Diabetes Health Care

  • Home
  • Diabetes Health Care

Diabetes Health Care ফুড সাপ্লিমেন্ট ঔষধ সেবন করে স্থায়ীভাবে সুস্থ থাকুন

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন খুব সহজেই।।। এটি একধরনের মেটাবলিক ডিজঅর্ডার, আপনার জীবনের সুখ শান্তি কেড়ে নেওয়ার জন্য এই ডায়া...
20/11/2022

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন খুব সহজেই।।।
এটি একধরনের মেটাবলিক ডিজঅর্ডার, আপনার জীবনের সুখ শান্তি কেড়ে নেওয়ার জন্য এই ডায়াবেটিস ই যথেষ্ট..... এটি বংশপরম্পরায় মারাত্মক ভাবে ছড়িয়ে পড়ে থাকে...

ডায়াবেটিস কঠিন রোগ তবে না নিরাময় যোগ্য, সঠিক নিয়ম মেনে সঠিক সেবা নিলে খুব সহজেই এটিকে রিকোভার করা যায়, খুব সহজেই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন, ইন,সুলিন ছাড়ুন মাত্র ২০-২৫ দিনে।।

দেশের যে কোন প্রান্তে বসে অভিজ্ঞ কন্সাল্টেশন এর পরামর্শে সেবা গ্রহন করুন।। সারা দেশে হোম ডেলিভারিতে।।।

send message অপশন এ ক্লিক করে বিস্তারিত আলোচনা করুন।।।

20/11/2022
20/11/2022

টাইপ-১ ডায়াবেটিসঃ
ডায়াবেটিস আক্রান্ত রোগীদের সব ইনসুলিন নষ্ট হয়ে যায়। তাদের যদি আলাদা ভাবে ইনসুলিন দেওয়া না হয়, তাহলে তারা মারা যেতে পারে। প্রায় ৫-১০ শতাংশ মানুষ টাইপ-১ ডায়াবেটিস এ আক্রান্ত হয়।

টাইপ-২ ডায়াবেটিসঃ
যাদের শরীরে ইনসুলিন আছে কিন্তু সেটা কাজ করতে পারছে না। তখন আমরা যে খাবারই খাই না কেন তা গ্লুকোজ হিসেবে শরীরে জমে যায়,এটাই টাইপ-২ ডায়াবেটিস। প্রায় ৮০-৯০ শতাংশ মানুষ এ ডায়াবেটেসে আক্রান্ত।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন খুব সহজেই।।। এটি একধরনের মেটাবলিক ডিজঅর্ডার, আপনার জীবনের সুখ শান্তি কেড়ে নেওয়ার জন্য এই ডায়া...
20/11/2022

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন খুব সহজেই।।।
এটি একধরনের মেটাবলিক ডিজঅর্ডার, আপনার জীবনের সুখ শান্তি কেড়ে নেওয়ার জন্য এই ডায়াবেটিস ই যথেষ্ট..... এটি বংশপরম্পরায় মারাত্মক ভাবে ছড়িয়ে পড়ে থাকে...

ডায়াবেটিস কঠিন রোগ তবে না নিরাময় যোগ্য, সঠিক নিয়ম মেনে সঠিক সেবা নিলে খুব সহজেই এটিকে রিকোভার করা যায়, খুব সহজেই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন, ইন,সুলিন ছাড়ুন মাত্র ২০-২৫ দিনে।।

দেশের যে কোন প্রান্তে বসে অভিজ্ঞ কন্সাল্টেশন এর পরামর্শে সেবা গ্রহন করুন।। সারা দেশে হোম ডেলিভারিতে।

send message অপশন এ ক্লিক করে বিস্তারিত আলোচনা করুন।।।

20/11/2022

মটরশুঁটিঃ হৃদরোগ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে মটরশুঁটি। মটরশুঁটি রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, হৃদরোগের ঝুঁকি কমায়। প্রায় প্রতিদিন ২০০ গ্রামের মতো মটরশুঁটি খেলে হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন রোগের ঝুঁকি কমে যায়। বর্তমানে আমাদের দেশে প্রায় সারা বছরই পাওয়া যায় মটরশুঁকি। যদি না থাকে তবে যখন মটরশুঁটির মওসুম, তখন বেশি করে কিনে ডিপ ফ্রিজে রেখে দিন। তারপর সারা বছর খাদ্য তালিকায় 15 এই সবজি। তেলাকুচা পাতা এবং ফল সবজির মতো খান। মেথি চূর্ণ করেও খেতে পারেন।

20/11/2022

রক্তে শর্করার কোন বৃদ্ধি পায় না (হাইপারগ্লাইসেমিয়া)। এটি হলে প্রচণ্ড তৃষ্ণার অনুভূতি পায় এবং কম অ্যান্টি-ডাইউরেটিক হরমোন নিঃসরণের কারণে অতিরিক্ত প্রস্রাব তৈরি হয়। অ্যান্টি-ডাইউরেটিক হরমোন ভ্যাসোপ্রেসিনের নিঃসরণ কমে যাওয়ায় প্রস্রাবের চরম উৎপাদন হয়। এটি প্রায় ১-২ শতাংশ মানুষের হয়ে থাকে।

20/11/2022
আমরা সারা দেশে হোম ডেলিভারিতে সার্ভিস দিয়ে থাকি,অগ্রিম পেমেন্ট ছাড়াই।আপনি পন্য বুঝে পেয়ে পেমেন্ট করার সুযোগ রয়েছে।প্রোডা...
20/11/2022

আমরা সারা দেশে হোম ডেলিভারিতে সার্ভিস দিয়ে থাকি,অগ্রিম পেমেন্ট ছাড়াই।
আপনি পন্য বুঝে পেয়ে পেমেন্ট করার সুযোগ রয়েছে।

প্রোডাক্ট এর সাথে আপনার ডায়েট চার্ট, ব্যায়াম এর চার্ট বুঝে নিবেন,এবং ভালোভাবে মেনে চলার চেষ্টা করবেন।
৫-৭ দিন পর পর আমাদের কে আপনার রক্তের সুগার লেভেল এর মাত্রার আপডেইট টা জানাবেন।
যেকোন বিড়ম্বনায় পড়বেন সাথে সাথে আমাদের কে জানাবেন।

আপনাদের সেবাই আমাদের মূল লক্ষ্য।❤️

20/11/2022

ডায়াবেটিস সমস্যার ক্ষেত্রে যে সব লক্ষণ দেখলে সতর্ক হতে হবে:

• ঘনঘন প্রস্রাব হওয়া ও পিপাসা লাগা
• দুর্বল লাগা' ঘোর ঘোর ভাব আসা
• ক্ষুধা বেড়ে যাওয়া
• সময়মতো খাওয়া-দাওয়া না হলে রক্তের শর্করা কমে হাইপো হওয়া
• মিষ্টি জাতীয় জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া
• কোন কারণ ছাড়াই অনেক ওজন কমে যাওয়া
• শরীরে ক্ষত বা কাটাছেঁড়া হলেও দীর্ঘদিনেও সেটা না সারা
• চামড়ায় শুষ্ক, খসখসে ও চুলকানি ভাব
• বিরক্তি ও মেজাজ খিটখিটে হয়ে ওঠা
• চোখে কম দেখতে শুরু করা

বাজারের অন্যান্য প্রোডাক্ট এর তুলনায় আমাদেরপ্রোডাক্ট এর দাম একটু বেশি,, এটা আমরা স্বীকারকরি,,, এবং এর সাথে এটা ও গর্ব ক...
20/11/2022

বাজারের অন্যান্য প্রোডাক্ট এর তুলনায় আমাদের
প্রোডাক্ট এর দাম একটু বেশি,, এটা আমরা স্বীকার
করি,,, এবং এর সাথে এটা ও গর্ব করে বলতে পারি,
আমাদের প্রোডাক্ট এর কার্যকারিতাও অন্যান্য প্রোডাক্ট
এর চেয়ে ১০০% ভালো কাজ করে।

20/11/2022

সাইড ইফেক্ট: সাধারণত সাইড ইফেক্ট থাকে ক্যামিকেল বা ড্রাগ দিয়ে তৈরি ঔষধে।আমাদের প্রোডাক্ট টি সম্পুর্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। কোন মেডিসিন বা ক্যামিকেল কিছু দেয়া হয় না।এছাড়া বাংলাদেশ সাইন্সল্যাব কর্তৃক পরিক্ষিত ও অনুমোদিত প্রোডাক্ট। কোন সাইড ইফেক্ট নেই,শতভাগ রিস্ক ফ্রি।

Address

Muradpur Jalal Plaza 4th&5th Floor

4000

Alerts

Be the first to know and let us send you an email when Diabetes Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram