সাইনুসাইটিস, টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, নিউমোনিয়া, লাং ইনফেকশান।
৩. হাই কোলেস্টেরল, হাই ট্রাইগ্লিসারাইড, হার্ট ব্লক, হাইপ্রেশার, অতিরিক্ত ওজন।
৪. গ্যাস্ট্রাইটিস (গ্যাসের সমস্যা), বুক জ্বালা পোড়া, পেটের ব্যাথা, ফিসার, পাইলস, ফ্যাটি লিভার, IBS, ।
৫. এটি হেপাটাইটিস বি এর ভাইরাল লোড কমায়।
৬. ঘুমের সমস্যা, স্ট্রেস, পারকিনসন্স ডিজিজ, মানসিক সমস্যা।
৭. স্পোর্টস ইনজুরি
৮. Erectyle dysfunction, ejaculatory dysfunction, অন্যান্য যৌন সমস্যা।
৯. থাইরয়েডের সমস্যা।
১০. Gout
১১. রক্তশুন্যতা, থ্যালাসেমিয়াতে আয়রন ওভারলোড কমাতে
১২. PCOS, মাসিকের সমস্যা সহ মেয়েদের অন্যান্য সমস্যা
১৩. অস্টিওপোরোসিস, রিউমাটয়েট আর্থ্রাইটিস সহ আরও অনেক রোগে উপকারী।

অনেকেই বলতে পারেন: "হিজামা কিভাবে এত রোগ ভাল করে?"
হিজামা শরীরের একটি বেসিক মেকানিজম এক্টিভেট করে। তা হচ্ছে এন্ডোজেনাস নাইট্রিক অক্সাইড পাথওয়েকে বুস্ট করে দেয়। এই নাইট্রিক অক্সাইডকেই বিজ্ঞানীরা মিরাকল মলিকিউল বা হিলিং মলিকিউল নাম দিয়েছেন। যেকোন ডিজিজের নাম এর সাথে effect of nitric oxide লিখে গুগোল সার্চ করলেই আমদের কথা সত্যতা পাবেন।
হিজামাতে যে লাইট স্ক্র‍্যাচ হয় এতে ক্যাপিলারি ইনজুরি হয়, এবং এই ক্যাপিলারির এন্ডোথেলিয়াম থেকেই নাইট্রিক অক্সাইড তৈরি হয়।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
আমাদের সেবা সমুহ:
★ হিজামা চিকিৎসা
★ হিজামা ট্রেনিং
★ ফেসিয়াল কাপিং
★ ফায়ার কাপিং

মহিলাদের চিকিৎসার ক্ষেত্রে অভিজ্ঞ #মহিলা_ডাক্তার এবং থেরাপিস্ট আছেন।
আমাদের চেম্বারের ঠিকানা:
একে খান, কুটুম বাড়ী রেস্তোরার ঠিক পিছনের বিল্ডিং, চট্টগাম। মেইন রোড মাত্র ১০ সেকেন্ড লাগে সময়।
কক্সবাজার,কুমিল্লা আমাদের ব্রাঞ্চ আছে।

ফোন নাম্বার: 01815375435(হোয়াটসঅ্যাপ,ইমো)

হিজামা নিলেন একজন আঙ্কেল।
28/12/2021

হিজামা নিলেন
একজন আঙ্কেল।

21/12/2021

হিজামা নিন সুস্থ থাকুন,
ধামাকা অফার ২৫% ছাড় চলছে।আর দেরী নয় চলে আসুন।(01815 375435)

আমরা অনেকেই বাত ব্যথায় ভুগতেছি চিকিৎসা করেও কোন আরাম পাচ্ছি না।তারা হিজামা নিতে পারেন। এবং আমাদের শরীরে প্রতিদিন বিভিন্ন ভাবে টক্সিন জমা হচ্ছে যা আমাদের শরীরে অনেক ধরনের রোগ ব্যধি তৈরী করে।এই টক্সিন বের করার জন্য আমরা হিজামা নিতে পারি।

হিজামা কি?
-----*-----
হিজামা হল এমন একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যাতে মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বিদ্যামান রয়েছে। যাকে বাংলায় শিঙ্গা এবং ইংরেজিতে Cupping Therapy বলা হয়।

কেন হিজামা করাবেন?
---------*----------
আপনার রোগ হলে যেমন ডাক্তারের কাছে যান। তারপর প্রয়োজন পড়লে অস্ত্রপোচারও করান। তেমনি আপনার রোগের জন্য হিজামা করাবেন। তাহলে ফায়দা স্বরূপ রোগ থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবেন এবং রাসূল সাঃ এর একটি সুন্নাতের উপরও আমল করা হলো।

★হিজামার উপকারিতা:★
* হিজামা টিস্যু থেকে বিষ মুক্ত করতে সহায়তা করে।
* লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।
* বড় রক্তনালী পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে।
* লিম্ফ্যাটিক গ্রন্থি ও রক্ত নালী পরিষ্কার করে বিশেষ করে পায়ের পাতার, যাহা পরবর্তীতে সারা দেহে ছড়িয়ে পরে, ইহা দেহে থেকে যাওয়া ঔষধের পরিমাণও দেহ থেকে বের করে দেয়।
* দেহের অভ্যন্তর (রিফ্লেক্স জোন) এর প্রতিক্রিয়ার অবস্থা সক্রিয় ও উদ্দীপ্ত করে, ফলে আক্রান্ত অঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মস্তিস্কের মনোযোগ বৃদ্ধি পায়।
* দেহের ভিতরে শক্তি চলাচলের পথ পরিষ্কার করে জীবনী শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে-৫০০০ বছর আগে চীন ও জাপানীরা এই পদ্ধতি আবিষ্কার করেছে।
* চিকিৎসার পরে মানবদেহের ত্বক ও পেশীতে অবশিষ্ট ঔষধ ও বিষ দেহ থেকে শুষে নিতে কাপিং থেরাপি উপকারী। এর ফলে রক্ত থেকে ইউরিক এসিড ও জয়েন্ট থেকে ক্রিস্টাল বের করে দেয়া সহজ হয় ফলে গাউট রোগ ভাল হয়।

* দেহের কোন স্থানে রক্ত সরবরাহ বৃদ্ধি করতে বা কোন অঙ্গে রক্ত সঞ্চালন কম হলে তা দূর করতে কাপিং করার দরকার হয়।
দেহের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ইম্যুনিটি গ্লান্ডস, বিশেষ করে থাইমাস গ্লান্ড যাহা পিঠে ৪র্থ ভার্টিব্রা বরাবর কাপিং করা হয়।

হিজামা সংক্রান্ত হাদীসঃ
---------*----------
(১) হযরত আবু হুরাইরা রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জিবরীল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।” আল-হাকিম, হাদীছ নম্বর: ৭৪৭০

(2) হযরত আবদুল্লাহ বিন উমর রাঃ থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “খালি পেটে হিজামাই সর্বোত্তম। এতে শেফা ও বরকত রয়েছে এবং এর মাধ্যমে বোধ ও স্মরণশক্তি বৃদ্ধি পায়।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৭

হিজামা (শিঙ্গা) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ
-----------------*-------------------
১। মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা
২। রক্তদূষণ
৩। উচ্চরক্তচাপ
৪। ঘুমের ব্যাঘাত
৫। স্মৃতিভ্রষ্টতা
৬। অস্থি সন্ধির ব্যাথা/ গেটে বাত
৭। ব্যাক পেইন
৮। হাঁটু ব্যাথা
৯। দীর্ঘমেয়াদী সাধারন মাথা ব্যাথা
১০। ঘাড়ে ব্যাথা
১১। কোমর ব্যাথা
১২। পায়ে ব্যাথা
১৩। মাংসপেশীর ব্যাথা
১৪। দীর্ঘমেয়াদী পেট ব্যথা
১৫। হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা
১৬। থাইরয়েড গ্রন্থির সমস্যা
১৭। সাইনোসাইটিস
১৮। হাঁপানি
১৯। হৃদরোগ
২০। রক্তসংবহন তন্ত্রের সংক্রমন
২১। টনসিল
২২। দাঁত/মুখের/জিহ্বার সংক্রমন
২৩। গ্যাস্ট্রিক পেইন
২৪। মুটিয়ে যাওয়া
২৫। দীর্ঘমেয়াদী চর্মরোগ
২৬। ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন
২৭। ফোঁড়া-পাঁচড়া সহ আরো অনেক রোগ।
২৮। ডায়াবেটিস
২৯। ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপ্স/ হারনিয়েশান
৩০। চুল পড়া
৩১। মানসিক সমস্যা ...সহ আরও অনেক রোগ।

রাসূল সাঃ এর যুগে এই চিকিৎসা খুব বেশি প্রচলিত ছিলো। রাসূল সাঃ একদিন ঘোড়া থেকে পড়ে গিয়ে সাথে সাথে আঘাতপ্রাপ্ত স্থানে হিজামা করিয়েছেন। যেহেতু আল্লাহ তায়ালার রাসূল হিজামা নিজে করেছেন এবং অন্যদের করতে উৎসাহ প্রদান করেছেন তাহলে নিশ্চয়ই এরমধ্যে বহু উপকার রয়েছে।

রেগুলার খরচ প্রতি কাপ ১০০ টাকা
অফার টাইম ৭৫ টাকা। মিনিমাম ১০ কাপ।
প্যাকেজ : ফুল বডি A to Z ৩০০০ টাকা।

Appointment: 01815-375435 WhatsApp,imo or call
বিঃ দ্রঃ আরবী মাসের ১৭, ১৯, ২১ তারিখ হলো হিজামার জন্য উত্তম সময়। আর দিন হিসেবে সোম, মঙ্গল আর বৃহঃবার উত্তম। তবে অন্য দিনেও হিজামা করানো যাবে।

হিজামা একটি ফরগটেন সুন্নাহ। নিশ্চয়ই এর মধ্যে উপকার রয়েছে। হিজামা করুন, একটা সুন্নাহকে রিভাইভ করুন।
অভিজ্ঞ ডাঃ এবং মনোরম পরিবেশে হিজামা করানো হয়।

লোকেশান:
১। একে খান মোড়,কুটুম বাড়ি রেস্তোরাঁ পিছনে, মাহমুদ খান জামে মসজিদ রোড, চট্টগ্রাম।
কক্সবাজার এবং কুমিল্লা আমাদের শাখা আছে।
** মহিলাদের চিকিৎসার ক্ষেত্রে মহিলা থেরাপিষ্ট রয়েছে ***
(বি:দ্র:হোম সার্ভিস দেওয়া হয়। এক্সট্রা শুধুমাত্র যাতায়াত খরচ নেওয়া হয়।

Address

একে খান মোড়, কুটুম বাড়ী রেস্তোরার পিছনে, মাহমূদ খান (মালেখা) জামে মসজিদ রোড, চট্টগ্রাম।
Chittagong

Telephone

+8801815375435

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Helpline Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama Helpline Chittagong:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram