As-sunnah Hijama Center CTG

As-sunnah Hijama Center CTG হিজামা কী? যার অর্থ চোষা বা টেনে আনা। আমার দিব সেবা আল্লাহ দিবেন শেফা ইনশাআল্লাহ।

11/03/2024
27/10/2023

হিজামা হলো নববী চিকিৎসা পদ্ধতি। যা আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামগন করেছেন এবং উম্মতকে করতে উৎসাহিত করেছেন। এই চিকিৎসার মধ্যমে শরীরের সব ইউরিক এসিড, প্লাজমা, টক্সিন ইত্যাদি বাহির করা হয়।

12/10/2023

টক্সিন কি?
টক্সিন হলো এক ধরনের বিষ।টক্সিন সহজেই শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দূর্বল করে দেয়। Madecial since এর ভাষ্য মতে, টক্সিন মানব শরীরে একটি ঘুমন্ত হত্যাকারী।
টক্সিন কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে?

১। শ্বাসপ্রশ্বাস ও ত্বক এর মাধ্যমে।
যেমনঃ
ক,কারখানার দূষিত বাতাস
খ,গাড়ির জ্বালানির ধোয়া
গ,ধুমপান
ঘ,ধুমপান হতে নির্গত ধোঁয়া ইত্যাদি।

২। খাবারের মাধ্যমে
যেমনঃ
ক,ভেজাল বা কৃত্রিম খাবার।
খ,ফাস্ট ফুড
গ, এলকোহল ইত্যাদি।

৩। শরীরের ভিতর জনিত উপায়ে।
যেমনঃ
ক,ব্যাকটেরিয়া জনিত
খ,অজীর্ণ খাদ্য ইত্যাদি।
হিজামাতে এই Toxin এবং ইত্যাদি জিনিস বাহির হয়।

ব্রণ আমাদের ত্বকের সৌন্দর্যের পরিপন্থী একটি সমস্যা।ব্রন কেন হয়?সেবাসিয়াস গ্রন্থি ব্লক হয়ে গেলে তেল বা সেবাম নিঃসরণ না ...
11/10/2023

ব্রণ আমাদের ত্বকের সৌন্দর্যের পরিপন্থী একটি সমস্যা।

ব্রন কেন হয়?
সেবাসিয়াস গ্রন্থি ব্লক হয়ে গেলে তেল বা সেবাম নিঃসরণ না হয়ে গ্রন্থি ফুলে গেলে ব্রণ তৈরি হয়। অধিক রাত্রি জাগ্রত থাকা,কোষ্ঠকাঠিন্য হওয়া এছাড়া খাদ্যাভাস, লাইফস্টাইল, হরমোন কারণ, আবহাওয়া ইত্যাদি কারণে ও ব্রণ হতে পারে।

ব্রণের চিকিৎসাঃ
ব্রনের জন্য হিজামা থেরাপি খুবই উপকারী চিকিৎসা। হিজামার মাধ্যমে সেবাসিয়াস গ্রন্থির ব্লক ওপেন করা হয়। ফলে হিজামার কয়েকটি সেশন নেওয়ার ফলে ব্রন থেকে মুক্তি পাওয়া যায়।

ব্রণ থেকে আত্মরক্ষাঃ
১।পর্যাপ্ত পরিমাণে ঘুমানো
২। প্রচুর পরিমাণে পানি খাবেন
৩। বেশি বেশি ফলমূল এবং শাকসবজি খাবেন।
৪। মুখ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।
৫। ব্রণে নক লাগাবেন না ইত্যাদি।

প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।
018 72 61 43 11
Tarek Bin jamal
DHMS, DMS, paramedical
Certificate in Hijama

হিজামা আরবি শব্দ আল-হাজম থেকে এসেছে যার অর্থ চোষা বা টেনে।অর্থাৎ Toxin ইত্যাদি কে টেনে বাহির করে দেয়।
06/10/2023

হিজামা আরবি শব্দ আল-হাজম থেকে এসেছে যার অর্থ চোষা বা টেনে।অর্থাৎ Toxin ইত্যাদি কে টেনে বাহির করে দেয়।

হিজামা কী?হিজামা আরবী শব্দ আল-হাজম থেকে এসেছে। যার আর্থ চোষা বা টেনে আনা।হিজামা এক ধরণের চিকিৎসা যার মাধ্যমে শরীরের সব t...
05/10/2023

হিজামা কী?
হিজামা আরবী শব্দ আল-হাজম থেকে এসেছে। যার আর্থ চোষা বা টেনে আনা।
হিজামা এক ধরণের চিকিৎসা যার মাধ্যমে শরীরের সব toxin, ইউরিক অ্যাসিড, বদ রক্ত, রোগের জন্য দায়ী জীবাণু প্লাজমা বের করে নিয়ে আসা হয়।
এটি একটি সুন্নাহ চিকিৎসা যা আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম করেছেন।
৬ টি বিশুদ্ধ হাদিস গ্রন্থে প্রায় ৪২ টি হাদিস এসেছে হিজামা সংক্রান্ত।
What is hijama?
Hijama is derived from the Arabic word al-Hazm. whose earth is sucked or dragged.
Hijama is a type of treatment through which all toxins, uric acid, bad blood, germ plasma responsible for diseases are removed from the body.
আমার দিব সেবা আল্লাহ দিবেন শেফা ইনশাআল্লাহ।

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when As-sunnah Hijama Center CTG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category