Marine City Physical Medicine Department, Chattogram

Marine City Physical Medicine Department, Chattogram Our aim is to share general & treatment information about the health,
related with pain & paralysis,
to serve a pain free productive life.

"ব্যথার ভার, সইতে হবে না আর"--বায়েজীদ বোস্তামী থানা ও এর সংলগ্ন মানুষের জন্য সুখবর।

দৈনন্দিন জীবনযাত্রায় বাত-ব্যথা একটি সাধারন সমস্যা।ব্যথার জন্য প্রতিদিনের কাজে অসুবিধা হয়।অনেক ক্ষেত্রে কর্মে অক্ষম হয়ে পড়ে মানুষ।

মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল আপনাদের জন্য নিয়ে এল বিশেষ সেবা।স্বল্পমূল্যে ফিজিক্যাল মেডিসিন আউটডোর সেবা।

ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ আপনাকে ব্যথামুক্ত সচল জীবন উপভোগ করতে সাহায্য করবে, ইনশা-আল্লাহ।

27/05/2025


#গোড়ালির ব্যাথা
#শিশু #কিশোর দের গোড়ালি ব্যাথা

১০ বছর বয়সী একজন কিশোর আসলো ২ পায়ের গোড়ালির ব্যাথা নিয়ে, ব্যাথার জন্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে গত এক সপ্তাহ। অভিভাবক রা ভাবলো হয়তো স্কুল এ খেলতে গিয়ে বড় আঘাত পেয়েছে।শারীরিক পরীক্ষা করে দেখা গেলো গোড়ালির নিচে ও পিছনে চাপ দিলে প্রচণ্ড ব্যাথা। বয়স ও অন্যান্য সবকিছু মিলে রোগ টা মাথায় চলে আসলো। করে বিষয় ত নিশ্চিত হলাম। Xray তে দেখা যাচ্ছে গোড়ালির পিছনের হাড়ের জায়গাটা তুলনামূলক সাদা হয়ে আছে। এই সমস্যার নাম হল বা , সংক্ষেপে 's disease .

এটি আসলে কোন রোগ নয়। কিশোর দের এই বয়সে শরীরের স্বাভাবিক বৃদ্ধির সময়ের একটা বেপার, এ সময় হাড়ের বৃদ্ধি মাংসপেশি বৃদ্ধির তুলনায় বেশি হয়। তাই খেলাধুলা, লাফালাফি, দৌড়ঝাঁপ এগুলার কারণে গোড়ালির হাড় বৃদ্ধির স্থানে টান পরে। ফলে গোড়ালির হাড় আঘাত প্রাপ্ত হয়। Xray দেখে অনভিজ্ঞ কেউ হয়তো বা হাড় ভাঙার সম্ভাবনা করতে পারে, আসলে তা নয়।

এটার চিকিৎসা হল কিছুদিন দুই পা তুলনামূলক রেস্ট এ রাখা। খেলাধুলা, দৌড়াদুরি কয়েক সপ্তাহ বন্ধ থাকবে, হালকা হাটাহাটি করতে পারবে,কিছু হালকা ব্যয়াম করবে, ব্যাথার স্থানে বরফ লাগবে, প্রয়োজনে জুতার তলায় এক ধরনের কুশন ব্যবহার করবে। বেশিরভাগ ক্ষেত্রেই এই ব্যাথা ২-৩ মাসের মধ্যে পুরোপুরি ভাল হয়ে যায়। কিছু ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ব্যাথা থাকতে পারে। সে ক্ষেত্রে পায়ের ও জুতার আর্গণমিক্স পরীক্ষা করে দেখতে হয়। সাথে যেসব কিশোরের ওজন বেশি তাদের ওজন কমাতে হয়।

ডা এ এম এম আশরাফুল ইসলাম
এমবিবিএস এফসিপিএস (ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন)
ইউলার(সুইজারল্যান্ড) সার্টিফাইড ইন রিউমাটলজি
বাত ব্যাথা, আর্থ্রাইটিস, স্পোর্টস মেডিসিন, স্ট্রোক ও প্যারালাইসিস রিহ্যাব বিশেষজ্ঞ
কনসালটেন্ট
মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল
এপিক হেলথ কেয়ার, মেডিকেল পূর্ব গেট শাখা

23/05/2025
একই দিনে ৩ জন রোগীর মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড গাইডেড   guided   ইনজেকশন দেয়া হল। এর মধ্যে একই রোগীর ই আলাদা আলাদা ...
16/05/2025

একই দিনে ৩ জন রোগীর মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড গাইডেড guided ইনজেকশন দেয়া হল। এর মধ্যে একই রোগীর ই আলাদা আলাদা ৩টি ইনজেকশন দেয়া হয়েছে।
সময় লাগলেও কাজ গুলো সন্তোষজনক ভাবে করা হয়েছে।আলহামদুলিল্লাহ।

প্রথম রোগীর দীর্ঘ দিনের কাধেঁর ব্যাথা ও শক্ত হয়ে যাওয়ার সমস্যা। বা . #ডায়েবেটিস রোগীদের একটি প্রচলিত এই সমস্যায় হাত নাড়াতে প্রচণ্ড কষ্ট হয়। এমনকি বাথরুম করার পর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ও করা দুরুহ হয়ে পড়ে। এ ক্ষেত্রে অনেক সময় প্রচলিত ইনজেকশন দিয়ে অনেক সময় কাজ হয়না। সাথে জয়েন্ট এর যে আবরণ শক্ত হয়ে গিয়েছে টা ছুটিয়ে দিতে হয়, এটিকে বলা হয় . সোজা বাংলায় কাধেঁর জয়েন্ট কে স্যালাইন দিয়ে ফুলিয়ে দেয়া হয়। (কমেন্ট এ দেয়া) তে কাধেঁর জয়েন্ট স্যালাইন প্রবেশ করিয়ে ফোলাতে দেখা যাচ্ছে।

২য় রোগীর একই সাথে , joint dysfunction ও ৩টা সমস্যা ই ছিল। তাই উনাকে ৩টা ইনজেকশন দিতে হল কাধেঁর মধ্যেই। ছবিতে দেখা যাচ্ছে উনার তে ইনজেকশন দেয়া হচ্ছে।

৩য় রোগীর নামক দীর্ঘদিনের বাত। বর্তমানে হাঁটুর জয়েন্ট এ অর্থাৎ বাতের সমস্যায় বেড়ে যাওয়ায় ইনজেকশন দেয়া হল। পর্দার সমস্যার জন্যে উনার ছবি তোলা হয়নি।

এ ধরনের আল্ট্রাসাউন্ড গাইডেড ইনজেকশন দেয়ার মাধ্যমে ইনজেকশন জনিত জটিলতা প্রতিরোধ করা যায়। এতে মুখে খাওয়ার ব্যথানাশক ওষুধ ও কমিয়ে আনা যায়

ডা এ এম এম আশরাফুল ইসলাম
এমবিবিএস এফসিপিএস (ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন)
ইউলার(সুইজারল্যান্ড) সার্টিফায়েড রিউমাটলজিস্ট
বাত ব্যাথা, আর্থ্রাইটিস, স্পোর্টস মেডিসিন, স্ট্রোক ও প্যারালাইসিস রিহ্যাব বিশেষজ্ঞ
কনসালটেন্ট
মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল

    আজকে ২ জন রোগীকে মাসস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড গাইডেড  muskuloskeltal ultrasound guided ইনজেকশন দেয়া হল। একজন এর...
23/04/2025


আজকে ২ জন রোগীকে মাসস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড গাইডেড muskuloskeltal ultrasound guided ইনজেকশন দেয়া হল।


একজন এর হাতের কনুইয়ের ব্যাথা,প্রায় ২ মাস ধরে, বিদেশে থাকাকালীন চিকিৎসা নিয়েছিলেন উপকার হয়নি। আমাদের কাছে আসলে আমরা টেনিস এলবো রোগ নির্ণয় করি। এই রোগ যারা টেনিস খেলোয়াড় তাদের বেশি হয়, তাই এই নাম।।এ রোগ হলে হাত দিয়ে কাজ করতে কষ্ট হয়। সামান্য মোবাইল ফোন ও ব্যাবহার করা কষ্ট হয়ে যায়। আমরা এ ধরনের সমস্যায় ওষুধ, থেরাপি, হাতের বেল্ট দিয়ে থাকি, প্রয়োজনে ইনজেকশন দিয়ে থাকি। এই রোগী শীঘ্রই দেশের বাইরে চলে যাবে তাই ইনজেকশন দেয়ার অনুরোধ করলো। আমরা তাকে ultrasound ব্যাবহারের মাধ্যমে তার কনুইতে ইনজেকশন প্রদান করি। Ultrasound ব্যাবহারের সুবিধা হল ইনজেকশন টা নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয়া যায়, এতে পার্শপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা কমে যায়।

অন্য রোগীর সমস্যা ছিল হাতের তালু তে ঝিনঝিন অবশের সমস্যা নিয়ে, হাতের আঙ্গুল এ বোধ কমে গিয়েছিলাম। আমরা পরীক্ষা করে রোগ নির্ণয় করলাম। এই রোগে হাতের কব্জিতে হাতের একটি স্নায়ু চাপা পড়ে। এর অন্যান্য চিকিৎসার মধ্যে অন্যতম হল অথবা । আমরা রোগীকে মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড গাইডেড স্টেরয়েড ইনজেকশন প্রদান করি। এ ধরনের ইনজেকশন দেয়ার ফলে রোগীর উন্নতি দ্রুততর হয়।

ডা। এ এম এম আশরাফুল ইসলাম
এমবিবিএস, এফসিপিএস
কনসালটেন্ট,
ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন
বাত ব্যাথা, আর্থ্রাইটিস, স্পোর্টস মেডিসিন, স্ট্রোক ও প্যারালাইসিস রিহ্যাব বিশেষজ্ঞ
মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল

Alhamdulillah, Dr Md. Mahfuzur Rahman Dr Md Mahfuzur Rahman-Physical Medicine & Pain Specialist, Chattogram , Marine Cit...
17/01/2025

Alhamdulillah, Dr Md. Mahfuzur Rahman
Dr Md Mahfuzur Rahman-Physical Medicine & Pain Specialist, Chattogram ,
Marine City Physical Medicine Department, Chattogram has been promoted to
Associate Professor recently.
Congratulations to him

Department of Physical medicine and rehabilitation,MCMCH recently paid a visit to CHILD DEVELOPMENT & AUTISM centre of C...
13/01/2025

Department of Physical medicine and rehabilitation,MCMCH recently paid a visit to CHILD DEVELOPMENT & AUTISM centre of CTG MA O SHISHU MEDICAL COLLEGE HOSPITAL lead by Department head Professor Aminuddin A khan
Along with Professor Basna Muhuri dept head of Pediatrics , MCMCH.
It was a fruitful visit. We were cordially received by Professor Mahmood Ahmed Chy(Arju), head of department, AUTISM &CDC CMOSHMCH.
After that we had a short visit to Department of Physical medicine , CMOSHMCH

Glimpse of recent visit of Department of  Physical medicine and rehabilitation, MCMCH to Nisphap Autism Centre
13/01/2025

Glimpse of recent visit of Department of Physical medicine and rehabilitation, MCMCH to Nisphap Autism Centre

Glimpse of Get together and felicitation program for New Professor in CTG PMR organized by Marine City Medical College H...
13/01/2025

Glimpse of Get together and felicitation program for New Professor in CTG PMR organized by Marine City Medical College Hospital
It was Chaired by Professor Dr Md Shawkat Hossain* sir HOD,PMR CMCH
Prof Aminuddin A khan, HOD ,PMR MCMCH adorned the chair of Chief Guest
,Prof Dr Abu Taslim sir, HOD ,PMR BGCTMCH was also present as Special guest

https://www.facebook.com/share/15qdfhrxpw/
12/01/2025

https://www.facebook.com/share/15qdfhrxpw/


মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগ এর পক্ষ থেকে অধ্যাপক ডা আমিনউদ্দিন এ খান স্যারের নেতৃত্বে আমরা অধ্যাপক ডা বাসনা মুহুরী ম্যাডাম এর প্রবর্তকস্থ নিষ্পাপ অটিজম সেন্টার পরিদর্শন করি।

এ সেন্টার চট্টগ্রাম এর অটিজম ও অন্য বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের পরিপূর্ণ বিকাশ ও পড়াশুনার পাশাপাশি তাদের কর্মদক্ষতা বাড়ানোর কাজে ভুমিকা রাখছে।

সেরেব্রাল পালসি, অটিজম সহ্য শিশুদের বিকাশ জনিত অন্য বিষয় গুলো তে ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ দের ও যথেষ্ঠ ভুমিকা রয়েছে।

04/12/2024
মেরিন সিটি মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ এর উদ্যেগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত।এতে স...
03/12/2024

মেরিন সিটি মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ এর উদ্যেগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত।
এতে সভাপতিত্ব করেন বিভাগের অধ্যাপক ডা আমিনউদ্দিন এ খান।
সভায় প্রতিবন্ধীদের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি ও সমাজের প্রতিটি ক্ষেত্রে প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিত করার ব্যাপারে সকলে অভিমত প্রদান করেন। এছাড়া প্রতিবন্ধী দের পুনর্বাসন এ ফিজিক্যাল এন্ড রিহ্যাবিলিটেশন মেডিসিনের ভুমিকা নিয়ে ও আলোচনা হয়। সভার পর দিবসটি উপলক্ষে কলেজ প্রাঙ্গণে একটি র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।-

Address

1101/2127, Chandra Nagar, Bayazid Bostami Rd
Chittagong
4210

Opening Hours

Monday 09:00 - 13:00
Tuesday 09:00 - 13:00
Wednesday 09:00 - 13:00
Thursday 09:00 - 12:00
Saturday 09:30 - 13:00
Sunday 09:00 - 01:00

Telephone

+8801842888844

Alerts

Be the first to know and let us send you an email when Marine City Physical Medicine Department, Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Marine City Physical Medicine Department, Chattogram:

Share

Category