08/09/2023
আপনার চিকিৎসা ভ্রমন নিয়ে একটু কথা :
বাংলাদেশ তো বাংলাদেশ, আমার দেশ, আমার মাতৃভূমি। কিন্তু ভারত আমার দ্বিতীয় দেশ, কারন এ দেশেই শিক্ষা নিতে গিয়ে প্রায় অর্ধ দশ পার করেছি। আর সময়ে অসময়ে, কাজে, ব্যাবসায় এবং চিকিৎসার জন্যও যাওয়া হয়।
এবার আসি ভ্রমন নিয়ে একটু কথা বলতে-
দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে দু'পা ফেলিয়া"
চট্টগ্রামের মানুষ হয়েও চট্টগ্রামের দ্রষ্টব্য স্হানগুলো অনেকই দেখেননি, চট্রগ্রামের ইতিহাস ঐতিহ্যের প্রতি কতজনেরই বা আন্তরিক আগ্রহ আছে তাও গবেষণার ব্যাপার। ব্যাবসা বানিজ্য পরিবার আর কাজ ধান্দা নিয়েেই জীবনের অর্ধেকটা পার৷ বাকীটা হিসাব নিকাশ আর রোগ সুখ ভোগে জীবন সায়াহ্নে পৌছার প্রস্তুতি চলে!
কথাগুলো খটমট মনে হয়! আসলে লিখতে বসেছি ভ্রমন নিয়ে কিছু বানিজ্যিক কথা বলতে (তবে স্পনসর্ড নয়!😄)
ঢাকা শহরে যাই, ব্যাবসা বানিজ্য চিকিৎসার কারনে, তারপর কখন আবার তল্পিতল্পা গুটিয়ে চট্টগ্রাম ফিরবো সেই ব্যাস্ততা!
ঢাকা শহর এ ভারত উপমহাদেশে বা দক্ষিণ এশিয়ায় কোলকাতার পরপরই কিন্তু ঢাকা গুরুত্বপূর্ণ ছিল!
ঢাকার ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির খবর নপয়ার সময়ই বা ক'জনের আছে!
টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাস বা হলগুলোর সাথে কত ইতিহাস জড়িত!
লালবাগকেল্লা, আহসান মন্জিল, পুরনো ঢাকার বিরিয়ানি অভিযান, ধানমন্ডির ৩২ নম্বর, শিশুপার্ক বা চিড়িয়াখানা আজকাল কতোজনকে আকর্ষণ করে!
আজকে ভারতে চিকিৎসা ও বিভিন্ন স্হান ভ্রমণের কিছু কথা বলবো:
আমরা চিকিৎসা সেবায় সহায়তা করি, বিভিন্ন জটিল রোগের চিকিৎসা, সার্জারী এবং দীর্ঘ মেয়াদি চিকিৎসাপত্র হাতে নিয়ে সোজা বিমান কিংবা রেলে উঠে পড়ি।
রোগ যদি জটিল হয়, রোগীর অবস্থা যদি নাজুক হয় সেটা ভিন্ন ব্যাপার।
কিন্ত রোগী চিকিৎসা নিয়ে রোগ ভাল হলো, জটিল রোগের ভাবনা থেকে চিন্তামুক্ত হলো!
খুশীর সংবাদ!
তাহলে যে রাজ্যে গিয়েছি, সে রাজ্যের কিছু বিশেষ আকর্ষণীয় যায়গা ভ্রমন করে আস্তে ধীরে ফিরি, হাতে যদি সময় থাকে, পকেটে যদি সমস্যা না থাকে!
তাহলে সাথের মানুষজন, পরিবারবর্গ বা বন্ধু বান্ধব নিয়ে বাড়তি একটু ভ্রমন করে আসতেই পারি!
দিল্লি গেলামতো: কুতুব মিনার, নিজামুদ্দিন, জামা মসজিদ, কনট প্লেস, ইন্ডিয়া গেট, নতুন আর পুরনো দিল্লির যতটুকু দেখা সম্ভব! ভ্রমন অন্তরের দরোজা ও দেখার চোখ খুলে দেয়!
মাদ্রাজ/ চেন্নাই : একটা ছোট ভ্রমন গাইড হাতে নিয়ে দেখুন, শহরের মাঝেই কতো দ্রষ্টব্য স্হান!
ব্যাঙালোর: ইতিহাস ঐতিহ্যে ঠাসা, ভারতের গার্ডেন সিটি, ম্যাগা সিটি এবং এসি সিটিও বলা।
আমার সেকন্ড হোম- এখানে প্রায় আড়াই বছর পড়াশোনা করেছি। তাই ভালো লাগাটা মনের গোপন কোনে আজও জেগে আছে।
ভারতে চিকিৎসা করতে তখনই যাবেন, যখন মনে হবে দেশের থেকে আর একটু উন্নত চিকিৎসা লাগবে! অমুক সার্জারীর যথেষ্ট ফ্যাসিলিটিজ দেশে হয়তো নেই। ক্রটিক্যাল কোন স্পেশালিস্ট চিকিৎসার প্রয়োজন।
আমরা প্রতিটা পর্যায়ে আপনাকে সহায়তা দেবো
👉ডাক্তারের প্রাথমিক মতামত
🩺টেলিমেডিসিন
💊দ্বিতীয় মতামত
📣ইনভাইটেশন লেটার
💉
হসপিটাল ভর্তি
🩺ক্রিটিকাল কেয়ার
♥🩺💉 হার্ট : কার্ডিওলজি সম্পর্কিত সব চিকিৎসা সেবা
ডায়াবেটিস, গ্যাস্ট্রোলজি, ইউরোলজি
নিউরো কেয়ার
কিডনি/ লিভার চিকিৎসা ও ট্রান্সপ্লান্ট
গাইনি কেয়ার:
আইভিএফ
টেস্টটিউব
ব্রেস্ট ক্যান্সার
ওভারি ট্রিটমেন্ট
চক্ষু ও নাক কান গলা
সব চিকিৎসার সহায়তা ও সঠিক যায়গায় আপনাকে পৌছে দেয়ার দায়ীত্ব যদি আমরা নিই, আপনার টেনশান কতটুকু কমে আসবে একবার চিন্তা করুন
কল দিয়ে আপনার এপয়েন্টমেন্ট কনফার্ম করুনঃ ০১৭৭৭৮-৬৬৭৫৪, ০১৯৭০৮-৩০২৪২
ইমেইল : healthtrackbd19@gmail.com